ডিসেম্বর ২৬, ২০২২

জাতীয়

স্মার্ট বাংলাদেশ’ গড়তে ছাত্রলীগের ১০ দফা ঘোষণা।

বিলেতের আয়না ডেক্স :-‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে ছাত্রলীগের ১০ দফা ঘোষণা। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রলীগের সারাদেশের নেতাকর্মীকে ১০ দফা নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগকে। সংগঠনের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপিতিতে এসব নির্দেশনা দেওয়া হয়। ছাত্রলীগের ৩০তম সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর এটাই তাদের প্রথম সাংগঠনিক নির্দেশনা। নির্দেশনাগুলো হলো- ১. সংগঠনের ব্যানার, পোস্টার ও অন্যান্য ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য ব্যতীত অন্য কোন ছবি ব্যবহারের ক্ষেত্রে সাংগঠনিক নির্দেশনা মেনে চলতে হবে। ২. জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় শাখা সম্মেলন ব্যতীত তাদের অধীনস্থ কোন ইউনিটের কমিটি গঠন করবে না। যে সকল ইউনিটের কমিটি পূর্ণাঙ্গ হয়নি দ্রুততম সময়ের মধ্যে তাদের কেন্দ্র/সংশ্লিষ্ট ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি জমাদানের নির্দেশ দেয়া হচ্ছে। গঠনতন্ত্রে উল্লেখিত সংখ্যার অধিক সদস্য নিয়ে কোন ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে না। ৩. গঠনতন্ত্র উল্লেখিত সময়ে প্রতিটি ইউনিটকে অবশ্যই নিয়মিত নির্বাহী সভা আয়োজন করতে হবে। ৪. সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দকে অবশ্যই নিজ নিজ ইউনিটে সার্বক্ষণিক উপস্থিত থাকতে হবে এবং সাংগঠনিক কর্মকাণ্ডে উত্তরোত্তর গতিশীলতা বৃদ্ধি করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করতে হবে। ৫. দেশের সকল স্তরের নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈশ্বিক উন্নয়ন ইতিহাসের রোল মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ড প্রচার করবে এবং দেশবিরোধী সকল অপচেষ্টা ও গুজব-প্রোপাগাণ্ডার সমুচিত জবাব দিবে।  ৬. বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসাসহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ বজায় রেখে সাংগঠনিক কর্মসূচি পরিচালনা করতে হবে। শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ৭. ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ‘স্মার্ট ক্যাম্পাস’-এ রূপদান করতে ও শিক্ষার্থীদের যুগোপযোগী উপায়ে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক কর্মসূচি হাতে নিতে হবে ও তা বাস্তবায়ন করতে হবে। ৮. স্বাধীনতা বিরোধী অপশক্তি, মৌলবাদ-জঙ্গিবাদ সংশ্লিষ্টরা যেন নামে-বেনামে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করতে না পারে সে লক্ষ্যে উপযুক্ত সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সাহিত্য কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। ৯. শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে তথ্য-প্রযুক্তিতে দক্ষ করতে নানামুখী উৎসব, প্রতিযোগিতা, সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নিতে হবে। ১০. জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ, বায়ু-পানি-মাটি-পরিবেশ-শব্দ দূষণ রোধে ভূমিকা রাখা; অনাবাদি জমিতে চাষাবাদ, জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ-পানি-গ্যাস-তেলের ব্যবহারে যত্নশীল হওয়া; বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় সাংগঠনিক ও ব্যক্তিগত পর্যায়ে মিতব্যয়ী হওয়াসহ ইত্যাদি বিষয়ে প্রতিটি ইউনিট শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে।

জাতীয়

গণমানুষের আস্হা ও বিশ্বাস আওয়ামী লীগের বড় শক্তি। 

বিলেতের আয়না ডেক্স :- গণমানুষের আস্হা ও বিশ্বাস আওয়ামী লীগের বড় শক্তি।  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলকে শক্তিশালী করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেছেন, গণমানুষের আস্থা ও বিশ্বাসই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা দলকে শক্তিশালী করতে অবশ্যই সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন। আপনাদের প্রতি এ আমার অনুরোধ। দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি পুনরায় নির্বাচিত হওয়ার পর গণভবনে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন। তিনি বলেন, গণমানুষের আস্থা ও বিশ্বাসই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। আমাদের আর কোনো শক্তি নেই। আমরা কেবলমাত্র জনগণের শক্তিতেই বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সঠিকভাবে যদি জনগণকে পথ দেখাতে পারে, তাহলে দেশের উন্নয়নে কেউ বাধা দিতে পারবে না। আওয়ামী লীগ প্রধান প্রত্যেক জেলা উপজেলায় দলীয় কার্যালয় স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ স্থানীয় আওয়ামী লীগ ইউনিটকে তাদের অফিস স্থাপনে সাহায্য করবে।

জাতীয়

হাটহাজারীতে সংরক্ষিত বনের কাঠ কেটে পাচারের সময় গাড়িসহ আটক ৪

বিলেতের আয়না ডেক্স :- অরুণ বৈষ্ণব, হাটহাজারী চট্টগ্রাম হাটহাজারীতে সংরক্ষিত বনের কাঠ কেটে পাচারের সময় গাড়িসহ আটক ৪ হাটহাজারী রেঞ্জাধীন সর্তা বন বিটের সরকারী রক্ষিত বনের জঙ্গল খিরাম মৌজার ইউসুফের ডুরী নামক এলাকায় ২০১১-২০১২ অর্থ বছরে সৃজিত দীর্ঘমেয়াদী বাগানে আকাশমনি গাছ কেটে পাচার করার সময় জীপগাড়ীসহ (ঢা:মে:গ-০৬-০০৩৮) ৪ জনকে আটক করে বনবিভাগ। শনিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াই টার দিকে ১৩২.০ ঘনফুট আকাশমনি কাঠ ভর্তি জীপগাড়ি আটক করা হয়। ২৪/১২/২০২২ খ্রীঃ দিবাগত রাত অানু: ২:৩০ ঘটিকার সময় চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, গোপন সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক মো:মোস্তফা অাল হোসাইন,সহকারী বন সংরক্ষক,রেঞ্জ কর্মকর্তা, হাটহাজারী রেঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় মো: ফজলুল কাদের চৌধুরী,সহযোগী রেঞ্জ কর্মকর্তা,হাটহাজারী রেঞ্জ, ডিপো কর্মকর্তা,নাজিরহাট ডিপো, বিট কর্মকর্তা,সর্তা বিট, বিট কর্মকর্তা,মন্দাকিনী বিট, বিট কর্মকর্তা শোভনছড়ি বিট ও সঙ্গীয় স্টাফসহ হাটহাজারী রেঞ্জাধীন সর্তা বন বিটের সরকারী রক্ষিত বনের জঙ্গল খিরাম মৌজার ইউসুফের ডুরী নামক এলাকায় ২০১১-২০১২ অর্থ বছরে সৃজিত দীর্ঘমেয়াদী বাগানে সাড়াঁশি অভিযান চালিয়ে অাকাশমনি গাছ কাটার সময় এবং পরিবহনের উদ্যোশে জীপগাড়ী নং-ঢা:মে:গ-০৬-০০৩৮ বোঝাই অবস্থায় চার(০৪)জন অাসামী হাতে নাতে ধৃত করা হয় এবং ঘটনাস্থল হইতে সদ্য কর্তিত ১৩২.০ ঘনফুট অাকাশমনি জ্বালানীকাঠ,ছেও করাত ২ টি,কুড়াল ১টি জব্দ করা হয়। এ ব্যাপারে পি,ও,অার বন মামলা দাখিল পূর্বক ধৃত অাসামী বিজ্ঞ অাদালতে সোপর্দ করা হয় এবং জীপগাড়ীসহ জব্দকৃত মালামাল নাজিরহাট ডিপো হেফাজতে রাখা হয় ।

Scroll to Top