ডিসেম্বর ২২, ২০২২

সাম্প্রতিক

রামগড়ে পিসিএনপির শোক সভা অনুষ্ঠিত

বিলেতের আয়না ডেক্স :- জহিরুল ইসলাম, রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি রামগড়ে পিসিএনপির শোক সভা অনুষ্ঠিত জহিরুল ইসলাম রামগড় খাগড়াছড়ি প্রতিনিধিঃ দেশপ্রেম_সম্প্রীতি_উন্নয়ন——আমার পাহাড় -আমার জীবন, দল যার যার নাগরিক পরিষদ সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে “পার্বত্য চট্রগ্রামের বসবাসরত সকল জাতি–ধর্মের মানুষের স্বার্থ রক্ষায় নিবেদিত”পাহাড়ের সশস্থ সন্ত্রাসী দল জেএসএস(সন্তু)শান্তি বাহিনী কর্তৃক ১৯৮৬ সালের ১৩ই ডিসেম্বর রামগড় পাতাছড়া, ১৭ই ডিসেম্বর ছিনছড়িপাড়া এবং ২২শে ডিসেম্বর রামগড় বাজারে নৃশংস গণহত্যার নিহতদের স্মরণে খাগড়াছড়ির জেলার রামগড় এক শোকসভা অনুষ্ঠিত হয়। ২২শে ডিসেম্বর ২০২২ দুপুর ০২.০০ঘটিকায় রামগড় বাজার উপজেলা প্রেস ক্লাবের সামনে জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক লোকমান হোসেনের সঞ্চালনা ও উপজেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোঃনুরুন্নবীর সভাপতিত্ব ও কেন্দ্রিয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দীন এর স্বাগত ব্যক্তব্যে শোকসভায় প্রধান অতিথি হিসেবে ব্যক্তব্য প্রদান করেন পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবর রহমান।বিশেষ অতিথি হিসেবে ব্যক্তব্য প্রদান করেন কেন্দ্রিয় কমিটির মহাসচিব মোঃআলমগীর কবির,সাংগঠনিক সম্পাদক মাটিরাঙা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম। এতে আরো উপস্থিত ছিলেন,জেলা কমিটির সহ-সভাপতি মোক্তাদের হোসেন, উপজেলা কমিটির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মতি,পৌর কমিটির সভাপতি সাংবাদিক মোঃমোশারফ হোসেন,সহ-সভাপতি মাওলানা এমদাদুল হক,সদস্য শাহেদ হোসেন রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ,সুশীল-সমাজ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, নিরাপত্তত কর্মি ও সাংবাদিকবৃন্দ।

জাতীয়

দোয়ারাবাজারে টাস্ক ফোর্সের অভিযান

বিলেতের আয়না ডেক্স :- দোয়ারাবাজার , প্রতিনিধি সুনামগঞ্জের দোয়ারাবাজারে টাস্ক ফোর্সের অভিযান  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত হকনগর শহীদ স্মৃতি সৌধ এলাকায় টাস্ক ফোর্সের অভিযানে প্রায় ১০হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) দুপুর থেকে দিনব্যাপী টাস্কফোর্সের এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ।এই অভিযানে অবৈধ বালু-পাথর উত্তোলকারী কাউকে আটক করা যায়নি। জব্দ করা পাথর স্থানীয় ইউপি সদস্য আল আমিনের জিম্মায় রাখা হয়েছে উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দোয়ারাবাজারের সীমান্ত এলাকার একটি প্রভাবশালী চক্র উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা হকনগর শহীদ স্মৃতি সৌধ এলাকায় বালূ-পাথর উত্তোলন করে আসছিলো। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সল আহমদের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, বাঁশতলা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো.খাদিমুল ইসলাম, থানার উপ-পরিদর্শক এনামুল হক মিটু, তফসিলদার রঞ্জন দাস, সার্ভেয়ার রিপন চাকমাসহ প্রশাসনের লোকজন ও গণমাধ্যমকর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফয়সল আহমদ বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উত্তোলন করা বালি পাথর টাস্কফোর্স অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে। অবৈধ বালু-পাথর উত্তোলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যারা এই অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয়

আজ শহীদ শাহজাহান সিরাজের ৩৮তম মৃত্যুবার্ষিকী।

বিলেতের আয়না ডেক্স :- আজ শহীদ শাহজাহান সিরাজের ৩৮তম মৃত্যুবার্ষিকী। ‌‘ঘুমাও শান্তিতে শাজাহান সিরাজ’ এবিএম জাকিরুল হক টিটন আজ ২২শে ডিসেম্বর। মতিহারের মহাপ্রাণ শহীদ শাহজাহান সিরাজের ৩৮ তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৪ সাসের ২২ ও ২৩ ডিসেম্বর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) দেশব্যাপী ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘট সর্মথন করে তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদ, ১৫ দল, ৭ দল, ১৭টি কৃষক ও ক্ষেতমজুর সংগঠন ও সম্মিলিত আইনজীবী পরিষদ। সেই ধর্মঘট আন্দোলন হরতালে রূপ নেয়। ধর্মঘট সফল করতে সেসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা একাধিক ভাগে ভাগ হয়ে বিশ্ববিদ্যালয় স্টেশন, কাজলা গেট এলাকায় অবস্থান নেন। তবে ক্যাম্পাসের সকল সংগঠনের মূল নেতা ভোরের আলো ফোটার আগেই অবস্থান নেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে। তারপর শুরু হয় কুয়াশাভেজা মিছিল। তার কিছুক্ষণ পর রাজশাহী শহরের দিক থেকে বিডিআর ভর্তি ট্রেন আসে বিশ্ববিদ্যালয় স্টেশনে। বিডিআর’রা এসেই আমাদের আগের রাতের দেওয়া ব্যারিকেডগুলো লাইন থেকে সরে নিতে বলে। তখন মিছিলের সামনে থেকে তাদের সাথে কথা বলার জন্য এগিয়ে যান তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও রাবি জাসদ ছাত্রলীগ সম্মেলন প্রস্ততি কমিটির আহ্বায়ক শাহজাহান সিরাজ। বিডিআর’রা উনার সাথে কথা বলার উদ্যোগ না নিয়ে বলতে থাকে লাল সার্ট ওলাকে ফায়ার ফায়ার। সঙ্গে সঙ্গে বিডিআর শাহজাহান ভাইয়ের লাল সার্টকে টার্গেট করে গুলি ছোড়ে। শাহজাহান ভাইয়ের বুকে বুলেট বিদ্ধ হয়ে রাবি স্টেশনে লুটে পড়েন। পরের গুলি সোহরাওয়ার্দী হলের তিন তালার বারান্দায় বিদ্ধ হয় পত্রিকার হকার আব্দুল আজিজের মাথায়। হকার আজিজ ওখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। ছাত্রদের রক্তের সাথে শ্রমিকদের রক্ত একই ধারায় প্রবাহিত হয়।আর তাই ২২ ডিসেম্বরকে ঘোষণা করা হয় ‘ছাত্র-শ্রমিক সংহতি দিবস’ হিসাবে। সেইদিন একই সময়ে স্টেশন ও হলের মাঝামাঝি স্থানে গুলি বিদ্ধ হয়ে আহত হন ছাত্রনেতা রহুল কবির রিজভী। আমরা হারাই আমাদের প্রাণের নেতা শহীদ শাহজাহান সিরাজকে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিন থেকে শাহজাহান ভাইয়ের সাথে প্রায় সব সময় থাকতাম। উনি আমাকে বলতো এই ভাঙা ছাত্রলীগকে চাঙ্গা করতে হবে। তুমি বগুড়ার সবাইকে দলে আনবে। বিশেষ করে ওনার মৃত্যুর আগে বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকে সামনে রেখে সারাক্ষণ উনার সাথে থাকতাম। উনি ছিলেন সম্মেলন প্রস্ততি পরিষদের আহ্বায়ক আর আমি ছিলাম উনার সেই কমিটির প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের আহ্বায়ক। শাহজাহান ভাই চাইতেন সম্মেলনটা যেন বিশাল উৎসবে পরিণত হয়। উনি শহীদ হওয়ার পর আমরা উনার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছিলাম। যদিও উনি সেটা দেখে যেতে পারেননি।  শাহজাহান ভাই শহীদ হওয়ার পরে ক্যাম্পাস খোলার পর থেকে এই মহান শহীদকে নিয়ে আমরা আবেগে ভাসতে থাকি। তখন মূলত ক্যাম্পাসে আমি স্লোগান মাস্টার হিসেবে পরিচিত ছিলাম। শাজাহান ভাইয়ের কথা মনে হলেই উনাকে নিয়ে রচনা করতাম অসংখ্য স্লোগান। যেমন : “মতিহারের মহা প্রাণ, শাজাহান- শাজাহান। ” “আন্দোলনের মহাপ্রাণ, শাজাহান-শাজাহান। ” “রজব আলীর জানের জান, শাজাহান-শাজাহান। ” “তোমার আমার প্রাণের প্রাণ, শাজাহান -শাজাহান। ” “দ্বীপ শিখা অনির্বাণ, “শাজাহান-শাজাহান। ” “গোশায় পুরের মহাপ্রাণ, শাজাহান-শাজাহান। ” “মরেও তুমি অমর আজ, বিপ্লবী শাজাহান সিরাজ। ” আরো কত কী। কত লিখি। অনেক কিছু ৩৭ বছরে ভুলেও গিয়েছি। তারপর থেকে আজ পর্যন্ত শাজাহান ভাইকে ভুলতে পারিনি। প্রতি বছর ২২ ডিসেম্বর সারাদিন মন খারাপ করে ভাবি, যে কারণে শহীদ শাজাহান সিরাজসহ শত শহীদ বুকের তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারের পতন ঘটিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, সেই গণতন্ত্র কী এখনো প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে ? পরিশেষে কবি মোহন রায়হানের ছন্দে বলতে হয়, ‘শোক নয় প্রতিশোধ নেবো আজ, ঘুমাও শান্তিতে শাজাহান সিরাজ। ’ লেখক : সম্পাদক, পূর্বপশ্চিমবিডি.নিউজ

আন্তর্জাতিক, জাতীয়

আর্জেন্টিনার ব্যাংক নোটে থাকবে মেসির ছবি।

বিলেতের আয়না ডেক্স :- আর্জেন্টিনার ব্যাংক নোটে থাকবে মেসির ছবি। ৩৬ বছরের অপেক্ষার পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল মেসির দল আর্জেন্টিনা। নায়কের ভূমিকায় ছিলেন মেসি । ১৯৮৬’র পর ২০২২’এ এসে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা ফুটবল দল । আর্জেন্টিনার এই বিশ্বজয়ের নায়কের ভূমিকায় ছিলেন মেসি।এবার বিশ্বের সেই নায়ককেই দেওয়া হচ্ছে বিশেষ সম্মান। আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পেতে যাচ্ছেন আর্জেন্টিনা ফুটবলের এই মহানায়কের ছবি । ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের এক প্রতিবদেনে জানা গেছে, আর্জেন্টিনার ১০০০ পেসোর নোটে থাকবে মেসির ছবি। আর্জেন্টিনার ফাইন্যান্সিয়াল গভর্নিং বডি বিশ্বকাপ জয়ের মতো এতো বড় জাতীয় অর্জনকে স্মরণীয় করে রাখতেই ব্যাংক নোটে মেসির ছবি সংযুক্ত করতে চাচ্ছে। ১০০০ পেসোর নোটের এক পাশে থাকবে মেসির ১০ নম্বর জার্সি পরিহিত একটি ছবি।মেসির স্বাক্ষরও থাকবে সেখানে। তার নিচে লেখা থাকবে ‘কাতার-২০২২’ এবং লিওনেল মেসির নাম। নোটের অন্য পাশে থাকবে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর আর্জেন্টিন দলের উল্লাসের ছবি।

জাতীয়

বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদের পদত্যাগ।

বিলেতের আয়না ডেক্স :- বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদের পদত্যাগ। জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন অর রশীদ।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সংসদে গিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন সদ্য পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য জিএম সিরাজ ও মোশাররফ হোসেন। এর মধ্য দিয়ে বিএনপির ৬ সংসদ সদস্যের সবার পদত্যাগ নিশ্চিত হলো।

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে গণভবনে ছাত্রলীগের নতুন কমিটির নেতারা।

বিলেতের আয়না ডেক্স :- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে গণভবনে ছাত্রলীগের নতুন কমিটির নেতারা। বাংলাদেশ ছাত্রলীগ নতুন কমিটির নেতাদের সাংগঠনিক কার্যক্রম ভালোভাবে পরিচালনা করার জন্য নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার গণভবনে ছাত্রলীগের নবগঠিত কমিটির সঙ্গে সাক্ষাতে এমন নির্দেশনা দেন তিনি। এসময় বাংলাদেশ যুব মহিলা লীগের নবগঠিত কমিটির সভাপতি ডেইজি সারোয়ার, সাধারণ সম্পাদক শারমিন সুলতানাও উপস্থিত ছিলেন। ৬ ডিসেম্বর ৩০তম জাতীয় সম্মেলনের পর ২০ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এসময় ঢাবি ছাত্রলীগের সভাপতি হয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির নাট্য ও বিতর্ক বিষয়ক উপসম্পাদক মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক হয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির উপ-সমাজসেবা সম্পাদক তানভীর হাসান সৈকত। এছাড়াও ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ এবং দক্ষিণের সভাপতি হয়েছেন রাজীবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ড।

জাতীয়

আমরা শান্তিতে বিশ্বাসী, যুদ্ধ চাই না, যুদ্ধের কি ভয়াবহ পরিনতি আমরা জানি।

বিলেতের আয়না ডেক্স :- আমরা শান্তিতে বিশ্বাসী, যুদ্ধ চাই না, যুদ্ধের কি ভয়াবহ পরিনতি আমরা জানি। ২০৪১ সালে বাংলাদেশের জনগণ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা করবো। ডিজিটাল ডিভাইসে শিক্ষা নিয়ে তারা প্রত্যেকে প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবে। আজ সকালে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান-এ এবং ডিরেক্ট এন্ট্রি অফিসার-বি (ডিইও) ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা জানি যুদ্ধের কী ভয়াবহ পরিণতি। আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করছি আগ্রাসনের জন্য নয়, শান্তিরক্ষার জন্য। শেখ হাসিনা বলেন, আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে পররাষ্ট্রনীতি আমাদের দিয়ে গেছেন- সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। আমরা কারো সাথে যুদ্ধ করবো না। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই চলবো। তিনি বলেন, আমরা একটা স্বাধীন দেশ। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি থাকতে হবে। যদি কখনো বহির্শত্রুর আক্রমণ হয়, সেটা যেন আমরা প্রতিহত করতে পারি। আর যে কোনো যুদ্ধে যেন জয়ী হতে পারি, সেভাবে আমাদের নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী; অর্থাৎ সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন, আধুনিক সরঞ্জাম দিয়ে আমি প্রতিষ্ঠিত করতে চাই। আমরা প্রশিক্ষণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই এবং প্রশিক্ষণের জন্য অবকাঠামো আমরা আওয়ামী লীগ সরকারে এসে করে দিয়েছি।

জাতীয়

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২ দলীয় জোটের আত্মপ্রকাশ

বিলেতের আয়না ডেক্স :- আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২ দলীয় জোটের আত্মপ্রকাশ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বিএনপির সমমনা ১২টি দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশ ঘটে। এ সময় লিখিত বক্তব্যে লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান সাত দফা দাবি তুলে ধরেন। সেইসঙ্গে বিএনপির ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে যুক্ত থাকবে ও ২৭ দফা রূপরেখার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। ১২ দলীয় এই জোটে রয়েছে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর), মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি, ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টি, সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, কে এম আবু তাহেরের নেতৃত্বে এনডিপি, শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলিডিপি), অ্যাডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ, মুফতি মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম, মাওলানা আবদুর রকীবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোট, নুরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সাম্যবাদী দল, অ্যাডভোকেট আবুল কাসেমের নেতৃত্বে বাংলাদেশ ইসলামিক পার্টি, ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা, একাংশ)। জোটের একাধিক নেতা জানান, যুগপৎ আন্দোলন বেগবান করতে ঐক্যবদ্ধ হয়েছে ১২টি রাজনৈতিক দল।

Scroll to Top