ডিসেম্বর ২৪, ২০২২

জাতীয়

প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রেজায়ে মুস্তফা (সঃ) প্রবাসী পরিষদের পোমরার অগ্নিকাণ্ডে সহায়তা প্রদান

বিলেতের আয়না ডেক্স :- কামরুল ইসলাম,রাঙ্গুনিয়া প্রতিনিধি প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রেজায়ে মুস্তফা (সঃ) প্রবাসী পরিষদের পোমরার অগ্নিকাণ্ডে সহায়তা প্রদান প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রেজায়ে মুস্তফা (সঃ) প্রবাসী পরিষদের উদ্যোগে রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের মহল্লারপাড়ার অগ্নিকাণ্ডে সহায়তা প্রদান করেন। আজ ২৪শে ডিসেম্বর রোজঃ শনিবার বিকেলে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রেজায়ে মুস্তফা (সঃ) প্রবাসী পরিষদের সম্মানিত সভাপতি, এ রহমান গ্রুফের চেয়ারম্যান জনাব আলহাজ্ব কোরবান আলী সাহেবের অনুরোধে সাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত ৩ টি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় জরুরী খাদ্য সামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন ৬ নং পোমরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান প্রবীন আওয়ালীগ নেতা আলহাজ্ব জহির আহমদ চৌঃ,পোমরা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মমতাজ মিয়া, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি নুর মোহাম্মদ, যুবলীগ নেতা রাশেদ,৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর তালুকদার রনি, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের সহ সভাপতি মোঃ নুরুল আমিন,মাসুদ করিম সুমন, শারজাহ প্রতিনিধি মোঃসাজ্জাত হোসেন খোকন,ওমান প্রতিনিধি, নুরুল ইসলাম,বাংলাদেশ প্রতিনিধি আব্দুল মান্নান,জবুরুত উল্লাহ জয়,মোঃফিরোজ উদ্দিন প্রমুখ

আন্তর্জাতিক

আজ শুভ বড়দিন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ (২৫ ডিসেম্বর) রবিবার।

বিলেতের আয়না ডেক্স :- আজ শুভ বড়দিন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ (২৫ ডিসেম্বর) রবিবার। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ২৫ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্টধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন, সৃষ্টি-কর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের খ্রিস্টধর্মানুসারীরাও আজ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য্য ও আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্যদিয়ে ‘শুভ বড়দিন’ উদযাপন করবেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন-আঙ্গিকে। এছাড়াও আগের দিন শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জা এবং তারকা-হেটেলগুলোতে ব্যবস্থা করা হয়েছে আলোক সজ্জার। এদিকে বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্টধর্মাবলম্বীসহ সকলের শান্তি ও কল্যাণ কামনা করে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, জাগতিক সুখের পরিবর্তে যীশুখ্রিষ্ট ত্যাগ, সংযম ও দানের মাধ্যমে পারমার্থিক সুখ অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশুখ্রিষ্টের শিক্ষা ও আদর্শ অনুসরণীয়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এ কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, আবহমানকাল থেকে এদেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠানাদি স্বাধীনভাবে পালন করে আসছে। প্রধানমন্ত্রী বাণীতে বলেন, সকল শ্রেণি-পেশা, সম্প্রদায়ের জনগণের উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে তার সরকার সকল সম্প্রদায়ের মানুষের মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি- ধর্ম যার যার, উৎসব সবার। আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর। বড়দিন উপলক্ষে আজ সরকারি ছুটি । অপরদিকে দিনটি উপলক্ষে অনেক খ্রিষ্টান পরিবারে কেক তৈরি করা হবে, থাকবে বিশেষ খাবারের আয়োজন। এছাড়াও দেশের অনেক অঞ্চলে আয়োজন করা হযেছে কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের আসর। খ্রিস্টান সম্প্রদায়ের অনেকেই আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বড়দিনকে বেছে নেন। পরিবারের সদস্যদের সাথে আনন্দ ভাগ করে নিতে অনেকেই রাজধানী ছেড়ে গিয়েছেন গ্রামের বাড়িতে। রাজধানীর তারকা হোটেলগুলোতে আলোক সজ্জার পাশাপাশি হোটেলের ভিতরে কৃত্রিমভাবে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও শান্তাক্লজ। বড়দিনের প্রাক্কালে শনিবার রাতে বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হয়। আর আজ সকাল থেকে শুরু হবে বড়দিনের প্রার্থনা। সূত্র: বাসস।

জাতীয়

আফগানিস্তানে এবার এনজিওতে নারীদের কাজ নিষিদ্ধ করল তালেবান।

বিলেতের আয়না ডেক্স :- আফগানিস্তানে এবার এনজিওতে নারীদের কাজ নিষিদ্ধ করল তালেবান। আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা নিষিদ্ধের পর এবার তাদের কর্মক্ষেত্র সংকুচিত করার ব্যবস্থা নিয়েছে তালেবান শাসিত প্রশাসন। রয়টার্স জানায়, আজ শনিবার দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে স্থানীয় ও বিদেশি সব বেসরকারি সংস্থাকে (এনজিও) নারী কর্মীদের কাজে আসা থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আফগান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল রহমান হাবিব জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারীরা কাজে যোগ দিতে পারবেন না, কেননা তাদের কেউ কেউ নারীদের জন্য ইসলামিক ড্রেসকোডের প্রশাসনিক ব্যাখ্যা মেনে চলেননি। ক্ষমতায় আসার পর নারীদের অধিকার ও স্বাধীনতা হরণে এটি তালেবানের সর্বশেষ পদক্ষেপ। এর আগে, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ ঘোষণা করে তালেবান। বুধবার ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে গেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেননি।

জাতীয়

যুক্তরাষ্ট্রের ১০ লাখের ও বেশি মানুষ তুষারঝড়ের কবলে।

বিলেতের আয়না ডেক্স :- যুক্তরাষ্ট্রের ১০ লাখের ও বেশি মানুষ তুষারঝড়ের কবলে। যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের কবলে ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে এএফপির। এএফপির বলছে, ঝড়ের কারণে মহাসড়কগুলো বন্ধ হয়ে যায়, উড়োজাহাজের ফ্লাইট বাতিল করতে হয়। এতে ক্রিসমাসের ছুটিতে ভ্রমণকারীদের দুর্দশায় পড়তে হয়। ভারী তুষারপাত ও ঠান্ডা বাতাসে পানি বরফে পরিণত হয়। নাতিশীতোষ্ণ দক্ষিণের রাজ্যসহ দেশের বেশিরভাগ এলাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে (এনডব্লিউএস) ২০ কোটির বেশি মার্কিন নাগরিক আবহাওয়া সতর্কতার অধীনে ছিলেন। কারণ, হিমবাহের কারণে তাপমাত্রা ৫৫ ফারেনহাইটের (-৪৮ সেলসিয়াস) কাছাকাছি ছিল। মহাসড়কে বিদ্যুতের লাইন ধসে পড়ায় এখানে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।’ পাওয়াররুটজ.ইউএস ট্র্যাকার অনুসারে, হাজার হাজার বিদ্যুৎ গ্রাহকের জন্য তীব্র ঠান্ডা একটি তাত্ক্ষণিক উদ্বেগের বিষয় হয়ে ওঠে। কারণ তারা বিদ্যুৎবিহীন ছিলেন। স্কুল শিক্ষক ও স্বেচ্ছাসেবক রোসা ফ্যালকন এএফপিকে জানান, টেক্সাসের এল পাসোতে মেক্সিকো থেকে আসা অভিবাসীরা গির্জা, স্কুল ও নাগরিক সেবা কেন্দ্রে জড়ো হন। শিকাগোতে গৃহহীনদের সাহায্য করতে একটি অলাভজনক প্রতিষ্ঠানের কর্মী সরবরাহ করেছেন হ্যান্ড ও ফুট ওয়ার্মারসহ কোট, টুপি, গ্লাভস, কম্বল, স্লিপিং ব্যাগসহ ঠান্ডা আবহাওয়ার অনুষঙ্গ সরবরাহ করছে। স্যালভেশন আর্মির শিকাগো এরিয়া কমান্ডার মেজর কালেব সেন বলেন, মানুষকে নিরাপদ আশ্রয়ে নিতে আমাদের কেন্দ্র খোলা ছিল। আমরা এই মুহূর্তে যাদের দেখছি, তাদের কেউ কেউ এ বছর গৃহহীন হয়ে পড়েছেন। আবার কেউ কেউ ভীত সন্ত্রস্ত। কারণ, তারা এই প্রথমবারের মতো আশ্রয়হীন হয়ে পড়েছেন।

জাতীয়

আওয়ামী লীগের ২২তম সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য থেকে বাদ দিয়ে নুরুল ইসলাম নাহিদকে উপদেষ্টা পরিষদে যুক্ত করা হয়েছে। অন্যদিকে মোস্তফা জালাল মহিউদ্দিনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিলেতের আয়না ডেক্স :- আওয়ামী লীগের ২২তম সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য থেকে বাদ দিয়ে নুরুল ইসলাম নাহিদকে উপদেষ্টা পরিষদে যুক্ত করা হয়েছে। অন্যদিকে মোস্তফা জালাল মহিউদ্দিনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীকে সাংগঠনিক সম্পাদক এবং সাখাওয়াত হোসেন শফিককে এই পদ থেকে বাদ দেওয়া হয়েছে। প্রচার ও প্রকাশনা উপ-সম্পাদক আমিনুল ইসলামকে দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক করা হয়েছে।    

জাতীয়

রাশিয়ার একটি বৃদ্ধাশ্রমে আগুন ২২ জন নিহত।

বিলেতের আয়না ডেক্স :- রাশিয়ার একটি বৃদ্ধাশ্রমে আগুন ২২ জন নিহত। রাশিয়ার পশ্চিম সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো শহরে একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে আগুনের ঘটনায় অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) এ অগ্নিকাণ্ড ঘটে। শনিবার (২৪ ডিসেম্বর) দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা স্পুটনিক। ইমারজেন্সি সার্ভিস বলেছে, মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দোতলা কাঠের বাড়িটির আগুন নিয়ন্ত্রণে আসে। বৃদ্ধাশ্রমটি অবৈধ ছিল। সেখানকার সুরক্ষা ব্যবস্থায় অবহেলার অভিযোগে এরই মধ্যে একটি মামলা দায়ের হয়েছে। রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের স্থানে উদ্ধারকারীরা তীব্র শীতের মধ্যেই কাজ চালিয়ে গেছেন। কেমেরোভোর গভর্নর সের্গেই সিভিলেভ বলেন, আগুনের ঘটনার পর অঞ্চলটির সব নার্সিং হোম পরীক্ষা করা হবে। টেলিগ্রামে তিনি বলেন, আমরা এ ধরনের সব প্রতিষ্ঠান পরিদর্শন করবো, বিশেষভাবে বেসরকারিগুলো। এক সপ্তাহের মধ্যে পরিদর্শন শেষ হবে। কর্তৃপক্ষের ধারণা, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভবনটিতে থাকা অনেকগুলো হিটারের কারণে বৈদ্যুতিক তারে আগুন ধরে যায় বলে মনে করছেন তারা। নিবন্ধনহীন এই বৃদ্ধনিবাসটিতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। বৈধ বৃদ্ধনিবাসগুলোতে অগ্নিনির্বাপণের ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। অনিবন্ধিত বৃদ্ধনিবাসগুলোকে সরকারিভাবে ‘ব্যক্তিগত সম্পত্তি’ বলে গণ্য করায় সেগুলো পরিদর্শনের আওতায় থাকে না।

জাতীয়

২২তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

বিলেতের আয়না ডেক্স :- ২২তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্বিতীয় অধিবেশনে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা তাদের নাম ঘোষণা করে কাউন্সিলরদের অনুমোদন নেন। উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দরা হলেন। ১.আমির হোসেন আমু, ২ তোফায়েল আহমেদ,৩ ড. মশিউর রহমান,৪ অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন,৫ রাজিউদ্দিন আহমেদ রাজু,৬ ড. মহিউদ্দিন খান আলমগীর,৭ ব্যারিস্টার শফিক আহমেদ,৮ শ্রী সতীশ চন্দ্র রায়, ৯ অধ্যাপক ড. আব্দুল খালেক,১০ অধ্যাপক ডা. রুহুল হক, ১১ কাজী আকরাম উদ্দীন,১২ অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান,১৩ অধ্যাপক ড. অনুপম সেন, ১৪ অধ্যাপক ড. হামিদা বানু,১৫ অধ্যাপক ড. মো. হোসেন মনসুর,১৬ অধ্যাপিকা সুলতানা শফি, ১৭. এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, ১৮.অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির,১৯. খন্দকার গোলাম মওলা নকশাবন্দি, ২০.ড. মির্জা এমএ জলিল, ২১.ড. প্রণব কুমার বড়ুয়া, ২২.মে. জে. (অব.) আব্দুল হাফিজ মল্লিক,২৩. অধ্যাপক ড. সাইদুর রহমান খান,২৪. ড. গওহর রিজভী,২৫. অধ্যাপক খন্দকার বজলুল হক, ২৬.মো. রাশিদুল আলম,২৭. স্থপতি ইয়াফেস ওসমান, ২৮.কাজী সিরাজুল ইসলাম, চৌধুরী ২৯. খলীকুজ্জমান,৩০. মোজাফফর হোসেন পল্টু, ৩১.সালমান এফ রহমান, ৩২.ইনাম আহমেদ চৌধুরী, ৩৩.আতাউর রহমান, ৩৪.এ কে এম রহমত উল্লাহ,৩৫. মো. শাহাবুদ্দীন চুপ্পু, ৩৬.অধ্যক্ষ মতিউর রহমান,৩৭. ড. শামসুল আলম,৩৮. মতিউর রহমান খান, ৩৯.অ্যাডভোকেট জহিরুল হক খোকা,৪০. রমেশ চন্দ্র সেন,৪১, নুরুল ইসলাম নাহিদ,৪২. অ্যাডভোকেট আবদুল মান্নান খান, ৪৩.হারুনুর রশীদ, ৪৪.হাবিবুর রহমান সিরাজ।

জাতীয়

দেশের স্বার্থ কারো হাতে দিবো না আমার একবিন্দু রক্ত থাকতে–প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বিলেতের আয়না ডেক্স :- দেশের স্বার্থ কারো হাতে দিবো না আমার একবিন্দু রক্ত থাকতে–প্রধানমন্ত্রী শেখ হাসিনা । দেশের স্বার্থ কখনো কারো কাছে বিলিয়ে দেবো না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,দেশের উন্নয়ন সরকারের ধারাবাহিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া সম্ভব হয়েছে। দেশের স্বার্থ কারও কাছে বিলিয়ে দেয়া হবে না। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে ভাষণে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এরকম এক সম্মেলনে আমার অনুপস্থিতিতে আমাকে সভাপতি করা হয়। ছেলেমেয়েদের দায়িত্ব রেহানার ওপর ছেড়ে দিয়ে চলে এসেছিলাম।দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য। স্বাধীনতার সুফল যেন মানুষের ঘরে ঘরে পৌঁছায় সেটাই ছিল আমার লক্ষ্য। তিনি আরও বলেন, আওয়ামী লীগ যাতে সরকারে না আসতে পারে, অনেক চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের এতটুকু স্বার্থ কারো হাতে তুলে দেবো না, এটাই ছিল আমার প্রতিজ্ঞা। শেখ হাসিনা বলেন, নির্বাচন মানেই ছিল ১০টা হুন্ডা ২০টা গুন্ডা, নির্বাচন ঠাণ্ডা। এই নির্বাচনী সংস্কার আওয়ামী লীগ, ১৪ দল, মহাজোট মিলে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম। তত্ত্বাবধায়ক সরকার আর যে কাজই করুক, আমাদের জেল খাটাক আর যাই করুক- অন্তত সেই প্রস্তাবের কিছু কাজ বাস্তবায়ন করে গেছে তারা। তিনি আরও বলেন, আওয়ামী লীগের স্লোগান আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। যাকে আমার পছন্দ তাকে ভোট দেব। নাগরিকের যে সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার তা আওয়ামী লীগই সচল করেছে। জানি এই ভোট নিয়ে অনেকেই কন্ট্রোভার্সিয়াল করতে চায় অনেকেই অনেক কথা বলে কিন্তু আমরা সেটা করেছি।

জাতীয়

পঞ্চগড়ে বিএনপির মিছিলে গুলি বর্ষন একজন নিহত ।

বিলেতের আয়না ডেক্স :- পঞ্চগড়ে বিএনপির মিছিলে গুলি বর্ষন একজন নিহত । পঞ্চগড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় আব্দুর রশিদ আরেফিন (৫১) নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপি। এ সময় পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ অর্ধ-শতাধিকেরও বেশি লোক আহত।

জাতীয়

সিলেটে শীতবস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম রাউজানের অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়’র ‘৯৮ ব্যাচ’র শিক্ষার্থীরা

বিলেতের আয়না ডেক্স :- সিলেটে শীতবস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম রাউজানের অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়’র ‘৯৮ ব্যাচ’র শিক্ষার্থীরা সিলেটে শীতার্থ মানুষের পাশে বৌদ্ধ অনলাইন মুখপাত্র “ধম্মকথা” উদ্যোগে এগিয়ে এসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাউজান উপজেলাধীন পূর্বগুজরা হোয়ারাপাড়া গ্রামে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ মনিষা মহামান্য মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের প্রতিষ্ঠিত অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়’র এসএসসি ১৯৯৮ ব্যাচ’র শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য ধম্মকথা দীর্ঘ ছয় বছরের ধারাবাহিকতায় প্রতিবারের মত এবারও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ মানবিক কর্মকাণ্ড করে চলেছে। অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়’র ‘৯৮ ব্যাচ দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে সহযোগীতা অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। সিলেট শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় বিজয়ের মাসে মহান বিজয় দিবস উপলক্ষে ২৩ ডিসেম্বর (শুক্রবার) সিলেটের নবাবরোডস্থ আল-মদিনা ইন্টান্যাশনাল স্কুল মাঠ প্রাঙ্গনে কিছু শীতার্ত গরীর অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পুণ্যভূমি’র প্রকাশক, মানবিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী, উদ্বোধন ছিলেন আল-মদিনা ইন্টান্যাশনাল স্কুলের অধ্যক্ষ এডভোকেট মঈন উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক দিলু বড়ুয়া, শিমুল মুৎসুদ্দী, ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, সেবু বড়ুয়া, তমাল বড়ুয়া, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, সালমা আক্তার সুমি, শাম্মি বেগম, ধম্মকথা’র সম্পাদক সাংবাদিক উৎফল বড়ুয়া, শেলু বড়ুয়া, লতিফা আক্তার শিমু, সেতু বড়ুয়া, মোঃ শাহারিয়ার ইসলাম, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা, হিমেল বড়ুয়া, অবন্তীকা বড়ুয়া তৃধা প্রমূখ। ধম্মকথা ও কর্মসূচি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। বিতরণ কাজে বক্তারা বলেন, সুদূর চট্টগ্রাম থেকে অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের শিক্ষার্থীরা সিলেটে শীতবস্ত্র বিতরণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ছয় ঋতুর দেশ বাংলাদেশ, শীত ঋতু চলমান এই শীতে এভাবে মানবিক মানুষ গুলো, মানবিক সংগঠন গুলো শীতার্ত গরীব অসহায় মানুষের মাঝে সহয়োগিতা হাত বাড়িয়ে পাশে দাঁড়ান তাহলে দেশের শীতার্ত গরীর অসহায় মানুষেরা কিছুটা শীতের কষ্ট নিবারণ করতে পারবে। তাই সকলের প্রতি আহবান আপনারা সকলে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।

Scroll to Top