জানুয়ারি ২, ২০২৩

আন্তর্জাতিক

এক ইরানি লেখকের মৃত্যু দন্ড।এক ইসরাইলের একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেয়ার পর লেখক ও ইলাস্ট্রেটর মেহদি বাহমানকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।

বিলেতের আয়না ডেক্স :- এক ইরানি লেখকের মৃত্যু দন্ড।এক ইসরাইলের একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেয়ার পর লেখক ও ইলাস্ট্রেটর মেহদি বাহমানকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। সাক্ষাৎকার দেয়ার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ওই সাক্ষাৎকারে তিনি তেহরানের শাসকগোষ্ঠীর সমালোচনা করেছেন। সমালোচনা করেছেন দেশে ইসলামিক আইন আরোপের। একই সঙ্গে ইসরাইল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। এতে বলা হয়, ইরানে পুলিশি হেফাজতে থাকা কুর্দি যুবতী মাহশা আমিনি মারা যাওয়ার পর সারা ইরানে বিক্ষোভ দেখা দিয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে ১১ বিক্ষোভকারীকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আটক রাখা হয়েছে কমপক্ষে ১০০ বিক্ষোভকারীকে। মেহদি বাহমান তার কর্মের মধ্য দিয়ে ধর্মীয় সহাবস্থানের বিষয়ে কথা বলেছেন। বিভিন্ন ধর্মের ওপর আর্টওয়ার্ক সৃষ্টির জন্য তিনি শিয়া ধর্মীয় নেতা মাসুমি তেহরানির জন্য অনেক বছর কাজ করেছেন। কর্তৃপক্ষ মাসুমি তেহরানিকেও গ্রেপ্তার করেছে। মাহশা আমিনির মৃত্যুতে তিন মাস ধরে ইরানে চলছে বিক্ষোভ। ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পরে এত দীর্ঘ ও শক্তিশালী বিক্ষোভ ইরানে দেখা যায়নি। ওদিকে সেমিরম শহরে প্রতিবাদ বিক্ষোভের সময় গুলিতে নিহত হয়েছেন ইরানের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর এক সদস্য। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বলেছে, সশস্ত্র অপরাধীরা তাকে হত্যা করেছে।

জাতীয়

গাজীপুরে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বই উৎসব সারা দেশে এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে’।

বিলেতের আয়না ডেক্স :- গাজীপুরে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বই উৎসব সারা দেশে এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে’। নতুন বছরের প্রথম দিন সারা দেশে একযোগে বই উৎসব পালিত হয়েছে। এটা সারা পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে দেশের কোটি কোটি শিক্ষার্থী বই উৎসবে যোগ দিয়ে নতুন বই নিয়ে বাড়ি ফিরে যান। এই বই উৎসব সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণেই, আমরা বঙ্গবন্ধু কন্যার কাছে কৃতজ্ঞ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি। গতকাল রবিবার বেলা ১১টায় গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় বই উৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা বিগত ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আমরা ৪৩৪ কোটি ৪৫ লক্ষ ৮০ হাজার ২১১ কপি বই বিনামূল্যে বিতরণ করেছি। এটা পৃথিবীর যে কোন দেশের জন্য অচিন্তনীয় ব্যাপার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বই উৎসবের কাজটি সফলতার সাথে করে চলেছি। এর মাধ্যমে শিক্ষার্থীদের ঝড়ে পড়ার হার যেমন আমরা রোধ করতে পেরেছি তেমনি বাবা মায়েদের উপরও বই কেনার ভার আর থাকছে না। নতুন বই একেবারে প্রথম দিন শিক্ষার্থীরা হাতে পেয়ে যখন বাড়ি ফিরে যায় এটা দেখে আমাদেরও ইর্ষা হয়, কেননা আমরা যখন ছাত্র ছিলাম তখন বছরের অর্ধেক চলে গেলেও বই পেতাম না। এখন শিক্ষার্থীদের আনন্দের সাথে আমরাও আনন্দ উপভোগ করি। মন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে পেরেছি। এখন প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন দেখিয়েছেন স্মার্ট বাংলাদেশের। সেই স্মার্ট বাংলাদেশের নাগরিক হবে স্মার্ট নাগরিক, সরকার হবে স্মার্ট সরকার, অর্থনীতি হবে স্মার্ট অর্থনীতি, সমাজ হবে স্মার্ট সমাজ, এগুলো গড়তে যা দরকার তা হলো স্মার্ট শিক্ষা সেটিও আমরা বঙ্গবন্ধুর কন্যার নির্দেশনায় নতুন শিক্ষাক্রম তৈরির মাধ্যমে এগিয়ে চলেছি। আজকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর যে বইগুলো বিতরণ করা হয়েছে সেগুলো নতুন শিক্ষাক্রমের। নতুন শিক্ষাক্রম আমরা আলোর পথে তৈরি করেছি। সমস্ত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ সকলের পরামর্শ নিয়ে সকলের অংশগ্রহণে আমরা এমন শিক্ষাক্রম তৈরি করেছি যেখানে শিক্ষা হবে আনন্দময়, শিক্ষায় কোনো পরীক্ষা ভীতিতে শিক্ষার্থীরা সারাদিন ভীত থাকবে না। তবে পরীক্ষা থাকবে যা ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে একটি অংশ হবে। করে করে শিখবে, কোন মুখস্থ বিদ্যার বালাই থাকবে না। সক্রিয় শিক্ষণ হবে, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ হবে, এর মধ্যে জীবনব্যাপী শিক্ষার যে পথ আজ সারা বিশ্ব খুলে দিতে চায় প্রতিটি মানুষদের জন্য তা আমাদের দেশের শিক্ষার্থীরও খুলে যাবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক হবে জাতীর পিতা যেমনটি চেয়েছিলেন শুধু প্রযুক্তি বান্ধব নয়, প্রযুক্তি ব্যবহারে দক্ষ এবং প্রযুক্তি উদ্ভাবক হতে হবে। মানবিক মানুষ এবং সৃজনশীল মানুষ হতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বই উৎসবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান প্রমুখ। সকাল থেকে বই উৎসবে যোগ দেয় কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্কুলের হাজারো শিক্ষার্থী। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক। বেলা সাড়ে ১০টায় স্কুল মাঠে শিক্ষামন্ত্রী সবাইকে নিয়ে বেলুন উড়িয়ে দিনের অনুষ্ঠানের সূচনা করেন। বই উৎসবে যোগ দিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে মঞ্চে বক্তব্য রাখেন- কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মোছা. ইলমা। ইলমা বলেন- বই ছাড়া শ্রেণিকক্ষ, আত্মা ছাড়া দেহ একই। আজ বছরের প্রথম দিন হাতে বই পাওয়ার আনন্দ আমাদের আন্দোলিত করছে। আমরা শিক্ষার্থীরা সবাই আনন্দিত। উল্লেখ্য, গাজীপুর জেলায় প্রাথমিক পর্যায়ের ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৬ লাখ ১২ হাজার তিনশ ৫১ জন শিক্ষার্থীর হাতে ২৫ লক্ষ ৪০ হাজার ২শ ৩৪ টি পাঠ্যপুস্তক এবং মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ছয় লাখ ৯২ হাজার সাতশ ৩০ জন শিক্ষার্থীদের হাতে মোট ৮৭ লাখ ৭৬ হাজার ছয়শ ৮৯টি পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।

জাতীয়

সিলেট মেডিক্যাল বিশ্ব বিদ্যালয় কলেজের নতুন উপাচার্য এনায়েত হোসেন

বিলেতের আয়না ডেক্স :- সিলেট মেডিক্যাল বিশ্ব বিদ্যালয় কলেজের নতুন উপাচার্য এনায়েত হোসেন ।সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হয়েছেন অধ্যাপক ডা. এ.এইচ.এম. এনায়েত হোসেন। তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। তাঁর বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে। গতকাল রোববার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) স্বাক্ষরিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিভুক্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক আদেশে ৪ বছরের জন্য এনায়েত হোসেনকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি করা হয়েছে। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন ডা. এ.এইচ.এম. এনায়েত হোসেন।

জাতীয়

২০২২ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ১০৩৪ শ্রমিক নিহত।

বিলেতের আয়না ডেক্স :- ২০২২ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ১০৩৪ শ্রমিক নিহত। ২০২২ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ১ হাজার ৩৪ জন শ্রমিক নিহত এবং ১ হাজার ৩৭ জন শ্রমিক আহত হয়েছেন। কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হয়ে ১৩৫ জন শ্রমিক নিহত এবং ১৫৫ জন আহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন খাতে ১৯৬টি শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে, যার মধ্যে ১১৫টি শ্রমিক অসন্তোষ ঘটেছে তৈরি পোশাক খাতে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সংবাদপত্রে প্রকাশিত সংবাদের উপর ভিত্তি করে “বাংলাদেশের শ্রম ও কর্মক্ষেত্র পরিস্থিতি বিষয়ে সংবাদপত্র ভিত্তিক বিল্স জরিপ-২০২২ এ এসব তথ্য উঠে এসেছে। জরিপে দুর্ঘটনা, নির্যাতন, শ্রম অসন্তোষ ও সংশ্লিষ্ট বিষয়াবলীর চিত্র তুলে ধরা হয়েছে। জরিপের তথ্য অনুযায়ী, ২০২২ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত শ্রমিকের মধ্যে ১ হাজার ২৭ জন (৯৯%) পুরুষ এবং ৭ জন (১%) নারী শ্রমিক রয়েছেন। খাত অনুযায়ী সবচেয়ে বেশি ৪৯৯ জন (৪৮%) শ্রমিকের মৃত্যু হয় পরিবহন খাতে। দ্বিতীয় সর্বোচ্চ ১১৮ জন (১১%) শ্রমিকের মৃত্যু হয় নির্মাণ খাতে। তৃতীয় সর্বোচ্চ ১১২ জন (১১%) শ্রমিকের মৃত্যু হয় কৃষি খাতে। এ ছাড়া দিনমজুর ৪৬ জন (৫% এর কম), কনটেইনার ডিপোতে ৪৪, মৎস্য ও মৎস্য শ্রমিক ৪৩ জন, ইলেক্ট্রিক শ্রমিক ২২, নৌ-পরিবহন খাতে ১৫ জন, হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ১২ জন, ইটভাটা শ্রমিক ১০ জন, জাহাজ ভাঙ্গা শিল্প শ্রমিক ৭ জন, ক্যামিকেল ফ্যাক্টরি শ্রমিক ৬ জন এবং অন্যান্য খাতে ১০০ জন শ্রমিক নিহত হন। ২০২২ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ১ হাজার ৩৭ জন শ্রমিক আহত হন। এর মধ্যে ৯৬৪ জন (৯৩%) পুরুষ এবং ৭৩ জন (৭%) নারী শ্রমিক। মৎস্য খাতে সর্বোচ্চ ৫০৩ জন (৪৯%) শ্রমিক আহত হন। দ্বিতীয় সর্বোচ্চ কনটেইনার ডিপোতে ১২৫ জন (১২%) আহত হন। তৃতীয় সর্বোচ্চ তৈরি পোশাক খাতে ৯০ জন (৯%) শ্রমিক আহত হন। এছাড়া পরিবহন খাতে ৮৭ জন (৮%), নির্মাণ খাতে ৮৬ জন (৮%), নৌ পরিবহন খাতে ২৫, জাহাজ ভাঙ্গা শিল্পে ২৩ জন, উৎপাদন শিল্পে ১৫ জন, কৃষি শিল্পে ১৫ জন, মেডিসিন ফ্যাক্টরিতে ১২ জন, দিনমজুর ৯জন, স্টিল মিলে ৭ জন এবং অন্যান্য খাতে ৪০ জন শ্রমিক আহত হন। সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎষ্পৃষ্ট হওয়া, বজ্রপাত, অগ্নিকান্ড, সমুদ্রে ঘুর্ণিঝড়ে ট্রলারডুবি, পড়ন্ত বস্তু আঘাত, মাথায় কিছু পড়া, বিষাক্ত গ্যাস, নৌ দুর্ঘটনা, দেয়াল/ছাদ ধ্বসে পড়া, সিলিন্ডার বিস্ফোরণ ইত্যাদি কর্মক্ষেত্রে দুর্ঘটনার অন্যতম কারণ। ২০২১ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ১ হাজার ৫৩ জন শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হন ৫৯৪ জন শ্রমিক। নিহতদের মধ্যে ১০০৩ (৯৫%) জন পুরুষ এবং ৫০ (৫%) জন নারী শ্রমিক ছিলেন। এছাড়া ২০২০ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় বিভিন্ন খাতে ৭২৯ জন শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হন ৪৩৩ জন শ্রমিক । জরিপ অনুযায়ী ২০২২ সালে কর্মস্থলে আসা যাওয়ার পথে ৩৬ জন শ্রমিক নিহত এবং ১২২ জন শ্রমিক আহত হন। নিহত শ্রমিকদের মধ্যে ১৩ জন (৩৬%) নারী শ্রমিক এবং আহত শ্রমিকদের মধ্যে ৫৩ জন (৪৩%) নারী শ্রমিক ছিলেন। আর ২০২১ সালে কর্মস্থলে আসা যাওয়ার পথে ৯১ জন শ্রমিক নিহত এবং ১১৪ জন শ্রমিক আহত হন। সংবাদপত্র ভিত্তিক জরিপ অনুযায়ী ২০২২ সালে কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হন ৩৩৮ জন শ্রমিক। এর মধ্যে ২৯৪ জন (৮৭%) পুরুষ এবং ৪৪ জন (১৩%) নারী শ্রমিক। ৩৩৮ জনের মধ্যে ১৩৫ জন নিহত, ১৫৫ জন আহত, ৩৪ জন নিখোঁজ, ১ জনের ক্ষেত্রে আত্মহত্যার কথা উল্লেখ করা হয় এবং অপহৃত ১৩ জনকে পরবর্তীতে উদ্ধার করে পুলিশ। অপহৃতদের মধ্যে ১০জন মৎস্য শ্রমিক এবং তিনজন ইটভাটা শ্রমিক ছিলেন। সবচেয়ে বেশি ৯০ জন (২৭%) শ্রমিক নির্যাতনের শিকার হন পরিবহন সেক্টরে, যার মধ্যে ৬৪ জন নিহত, ২৬ জন আহত হন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ জন (২০%) শ্রমিক নির্যাতনের শিকার হন মৎস্য খাতে, যার মধ্যে ৪ জন নিহত, ২২ জন আহত, ৩০ জন নিখোঁজ এবং ১০ জন শ্রমিককে উদ্ধার করে পুলিশ। তৃতীয় সর্বোচ্চ ৩৩ জন (১০%) গৃহশ্রমিক নির্যাতনের শিকার হন, যার মধ্যে ১২ জন নিহত, ২০ জন আহত, ১ জনের ক্ষেত্রে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়। এ ছাড়া ৩৩ জন গণমাধ্যমকর্মী নির্যাতনের শিকার হন, যার মধ্যে ১জন নিহত এবং ৩২জন আহত হন। ২৯জন নিরাপত্তাকর্মী নির্যাতনের শিকার হন, যার মধ্যে ১০ জন নিহত এবং ১৯জন আহত হন। কৃষি খাতে ২৫জন শ্রমিক নির্যাতনের শিকার হন, যার মধ্যে ১৮জন নিহত, ৬জন আহত এবং ১ জন নিখোঁজ হন। কর্মক্ষেত্রে নির্যাতনের ধরনগুলোর মধ্যে রয়েছে, শারীরিক নির্যাতন, ধর্ষণ, ছুরিকাঘাত, খুন, রহস্যজনক মৃত্যু, অপহরণ, মারধর ইত্যাদি। উল্লেখ্য, ২০২১ সালে কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হন ২৮৬ জন শ্রমিক। এরমধ্যে ২৩২ জন পুরুষ এবং ৫৪ জন নারী শ্রমিক। ২৮৬ জনের মধ্যে ১৪৭ জন নিহত, ১২৫ জন আহত, ৬ জন নিখোঁজ, ২ জনের ক্ষেত্রে আত্মহত্যা, অপহৃত ৫ জনকে উদ্ধার এবং ১ জনের ক্ষেত্রে নির্যাতনের ধরণ উল্লেখ করা হয়নি। এ ছাড়া, ২০২০ সালে ২৩২ জন শ্রমিক কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হন। জরিপ অনুযায়ী ২০২২ সালে কর্মক্ষেত্রের বাহিরে নির্যাতনের শিকার হন ৩৩০ জন শ্রমিক। এরমধ্যে ২১৩ জন নিহত, ৭৪ জন আহত, ১ জন নিখোঁজ, ৪২ জনের ক্ষেত্রে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়। ৩৩০ জনের মধ্যে ২৫২ জন (৭৬%) পুরুষ এবং ৭৮ জন (২৪%) নারী শ্রমিক। কর্মক্ষেত্রের বাহিরে সবচেয়ে বেশি ৮৫ জন (২৬%) শ্রমিক নির্যাতনের শিকার হন তৈরি পোশাক শিল্প শ্রমিক, যার মধ্যে ৪০ জন নিহত, ৩৪ জন আহত, ১জন নিখোঁজ, ১০ জনের ক্ষেত্রে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ জন (১৮%) শ্রমিক নির্যাতনের শিকার হন কৃষি খাতে, যার মধ্যে ৪৩ জন নিহত, ৮ জন আহত এবং ৭জন আত্মহত্যা করেন। তৃতীয় সবো”চ ৪৬ জন (১৪%) শ্রমিক নির্যাতনের শিকার হন পরিবহন সেক্টরে, যারমধ্যে ৩৪ জন নিহত, ৭ জন আহত, ৫ জন আত্মহত্যা করেন। এছাড়া নির্মাণ খাতে ২১ জন শ্রমিক নির্যাতনের শিকার হন, যার মধ্যে ১৬জন নিহত, ২ জন আহত এবং ৩জন আত্মহত্যা করেন। ১৪ জন দিনমজুর নির্যাতনের শিকার হন, যারমধ্যে ৮জন নিহত, ৩জন আহত এবং ৩ জন আত্মহত্যা করেন। কর্মক্ষেত্রের বাহিরে নির্যাতনের ধরনগুলোর মধ্যে রয়েছে, শারীরিক নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, যৌন হয়রানি, ছুরিকাঘাত, খুন, রহস্যজনক মৃত্যু, অপহরণ, মারধর ইত্যাদি। ২০২২ সালে বিভিন্ন সেক্টরে সবমিলিয়ে ১৯৬টি শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। সবচেয়ে বেশি ১১৫টি (৭৯%) শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে তৈরি পোশাক খাতে। দ্বিতীয় সর্বো”চ ১৫টি (৮%) শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে বিড়ি শিল্পে। তৃতীয় সর্বো”চ ১৪টি (৭%) শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে পাট শিল্পে। এছাড়া পরিবহনে ১১টি, টেক্সটাইল শিল্পে ১০টি, হোটেল রেস্টুরেন্ট খাতে ৫টি, রেলওয়ে’তে ৪টি এবং অন্যান্য খাতে ২২টি শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। জরিপ অনুযায়ী সর্বোচ্চ ৮৯টি (৪৫%) শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে বকেয়া বেতনের দাবিতে। এ ছাড়া দাবি আদায়ে ৪০টি (২০%), বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ১৯টি (১০%), বেতন বাড়ানোর দাবিতে ১১টি (৬%), লে-অফের কারণে ৭টি, বোনাসের দাবিতে ৬টি এবং অন্যান্য দাবিতে ২৪টি শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। শ্রমিক অসন্তোষের ধরণগুলোর মধ্যে রয়েছে, বিক্ষোভ (১০৪টি, ৫৩%), মহাসড়ক অবরোধ (৩৫টি, ১৮%), মানববন্ধন (১২টি, ৬%), ঘর্মঘট (৯টি, ৫%), কর্মবিরতি (৮টি, ৫%), অনশন (৫টি), স্মারকলিপি

জাতীয়

১৩ বছর পর প্রাথমিকে বৃত্তি পাচ্ছে ৮২,৫০০ শিক্ষার্থী ।

বিলেতের আয়না ডেক্স :- ১৩ বছর পর প্রাথমিকে বৃত্তি পাচ্ছে ৮২,৫০০ শিক্ষার্থী । ১৩ বছর পর প্রাথমিকস্তরের পঞ্চম শ্রেণিতে আবারও বৃত্তি পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে। গত ৩০ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এ পরীক্ষার ফলের মাধ্যমে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃত্তি সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় একটি কমিটি গঠন করা হয়েছে। তারা সভা করে খাতা মূল্যায়ন ও ফলাফল প্রকাশের দিনক্ষণ নির্ধারণ করবে। চলতি মাসের (জানুয়ারি) মধ্যে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা অনুযায়ী এবার ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলা ভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের মধ্যে জেন্ডারভিত্তিক মেধা অনুসারে দেওয়া হবে। সাধারণ গ্রেডে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ৩ জন ছাত্রী হিসেবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে, প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ১০০ নম্বরে চারটি বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে প্রশ্ন দেওয়া হয়। দুই ঘণ্টার মধ্যে বহু-নির্বাচনী এবং লিখিত দুই পদ্ধতিতে উত্তর দিতে বলা হয়। তার মধ্যে ৪০ শতাংশ লিখিত ও ৬০ শতাংশ এমসিকিউ পদ্ধতির প্রশ্ন ছিল। সংশ্লিষ্টরা জানান, ২০০৯ সাল থেকে জাতীয়ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া শুরু করে সরকার। প্রথমে শুধু সাধারণ ধারার শিক্ষায় এটি সীমাবদ্ধ ছিল। পরে মাদ্রাসার ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পঞ্চম শ্রেণির সমমান) পরীক্ষাও চালু করা হয়। ২০১০ সালে জেএসসি পরীক্ষা শুরু হয়। জেএসসি ও জেডিসি পরীক্ষা চালুর পরই বন্ধ হয়ে যায় পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা।

জাতীয়

মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করবে পুলিশ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিলেতের আয়না ডেক্স :- মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করবে পুলিশ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্বপালন করবেন, এই প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি, বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্বপালন করবেন। আমি বিশ্বাস করি, আপনারা সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্বপালনের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রত্যাশিত ‘জনগণের পুলিশ’ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করবেন। ’ আগামীকাল ৩ জানুয়ারি ‘পুলিশ সপ্তাহ ২০২৩’ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে এ প্রত্যাশার কথা বলেন তিনি। এ উপলক্ষ্যে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে গত ১৪ বছরে পুলিশের সাংগঠনিক কাঠামোতে প্রয়োজনীয় সংখ্যক নতুন পদ সৃজন করে, জনবল নিয়োগ করেছি। তাছাড়া ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, এন্টি টেরোরিজম ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটসহ বেশ কয়েকটি রেঞ্জ, মেট্রোপলিটন ইউনিট, সাইবার পুলিশ সেন্টার, ব্যাটালিয়ন, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি এবং জাতীয় জরুরি সেবায় ৯৯৯ ইউনিট গঠন করেছি। আইজিপি’র র‌্যাংক ব্যাজ পুনপ্রবর্তন করাসহ নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালু , বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ করোনাভাইরাস মোকাবিলায় পুলিশ সদস্যগণ নিজেদের জীবন বিপন্ন করে জনসেবার ক্ষেত্রে নজিরবিহীন ভূমিকা রেখেছেন।

জাতীয়

সিলেটে শীতার্ত মানুষের পাশে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন ‘৯১সিলেট বিভাগের বন্ধুরা

বিলেতের আয়না ডেক্স :- সিলেটে শীতার্ত মানুষের পাশে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন ‘৯১সিলেট বিভাগের বন্ধুরা সিলেটে শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র বিতরণ করেছেন ফ্রেন্ডস্ ফাউন্ডেশন’ ৯১ সিলেট’র উদ্যোগে সিলেট নগরীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১জানুয়ারি) রাত ১০ ঘটিকায় দ্বিতীয় ধাপে আবারও সিলেট মহানগরীর বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এসএসসি ৯১ ফ্রেন্ডস্ ফাউন্ডেশন সিলেটের বন্ধুরা। গত ডিসেম্বরে বিজয়ের মাসে প্রচন্ড শীতে আমাদের এই কার্যক্রম শুরু করেছি। আজ ১ জানুয়ারি ২০২৩ নতুন বছরকে স্বাগত জানিয়ে আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছি। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- ইশতিয়াক আহমদ সুহেল, মোঃ ফয়ছল আহমদ, মনোহর হোসেন রাজীব, কামাল আহমদ, উৎফল বড়ুয়া, কামরুজ্জামান মুরাদ, মামুন আহমদ, বিপ্লব পাল, এনামুল হক লিলু, সুনেদ আলম, সুশান্ত দেব, বাসু দেব, সৈয়দ মুহিবুর রহমান মুরাদ, সুনিল সিংহ, মাহবুব লস্কর লিটন, লুৎফুর রহমান, হান্নান শাহ প্রমুখ। শীতবস্ত্র বিতরণকালে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন ৯১ এর বন্ধুরা বলেন, শীতের প্রকোপ বেড়েই চলেছে হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপাকে রয়েছেন সিলেটের অসহায় ও ছিন্নমূল মানুষরা। গরম কাপড়ের অভাবে তীব্র শীত সঙ্গে নিয়ে দিনাতিপাত করতে হচ্ছে তাদের। কারণ এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল, অসহায় ও দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষদের জন্য শীত বয়ে নিয়ে আসে অসীম দুর্ভোগ। কারণ তাদের কাছে শীত নিবারণের সামান্য কাপড়টুকুও নেই। আমরা সবসময় চাই সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে। তাই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আমাদের এই আয়োজন। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রেখে মানবতার বন্ধনে আবদ্ধ থাকতে আমরা বদ্ধপরিকর। তাই আমাদের আহবান “এসো উষ্ণতার বাহুডোরে, এসো মানবতার বন্ধনে” আমরা আমি শীতার্ত মানুষের পাশে, আপনারাও সাথে থাকেন।

জাতীয়

সফিউদ্দিন সরকার একাডেমীর সহকারী প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

বিলেতের আয়না ডেক্স :- মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর // সফিউদ্দিন সরকার একাডেমীর সহকারী প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা গাজীপুর টঙ্গীর ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক আব্দুল মতিনের অবসর জনিত এক বিরল আড়ম্বরপূর্ণ বিদায়ী অনুষ্ঠান স্কুল মিলনায়তনে গতকাল রবিবার বিকালে আবেগঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা সম্মাননা দেওয়া হয়েছে।উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ অশ্রুসিক্ত নয়নে বিদায়ী শিক্ষকের সংবর্ধনা প্রদানকালে কেউ কান্নায় ভেঙ্গে পড়েন। শিক্ষকের প্রতি এই ধরনের বিরল সংবর্ধনা ও সম্মাননা সহসা চোখে পড়ে না। শিক্ষার্থীদের এ ধরনের অশ্রুসজল ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠানটি উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে। বিদায়ী সংবর্ধনা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ভাষা সৈনিক আব্দুল মতিন। অধ্যক্ষ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য মনসুরুল ইসলাম মিলন,অধ্যক্ষ ওমর ফারুক, সহকারি প্রধান শিক্ষক আবুল কাশেম , ইয়াসমিন নাহান,প্রভাষক আব্দুল মোতালিব,সাদেকুল ইসলাম, শেখ জহির উদ্দিন, ইলিয়াস উদ্দিন আহমদ, জিএম ফারুক সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল। সভায় বক্তাগণ বিদায়ী আব্দুল মতিনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন চাকুরী কালীন সময়ে তিনি কর্ম দিবসে কখনই প্রয়োজন ছাড়া ছুটি কাটাননি। তিনি তার সততা ও নিষ্ঠা আন্তরিকতার মাধ্যমে বিদ্যালয় সুন্দর ও সুচারুরূপে দায়িত্ব পালন করায় অভিভাবক সদস্য, অধ্যক্ষ ,সহকারি শিক্ষকগন সকলেই তার ভুয়সি প্রশংসা ও স্মৃতিচারণ করেন এবং দীর্ঘায়ু সুস্থ্য জীবন কামনা করে দোয়া বিদায় সম্মাননা সম্বর্ধনায় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় নানা উপহারসামগ্রী,শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র দেওয়া হয়। আব্দুল মতিন অশ্রুসিক্ত নয়নে স্মৃতিচারণে বলেন আমি দীর্ঘ ৩৪ বছর এই বিদ্যালয়ে শিক্ষগতার মহান পেশায় নিয়োজিত ছিলাম, জীবনের সব সুখ আহলাদ বিসর্জন দিয়ে অফুরন্ত সময় ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে ও প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলাম, আমার ছাত্র-ছাত্রীরা আজ দেশের সুনামধন্য বিশ্ববিদ্যারয়ে পড়াশুনা করছে, অনেকে সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ে সুনামের সাথে কাজ করছেন। কেউবা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক হয়ে মহৎ পেশাকে বেচে নিয়েছে। দীর্ঘ কর্মজীবনে যদি কোন ভুলত্রুটি করে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন।

জাতীয়

রাউজানে গাউছিয়া কমিটি পূর্ব ডাবুয়া শাখার উদ‍্যোগে আজিমুশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত

বিলেতের আয়না ডেক্স :- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি রাউজানে গাউছিয়া কমিটি পূর্ব ডাবুয়া শাখার উদ‍্যোগে আজিমুশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত গাউছিয়া কমিটি বাংলাদেশ পূর্ব ডাবুয়া ইউনিট শাখার ব‍্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:), ফাতেহায়ে ইয়াজদাহুম ও হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়‍্যব শাহ (র:) এর ওশর শরীফ উদযাপন উপলক্ষে আজিমুশান সূন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩১ডিসেম্বর শনিবার পূর্ব ডাবুয়া শামসুল আলম চেয়ারম্যান বাড়ির পশ্চিম পার্শ্বস্থ‍্ মাঠে আয়োজিত মাহফিলে সাবেক চেয়ারম্যান শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী।উদ্বোধক ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ সভাপতি এস এম ইয়াছিন হোসাইন হায়দরী। পূর্ব ডাবুয়া ইউনিট শাখার সভাপতিত্বে মোহাম্মদ সেকান্দর হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস সিকদারের তত্ত্বাবধানে এবং উত্তর সর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার আরবি মুদাররিছ মাওলানা মাসুদ উদ্দিন এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন চাদগাও হাজী মিন্নাত আলী জামে মসজিদের খতিব মাওলানা সেকান্দার হোসাইন আলকাদেরী, প্রধান বক্তা ছিলেন উত্তর সর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান মুরাদ কাদেরী, বিশেষ বক্তা ছিলেন পূর্ব ডাবুয়া শামসুল আলম চেয়ারম্যান বাড়ির জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম, আদর্শ গ্রাম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইরফান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান টিপু, ইউপি সদস্য মোহাম্মদ আজাদ হোসেন, শাহাদাত হোসেন তালুকদার, মোহাম্মদ আজাদ চৌধুরী,গাউছিয়া কমিটি ডাবুয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব আজিজুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, কদলপুর আশরাফ শাহ ইউনিট শাখার প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাদা মাসুদ পারভেজ শাহ, মাওলানা আবু বকর, মাওলানা শাহেদুল আলম, মোহাম্মদ মোবারক হোসেন। এতে সার্বিক সহযোগিতা করেন প্রবাসী সদস্য তৌহিদুল ইসলাম, মাহবুব আলম, সাজ্জাদ আলম চৌধুরী, জানে আলম, নুরুল আলম, আবুল কাশেম,আব্দুল করিম, রাসেল সিকদার, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আলম, রফিক, মোহাম্মদ ইউনুছ, হৃদয়। এসময় আরো উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি পূর্ব ডাবুয়া শাখার সদস্য মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ ইউছুফ, মোহাম্মদ ফারুক সিকদার, আইয়ুব আলী, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ মোস্তফা সহ কমিটির অন‍্যন‍্যা সদস্যবৃন্দ।

জাতীয়

রাউজানে পাঠ‍্যপুস্তক উৎসব দিবস-২৩ অনুষ্ঠিত, নতুন বছরে নতুন বই পেয়ে খুশিতে আত্নহারা শিক্ষার্থীরা

বিলেতের আয়না ডেক্স :- রাউজান প্রতিনিধি রাউজানে পাঠ‍্যপুস্তক উৎসব দিবস-২৩ অনুষ্ঠিত, নতুন বছরে নতুন বই পেয়ে খুশিতে আত্নহারা শিক্ষার্থীরা “নতুন বছর নতুন দিন,নতুন বইয়ে হোক রঙিন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে পাঠ‍্যপুস্তক উৎসব দিবস-২০২৩ এর দেশব‍্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১লা জানুয়ারী রবিবার সকালে রাউজান আর আর এ সি মডেল সরকারি উচ্চ বিদ‍্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি। উপজেলা নির্বাহী অফিসার ও বিদ‍্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুস সামাদ সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুস,বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদ, একাডেমিক সুপার ভাইজার সজল চন্দ্র মজুমদার। বিদ‍্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অজিত কুমার বড়ুয়ার পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী, মোশারফ হোসেন চৌধুরী, মাওলানা জসিম উদ্দিন, স্বপ্না রাণী চৌধুরী, জেসমিন আক্তার, মুনমুন আক্তার, শিপ্রা দে, পূজা দাশ সহ বিদ‍্যালয়ের অন‍্যন‍্যা শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অপরদিকে একই দিন সকালে রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ‍্যালয়ের ব‍্যবস্থাপনায় পাঠ‍্যপুস্তক উৎসব দিবস -২০২৩ বিদ‍্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদার। বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাদির আহম্মদ, আব্দুল কুদ্দুস, বিদ‍্যালয় পরিচালনা পরিষদের সহ সভাপতি আবুল মনছুর চৌধুরী, বিদ‍্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই,মিন্টু দাশ,মাওলানা হাবিবুল হোসাইন, মোহাম্মদ রাজিব, মোহাম্মদ রাশেদ সহ অন‍্যন‍্যা শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে ২০২৩ এসএসসি পরীক্ষার্থীদের জন‍্য শুভকামনা জানিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

Scroll to Top