জানুয়ারি ৬, ২০২৩

জাতীয়

ভাদেশ্বর ফুটবল একাডেমি ও সানজানা ইলেভেন স্টার জগন্নাথপুর

বিলেতের আয়না ডেক্স :- ভাদেশ্বর ফুটবল একাডেমি ও সানজানা ইলেভেন স্টার জগন্নাথপুর ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্র আয়োজিত স্বপ্ন সুপার মার্কেট মিশিগান এর উদ্যোগ ১লা জানুয়ারী থেকে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজকের খেলায় মুখোমুখি হয়েছিল ভাদেশ্বর ফুটবল একাডেমি ও সানজানা ইলেভেন স্টার জগন্নাথপুর। তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় ভাদেশ্বর ফুটবল একাডেমিকে ০১ গোলে পরাজিত করেছে সানজানা ইলেভেন ষ্টার ০২। হাজার হাজার দর্শকরা খেলা উপভোগ করেছে। সিলেটের বিভিন্ন জায়গা থেকে এসে ফুটবল প্রেমীরা খেলা দেখে থাকে। ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্র প্রতিবছর খেলা আরম্ভ করে। ক্রিকেট, ব্যাডমিন্টনসহ খেলা দিয়ে থাকে।

জাতীয়

ছাত্রলীগের হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে ছাত্র লীগের ৯ জন নেতাকর্মী আহত।

বিলেতের আয়না ডেক্স :- ছাত্রলীগের হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে ছাত্র লীগের ৯ জন নেতাকর্মী আহত। ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে মঞ্চে ওঠেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার বক্তব্য চলা অবস্থায় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে। এতে ওবায়দুল কাদেরসহ ৯ জন নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে, ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ বলেন, তেমন কোনো বড় ধরনের দুর্ঘটনা নয়। স্বাভাবিক ঘটনা। মঞ্চে অতিরিক্ত লোক ওঠার কারণে ভেঙে পড়ে। অনেকে আহত হয়েছেন, তবে খুবই সামান্য। একটা মঞ্চ ভেঙে পড়লে লোকজন ব্যথা পাবেই। অনেকের পায়ে একটু খোঁচা লেগেছে। তিনি জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঞ্চে ছিলেন। মঞ্চে উনার চারপাশে লোকজন ছিল। মঞ্চ ভেঙে পড়ায় তার পায়ে সামান্য ব্যথা লেগেছে। আহতরা অন্যরা হচ্ছেন— ড. মোস্তফা জালাল মহিউদ্দিন (আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য), ডা. জামাল উদ্দিন চৌধুরী (স্বাচিপ-সভাপতি), শেখ আনিসুজ্জামান রানা (ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক), মো. জসিম উদ্দিন (ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সদস্য), মো. জাবেদ (বিএমএ ইসি মেম্বার), শারমিন সুলতানা লিলি (যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক), সাবরিনা চৌধুরী, বরিকুল ইসলাম বাধন (বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাবেক সভাপতি)। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ছিলে গেছে ও আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে সাত জন বাড়ি ফিরেছেন। লিলি এখনো চিকিৎসাধীন আছেন। ঘটনার সময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকদের অনেকেই উপস্থিত ছিলেন।

জাতীয়

৭৫ তম ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা। ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়ল ছাত্রলীগের মঞ্চ।

বিলেতের আয়না ডেক্স :- ৭৫ তম ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা। ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়ল ছাত্রলীগের মঞ্চ। ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে । শুক্রবার বিকেল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা পাদদেশ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি শাহবাগ, মৎস ভবন, প্রেসক্লাব, পল্টন হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ সংলগ্ন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, নানা ধরনের বাজনা, রঙ্গিন পোশাক সহ নানান সাজসজ্জায় সজ্জিত হয়ে অংশ নেয়। শোভাযাত্রার পূর্বে অপারাজেয় বাংলার পাদদেশে তৈরি মঞ্চে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৪টার কিছু পরে সংক্ষিপ্ত সমাবেশে ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে হঠাৎ মঞ্চ ভেঙ্গে যায়। এসময় মঞ্চে এনামুল হক শামীম, নজরুল ইসলাম বাবু, মাহফুজ হায়দার চৌধুরী, মোস্তফা জালাল মহিউদ্দিন, সিদ্দিকী নাজমুল আলম, মো. সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির হোসাইন, গোলাম রাব্বানীকে দেখা যায়। এছাড়া মঞ্চে বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ছাড়াও সদ্য সাবেক কমিটির আল-নহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকেও ছিল। আবার একই মঞ্চে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদেরও। তাদের মধ্যে বেশ কয়েকজন আহত হন। পরবর্তীতে উঠে দাঁড়িয়ে ওবায়দুল কাদের বেলুন ও পায়রা উড়িয়ে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভযাত্রা উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি ক্ষোভ জানিয়ে বলেন, ‘আমার এত নেতার দরকার নেই, আমার কর্মী দরকার।’ এর আগে বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু ইজ অ্যা লিভিং লিজেন্ড। তিনি বলেন, সবকিছু ছাপিয়ে আমাদের পরিচয় আমরা শেখ হাসিনার নিবেদিত কর্মী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের রুপান্তরের রুপকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগকে আত্মশক্তিতে বলিয়ান করেছেন। এসময় ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগকে ৭৫ বার অভিবাদন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগ আমাদের শৈশবের ভালোবাসা, ছাত্রলীগ আমাদের সবুজ কৈশরের উচ্ছ্বাস, ছাত্রলীগ আমাদের যৌবনের প্রথম প্রেম। ছাত্রলীগের নতুন সভাপতি সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে তিনি বলেন, অনেক কর্মী আশা নিয়ে বসে আছে। কমিটি পূর্ণাঙ্গ করতে হবে দ্রুত। বিলম্বিত করার কোনো সুযোগ নেই। ছাত্রলীগের কর্মীদের অতীতের ভূল থেকে শিক্ষা নেওয়ার আহবান জানান তিনি। বর্তমান সময়ে একটি চ্যালেঞ্জিং সময় ও অর্থনীতিতে বৈশ্বিক সংকট চলছে উল্লেখ করে তিনি বলেন, করোনায় ছাত্রলীগ কৃষকের ধান কেটে দিয়েছে, ঘরে ঘরে চিকিৎসা সামগ্রী পৌঁছে দিয়েছে। বক্তব্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে ৭৫ টি সমাবেশ করার ঘোষনা দেন। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এবার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের লক্ষ্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যেন বিশ্ব র‍্যাংকিং এ জায়াগা করে নেয়। এর আগে দুপুর দুইটার আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জড় হতে থাকে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের ব্যানার ফেস্টুনসহ নানা সাজসজ্জায় আসতে দেখা যায়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় পুরো অপরাজেয় বাংলা সংলগ্ন এলাকা। শোভাযাত্রায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ,ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, কলেজ অব এপ্লাইড হিউম্যান সাইন্স, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ,স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ,তিতুমীর কলেজ, বাংলা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ,তেজগাঁও কলেজ,আবুজর গিফারী কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা আইন জেলা, ঢাকা জেলা উত্তর, ঢাকা জেলা দক্ষিণসহ বিভিম্ন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়। উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে অসামান্য ভূমিকা রাখে সংগঠনটি।

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশী বংশদ্ভূত একজন নিহত।

বিলেতের আয়না ডেক্স :- যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশী বংশদ্ভূত একজন নিহত। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে পুলিশের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাইদ ফয়সাল আরিফ (২০) নামের এক শিক্ষার্থী। স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) দুপুরে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। জানা যায়, গুলি করার আগে আরিফ ধারাল ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে যান বলে দাবি করেছে পুলিশ। ক্যামব্রিজ পুলিশ বলছে, সাইদ ফয়সালকে থামাতে প্রথমে স্পঞ্জ রাউন্ড ছোড়া হয়। কিন্তু এতে ফয়সাল না থেমে পুলিশের দিকে আসতে থাকে। তখন একজন পুলিশ অফিসার গুলি চালান। জানা গেছে, ফয়সালের দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ইউনিভার্সিটি অব বোস্টনে (ইউম্যাস) পড়াশোনা করতেন। তার পরিবারের প্রায় সকলেই বোস্টনে বসবাস করেন।

জাতীয়

ভারতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে।

বিলেতের আয়না ডেক্স :- ভারতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে। ভারতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী শ্বাসযন্ত্রে সংক্রমণের চিকিৎসা করাতে নয়াদিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে ৭৬ বছর বয়সী সোনিয়ার অবস্থা স্থিতিশীল। রুটিন চেকআপের জন্য বুধবার তাকে নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার তিনি অসুস্থ হন। দীর্ঘদিন ধরে তিনি শাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। -এনডিটিভি

জাতীয়

ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্রের ৫০বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ হাইস্কুল এন্ড কলেজ মাঠে” স্বপ্ন সুপার মার্কেট মিশিগান” এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে

বিলেতের আয়না ডেক্স :- ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্রের ৫০বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ হাইস্কুল এন্ড কলেজ মাঠে” স্বপ্ন সুপার মার্কেট মিশিগান” এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে গত ১লা জানুয়ারী ২০২৩।১৬ টি অংশ গ্রহণ করেছেন।আজকের যে দুটি দল একে অন্যের মুখোমুখি হয়েছিল জলঢুপ ফুটবল একাডেমি বনাম এফ,এফ এ ফুটবল একাডেমি হরিপুর। তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় খেলায় হরিপুর জলঢুপ ফুটবল একাডেমি কে ১-০ গোলে পরাজিত করেছে। প্রতিদিন ঢাকা দক্ষিণ হাইস্কুল ও কলেজ মাঠে খেলা অনুষ্ঠিত হয়।খেলা দেখতে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।

জাতীয়

জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ অতিক্রম করছি – রাষ্ট্রপতি

বিলেতের আয়না ডেক্স :– জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ অতিক্রম করছি – রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ অতিক্রম করছি আমরা। ২০২২ সাল আমাদের জন্য চ্যালেঞ্জিং একটি বছর ছিল। সমগ্র বিশ্বই পার করছে এ কঠিন সময়। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। এসময় রাষ্ট্রপতি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন। তবে, সংসদে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। তার বক্তব্যের বাকি অংশ পঠিত বলে গণ্য করে স্পিকার। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতি বলেন, আমরা করোনা মহামারি সফলভাবে মোকাবিলা করে অর্থনীতির গতিশীলতা বজায় রাখতে সক্ষম হলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমাদের এ অগ্রযাত্রাকে শ্লথ করেছে। তারপরও ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে বাজেট ১৪ শতাংশ বেড়ে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। আবদুল হামিদ বলেন, নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া আমাদের কর্তব্য। দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ সম্পূর্ণরূপে নির্মূলের মাধ্যমে শোষণমুক্ত সমাজ-প্রতিষ্ঠার লক্ষ্যে বাঙালি জাতিকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের অগ্রযাত্রাকে বেগবান করতে মুক্তিযুদ্ধের চেতনা আর জাতির জনকের আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে জাতি এগিয়ে যাক ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, আত্মমর্যাদাশীল বঙ্গবন্ধুর সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ার পথে। তিনি বলেন, ২০২১-২২ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক দুই-পাঁচ শতাংশে দাঁড়িয়েছে, যা সামগ্রিক বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইতিবাচক। মাথাপিছু জাতীয় আয় পূর্ববর্তী অর্থবছর থেকে ২৩৩ মার্কিন ডলার বেড়ে দুই হাজার আটশ চব্বিশ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ৬০ দশমিক ৯৭ বিলিয়ন ডলার এবং বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে। করোনার অভিঘাত মোকাবিলায় বিভিন্ন প্রণোদনা প্যাকেজের কার্যকর বাস্তবায়নের ফলে আমাদের অর্থনীতিতে গতিশীলতা ধরে রাখা সম্ভব হয়েছে। সরকার ঘোষিত ১ লাখ ৮৭ হাজার ৬৭৯ কোটি টাকার কৃষি, গার্মেন্টসসহ ২৮টি প্রণোদনা প্যাকেজের সরাসরি উপকারভোগী প্রায় ৭ কোটি ৩২ লাখ ব্যক্তি ও প্রায় ২ লাখ প্রতিষ্ঠান। সরকার কর্তৃক কৃষি উৎপাদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিগত অর্থবছরে মোট ১৫ হাজার ১৭২ দশমিক ৭৯ কোটি টাকা ভর্তুকি এবং ৩৯ হাজার কোটি টাকা সরলসুদে কৃষিঋণ বিতরণ করা হয়েছে। বিশেষ প্রণোদনার আওতায় কৃষকদের মধ্যে ৫০০ কোটি টাকার বীজ, সার এবং কীটনাশক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উপবৃত্তির উপকারভোগীর সংখ্যা এক লাখ এবং প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা প্রায় ২৪ লাখ জন। তিনি বলেন, বিগত অর্থবছরে ভিজিডি (সরকারি ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) চক্রে সারাদেশে ১০ লাখ ৪০ হাজার উপকারভোগীকে প্রতি মাসে খাদ্য সহায়তার পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগী ১২ লাখ ৫৪ হাজার জনকে মাসিক ৮০০ টাকা হারে ভাতা দেওয়া হয়েছে। সরকার ২০২২-২৩ অর্থবছর থেকে ৬০ বছরের ঊর্ধ্বে দেশের সব নাগরিকের জন্য পেনশন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের যুগোপযোগী ও নারীবান্ধব কর্মসূচির ফলে বাংলার নারীরা দেশে-বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে। ২০২২ সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা অর্জনের মাধ্যমে নারীরা দেশের জন্য এক অনন্যসাধারণ গৌরব বয়ে এনেছে। তথ্যপ্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবার মাধ্যমে ১ কোটি ১০ লাখ গ্রামীণ নারীদের তথ্যপ্রযুক্তিতে ক্ষমতায়ন করা হয়েছে। সব নারী উদ্যোক্তাকে ই-কমার্সে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ই-কমার্স মার্কেটপ্লেস ‘লালসবুজ ডটকম’ এবং ‘ইজয়িতা’ চালু করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’, এ লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ১৯৯৭ সাল থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ৭ লাখ ৫৮ হাজার ৫২৫টি পরিবারের প্রায় ৩৫ লাখ গৃহহীন মানুষকে পুনর্বাসন করা হয়েছে। পাশাপাশি জাতির সূর্যসন্তান অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনা/শহীদ মুক্তিযোদ্ধা/প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তানদের মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রিশ হাজার বাসস্থান ‘বীর নিবাস’ দেওয়া হচ্ছে। এর আগে বিকেল ৩টায় স্পিকারের সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির সভা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতাসহ কমিটির সদস্যরা এতে উপস্থিত ছিলেন। অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন। তারা হলেন রমেশ চন্দ্র সেন (ঠাকুরগাঁও-১), একেএম শাজাহান কামাল (লক্ষ্মীপুর-৩), ইউসুফ আবদুল্লাহ হারুন (কুমিল্লা-৩), কাজী ফিরোজ রশীদ (ঢাকা-৬) ও সালমা চৌধুরী (মহিলা আসন-৩৪)। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের আগে আইনমন্ত্রী আনিসুল হক ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২ (অধ্যাদেশ নং-১, ২০২২) উত্থাপন করেন। এরপর শোক প্রস্তাব আনা হয়। এবারের সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ উপনেতা মনোনয়ন দেওয়া হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এ পদটি শূন্য হয়। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত বছরের ৬ নভেম্বর সংসদের ২০তম অধিবেশন শেষ হয়।

আন্তর্জাতিক

৩৬ ঘন্টার যুদ্ধ বিরতির ঘোষণা দিলেন পুতিন।

বিলেতের আয়না ডেক্স :- ৩৬ ঘন্টার যুদ্ধ বিরতির ঘোষণা দিলেন পুতিন। অবশেষে অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে ইউক্রেনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি দেশটিতে যুদ্ধ শুরুর পর এই প্রথম আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা এলো। ইউক্রেনে রুশ অর্থোডক্স চার্চের অনুরোধে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এই নির্দেশ দেন তিনি। খবর রয়টার্সের। পুতিনের যুদ্ধবিরতির এই নির্দেশ আগামী ৬ জানুয়ারি থেকে কার্যকর হবে। গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এই প্রথম আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতির ঘোষণা এলো। প্যাট্রিয়ার্ক এই আহ্বান জানানোর পর অল্প সময়ের মধ্যে তাতে সাড়া দিয়ে যুদ্ধবিরতির ঘোষণা দেন পুতিন। লিখিত আদেশে তিনি বলেন, ‘প্যাট্রিয়ার্ক কিরিলের আহ্বানকে সর্বোচ্চ সম্মান দেখিয়ে ‍রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আমি নির্দেশ দিচ্ছি- বড়দিন উপলক্ষে ৬ জানুয়ারি রাত ১২ টা থেকে ৭ জানুয়ারি রাত ২৪টা (স্থানীয় সময় ৮ জানুয়ারি রাত ১২টা) পর্যন্ত যেন ইউক্রেনে যুদ্ধবিরতি মেনে চলা হয়।’ এর আগে দিনের প্রথমভাগে বিশপ কিরিলের যুদ্ধবিরতির আহ্বানও বতিল করে দিয়েছিলো ইউক্রেন। তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জ্যেষ্ঠ উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক বলেছিলেন, তারা রুশ অর্থোডক্স চার্চকে ‘যুদ্ধের প্রচারক’ হিসাবে বিবেচনা করে যারা ইউক্রেনীয়দের ‘গণহত্যা’ এবং রাশিয়ার সামরিকীকরণকে উস্কে দিয়েছে। তিনি আরো বলেন, ক্রিসমাস যুদ্ধবিরতি নিয়ে রুশ অর্থোডক্স চার্চের বিবৃতি একটি নিষ্ঠুর ফাঁদ এবং যুদ্ধের প্রচারের একটি উপাদান মাত্র। প্রসঙ্গত, অর্থোডক্স খ্রিস্টানরা আগামী ৬ ও ৭ জানুয়ারি ক্রিসমাস উদযাপন করবেন। রাশিয়া ও ইউক্রেন দুই দেশেই অনেক অর্থোডক্স খ্রিস্টান বসবাস করেন

Scroll to Top