জানুয়ারি ৩, ২০২৩

জাতীয়

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সাংবাদিকদের ভুমিকা অপরিহার্য – ফজলে করিম এম.পি

বিলেতের আয়না ডেক্স :- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সাংবাদিকদের ভুমিকা অপরিহার্য – ফজলে করিম এম.পি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ রাউজান এখন বাংলাদেশ এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সাংবাদিকদের ভুমিকা অপরিহার্য। আর এমন একটি বিষয় নিয়ে বর্ষপঞ্জিতে রাউজান প্রেস ক্লাবের উদ্যোগ সত্যিই মহৎ ও প্রশংসনীয়। ২ জানুয়ারি সোমবার সকাল ১১ টায় রাউজান প্রেস ক্লাবের বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন উপলক্ষে নগরীস্থ পাথরঘাটায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। রাউজান প্রেস ক্লাবের সভাপতি ও নিউ নেশান পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সরওয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ টুডে, সিপ্লাস টিভির রাউজান প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বকোণ, কালের কন্ঠের রাউজান প্রতিনিধি জাহেদুল আলম, সাবেক সভাপতি ও দৈনিক পূর্বদেশ, যুগান্তরের রাউজান প্রতিনিধি তৈয়ব চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, রাউজান পূজা উদযাপন পরিষদের (উত্তর) সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক সুমন দে, ডাবুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুদ্দিন চৌধুরী সাবু, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী, সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক খবরপত্রের রাউজান প্রতিনিধি নাজিম উদ্দীন মিঞাজি, সহ সভাপতি ও দৈনিক সন্ধ্যাবাণীর রাউজান প্রতিনিধি এ.এম মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানব কন্ঠের রাউজান প্রতিনিধি এম.দিদারুল আলম, সহ-সাধারণ সম্পাদক ও আমার রাউজান এবং হালদা টিভির জাহানগীর সিরাজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক, দৈনিক নতুন দিন, ও দেশি টুয়েন্টি ফোরের রাউজান প্রতিনিধি মোহাম্মদ রবিউল হোসেন রবি, অর্থ সম্পাদক, দৈনিক আলোকিত দেশ, ও বিজনেজ নিউজের কে এম, বাহাউদ্দীন, তথ্য ও গবেষণা সম্পাদক ও সারাক্ষণ বাংলাদেশের মোজাফফর হোসাইন সিকদার, আইন বিষয়ক সম্পাদক, দৈনিক দেশ রূপান্তর ও ডেইলি বাংলাদেশ পোস্টের রাউজান প্রতিনিধি এ. কে বাবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক সংবাদ, হালদা টিভির আনিসুর রহমান, দপ্তর সম্পাদক ও দৈনিক জনবাণী, দৈনিক দেশ বার্তার মুহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী, সদস্য ও বিশ্ববন্ধন, রীয়া বাংলার রাউজান প্রতিনিধি নুর মুহাম্মদ, সদস্য ও দৈনিক গিরি দর্পনের মিলন বড়ুয়া, দেশ দর্পনের রাউজান প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে রাউজান প্রেস ক্লাবের বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি রাউজান সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

জাতীয়

সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিতদের সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা

বিলেতের আয়না ডেক্স :- সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিতদের সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট- চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া ফাউন্ডেশনের পক্ষে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান। এসময় সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিতদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সহসভাপতি (প্রথম) মনিরুজ্জামান মনির, সহ সভাপতি (দ্বিতীয়) সাঈদ চৌধুরী টিপু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সহ সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ), কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. এনামুল কবীর,পাঠাগার সম্পাদক মো. আবু বক্কর, দপ্তর সম্পাদক মো. আব্দুল আহাদ। নির্বাহী সদস্য মো.আনোয়ার হোসেন, মাহমুদ হোসেন , রনজিত কুমার সিংহ, মো.শাহীন আহমদ।

জাতীয়

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজাদ উদ্দিন আজাদের সাথে সিটি ক্লাবের মতবিনিময় সভা

বিলেতের আয়না ডেক্স :- সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজাদ উদ্দিন আজাদের সাথে সিটি ক্লাবের মতবিনিময় সভা সিলেট শহরে জন্ম নেয়া ও বেড়ে উঠা যুক্তরাজ্যে বসবাসরতদের সংগঠন সিলেট সিটি ক্লাব ইউকের উদ্যোগে গত ২ জানুয়ারী সোমবার পূর্ব লন্ডনের এক রেষ্টুরেন্টে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংকার আজাদ উদ্দিন আজাদের যুক্তরাজ্য সফর উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট সিটি ক্লাব ইউকের সভাপতি আবু বক্কর ফয়েজী সুমনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের অন্যতম সদস্য শহিদুল ইসলাম মামুন। সভার শুরুতে দোয়া পরিচালনা করেন তাজ আহমদ। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি মুজিবুল হক মনি, সাবুল সামসুজ্জামান, মাহমুদুর রহমান শানুর, দেলওয়ার হোসেন, জাকির হোসেন, তাজ আহমদ, বাপ্পী আহমদ, সুহেল আহমদ, শিপার আহমদ বাবলা, জাহাঙ্গীর আহমদ, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, সালেহ গজনবী, সুজাদ আহমদ, তপু শেখ, মোহনুজ্জামান চৌধুরী, মিজানুর রহমান, সালাউদ্দিন মামুন, ফাহিম আহমদ জাকির, রফি চৌধুরী শিবা, দেলওয়ার আহমদ, শাহীন আহমদ, জালাল আহমদ মিন্টু, আজগর আলী, এমরান আহমদ, জিয়াউল ইসলাম জিয়া, আবদুল্লাহ রাহিম বাপন প্রমুখ।

জাতীয়

বাংলাদেশের পুলিশ বাহিনীকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর বিশ্বমানের স্মার্ট পুলিশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

বিলেতের আয়না ডেক্স :- বাংলাদেশের পুলিশ বাহিনীকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর বিশ্বমানের স্মার্ট পুলিশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বমানের ‘স্মার্ট পুলিশ’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে সেবার মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের লক্ষ্য, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে একটি দক্ষ ও বিশ্বমানের ‘স্মার্ট পুলিশ’ গড়ে তোলা। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। করোনার কারণে দুই বছরের ব্যবধানে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে সশরীরে উপস্থিত হয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী পুলিশকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের সম্পর্কে জনগণের ভীতি দূর করে তাদের বাহিনী হিসেবে জনগণের সেবা করছে এবং ভালো কাজগুলো চালিয়ে যেতে বলেছেন। শেখ হাসিনা বলেন, পুলিশের প্রতি জনগণের আস্থা অটুট রাখার বিষয়টি নিশ্চিত করুন। তিনি আশা প্রকাশ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা অনুযায়ী পুলিশ হবে জনগণের পুলিশ, শোষকের পুলিশ নয়।

জাতীয়

বাংলাদেশে নতুন বিমান বন্দর তৈরী করতে আগ্রহ ভারতের।

বিলেতের আয়না ডেক্স :- বাংলাদেশে নতুন বিমান বন্দর তৈরী করতে আগ্রহ ভারতের। ভারতীয় অর্থায়নে এলওসি (লাইন অব ক্রেডিট)-এর মাধ্যমে নতুন বিমান বন্দর তৈরি ও পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ভারতের আগ্রহের কথা জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। এ ছাড়া বাংলাদেশের এভিয়েশন খাতে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া, বিদ্যমান বিমান বন্দরসমূহের সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে সহযোগিতার কথাও ব্যক্ত করেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমন আগ্রহ প্রকাশ করেন তিনি। সাক্ষাতকালে দু’দেশের এভিয়েশন খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও বাংলাদেশের এভিয়েশন খাতে দক্ষ জনবল গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, বর্তমানে বেবিচক-এর ১২ জন কর্মকর্তা ভারতের এলাহবাদে বেসিক এয়ার ট্রাফিক কন্ট্রোলারস প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণের সব খরচ ভারত সরকার বহন করছে। এই সহযোগিতার জন্য বেবিচক চেয়ারম্যান ভারতের রাষ্ট্রদূত-এর মাধ্যমে ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল চুক্তি ১৯৭৮ সালে সম্পাদিত হয়। আলোচনাকালে দু’দেশের বিদ্যমান বিমান চলাচল চুক্তি আধুনিকায়ন করার উপর জোর দেয়া হয়। দুই দেশের মধ্যে যোগাযোগ তরান্বিত করার লক্ষ্যে আরও বেশি পরিমাণে নতুন গন্তব্যে ফ্লাইট চালুর জন্য দুই দেশের বিমান সংস্থাগুলোকে উৎসাহিত করতে, বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলের প্রধান প্রধান শহরগুলোর সাথে বাংলাদেশের যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। দু’দেশের সিভিল এভিয়েশন ট্রেনিং একাডেমির মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব করা হয়। এছাড়া বাংলাদেশের আকাশ সীমায় এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত অনিষ্পন্ন বিষয়সমূহ সমাধানের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। কোভিড-১৯ পরিবর্তী সময়ে ভারতে চিকিৎসাগ্রহণসহ অন্যান্য প্রয়োজনে বাংলাদেশী পর্যটক বৃদ্ধি পাচ্ছে। আলোচনা শেষে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বিমান চলাচল ক্ষেত্রে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

জাতীয়

বাংলাদেশের শিক্ষা ব্যয়ের ৭১ শতাংশই বহন করে পরিবার, — গবেষণা প্রতিষ্ঠান ইউনেস্কোর গ্লোবাল এডুকেশন।

বিলেতের আয়না ডেক্স :- বাংলাদেশের শিক্ষা ব্যয়ের ৭১ শতাংশই বহন করে পরিবার, — গবেষণা প্রতিষ্ঠান ইউনেস্কোর গ্লোবাল এডুকেশন। বাংলাদেশে শিক্ষা ব্যয়ের ৭১ শতাংশ পরিবার বহন করে। এনজিও স্কুলে ফি সরকারি প্রতিষ্ঠানের তুলনায় তিনগুণ বেশি এবং বেসরকারি কিন্ডারগার্টেনের ক্ষেত্রে এই ব্যয় নয়গুণ বেশি। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘ইউনেস্কোর গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট ২০২২’ শীর্ষক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে শিক্ষা ব্যয়ের ৫৭ শতাংশ বহন করে পরিবার। নেপালে প্রাক-প্রাথমিক শিক্ষায় পরিবারের ব্যয় ৬৩ শতাংশ এবং কারিগরি-বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণে পরিবার ব্যয় করে থাকে ৭৫ শতাংশ। যেখানে সরকারি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণে এই ব্যয় ৮ শতাংশ। এছাড়াও দুটি প্রধান শহরে শীর্ষ চতুর্থাংশ পরিবারের মাসিক ফি প্রদানের হার নিম্ন চতুর্থাংশ পরিবারের তুলনায় চার থেকে আট গুণ বেশি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভারতে শীর্ষ ২০ শতাংশ পরিবার নিচের ২০ শতাংশ পরিবারের তুলনায় সরকারি, বেসরকারি অনুদানপ্রাপ্ত এবং অনুদানবিহীন সব রকম স্কুলে প্রায় চারগুণ বেশি ব্যয় করে। ২০১৭ এবং ২০১৮ সালে সরকারি স্কুলের তুলনায় বেসরকারি অনুদানপ্রাপ্ত এবং অনুদানবিহীন স্কুলে পাঁচগুণ বেশি ব্যয় করেছিল পরিবার। প্রতিবেদনে দেখা গেছে, দক্ষিণ এশিয়ায় প্রায় ১২ শতাংশ পরিবার সঞ্চয় করে এবং ৬ শতাংশ পরিবার স্কুলের ফি মেটাতে ঋণ করে থাকে। বাংলাদেশে প্রায় এক-তৃতীয়াংশ পরিবার ঋণ করে বেসরকারি পলিটেকনিকে পড়াশোনার খরচ মেটায়। ভুটান, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণকারীদেরকে স্বল্প সুদে ঋণ প্রদানের জন্য কর্মসূচি হাতে নিয়েছিল। এছাড়াও বাংলাদেশে শিক্ষার্থীরা সরকারি বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফি এর ওপর কর আরোপের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। ফলস্বরূপ, কিছু সিদ্ধান্তের পরিবর্তনও হয়েছিল। এই প্রতিবেদনের জন্য করা একটি জরিপে দেখা যায়, ভারতের ১ হাজার ৫০টি কম খরচের বেসরকারি স্কুলের মধ্যে ১ হাজারটি স্কুল শুধুমাত্র ফির উপর নির্ভর করে চলে। অপরদিকে আফগানিস্তান, ভারত এবং নেপালের শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির ফি’র উপর নির্ভরতা এবং সরকারি তহবিলের অভাবকে তাদের কর্মসূচির উন্নয়নে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে মনে করে।

জাতীয়

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস ৬ মাসের জন্য জামিন।

বিলেতের আয়না ডেক্স :- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস ৬ মাসের জন্য জামিন। পল্টন থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ৬ মাসের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী জয়নুল আবেদীন। জামিন আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষে আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। শুনানি শেষে আদালত মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দেন। এর আগে সোমবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী সগীর হোসেন লিওন। গত ২১ ডিসেম্বর বিএনপির কারাবন্দি এই দুই নেতার জামিন আবেদন চতুর্থবারের মতো নাকচ করে আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান। গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেন। তারও আগে গ্রেপ্তারের চারদিন পর ১২ ডিসেম্বর ঢাকার আরেকটি আদালত একই মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন খারিজ করে দেন।

Scroll to Top