ডিসেম্বর ২৮, ২০২২

জাতীয়

মেট্রোরেলের লোগো তৈরির কারীগর নিশান।

বিলেতের আয়না ডেক্স :- মেট্রোরেলের লোগো তৈরির কারীগর নিশান। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির ইতিহাসের বহুল প্রতীক্ষিত মেট্রোরেল। স্বপ্নের এই মেট্রোরেলের উদ্বোধন হয়েছে আজ বুধবার। স্বপ্নের এই মেট্রোরেলের লোগো বানিয়ে ইতিহাসের অংশ হলেন নওগাঁর সন্তান আলী আহসান নিশান। মেট্রোরেলের লোগো ছাড়াও মেট্রোরেলের স্টেশনে যে সাইনগুলো থাকবে সেগুলোও তার করা। নিশানের জন্মস্থান নওগাঁ শহরের ধামকুড়ি এলাকায়। বাবা মৃত আব্দুস কুদ্দুস। তিনি ছিলেন একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। সৈয়দপুরে রেলের লোকোমোটিভ ওয়ার্কশপের (ইঞ্জিন হল্ড কারখানার) তত্ত্বাধায়ক হিসেবে কাজ করতেন নিশানের বাবা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন বিভাগ থেকে সদ্য পাস করা আলী আহসান নিশান নিজের বানানো লোগো সম্পর্কে জানান, এই লোগের মধ্যে তুলে ধরা হয়েছে পুরো বাংলাদেশকে। একটা লাল সূর্য উঠছে। নিচে বাংলার চিরচেনা সবুজের মাখামাখি। দুইয়ে মিলে বাংলাদেশ। মেট্রোর ‘এম’ অক্ষরটাও এমনভাবে বসানো, মনে হবে যেন প্ল্যাটফর্ম। রেলটির দিকে কিছুক্ষণ তাকালেই মনে হবে, ওটা স্থির নয়, ছুটে চলেছে। উন্নয়ন-অগ্রগতিতে বাংলাদেশের এগিয়ে যাওয়াকে ইঙ্গিত করছে ছুটে চলা। লোগো তৈরির গল্প নিশান বলেন, ‘সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বেরিয়েছি। কোনো কাজ নেই। চলতি বছরের শুরুর দিকে এক দিন বিভাগের এক শিক্ষকের কাছে যাই। তিনি আমাকে বললেন, মেট্রোরেলের লোগো নির্বাচনের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রতিষ্ঠানের মাধ্যমে জমা দিতে হবে। তুমি প্রতিযোগিতায় অংশ নাও। স্যারের আহ্বানে আমি তিনটি লোগো বানিয়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে জমা দিলাম। আর অনেকেই লোগো বানিয়ে জমা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো তিনটি লোগোর মধ্যে আমার দুটো ও অন্যজনের একটি পাঠানো হয়। এরপর জাতীয়ভাবে জমা হওয়া লোগোগুলোর মধ্যে থেকেও শর্টলিস্ট হয়। সেখান থেকে প্রধানমন্ত্রী আমার লোগোটি চূড়ান্ত করেন।’ লোগোর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের যে উন্নয়নের গতি, সেটা লোগোর দিকে তাকালে লক্ষ্য করা যাবে। লোগোটি স্থির প্রকৃতির হয়। এর রঙের ব্যবহারেও এক ধরনের ভারসাম্য থাকে। যেন চোখটা আটকে থাকে। লোগোতে সেটা ইচ্ছে করেই রাখা হয়নি। এতে এক ধরনের গতি আছে।’ প্রতিযোগিতায় নিশানের বানানো লোগো নির্বাচিত হওয়ার পর সেই লোগো নিয়ে কয়েকবার কাজ হয়েছে বলে জানান নিশান। তিনি বলেন, এখন লোগোতে থাকা ‘এম’ অক্ষরটি লিখে যে প্ল্যাটফর্ম বোঝানো হয়েছে, প্রথমে তা ছিল না। বিশ্বের ৩৫টি দেশে মেট্রোরেলের লোগোতে ‘এম’ রয়েছে। ওটাকে যুক্ত করার সময় একটু নতুনত্ব আনা হয়েছে। নিশান বলেন, ‘লোগো যখন বানানো শুরু করি, তখন মেট্রোরেল দেখতে কেমন সেটাও জানা ছিল না। তাই প্রথম যে রেলটা ব্যবহার করেছিলাম সেটি দেখতে বুলেট ট্রেনের মতো ছিল। পরে যখন মেট্রোরেলের ইঞ্জিন দেখলাম তখন কিছুটা পরিবর্তন করে দেওয়া হলো। ‘পুরো কাজ শেষ করতে ছয় মাসের মতো লেগেছে। চলতি বছরের মে মাসে যখন কাজটি হলো আমি ভীষণ উত্তেজিত ছিলাম। অনেক প্রতিষ্ঠানে লোগো করেছি, কিন্তু এতটা ভালো লাগা কাজ করেনি। বাংলাদেশের ইতিহাসের অংশ হওয়ার আনন্দ অবশ্যই অন্যরকম।’ মেট্রোরেলের স্টেশনের সাইনগুলো সম্পর্কে তিনি বলেন, ‘সাইনের কাজ করতে গিয়ে দেশের সর্বস্তরের মানুষ যেন চিহ্নগুলে দেখেই বুঝতে পারেন কোনদিকে যেতে হবে, টয়লেট কোনদিকে, টিকিট কোথায় পাবেন, এসব ভাবতে হয়েছে।’

জাতীয়

নতুন আরেকটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ১১দলীয় জোট।

বিলেতের আয়না ডেক্স :- নতুন আরেকটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ১১দলীয় জোট। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন আরেকটি ১১ দলীয় রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন এই জোটের নাম ‘জাতীয়তাবাদী সমমনা জোট’। আজ বুধবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের ঘোষণা দেয়া হয়। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ জোটের ঘোষণা দেন। এসময় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ১১ দলীয় জোটের শরিকরা হলেন- ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মোস্তাফিজুর রহমান মোস্তফার নন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), খন্দকার লুৎফর রহমান ও এসএম শাহাদাত হোসেন নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), সাইফুদ্দিন আহমেদ মনি ও মোঃ আকবর হোসেনের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক লীগ, অ্যাডভোকেট গরিবে নেওয়াজ ও সৈয়দ মাহবুব হোসেন নেতৃত্বাধীন পিপলস লীগ, অ্যাডভোকেট মাওলানা আবদুর রকিব ও অধ্যাপক মাওলানা আব্দুল করিম নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট, এমএন শাওন সাদেকী ও দিলীপ কুমার দাস নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাপ, অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী ও অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল নেতৃত্বাধীন বিকল্প ধারা বাংলাদেশ, নূরুল ইসলাম নেতৃত্বাধীন সাম্যবাদী দল, এটিএম গোলাম মাওলা চৌধুরী ও আবু সৈয়দ নেতৃত্বাধীন গণদল, অঅ্যাডভোকেট আজহারুল ইসলাম ও গোলাম মোস্তফা আকন্দ নেতৃত্বাধীন ন্যাপ ভাসানী এবং সুকৃতি মন্ডলের নেতৃত্বাধীন বাংলাদেশ মাইনরিটি পার্টি। নতুন জোটের ঘোষণা দিয়ে ড. ফরিদুজ্জামান ফরহাদ ঘোষণা পত্র পাঠকালে বলেন, ইতোমধ্যে, গণ আকাক্সক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত ১০ দফা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জ্ঞাপন করে জাতীয়তাবাদী সমমনা জোট যুগপদ্ধ আন্দোলনের সাথে ঘোষণা করছে। তিনি বলেন, ভোটারবিহীন একদলীয় আওয়ামী কর্তৃত্ববাদী শাসন, দুর্নীতিতে আকুণ্ঠ নিমজ্জিত মহাসংকটের একযুগ সন্ধিক্ষণে বাংলাদেশ আজ নিপতিত। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ভয়াবহ বেকারত্ব, কর্মশূন্যতায় দেশের মানুষ দিশেহারা। বাংলাদেশের স্বাধীনতার পটভূমিতে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় পরায়ণতা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেশ স্বাধীন হওয়ার ৫১ বছর পরও আজ স্বাধীনতা গণতান্ত্রিক ভোটাধিকার, ভাতের অধিকার, কর্মের অধিকার, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা আজ প্রশাসনিক দুর্বৃত্তের কবলে। ড. ফরহাদ বলেন, বর্তমান একদলীয় আওয়ামী সরকার তার একক কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রাখতে দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করতে চায়। রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, দুর্নীতি, গুম, হত্যা, ধর্ষণসহ মানবতা বিরোধী অপরাধের মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে মামলা হামলা, গণ গ্রেফতারের মাধ্যমে এক বিভীষিকাময় সংস্কৃতি তৈরী করেছে। উন্নয়নের জিকির তুলে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির মাধ্যমে আর্থিক খাত, ব্যাংক, বীমা সেক্টর, কর্পোরেশন, দেশীয় সম্পদ। আওয়ামী লুটেরাদের রাজত্বে পরিণত করেছে। রাষ্ট্রের সকল সেবা খাত, গ্যাস, বিদ্যুৎ, সড়ক ও রেল যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, হাট বাজার আজ সরকার দলীয় লুটেরাদের হাতে জিম্মি। সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় দেশের সম্ভাবনাময় যুব সমাজকে ধ্বংস করতে তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে ইয়াবা, হেরোইন, মদ, গাজা সহ নানা প্রকার ধ্বংসাত্মক মাদকদ্রব্যে আসক্ত করে রাষ্ট্রের মূলশক্তি যুব সমাজকে পরিবার ও সমাজের সামনে এক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। তিনি আরো বলেন, দেশের সর্বস্তরে সুষ্ঠনের ধারাবাহিকতায় সরকারের প্রত্যক্ষ মদদে দলীয় নেতাদের তত্ত্বাবধানে জুয়া, ক্যাসিনো, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে লুন্ঠিত অর্থ পাচার করে প্রবাসে বেগম পাড়া তৈরী করে আমাদের প্রিয় এই মাতৃভূমিকে এক অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। দেশের নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পতিত হয়েছে। তাই আজ স্বাধীনতাকে বুকে ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলনে নেতৃত্বদানকারী দল বিএনপি বর্তমান দুর্নীতিবাজ, সাধারণ মানুষের মৌলিক অধিকার লুণ্ঠনকারী ও মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার হরণকারী শেখ হাসিনার আওয়ামী লুটেরা সরকারের হাত থেকে দেশকে রক্ষার জন্য দেশ বাঁচাও, মানুষ বাঁচাও এর দীপ্ত শপথ নিয়ে সর্বস্তরের জনতাকে নিয়ে দেশ গড়ার লক্ষ্যে আজ রাজ পথে বলিয়ান। আজ দেশব্যাপী জাগরণ উঠেছে হঠাও হাসিনা বাঁচাও দেশ, ভুক্তভোগী মানুষের বাংলাদেশ। ফরিদুজ্জামান ফরহাদ বলেন, মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার, স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ সকল জোট ও দল সংগঠনের সাথে রাজ পথে যুগপৎ কর্মসূচীর মাধ্যমে জনগণের বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে সর্বস্তরের মানুষকে রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান।  

সাম্প্রতিক

রামগড়ে চাঁন্দপাড়া গলায় ফাসঁ দিয়ে যুবকের আত্মহত্যা!

বিলেতের আয়না ডেক্স :- রামগড়ে চাঁন্দপাড়া গলায় ফাসঁ দিয়ে যুবকের আত্মহত্যা! রামগড়ে চাঁন্দপাড়া গলায় ফাসঁ দিয়ে যুবকের আত্মহত্যা! খাগড়াছড়ি পার্বত‍্য জেলা-র রামগড় উপজেলার ১নং ইউপি”র অধিনস্থ চাঁন্দপাড়া নামক স্থানে ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) মোহাম্মদ ইয়াকুব হোসেন (২২)নামে এক যুবক গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করে, নিহত যুবক চাঁন্দপাড়ার স্থানীয় বাসিন্দা গোলাম হোসেনের ছেলে বলে স্থানীয়দের সুত্রে জানা গেছে। পরিবার ও স্থানীয়”রা জানান ইয়াকুব একটি সড়ক দুঘটনার পর থেকে দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায়ও ভুগছেন,বর্তমানেও সেই মানসিক চিকিৎসক দ্বারায় চিকিৎসাধীন সে কিছুক্ষণ ভাল,আবার কিছুক্ষণ খারাপ, তার এই আত্মহত্যা মানসিক সমস্যার কারণেও হতে পারে। ইয়াকুব এর মা জাহানারা বেগম জানান আমাদের সংসারে কারো সাথে কোন ঝামেলা নেই,তবে আমার ছেলে সড়ক দুঘটনার পর থেকে মানসিক ভাবে অসুস্থ দীর্ঘদিন,মঙ্গলবার ২৮ ডিসেম্বর সকালে ঘর থেকে বের হয়ে সে আর বাসায়,সারাদিন ফিরে নাই, সারাদিন তার কোন খুজঁখবর না পাওয়াতে, চারদিকে খুঁজাখুঁজি করতে থাকি, খুঁজাখঁজি”র এক পর্যায় বাড়ির পাশে একটি আম বাগানে বিকেল বেলায় অনুমানিক ৪/৫ টায় ইয়াকুব”কে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে আমি চিকৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে, পরে এলাকাবাসী ঝুলন্ত লাশ দেখে রামগড় থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। রামগড় থানা উপপরিদর্শক (এসআই) ইরফান জানান যুবক গালায় ফাসঁ দেওয়ার ঘটনা এলাকাবাসী ফোনে জানালে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ৫-৬-৩০ টার সময় আমরা লাশ উদ্ধার করি, ময়নাতদন্তের জন‍্যে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে,এবিষয়ে থানা একটি অপমৃত‍্যু মামলা রুজু প্রক্রিয়াধীন। স্থানীয় ইউপি” সদস্য ক‍্যারী মারমা, জানান ইয়াকুব দীর্ঘদিন যাবত মানসিক সমস্যা য় ভুগছেন বলে পরিবার ও ডাক্তার চিকিৎসা পত্র সুত্রে জানতে পেরেছি। পারিবারিক কোন সমস্যা নেই বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

জাতীয়

মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকিট কেটে প্রবেশ।

বিলেতের আয়না ডেক্স :- মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকিট কেটে প্রবেশ। প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলের টিকিট কাটলেন প্রধানমন্ত্রী প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলের টিকিট কেটেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১টা ৩৩ মিনিটে ১ নম্বর টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন তিনি। পরে তার ছোট বোন শেখ রেহানাও টিকিট কাটেন। ১টা ৩৭ মিনিটে কার্ড পাঞ্চ করেন প্রধানমন্ত্রী। চলন্ত সিঁড়িতে চড়ে প্ল্যাটফর্মে যান। রাজধানীর উত্তরা থেকে প্রথম মেট্রোরেলের যাত্রা শুরু হয়েছে। আগারগাঁও পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দেবেন। শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের ১০ সদস্য এবং মেট্রোরেলে প্রথম এ যাত্রায় তার সফরসঙ্গী হিসেবে আছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শিক্ষক, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য, শ্রমিক, শিশু ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ। এর আগে, বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন। এরপরেই মঞ্চের সামনে থাকা নেতা-কর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।

জাতীয়

মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা বাংলাদেশর স্বপ্ন পূরণ হয়েছে ।

বিলেতের আয়না ডেক্স :- মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা বাংলাদেশর স্বপ্ন পূরণ হয়েছে ।মেট্রোরেলের যুগে বাংলাদেশ। এতে দেশের মানুষ যেমন আনন্দিত তেমনি আনন্দিত মেট্রোরেলের প্রথম নারীচালক মরিয়ম আফিজা। তিনি বলেন, আজ আমাদের স্বপ্নপূরণ হয়েছে। মেট্রোরেল চালুর ফলে যানজটের অভিশাপ থেকে আমরা মুক্তি পাব। উত্তরার দিয়াবাড়ীতে উত্তর নর্থ স্টেশন থেকে রওনা দিয়ে আজ বুধবার দুপুর ২টা ১১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী মেট্রোরেলটি আগারগাঁও স্টেশনে পৌঁছেছেন। আগারগাঁও স্টেশনে পৌঁছে মরিয়ম আফিজা গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে যাত্রা করেছেন। এটি গর্বের বিষয়। ঢাকায় যানজটে কী পরিমাণ ভোগান্তি হয় এটি আমাদের সবার জানা। তিনি বলেন, মেট্রোরেল রেডিও টেকনোলজির মাধ্যমে চলে। এটি সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তি। এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব।

জাতীয়

স্মাট বাংলাদেশের প্রথম পদক্ষেপ, স্বপ্নের মেট্রোরেলে মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশে– প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিলেতের আয়না ডেক্স :- স্মাট বাংলাদেশের প্রথম পদক্ষেপ, স্বপ্নের মেট্রোরেলে মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশে– প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘এমআরটি লাইন-৬’ নামে বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের মেট্রোরেল যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। এর সঙ্গে দেশ চারটি মাইলফলক ছুঁয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘এমআরটি লাইন-৬’ নামে বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানের সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাংলাদেশ এবং বাঙালি জাতি সারা বিশ্বে মর্যাদা পেয়েছে। আজকে আমরা বাংলাদেশের জনগণের মাথার মুকুটে নতুন অহংকারের পালক সংযোজিত করলাম। এমআরটি লাইন-৬ এর বাকি অংশ খুব তাড়াতাড়ি উদ্বোধন করব ইনশাআল্লাহ। বাংলাদেশ চারটি মাইলফলক স্পর্শ করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, মেট্রোরেল উদ্বোধনের সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে অন্তত চারটি মাইলফলক বাংলাদেশের জনগণকে স্পর্শ করল। ১. মেট্রোরেল নিজেই একটি মাইল ফলক। ২. এ প্রথম বাংলাদেশ বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করল। ৩. মেট্রোরেল দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালিত হবে। রিমোর্ট কন্ট্রোল দ্বারা, ডিজিটাল পদ্ধতিতে এটা পরিচালিত হবে। যার ফলে আমরা যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছি এটা তারই একটা অংশ হিসেবে কাজ করবে। নতুন মাত্রা সংযোজিত হলো। ৪. বাংলাদেশ দ্রুত গতির ট্রেনের যুগে পদার্পণ করল। এ মেট্রোরেলের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১১০ কিলোমিটার। মাত্র ১৭ মিনিটে উত্তরা থেকে আগারগাঁওয়ে প্রধানমন্ত্রী কে মেট্রোরেল ব্যবহারে সবাইকে যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক টাকা খরচ করে মেট্রোরেল করা হয়েছে। এটা সংরক্ষণ করা, এর মান নিশ্চিত করা, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, এর সব কিছু কিন্তু যারা ব্যবহার করবে তাদের দায়িত্ব। হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহত মেট্রোরেলের নির্মাণ কাজে সম্পৃক্ত সাত জাপানি নাগরিকের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তাদের নামে মেট্রোর স্টেশনে নাম ফলক থাকবে জানান তিনি। এ ছাড়াও প্রধানমন্ত্রী এমআরটি-৬ লাইনের নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। এতদিন কষ্ট সহ্য করার জন্য ঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

জাতীয়

হাটহাজারীতে এক ১০০০ লিটার চোলাই মত সহ পিকআপ জব্দ

বিলেতের আয়না ডেক্স :- অরুণ বৈষ্ণব, হাটহাজারী চট্টগ্রাম হাটহাজারীতে এক ১০০০ লিটার চোলাই মত সহ পিকআপ জব্দ চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ একটি মিনি পিকআপ জব্দ করেছে মডেল থানার পুলিশ। মদসহ পিকআপ গাড়িটি ফেলে চালক পালিয়ে যায়। গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ১৪নং শিকারপুর ইউনিয়নের দক্ষিণ কুয়াইশ এলাকার কাপ্তাই রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।থানা সূত্রে জানা যায়, কাপ্তাই হইতে চট্টগ্রাম মুখী ঢাকামেট্রো- ন ১১-০৮৪৭ নাম্বারে নিবন্ধিত একটি পিকআপ মদুনাঘাট ব্রিজের উপর পৌঁছলে “গাড়িতে মাদক আছে” পুলিশের এমন সন্দেহ হলে গাড়িটি থামানোর জন্য পুলিশ সিগন্যাল দেয়। পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে গাড়িটি চালিয়ে পালানোর সময় পেছন থেকে পুলিশ ধাওয়া করলে কুয়াইশ বঙ্গবন্ধু ম্যুরালের সামান্য বামে রাস্তার পাশে পিকআপ ফেলে অজ্ঞাত চালক পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে পুলিশ ওই গাড়িতে তল্লাশি চালিয়ে পিকআপে রক্ষিত মদভর্তি ৫০টি সিমেন্টের বস্তা জব্দ করে, যার প্রত্যেকটি বস্তায় ২০লিটার করে মদ ভর্তি ছিলো। এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার লিটার দেশীয় তৈরি চোলাইমদ সহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে। পিকআপ এবং অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

জাতীয়

হাটহাজারীতে বিরল প্রজাতির বন বিড়াল উদ্ধার

বিলেতের আয়না ডেক্স :- অরুণ বৈষ্ণব, হাটহাজারী চট্টগ্রাম। হাটহাজারীতে বিরল প্রজাতির বন বিড়াল উদ্ধার চট্টগ্রামের হাটহাজারীতে বিরল প্রজাতির বন বিড়াল উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার মাদার্সা ইউনিয়নের আকবরীয়া স্কুল এলাকা থেকে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদেরের নেতৃত্বে এই বিরল প্রজাতির প্রাণীটি উদ্ধার করা হয়। রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের একটি টিম ও ডাবলু এসআরটিবিডি সহযোগিতায় সারে ৩ ফুট দৈর্ঘ্যের ও সারে ৩ কেজি ওজনের বনবিড়ালটি উদ্ধার করা হয়। আজ বুধবার সকালে বন বিভাগের আওতায়ধীন এলাকায় অবমুক্ত করা হয়। এসময় অফিস সহকারী আশুতোষ দাশ, এফজি মো. শাহজালাল মিয়া, এফজি মিলন মণ্ডলসহ ডাবলু এসআরটিবিডির সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

জাতীয়

ওমান প্রবাসী রাউজানের জসিম উদ্দিন সিআইপি মনোনীত রাউজান প্রেস ক্লাবের সংবর্ধনা

বিলেতের আয়না ডেক্স :- রাউজান প্রতিনিধি ওমান প্রবাসী রাউজানের জসিম উদ্দিন সিআইপি মনোনীত রাউজান প্রেস ক্লাবের সংবর্ধনা চট্টগ্রাম সমিতি ওমানের ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ স্যোসাল ক্লাব ওমানের সাবেক কার্যনির্বাহী সদস্য এস.এম. জসিম উদ্দিন সিআইপি মনোনীত হওয়ায় রাউজান প্রেস ক্লাবের উদ‍্যোগে ২৮ ডিসেম্বর বুধবার দুপুরে নগরীর একটি স্বনামধন্য রেস্টুরেন্টে সংবর্ধনা দেওয়া হয়। রাউজান প্রেস ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল। সভায় স্বাগত বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিন মিয়াজি, সহ সম্পাদক জাহানগীর সিরাজ তালুকদার সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান,আইন বিষয়ক সম্পাদক একে বাবর, দপ্তর সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী প্রমুখ। সভা শেষে এস.এম. জসিম উদ্দিন সিআইপিকে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২০ সালের জন্য ৬৭ জন প্রবাসী বাংলাদেশিকে সিআইপি (কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন) নির্বাচিত করেছে সরকার। গত ১৪ ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এর মধ্যে ‘বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে ৫৭ জন ও ‘বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে ১০জন সিআইপি হয়েছেন। তাদেরই একজন ওমান প্রবাসী ব্যবসায়ী এস. এম. জসিম উদ্দিন। তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোহাম্মদীয়া সমাজে সৈয়দ মতিউল্লাহ মিয়াজির বাড়ি মৃত হাজী সৈয়দ আবদুল হাকিমের ছেলে। ৩ ভাই ৪ বোনের মধ্যে সবার বড়। তিনি ১৯৯০ সালে ২১ বছর বয়সে জীবিকা নির্বাহের উদ্দেশ্যে ওমান গমন করেন। ১৯৯৪ সালে ফারিদ আল হাজরি ট্রেড. এলএলসি নামে নিজের ব্যবসা শুরু করেন। তিনি এলাকার সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে বিশেষ অবদান রাখেন।

জাতীয়

মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিলেতের আয়না ডেক্স :- মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করেছেন। এর মাধ্যমে মেট্রোরেল যুগে প্রবেশ করল বাংলাদেশ। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন। এর আগে বেলা ১১টার দিকে দিয়াবাড়িতে পৌঁছান তিনি। আজ উদ্বোধন হলেও ‘স্বপ্নের বাহনে’ চড়তে যাত্রীদের অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত। মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে সকাল থেকে উত্তরার দিয়াবাড়িতে ঢল নেমেছে মানুষের। উদ্বোধনী আয়োজন ও সুধী সমাবেশ ঘিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ব্যানার, ফেস্টুন নিয়ে হাজির হয়েছেন উত্তরা ১৫ নম্বর সেক্টরে। সেখানে উপস্থিত হয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। রাজধানীর উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার পথে মেট্রোরেল লাইন নির্মাণ করা হচ্ছে। বুধবার উদ্বোধন হয়েছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের, যার দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। উদ্বোধনের পর রুটের মধ্যবর্তী স্টেশনে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া ৬০ টাকা। পুরো প্রকল্পের কাজ শেষ হলে ট্রেন চলবে উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত। তখন ওই দূরত্বের ভাড়া হবে সর্বোচ্চ ১০০ টাকা।

Scroll to Top