ডিসেম্বর ২৮, ২০২২

জাতীয়

মার্কিন গণমাধ্যম “ব্লুমবার্গ “বাংলাদেশের মেট্রোরেল উপলক্ষে প্রতিবেদন প্রকাশ করেছে।

বিলেতের আয়না ডেক্স :- মার্কিন গণমাধ্যম “ব্লুমবার্গ “বাংলাদেশের মেট্রোরেল উপলক্ষে প্রতিবেদন প্রকাশ করেছে। মেট্রোরেল সরকারের অনেক ভাবমূর্তি উজ্জ্বল করেছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে মেট্রোরেল। রাজধানী ঢাকার যানজট নিরসনের লক্ষ্যে বুধবার এ মেট্রোরেল উদ্বোধন করেছেন তিনি। ঢাকার উত্তরা দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত চলাচলকারী সাধারণ মানুষ এই মেট্রোরেলের সেবা পাবেন। বাংলাদেশের প্রথম মেট্রোরেল নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ব্লুমবার্গ। এতে ঢাকায় মেট্রোরেলের প্রয়োজনীয়তাসহ বিস্তারিত তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, মেট্রোরেল শেখ হাসিনা সরকারের ভাবমূর্তি বাড়াবে। ‘বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর পেলো প্রথম মেট্রোরেল’ শিরোনামে ব্লুমবার্গ লিখেছে, ‘বাংলাদেশের রাজধানীর এখন আছে মেট্রোরেলের প্রথম লাইন। জাপানের অর্থায়নে, বিশ্বের অন্যতম জনবহুল শহরের যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে এটি নির্মাণ করা হয়েছে।’ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোর একটি অংশ বুধবার উদ্বোধন করেন, যা লাইন-৬ নামে পরিচিত। এই লাইনটি ঢাকার উত্তর অংশের সঙ্গে মধ্যাংশের সরকারি অফিস ও এবং হাসপাতালগুলোর সংযোগ তৈরি করেছে। পরবর্তীতে এটি শহরের মধ্য দিয়ে দক্ষিণ দিকের বাণিজ্যিক বিভাগ মতিঝিলে যাবে।’ ‘এই প্রকল্পটি ঢাকায় বসবাসরত মানুষের যোগাযোগ ব্যবস্থায় অনেক পরিবর্তন আনবে। সঙ্গে হাসিনার সরকারের অত্যন্ত প্রয়োজনীয় রাজনৈতিক ভাবমূর্তি বৃদ্ধি করবে। বাংলাদেশে ২০২৪ সালে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। বর্তমানে হাসিনা ও তার দল রিজার্ভ কমে যাওয়া, মুদ্রাস্ফীতি এবং জ্বালানি সংকটের কমে যাবে। ঢাকাবাসীর বহুল আকাঙ্ক্ষিত মেট্রোরেলের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এটি বাংলাদেশের উন্নয়নের নতুন মাইলফলক।’ বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনের তথ্য উল্লেখ করে ব্লমবার্গ লিখেছে, ‘৩০৫ বর্গ কিলোমিটারের শহর ঢাকায় ১ কোটি ৩০ লাখ মানুষের বসবাস। ১০ বছর আগে ঢাকায় যানবাহনের গতি ছিল ঘণ্টায় ২১ কিলোমিটার। সেখান থেকে তা কমে হয়েছে ৭ কিলোমিটার। কমতে কমতে এটি ৪ কিলোমিটারে নেমে যেতে পারে। যা হাঁটার চেয়েও ধীরগতি।’ ঢাকার মেট্রোরেল নিয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান অর্থনীতিবিদ মার্টিন রমার দেওয়া একটি বক্তব্যের কথা উল্লেখ করেছে ব্লুমবার্গ। মার্টিন রমা মেট্রোরেল নিয়ে বলেছিলেন, ‘ঢাকার মতো শহরের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এক উন্নয়ন। আপনি যদি ভারতের বিভিন্ন শহরের দিকে তাকান দেখবেন মানুষের কাজে যাওয়ার যোগাযোগ পথে অনেক পরিবর্তন এসেছে। মেট্রোরেল যোগাযোগের নিরাপদ একটি বাহন। বিশেষ করে নারীদের জন্য। দক্ষিণ এশিয়ায় যা গতানুগতিক নয়।’ তবে রমা বলেন, ‘মেট্রোরেলের কারণে ঢাকার যানজট এ মুহূর্তেই চলে যাবে এমন চিন্তা করাটা বোকামি হবে। কারণ কোনও যোগাযোগ স্থাপনা তৈরির পর রাস্তায় যানবাহন ও মানুষের যে চাপ কমে সেটি নতুন বাহনে আবারও ফিরে আসে।’ এরপর বাংলাদেশে যানজটের ভোগান্তির চিত্র তুলে ধরে ব্লুমবার্গ লিখেছে, যানজটের কারণে ঢাকায় প্রতিদিন নষ্ট হয় ৩২ লাখ কর্মঘণ্টা। ফলে প্রতিদিন কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়। এছাড়া বিশ্বের বসবাসযোগ্য নয় এমন শহরের তালিকায় ঢাকা যে সপ্তম শহর সেটিও উল্লেখ করেছে এই সংবাদমাধ্যম। ব্লুমবার্গের প্রকাশিত প্রতিবেদনটির শেষ দিকে জাপান সরকারের অর্থায়ন ও প্রকল্পের খরচ বৃদ্ধির কথা বলা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মাত্র ছয় মাসের মধ্যে পদ্মাসেতু ও মেট্রোর মতো দুটি বড় বড় অবকাঠামো উদ্বোধন করেছেন সেটিও তুলে ধরেছে। সূত্র ঃব্লুমবার্গ

জাতীয়

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডালিয়া জামানত হারালেন।

বিলেতের আয়না ডেক্স :- রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডালিয়া জামানত হারালেন। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জামানত হারিয়েছেন আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা ডালিয়াসহ সাত মেয়র প্রার্থী। দ্বিতীয়বারের মতো রসিক মেয়র পদে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা। বুধবার (২৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। সরকার দলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়ার চেয়ে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙল) ১ লাখ ২৪ হাজার ৫৫৯ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা) ৪৯ হাজার ৮৯২ ভোট পেয়ে জামানত টিকিয়ে রেখেছেন। তৃতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন (হাতি) পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট। ভোট ব্যবধানে চতুর্থ অবস্থানে থাকা আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা) পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট। এছাড়া বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আবু রায়হান (ডাব) ১০ হাজার ৫৪৯ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম খোকন (গোলাপ ফুল) ৫ হাজার ৮০৯, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান (মশাল) পেয়েছেন ৫ হাজার ১৫৬ ভোট। খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু (দেওয়াল ঘড়ি) ২ হাজার ৮৬৪ এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি (হরিণ) ২ হাজার ৬৭৯ ভোট। রংপুর সিটি করপোরেশনে ভোট দিয়েছেন ২ লাখ ৮০ হাজার ৯৭২ জন। সে হিসাবে জামানত রক্ষার জন্য প্রয়োজন ৩৫ হাজার ১২২ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী ডালিয়া ২২ হাজার ৩০৬ ভোট পেয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থ অবস্থানে রয়েছেন। নির্বাচনের বিধি মোতাবেক প্রদানকৃত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তিনি জামানত হারিয়েছেন।

জাতীয়

প্রথম মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে ৫০ টাকার স্মারক নোট প্রকাশ।

বিলেতের আয়না ডেক্স :- প্রথম মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে ৫০ টাকার স্মারক নোট প্রকাশ। দেশে প্রথম মেট্রোরেল উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করবেন। কাল থেকে নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও পরবর্তী সময়ে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে। ৫০ টাকা মূল্যের স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি লেখা সংবলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। ফোল্ডার ছাড়া শুধু খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। ফোল্ডার, খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। নোটের সম্মুখভাগে বাঁ-পাশে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি ও নিচে মেট্রোরেলের ছবি সংযোজন করা হয়েছে। নোটের শিরোনামে লেখা রয়েছে ‘বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ, যানজট কমাবে মেট্রোরেল’।

জাতীয়

আওয়ামী লীগ সরকার হচ্ছে জনবান্ধন। সরকারের আরেকটি সাফল্য ও যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক। — রাষ্ট্রপ্রতি আব্দুল হামিদ

বিলেতের আয়না ডেক্স :- আওয়ামী লীগ সরকার হচ্ছে জনবান্ধন। সরকারের আরেকটি সাফল্য ও যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক। — রাষ্ট্রপ্রতি আব্দুল হামিদ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে জনবান্ধব সরকারের আরেকটি সাফল্য অর্জিত হলো। মেট্রোরেলের যাত্রা ঢাকা মহানগরীর যাতায়াত ব্যবস্থায় ভিন্ন মাত্রা ও গতি যোগ করবে। নগরবাসীর কর্মঘন্টা সাশ্রয় হবে। বুধবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, বাংলাদেশের প্রথম মেট্রোরেল ‘ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি-৬’) উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের শুভ উদ্বোধন দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি অনন্য মাইলফলক। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগসহ প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ইতিহাস ও ঐতিহ্যমন্ডিত জনবহুল মহানগরী ঢাকা ও পার্শ্ববর্তী জেলার যানজট নিরসনে দ্রুতগামী, নিরাপদ, নির্ভরযোগ্য, শীতাতপ নিয়ন্ত্রিত, সময়সাশ্রয়ী, বিদ্যুৎচালিত, পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থা প্রবর্তন সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ। তিনি বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর আওতাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ৬টি মেট্রোরেল লাইন সমন্বয়ে ঢাকা মেট্রোরেল নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের নিমিত্ত সময়বদ্ধ কর্মপরিকল্পনা ২০৩০ বাস্তবায়ন করছে। প্রকল্পটি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হলে দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

Scroll to Top