ডিসেম্বর ২৫, ২০২২

আন্তর্জাতিক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিন পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে সমঝোতা চান সবার সঙ্গে আলোচনা করে।

বিলেতের আয়না ডেক্স :– রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিন পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে সমঝোতা চান সবার সঙ্গে আলোচনা করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধে সম্পৃক্ত সব পক্ষের সঙ্গে সমঝোতা আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে। কিন্তু ইউক্রেন ও তার পশ্চিমা মদদদাতারা আলোচনায় বসার প্রস্তাব নাকচ করছে। খবর আল–জাজিরার। রবিবার (২৫ ডিসেম্বর) রুশ প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রোশিয়া ১-এ দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। সাক্ষাৎকারটি রবিবার দিনের শেষ ভাগে সম্প্রচার করা হবে। তার আগে পাওয়া অংশ বিশেষ থেকে খবর প্রকাশ করেছে আল–জাজিরা। সাক্ষাৎকারে পুতিন বলেন, গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমঝোতার জন্য আমরা প্রস্তুত। কিন্তু এটা তাদের ওপর নির্ভর করছে। সমঝোতার বিষয়টি আমরা নাকচ করছি না, তারা করছে। আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য লড়াই করছি, আমাদের নাগরিকদের ও জনগণের স্বার্থের সুরক্ষায় লড়ছি। জনগণকে রক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। পশ্চিমারা রাশিয়াকে বিচ্ছিন্ন করতে চাইছে বলে উল্লেখ করে তিনি বলেন, আমাদের ভূরাজনৈতিক প্রতিপক্ষগুলোর নীতির কেন্দ্রে রয়েছে রাশিয়াকে বিচ্ছিন্ন করা। তারা সব সময় আমাদের বিভক্ত ও শাসন করতে চেয়েছে। আমাদের লক্ষ্য ভিন্ন–রাশিয়ার জনগণকে ঐক্যবদ্ধ করা। ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংস করার ঘোষণা দিয়ে পুতিন বলেন, তিনি শতভাগ আত্মবিশ্বাসী যে তার সেনারা পেন্টাগনের সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করতে পারবে। যে প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনকে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আন্তর্জাতিক

বড়দিন উপলক্ষে খ্রীস্টধর্ম গুরু পোপ ফ্রান্সিস বলেছেন – পৃথিবীটা এতো টা সংবেদনশীল হয়ে উঠেছে ।

বিলেতের আয়না ডেক্স :- বড়দিন উপলক্ষে খ্রীস্টধর্ম গুরু পোপ ফ্রান্সিস বলেছেন – পৃথিবীটা এতো টা সংবেদনশীল হয়ে উঠেছে । যুদ্ধের কারণে পৃথিবী ব্যাপী দুর্ভিক্ষ তৈরি করা হচ্ছে কৃত্রিম উপায়ে ।বড়দিন উপলক্ষে ক্ষমতাশালী ও সম্পদশালীদের লোভ-লালসা নিয়ে তীব্র সমালোচনা করে খ্রিস্টধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, পৃথিবীতে শান্তির দুর্ভিক্ষ চলছে। শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় জড়ো হওয়া পুণ্যার্থীদের উদ্দেশে ইউক্রেন যুদ্ধ ও পৃথিবীতে চলমান সব সংঘাতের দিকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন। ক্যাথলিক ধর্মগুরু বলেন, প্রাণীদেরও তাদের বন্দী খোঁয়াড়ে খাবার দেওয়া হচ্ছে। সেই একই পৃথিবীতে সম্পদ ও ক্ষমতার ক্ষুধায় মাতাল নারী আর পুরুষরা গ্রাস করছে তাদের প্রতিবেশী, এমনকি মা আর বোনদেরও। তিনি বলেন, কতশত যুদ্ধ আমাদের দেখতে হয়েছে! আর সে সব সংঘাতের শিকার হয়েছে দুর্বল ও অরক্ষিত মানুষ। আমি সবার আগে সেই সব শিশুর কথা মনে করতে চাই যারা যুদ্ধ, দারিদ্র্য আর অবিচারের শিকার। সতর্ক করে পোপ বলেন, সংকট ও দুর্ভোগের প্রতি পৃথিবী এতোটাই অসংবেদনশীল হয়ে ‍উঠেছে যে, যখন এগুলো ঘটে চলেছে কিন্তু কেউ আমলে নিচ্ছে না। গত জুন মাসে এক বক্তব্যে তিনি বলেছিলেন, এই যুদ্ধে কোনোভাবে কারো না কারো উস্কানি ছিলো। হয়তো ঠেকানোর চেষ্টা হয়নি। তবে রুশ সৈন্যদের কর্মকাণ্ডকে ‘নৃশংসতা’ বলে এর নিন্দা জানান তিনি।

জাতীয়

আওয়ামী লীগ সংসদীয় কমিটির বোর্ড গঠন।

বিলেতের আয়না ডেক্স :- আওয়ামী লীগ সংসদীয় কমিটির বোর্ড গঠন। আওয়ামী লীগের গঠনতান্ত্রিক বাধ্যবাধকতার কারণে সম্মেলনে নতুন কমিটি গঠনের সঙ্গে সঙ্গে দলটির সংসদীয় বোর্ড গঠন করা হয়েছে। সংসদীয় আসনগুলোতে মনোনয়ন দেয় এই বোর্ড। দলের ২২তম সম্মেলনে নবনির্বাচিত সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেন। সংসদীয় বোর্ডের চেয়ারম্যান হয়েছেন শেখ হাসিনা। সদস্যরা হলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, মো. রাশিদুল আলম, ডা. দীপু মনি।

জাতীয়

গাউছিয়া কমিটির আজিমুশান সুন্নী সম্মেলন, দাওয়াতে খাইর ও চক্ষু চিকিৎসা অনুষ্ঠিত

বিলেতের আয়না ডেক্স :- রাউজান প্রতিনিধি গাউছিয়া কমিটির আজিমুশান সুন্নী সম্মেলন, দাওয়াতে খাইর ও চক্ষু চিকিৎসা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে গাউছিয়া কমিটি বাংলাদেশ সুলতানপুর নঈম মুন্সী বাড়ি ইউনিট শাখার ব‍্যবস্থাপনায় আজিমুশান সুন্নী সম্মেলন ও দাওয়াতে খায়ের মাহফিল ২৪ডিসেম্বর শনিবার বাদে মাগরিব পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ সুলতানপুর আল-জিলানী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।গাউছিয়া কমিটি বাংলাদেশ নঈম মুন্সী বাড়ি ইউনিট শাখার উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন উপদেষ্টা মোহাম্মদ নুরুল আবছার। সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ আবু হানিফের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পতেঙ্গা তৈয়‍্যবিয়া তাহেরীয়া জামে মসজিদের খতিব মাওলানা সোলায়মান আলী রজভী,বিশেষ বক্তা ছিলেন আল জিলানী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুর রহিম আল কুতুবী, দাওয়াতে খায়ের পরিচালনা করেন আল জিলানী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জানে আলম আল কাদেরী,নাতে রাসুল (স:) পরিবেশনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম কাদেরী। বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ সুলতানপুর উত্তর শাখার সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, সহ সভাপতি জাহাঙ্গীর আলম মুন্সী, সাধারণ সম্পাদক আশেকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, নঈম মুন্সীর বাড়ি ইউনিট শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল মোমেন, আলহাজ্ব আবদুল আজিম, মাওলানা মোঃ আবু ইউছুপ মোহাম্মদ, শাহজাহান, মোহাম্মদ ছাবের হোসেন, মোহাম্মদ ইদ্রিস বাছা। এছাড়াও এসময় সংগঠনের সভাপতি মামুন উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টিপু, সহ সভাপতি হাফেজ নঈম উদ্দিন, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ জাহেদ, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ মিনহাজ, নাজিম উদ্দিন, মোহাম্মদ মোজাম্মেল, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ তারেক, মোহাম্মদ ফাহিম,মোহাম্মদ ইসমাইল, সহ অন‍্যন‍্যা কর্মকর্তা ও সদস‍্যবৃন্দ। এর আগে সকাল১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চক্ষু চিকিৎসা ক‍্যাম্প কর্মসূচি বাস্তবায়ন করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ সুলতানপুর নঈম মুন্সী বাড়ি ইউনিট শাখা। এতে সার্বিক সহযোগিতা করেন চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল এন্ড ফ‍্যাকো সেন্টার।

জাতীয়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে নবনির্বাচিত কমিটি।

বিলেতের আয়না ডেক্স :- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে নবনির্বাচিত কমিটি। ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নবনির্বাচিত নেতারা। রবিবার ২৫ ডিসেম্বর শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নবনির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন। শনিবার ২৪ ডিসেম্বর বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এই অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে। আওয়ামী লীগের সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সারাদেশ থেকে আসা প্রায় সাত হাজার কাউন্সিলর অংশ নেন। দলটির ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের সর্বময় ক্ষমতা দলীয় প্রধান শেখ হাসিনার হাতে অর্পণ করা হয়। তিনি দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি ঘোষণা করেছেন। তবে শনিবার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

জাতীয়

ভারতে প্রথম মুসলিম নারী যুদ্ধ বিমান চালক।

বিলেতের আয়না ডেক্স :- ভারতে প্রথম মুসলিম নারী যুদ্ধ বিমান চালক। প্রথম মুসলিম নারী যুদ্ধবিমান চালক হিসেবে ভারতের ইতিহাসে জায়গা করে নিলেন উত্তর প্রদেশের বাসিন্দা সানিয়া মির্জা। এর আগে কোনো মুসলিম নারী ভারতীয় বাহিনীতে যুদ্ধবিমান চালানোর সুযোগ পাননি। মির্জাপুর এলাকার একটি গ্রাম থেকে উঠে এসেছেন তিনি। ২০২২ সালে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি পরীক্ষায় নারী ফাইটারদের জন্য মাত্র দুটি আসন ছিল। আর সেখানেই সুযোগ পেয়ে গেছেন সানিয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। খবরে বলা হয়,  আগামী ২৭ শে ডিসেম্বর পুনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে যোগ দেবেন সানিয়া। তিনি গ্রামের সাধারণ পরিবারের মেয়ে। তার বাবা শাহিদ আলি একসন টিভি মেকানিক। গ্রামেরই হিন্দি মাধ্যম স্কুলে লেখাপড়া করেছেন সানিয়া মীর্জা। উত্তরপ্রদেশ বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় জেলায় প্রথম হয়েছিলেন।

Scroll to Top