জানুয়ারি ৫, ২০২৩

জাতীয়

তারেক-জোবায়দার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ।

বিলেতের আয়না ডেক্স :- তারেক-জোবায়দার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ১৯ জানুয়ারির মধ্যে সম্পত্তি বাজেয়াপ্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত। দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারি পরোয়ানার তামিল প্রতিবেদন গ্রহণ করেন আদালত। এরপর ক্যান্টনমেন্ট থানার ওসিকে ১৯ জানুয়ারির মধ্যে তারেক ও জোবায়দার সম্পত্তি বাজেয়াপ্ত করার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। এর আগে গত বছরের ১ নভেম্বর তারেক ও জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। এরপর ২০০৮ সালে এই তিনজনের বিরুদ্ধে দাখিল করা হয় অভিযোগপত্র। এদিকে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন জোবায়দা। ওই বছরই এ আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। তবে এ সংক্রান্ত চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল মামলা বাতিলের আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে ওই মামলায় আট সপ্তাহের মধ্যে জোবায়দাকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। উচ্চ আদালতের এ খারিজ আদেশের বিরুদ্ধে ওই বছরই লিভ-টু-আপিল করেন জোবায়দা। এরপর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ লিভ-টু-আপিল খারিজ করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন।

জাতীয়

প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে সরফভাটার অগ্নিকাণ্ডে সহায়তা প্রদান

বিলেতের আয়না ডেক্স :- কামরুল ইসলাম,রাঙ্গুনিয়া প্রতিনিধি প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে সরফভাটার অগ্নিকাণ্ডে সহায়তা প্রদান প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়ন এর ৮নং ওয়ার্ডের ছমদ সওদাগরের বাড়িতে অগ্নিকাণ্ডে সহায়তা প্রদান করেন। আজ ৫ই জানুয়ারি রোজঃ বৃহস্পতিবার বিকেলে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের সম্মানিত সভাপতি, এ রহমান গ্রুফের চেয়ারম্যান জনাব আলহাজ্ব কোরবান আলী সাহেবের অনুরোধে সাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত ২ টি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় জরুরী খাদ্য সামগ্রী প্রদানের সময় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ জসিম উদ্দিন, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রউফ মাষ্টার, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আহসান হাবীব,রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক হাসান মুরাদ, সেচ্ছাসেবকলীগের সিঃ সহ- সভাপতি দেলোয়ার হোসেন, সরফভাটা ২নং ইউপি সদস্য জনাব নুরুল আলম মেম্বার,৮নং ইউপি সদস্য সাইফুদ্দিন আজম মেম্বার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাশেম, জনাব মোঃ মুসলিম উদ্দিন টিপু, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই আলকুচ প্রতিনিধি জনাব মোঃ হাসান ,ওমান প্রতিনিধি নুরুল ইসলাম, গাউসিয়া কমিটি ওমানের প্রতিষ্ঠাতা মোঃ গোলাম মোরশেদ রেজা, মোঃ সাজ্জাদ,সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক জাহেদ হোসেন তালুকদার, বাংলাদেশ প্রতিনিধি জবুরুত উল্লাহ জয়,মোঃফিরোজ উদ্দিন প্রমুখ

আন্তর্জাতিক

ফুটবলের কিংবদন্তি পেলে চিরনিদ্রায় শায়িত।

বিলেতের আয়না ডেক্স :- ফুটবলের কিংবদন্তি পেলে চিরনিদ্রায় শায়িত। ব্রাজিলে শ্রদ্ধা-ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন ফুটবলের রাজা পেলে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শুরু হয় শেষযাত্রা। পরে ১৪ তলার বিশাল সমাধিস্থল নেক্রপল একুমেনিকায় পেলের মরদেহ নিয়ে যাওয়া হয়। ফুটবলের রাজা কিংবদন্তি তারকা ফুটবলার পেলে গত ২৯ ডিসেম্বর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে পেলে নিজেই বলে গিয়েছিলেন, তার শবদেহ যেন সান্তোসের মাঠে নিয়ে যাওয়া হয়। সে কারণে পেলেকে শেষশ্রদ্ধা জানাতে তার কফিন সোমবার নেওয়া হয় সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে। পেলের কথা রেখে সেখানে ২৪ ঘণ্টার জন্য রাখা হয়েছিল তার শবদেহ। ব্রাজিলীয় ভাষায় লেখা শ্রদ্ধার্ঘ্যের অনুবাদ করলে দাঁড়ায়- দীর্ঘজীবী হোন রাজা। ভিলা বেলমেরো স্টেডিয়ামে পেলের কফিনবন্দি নিথর দেহ রেখে সোমবার সকালে শুরু হয় ২৪ ঘণ্টাব্যাপী শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত লাখো মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অশ্রুভেজা চোখে শেষশ্রদ্ধা জানান ফুটবল সম্রাটকে। ব্রাজিলের মানুষ ফুটবলের রাজাকে শ্রদ্ধা জানাতে ছুটে গিয়েছিল ভিলা বেলমেরো স্টেডিয়ামে। বিশ্বের নানা প্রান্ত থেকে খেলার জগতের তারকা আর সংগঠকরাও পেলের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ছুটে যান সেখানে। পেলেকে যেন মানুষ শেষবারের মতো একবার দেখতে পায়, এ কারণে খুলে রাখা হয়েছিল কফিনের ঢাকনা।

জাতীয়

ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বিলেতের আয়না ডেক্স :- ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “বৈষম্য ও বেকার সৃষ্টির শিক্ষা ও সমাজ ব্যবস্থা বদল করতে, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি বিরোধী রাজনীতি রুখে দিতে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে” বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অনুসারী বাংলাদেশ ছাত্রলীগ (ননী-মাসুদ) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আজ ৪ঠা জানুয়ারি ২০২৩ বুধবার সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাশিদুল হক ননীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, ডাকসুর সাবেক নেত্রী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, ছাত্রলীগের সাবেক নেতা, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নঈমুল আহসান জুয়েল, সাবেক ছাত্রনেতা ও জাসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সামছুল ইসলাম সুমন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব শামীম, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানাতুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি চন্দ্রনাথ পাল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নাঈম মল্লিক প্রমূখ। সমাবেশ শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন-জাতীয় ও দলীয় পতাকা সুসজ্জিত একটি বর্নাঢ্য র‌্যালি করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। প্রধান অতিথির ভাষণে জননেত্রী শিরীন আখতার এমপি বলেন, ছাত্রলীগ মানে একটি ইতিহাস, ছাত্রলীগ মানেই বাংলাদেশের ইতিহাস, সংগ্রামের ইতিহাস। ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যূত্থান, ৭০’র নির্বাচন, ৭১’র মহান মুক্তিযুদ্ধ, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে গড়ে তোলা গণজাগরণ মঞ্চসহ সকল সংগ্রামে ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক সমাজের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মুক্তবুদ্ধি যুক্তি-জ্ঞান চর্চার কেন্দ্র হিসাবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, স্বাধীনতার ৫১ বছরের মাথায় শিক্ষাক্ষেত্র থেকে বৈষম্য-নৈরাজ্য-বিশৃংখলা-দুর্নীতি দূর করতে না পারাটা জাতীয় নেতা-নেত্রীদের ব্যর্থতা হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। তিনি বলেন, কোনো অজুহাত না দেখিয়ে শিক্ষা ক্ষেত্র থেকে বৈষম্য-বিশৃংখলা-নৈরাজ্য-দুর্নীতির অবসান করে একমূখী মানসম্মত বিজ্ঞানভিত্তিক কর্মমূখী শিক্ষা চালু করতেই হবে। শিক্ষা উপকরণের মূল্য হ্রাস করার জন্য জোর দাবী জানান। তিনি শিক্ষার্থীদের স্বাধীনতা সংগ্রাম-মুক্তিযুদ্ধ-গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস ও চেতনা ধারন করে বৈষম্যমুক্ত সমাজ, সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান। সমাজের ও শিক্ষায় বৈষম্য অবসান করে, স্বাধীনতার চার মূলনীতি জাতীয়তাবাদ-গণতন্ত্র-ধর্মনিরপেক্ষতা-সমাজতন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে অপশাসন-দুঃশাসন-দুর্নীতি-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশে আরো উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক হুমায়ুন সরদার, কৃষক জোটের নেতা কামরুজ্জামান ফসি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খোকন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, জাসদ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আবু আলেম আজাদ, সাবেক ছাত্রলীগ নেতা ও জাসদ ঢাকা মহানগর পূর্বের দফতর সম্পাদক সোহানুর রহমান সোহান, যুব জোটের ঢাকা দক্ষিণের সভাপতি আলাউদ্দিন খোকন, বাংলাদেশ ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তানিয়া ইসলাম তন্নি, বাংলাদেশ ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রহমান নিলয়, স্কুল বিষয়ক সম্পাদক রনি কাওছার, সদস্য শাহ মোঃ ছোরায়েদ সাদিসহ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ এবং জাসদ ও সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Scroll to Top