ডিসেম্বর ২১, ২০২২

জাতীয়

দোয়ারাবাজারে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান ও টাস্কফোর্স, মানবপাচার প্রতিরোধ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারনা কমিটি।

বিলেতের আয়না ডেক্স :- দোয়ারাবাজারে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান ও টাস্কফোর্স, মানবপাচার প্রতিরোধ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারনা কমিটি। দোয়ারা বাজার প্রতিনিধি ২১ ডিসেম্বর সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা প্রশাসন, দোয়ারাবাজার এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান ও টাস্কফোর্স, মানবপাচার প্রতিরোধ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারনা কমিটির নভেম্বর-২০২২ মাসের সভা এবং এরপর উপজেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মানিক, মাননীয় সংসদ সদস্য, ২২৮ সুনামগঞ্জ-৫, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, ভাইস চেয়ারম্যানবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি), ও ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ, দোয়ারাবাজার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, অফিসার ইনচার্জ, দোয়ারাবাজার থানা, সকল সরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ ও ফায়ার স্টেশন কর্মকর্তা সহ সকল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ।উপস্থিত ছিলেন।

জাতীয়

উত্তর পাহাড়তলীর বিশ্ব কলোনী আবাসিকে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন

বিলেতের আয়না ডেক্স :- শাহজালাল রানা- চট্টগ্রাম বিভাগীয় ব‍্যুরোচীফ উত্তর পাহাড়তলীর বিশ্ব কলোনী আবাসিকে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন চট্টগ্রাম সিটির নয় নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিশ্ব কলোনী আবাসিক এলাকায় ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। সেলুনে বই পড়ার এ কার্যক্রম সম্প্রতি উদ্বোধন করেন তীর্থংকর নাট্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সহ সভাপতি জসিম উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম, নাট্যকর্মী নাসরিন হীরা, নজরুল ইসলাম তুহিন, মোহাম্মদ আলী, আবদুল মান্নান, পারভেজ চৌধুরী। অনুষ্ঠানে রাকিব হেয়ার কাটিংয়ের স্বত্বাধিকারী মো. রাকিবের হাতে বই ও তাক তুলে দেন অতিথিরা। জসিম উদ্দিন আহমেদ বলেন, ‘সেলুনে সেলুনে বই ও তাক দেয়ার এ কার্যক্রম খবুই প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে বইয়ের পাঠক সৃষ্টি হবে। পাশাপাশি সেলুনে আসা গ্রাহকেরা বই পড়ে সময় কাটাতে পারবেন। এ কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতে হবে।’ উল্লেখ্য, অবসরে বই পড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের উদ্যোগে নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে ‘সেলুন পাঠাগার ‘ বিশ্ব জুড়ে’র কার্যক্রম শুরু হয়।

জাতীয়

রিজোয়ান রাজনের ট্রাজেডি-কমেডিতে আন্দোলিত হল দর্শক হৃদয়

বিলেতের আয়না ডেক্স :- রিজোয়ান রাজনের ট্রাজেডি-কমেডিতে আন্দোলিত হল দর্শক হৃদয় ঢাকার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে রোববার (১৮ ডিসেম্বর) সন্ধায় প্যান্টোমাইম মুভমেন্টের প্রযোজনায় রিজোয়ান রাজনের একক মূকাভিনয় ‘ট্রাজেডি-কমেডি’ মঞ্চস্থ হয়ে গেল। ‘লাইফ ইজ এ ট্রাজেডি হোয়েন সিন ইন ক্লোজ-আপ বাট এ কমেডি ইন লং-শর্ট’ চার্লি চ্যাপলিনের এ উক্তি থেকেই প্রযোজনাটির নামকরণ হয়েছে ‘ট্রাজেডি-কমেডি।’ তিনটি ভিন্ন স্বাদের কাহিনী যথাক্রমে ‘বুড়ো জাদুকরের গপ্পো’, ‘মিঠুর কুত্তা টাইগার’ ও ‘এই শহরে লালচান’ নিয়েই ট্রাজেডি-কমেডি প্রদর্শিত হল। প্রথম গল্পটির ভাবনা ভারতের বিখ্যাত নট ও মূকাভিনয়শিল্পী অঞ্জন দেবের। দ্বিতীয় গল্পটির ভাবনা ভারতের কিংবদন্তীতুল্য মূকাভিনয়শিল্পী পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামীর ও তৃতীয় গল্পটির রচয়িতা রাজন নিজেই। ‘বুড়ো জাদুকরের গপ্পো’তে জাদুকর সাকলাইন সাহেব অফিসের অবসরে জাদু পরিবেশন করেন পরিচিত মহলে। জাদুর আসরে স্ত্রী থাকেন তার সহকারি হিসাবে। জাদুকরের ভুলো মন তাই মাঝে মাঝে সব ওলট পালট হয়ে যায়। এভাবে এক দিন তার স্ত্রীকে শূণ্যে তোলার পর আর নামাতে পারলেন না। এক সময় তার স্ত্রী শূণ্যেই মিলিয়ে গেলেন…। ‘মিঠুর কুত্তা টাইগার”। এটি আমাদের প্রতিদিনের পরিচিত ঘটনা। সকালে অনেকেই জগিংয়ের সময় বাড়ির পোষা কুকুরকে নিয়ে বের হয়। এখানে মিঠুকে দেখা যায়, তার টাইগারকে (কুকুর) নিয়ে নানা মজার ঘটনায় মেতে উঠতে কিংবা নিজেই আবার কখনো অসহায় হয়ে পড়ে টাইগারের দস্যিপনার কাছে। তৃতীয় গল্পটি ‘এই শহরে লালচান’। লালচান সার্কাস দেখায়। কিন্তু আসর জমানোর জন্য নানা রকম খেলনা সামগ্রী বিক্রি করে লোক সমাগম করে। এক দিন সার্কাস করার সময় পড়ে পা ভেঙ্গে ফেলে। তার নিয়মিত রোজগারের পথ বন্ধ হয়ে যায়। ফলে তার পেশাও বদলে যায়। মানুষের পুরো জীবনটাই ট্রাজেডি-কমেডিতে ভরপুর। মুদ্রার এপিঠ ওপিঠের মত চিরকালীন আবার জীবনের উত্থান-পতনের মতই স্বাভাবিক। মূকাভিনয়গুলোতে পরিচিত ঘটনা প্রবাহের সাথে মানব জীবনের সহজাত আবেগ অনুভূতির প্রকাশ, মানবিক বোধ ও জীবনের টানাপোড়েন স্থান পেলেও ফ্যান্টাসিকে আশ্রয় করে কাহিনী এগিয়ে গেছে। প্রযোজনাটি সম্পর্কে রিজোয়ান রাজন বলেন, ‘চ্যাপলিনকে আমি সমাজ সংস্কারক হিসাবেই দেখি। আর মূকাভিনয়ের গল্পগুলোকে সমাজ-রাস্ট্রের প্রেক্ষাপটে উপস্থাপনে আগ্রহী। এ প্রযোজনার আবহ সঙ্গীতে ছিলেন রাজ ঘোষ, পোশাক পরিকল্পনায় তামিমা সুলতানা ও আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্নো। ট্রাজেডি-কমেডি প্রযোজনাটি শুরুর আগে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রথম চেয়ারম্যান জাহিদ রিপন শুভেচ্ছা বক্তব্য দেন। প্রযোজনা শেষে বাংলাদেশ থিয়েটার আর্কাইভসের প্রতিষ্ঠাতা বাবুল বিশ্বাস, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সংগঠক ও গবেষক কামরুল হাসান, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় কমান্ডার নিখিল দাশ ও বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সেক্রেটারি জেনারেল ধীমান সাহা জুয়েল প্রযোজনা সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেন। আয়োজনটি সঞ্চালনায় ও প্রযোজনা অধিকর্তা ছিলেন প্যান্টোমাইম মুভমেন্টের সাধারণ সম্পাদক সোলেমান মেহেদী। বিজ্ঞপ্তি

জাতীয়

প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে ১৪টি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে অনুদান প্রদান

বিলেতের আয়না ডেক্স :- রাঙ্গুনিয়া প্রতিনিধি প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে ১৪টি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে অনুদান প্রদান প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে মরিয়ম নগরের ১৪টি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে অনুদান প্রদান করেন ২১শে ডিসেম্বর রোজ বুধবার বিকেলে রাঙ্গুনিয়ার ৪নং মরিয়ম নগর  এর ২নং ওয়ার্ডের গাজী রশিদিয়া পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মোট ১৪টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা করে মোট ৪২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ কোরবান আলী মহোদয় এর তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ভুমি অফিসার জামসেদ উল আলম, এবং ৪নং মরিয়ম নগর ইউপি চেয়ারম্যান জনাব মুজিবুল হক হিরু, এবং এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ নুরুল আমিন, আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন, মাসুদ করিম সুমন, মোঃ ফরহাদ, মোঃ নুরুল ইসলাম, মোঃ হাসান,মোঃ সাজ্জাদ হোসেন, জবরুত উল্লাহ জয়, মোঃ ফিরোজ উদ্দিন,  আলহাজ্ব আবু সালেহ,মহিলা কাউন্সিলর ইয়ামিন আরা আকতার,এরশাদুর রহমান রুকন,করিম,শেখ সোহেল প্রমুখ।

জাতীয়

চট্টগ্রাম সদরঘাটে ইয়াবাসহ গ্রেফতার ১

বিলেতের আয়না ডেক্স :- শাহজালাল রানা- চট্টগ্রাম বিভাগীয় ব‍্যুরোচীফ চট্টগ্রাম সদরঘাটে ইয়াবাসহ গ্রেফতার ১ চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় ১ হাজার পিচ ইয়াবাসহ মোহাম্মদ আলী (২৩) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী কক্সবাজার জেলার, টেকনাফ থানার, সাবরাং ইউপি,ওয়ার্ড -০৬ পুরাতন পাড়া,বালারা,জামাল হোসেনের বাড়ীর, মৃত : জামাল হোসেনের ছেলে। আজ ২১ ডিসেম্বর, বুধবার মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানাধীন স্ট্রান্ড রোডস্থ পুরাতন কাস্টমস সংলগ্ন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিঃ এর প্রবেশ মুখে রাস্তার উপর হইতে মোহাম্মদ আলী (২৩)কে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম জাতীয় দৈনিক নতুন দিন কে জানান , গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থেকে ১ হাজার পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

জাতীয়

চট্রগ্রামের রাউজান উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২২ উদযাপিত

বিলেতের আয়না ডেক্স :- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি চট্রগ্রামের রাউজান উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২২ উদযাপিত অভিবাসীরা এদেশের গর্বিত সন্তান, বর্তমানে এক কোটিরও বেশী বাংলাদেশী অভিবাসী শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে।তাদের কষ্টার্জিত অর্থের বৈদেশিক মুদ্রা (রেমিটেন্স) প্রেরণ করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন একটি সূখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারাও গর্বিত অংশীদার। ২০০০ সালের ২রা নভেম্বর জাতিসংঘের ৫৫ তম অধিবেশনে ১৮ ডিসেম্বরকে “আন্তর্জাতিক অভিবাসী দিবস” হিসেবে পালন করার জন্য মেক্সিকোর উত্থাপিত প্রস্তাবে বাংলাদেশ সহ ২৫ টি দেশ সমর্থন করলে জাতিসংঘ কর্তৃক ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে , জাতি ধর্ম,বর্ণ নির্বিশেষে অভিবাসী কর্মী ও তাদের পরিবারের অধিকার ,সুরক্ষা এবং সর্বোচ্চ মর্যাদা ও সন্মাননা প্রদানের লক্ষ্যে দিবস টি এদেশের , জাতীয়, জেলা, উপজেলা পর্যায়ে উদযাপিত হয়। এরই ধাবাহিকতায় দেশের অভিবাসনে এবং রেমিটেন্স প্রদানের দ্বিতীয় সর্বোচ্চ জেলা ,চট্রগ্রাম এর রাউজান উপজেলা পরিষদ এর আয়োজনে ,প্রত্যাশী সিমস প্রকল্পের সার্বিক সহযোগীতা এবং টিটিসি রাউজানের অংশগ্রহনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা ১৮ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হয়। উক্ত দিবস উপলক্ষ্যে সারাদিন ব্যাপী স্কুল পর্যায়ে রচনা,চিত্রাংকন প্রতিযোগীতা, এবং মাইগ্রেশন কর্নার স্থাপনের মাধ্যমে অভিবাসন বিষয়ক তথ্য প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রিদুয়ানুল ইসলামের নেতৃত্বে বর্নাঢ্য র‍্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রিদুয়ানুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, অভিবাসীরা এদেশের গর্বিত সন্তান তাদের পাঠানো রেমিটেন্স এ দেশের রিজার্ভ উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের চট্রগ্রামের বড় চ্যালেঞ্জ হচ্ছে হুন্ডী । আমি , প্রত্যাশী এনজিও এর সিমস প্রকল্পের নিকট কৃতজ্ঞবিশেষ ভাবে কৃতজ্ঞ যে তারা, সরকারের সহযোগী সংস্থা হিসেবে নিরাপদ অভিবাসন ইস্যুতে খুব ভালো অবদান রাখছে।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ‍্যক্ষ ইঞ্জিনিয়ার নওরীন সুলতানা। প্রকল্প প্রত্যাশী রাউজান উপজেলার সমন্বয়কারী মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রত্যাশী সিমস প্রকল্পের প্রোগ্রাম অফিসার নুর-উন-নাহার ফেরদৌস। । এছাড়াও অত্র উপজেলা পর্যায়ের যুবউন্নয়ন কর্মকর্তা ,উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা সমবায় কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা সহ রাউজানের রেমিটেন্স কার্যক্রম পরিচালনাকারী ব্যাংক কর্মকর্তাবৃন্দ, মাইগ্রেশন ফোরাম প্রতিনিধিবৃন্দ , সাংবাদিক, অভিবাসীর পরিবারের সদস্য, নারী উদ্যোক্তাবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে রচনা, এবং চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

জাতীয়

আযানে আপত্তি চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান নাদের খাঁনের

বিলেতের আয়না ডেক্স :- মোঃ সফিউল আজম রুবেল আযানে আপত্তি চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান নাদের খাঁনের চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকার মহল্লার জামে মসজিদে উচ্চস্বরে আজানের আওয়াজ নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি লিখিত আপত্তি জানিয়েন চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি নাদের খাঁন ও তাঁর স্ত্রী হাসিনা খাঁন। এদিকে এই দুজনের বিরুদ্ধে ধর্মীয় উস্কানিমূলক কর্মকান্ড ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে থানায় সাধারন ডায়েরি (ডিজি) করেছেন পূর্ব নাসিরাবাদ মহল্লা কমিটির নেতৃবৃন্দ। চট্টগ্রাম নগরীর অভিজাত এলাকা খুলশি থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকায় স্বপরিবারে বসবাস করেন শিল্পপতি নাদের খাঁন। জানা গেছে বেশ কিছুদিন ধরে তিনি এই এলাকার শাহী জামে মসজিদে আযানের সময় উচ্চস্বরে মাইক ব্যবহার নিয়ে অভিযোগ করে আসছিলো এবং মসজিদ কমিটি ও ৮ নং শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আলম বরাবরে লিখিত অভিযোগ করেন নাদের খাঁন ও হাসিনা খাঁন। অভিযোগে তিনি উল্লেখ করেন, মসজিদের আযানের আওয়াজ মসজিদে ভিতরেই সীমাবদ্ধ রাখার জন্য। তাদের লেখা দরখাস্তে আরো উল্লেখ করেন, আপনারা যদি আমাদের অগ্রাহ্য করেন, তবে সব ধরনের সহযোগিতা থেকে আমরা বিরত থাকবো।আরো লিখেছেন, আপনার নিকট ও মসজিদ কমিটির সম্মানিত নেতৃবৃন্দের নিকট বারবার অনুরোধ করে এই পর্যন্ত শোনার ও বুঝার চেষ্টা করছেন না আমাদের এই এলাকায় একই সাথে ৮ থেকে ৯টি মসজিদ হইতে আযান শোনা যায়। অথচ আপনারা কেউ কেউ এ কথা ও বলছেন যে আপনারা যেহেতু দূরে থাকেন, শোনার সুবিধার জন্য মাইকের আওয়াজ বাড়িয়ে রাখেন। এই বিষয়টি আল্লাহ তায়ালা নিশ্চয়ই পছন্দ করবেন না। দরখাস্তে আরো লেখা হয় শুক্রবারে মসজিদে মাইকের মাধ্যমে ওয়াজ প্রচার করা হয়, আপনাদের কে অনুরোধ করছি এই আওয়াজ আপনারা মসজিদের ভিতরে রাখেন কিন্তু এই পর্যন্ত তাও হলো না। অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, শিশুর ঘুমের ব্যাঘাত হতে পারে, শিক্ষার্থীদের লেখাপড়ার অসুবিধা হতে পারে। অসুস্থ লোকের অসুবিধা হতে পারে। অন্য ধর্মাবলম্বীদের বিরক্তির কারণ হতে পারে। সবচেয়ে বড় কথা বিকট আওয়াজ ছাড়া আর কিছুই বোঝা যায়না,মসজিদুল হারাম, মসজিদুল নববী এই সকল মসজিদে মাইক ব্যবহার হচ্ছে কিনা খবর নেন। আপনারা যদি আমাদের অনুরোধ আগ্রাহ্য করেন, তবে সব ধরনের সহযোগিতা থেকে আমরা বিরত থাকবো।এদিকে এমন অভিযোগ করার কথা জানাজানি হওয়ার পরে পূর্ব নাসিরাবাদ মহল্লা কমিটির সভাপতি আমির হোসেন খান এবং সাধারণ সম্পাদক অহিদ চৌধুরী মুক্তি এ নিয়ে খুলশী থানায়, একটি জিডি নং ১১৬৫ দায়ের করেন। ১৮ ডিসেম্বর রোজ রবিবার দায়ের করা অভিযোগে। তাঁরা উল্লেখ করেন, এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা নাদের খাঁন ও তাঁর স্ত্রী হাসিনা খাঁনের ওপর ধিক্কার জানান। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ এবং যে কোন ধরনের অঘটন ঘটার আশস্কা প্রকাশ করেন তারা।

জাতীয়

হাটহাজারীতে ভুয়া ডাক্তারকে ১ লক্ষ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমান আদালত

বিলেতের আয়না ডেক্স :- হাটহাজারী প্রতিনিধি  হাটহাজারীতে ভুয়া ডাক্তারকে ১ লক্ষ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমান আদালত হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকায় আবদুল হালিম নামে এক ভূয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান পরিচালনা করে ভূয়া ডাক্তারকে আটক করা হয়। আটককৃত ভুয়া ডাক্তার আবদুল হালিম একই ইউনিয়নের মিস্ত্রিঘাটা এলাকার মৃত মকবুল আহমদের পুত্র। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বলেন, অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে অভিযুক্ত ভুয়া ডাক্তার আবদুল হালিম কে আটক করা হয়। পরে ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২’ মোতাবেক এক লাখ টাকা জরিমানা করা হয়।

জাতীয়

বিএনপির ২৭ দফা রাজনৈতিক সংস্কারের চমকবাজীর আড়ালে যুদ্ধাপরাধী, খুনী, সাম্প্রদায়িক জঙ্গীবাদী সন্ত্রাসীদের হালাল ও তাদের সাথে রাজনৈতিক অংশীদারত্ব প্রতিষ্ঠার কালো দলিল-জাসদ

বিলেতের আয়না ডেক্স :- বিএনপির ২৭ দফা রাজনৈতিক সংস্কারের চমকবাজীর আড়ালে যুদ্ধাপরাধী, খুনী, সাম্প্রদায়িক জঙ্গীবাদী সন্ত্রাসীদের হালাল ও তাদের সাথে রাজনৈতিক অংশীদারত্ব প্রতিষ্ঠার কালো দলিল-জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার আজ ২০ ডিসেম্বর ‘২২ এক বিবৃতিতে বলেছেন, বিএনপির ২৭ দফা রাজনৈতিক সংস্কারের চমকবাজীর আড়ালে যুদ্ধাপরাধী, খুনী, সাম্প্রদায়িক জঙ্গীবাদীদের হালাল ও তাদের সাথে রাজনৈতিক অংশীদারত্ব প্রতিষ্ঠার কালো দলিল। জাসদ নেতৃদ্বয় বলেন, বিএনপির ১০ দফার পর ২৭ দফায় আবার প্রমাণ হলো যে জামাতকে সাথে নিয়ে ক্ষমতা পুনর্দখলই করাই বিএনপির মূল উদ্দেশ্য। জাসদ নেতৃদ্বয় বলেন, ১৫দশ সংশোধনীর মধ্য দিয়েই সামরিক শাসক জিয়া কর্তৃক সংবিধান থেকে নির্বাসিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা এবং রাষ্ট্রীয় মূল চার নীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদ পুনঃস্থাপিত হয়েছে। বিএনপির ২৭ দফায় সংবিধান সংস্কারের কথার আড়ালে এই ১৫দশ সংশোধনী বাতিল করে মহান মুক্তিযুদ্ধ, অতীতের ঐতিহাসিক গণআন্দোলনসমূহ, দেশের সর্বোচ্চ আদালতের রায়ে মীমাংসিত বিষয়কে অমীমাংসিত করার হুমকি দিয়েছে। জাসদ নেতৃদ্বয় বলেছেন, বিএনপি ২৭ দফায় একইমুখে ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ ও ‘রেইনবো ন্যাশন’ এর কথা বলা চরম দ্বৈততা ও দ্বিচারিতার পরিচায়ক। সামরিক শাসক জিয়া কুখ্যাত দ্বি-জাতিতত্ত্বভিত্তিক বাংলাদেশী জাতীয়তাবাদ চাপিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ধর্মের নামে জাতিকে বিভক্ত করার অপপ্রয়াস পেয়েছিল। বিএনপি ‘ন্যাশনাল রিকনসিলিয়েশন’ কথার আড়ালে ১৯৭১ সালে জাতির উপর সংঘটিত ইতিহাসের বর্বরতম যুদ্ধাপরাধ, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ড, ৩ নভেম্বর চার জাতীয় নেতা হত্যাকান্ড, কর্নেল তাহের বীরউত্তমসহ শত শত মুক্তিযোদ্ধা অফিসার-সৈনিক হত্যাকান্ড, ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদের অপরাধ হালাল করা এবং তাদের সাথে রাজনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার বিএনপির রাজনৈতিক অভিলাষই ফুটে উঠেছে। জাসদ নেতৃদ্বয় বলেন, মহান মুক্তিযুদ্ধ ও অতীতের ঐতিহাসিক গণআন্দোলন মীমাংসিত বিষয়সমূহ, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসসহ জাতীয় ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি, সংবিধানের চার মূলনীতি অস্বীকার করা, সংবিধান-রাষ্ট্র-সমাজে সাম্প্রদায়িকতাসহ পাকিস্তানপন্থা চাপিয়ে দেয়া, যুদ্ধাপরাধী-খুনি-অপিরাধীদের হালাল করার অপপ্রয়াসই বাংলাদেশের রাজনীতিতে মহাবিভক্তি তৈরি করেছে। বিএনপি এসব বিষয়ে একটি কথাও বলেনি। বিএনপি ২৭ দফায় ধর্ম যার যার রাষ্ট্র সবার কথা বললেও রাষ্ট্রীয় মূলনীতি হিসাবে ধর্মনিরপেক্ষতার বিষয়ে নিরব থেকেছে। জাসদ নেতৃদ্বয় বলেন, ২৩ বছর বেশি ক্ষমতায় থাকলেও হত্যা, ক্যু, সামরিক শাসন ও অবৈধ ক্ষমতা দখল, সাম্প্রদায়িকতা, রাজাকার-আলবদর-যুদ্ধাপরাধীদের হালাল করা ছাড়া সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের কোনো পদক্ষেপই নেয়নি। এমনকি বিরোধী দলে থাকা অবস্থাতেই সংবিধানে গণতান্ত্রিক সংস্কারের কোনো প্রস্তাবও দেয়নি। ২৭ দফাতে সংবিধানের ৭০ ধারার আংশিক পরিবর্তন, উচ্চকক্ষ গঠন, সংবিধান সংস্কার কমিশনের কথা ভাসাভাসাভাবে বললেও রাষ্ট্র ও শাসন ব্যবস্থার পরিবর্তণের কোনই সুনির্দিষ্ট প্রস্তাব দিতে পারেনি। বিএনপি ২৭ দফায় কেবলমাত্র দেড় দশক অর্থ্যাৎ ২০০৭ সাল পরবর্তীকালের দূর্নীতি, লুট, বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিচার আচারের কথা বলে অতীতের সকল অন্যায় অপরাধকে আড়াল করতে চেয়েছে। জাসদ নেতৃদ্বয় বলেন, বিএনপি ২৭ দফায় লাইনে লাইনে দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে অস্বাভাবিক অসাংবিধানিক সরকার এনে ঘোলা জলে যুদ্ধাপরাধী জামাত, সাম্প্রদায়িক শক্তির সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ক্ষমতা পুনর্দখলের অভিলাষের নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে।

জাতীয়

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের মূল প্রতিপ্রাদ্য ঠিক করলো।

বিলেতের আয়না ডেক্স :- আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের মূল প্রতিপ্রাদ্য ঠিক করলো। আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের মূল প্রতিপ্রাদ্য ঠিক করা হয়েছে- ‘” উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।”’ আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও অর্থ-উপ কমিটির আহ্বায়ক কাজী জাফর উল্লাহ সম্মেলনের মঞ্চ পরিদর্শনে গিয়ে এ কথা জানান। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ. ম বাহাউদ্দিন নাছিম,  সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত ছিলেন। কাজী জাফর উল্লাহ বলেন, আওয়ামী লীগের কাউন্সিলে কমপক্ষে ১ লাখ লোকের সমাবেশের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের এবারের কাউন্সিলের এতে ৩০ থেকে ৩৫ হাজার লোকের বসার আয়োজন থাকবে। এবারের কাউন্সিলে মঞ্চটা হবে নৌকার আদলে। তিনি আরও এবার একদিনের সম্মেলন হবে। প্রথম অধিবেশনের পরে দ্বিতীয় অধিবেশনের আগে নামাজ ও খাওয়ার জন্য একটা বিরতি হবে। তারপরই আমাদের দ্বিতীয় অধিবেশনে ৭ হাজার কাউন্সিলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি করা হবে। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, আমাদের এখানে বিদেশি দূতাবাসের যারা আছেন, সে রাষ্ট্রদূতদের দাওয়াত দেওয়া হয়েছে। বিদেশি রাষ্ট্রদূতরা ও উপস্থিত থাকবেন। এর বাইরে বিদেশি রাজনৈতিক দলগুলোকে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি, এবার আমরা সেটা করছি না। মঞ্চ সাজ সজ্জা উপ-কমিটির পক্ষ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, এবারের মঞ্চের দৈর্ঘ্য হচ্ছে ৮০ ফিট আর প্রস্থ হচ্ছে ৪৪ ফিট। এই মঞ্চে নৌকা ও পদ্মা সেতু দুইটার আদলই থাকবে। এর মধ্যে আমাদের উন্নয়ন, অগ্রগতির চিত্র থাকবে। পেছনে বঙ্গবন্ধু ও নেত্রীর ছবি থাকবে, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের ছবি থাকবে। এছাড়া আমাদের জাতীয় চার নেতার ছবি থাকবে। হোসেন শহীদ সোহরাওয়াদী, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, শামসুল হক ও মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের ছবি আমাদের মঞ্চের পেছনে থাকবে। তিনি আরও বলেন, আমাদের কাউন্সিলের প্রবেশের জন্য ৫টি গেইট থাকবে। তার মধ্যে একটি ভিআইপি ও চারটি গেইট থাকবে ডেলিগেট ও কাউন্সিলরদের প্রবেশের জন্য। আমাদের কাউন্সিলরের সংখ্যা ৭ হাজার। তার দ্বিগুণ অফিসিয়াল ডেলিগেট থাকলেও এর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাবে। এখানে ৫০ হাজার মানুষের আপ্যায়নের ব্যবস্থা থাকছে। ২৪ ডিসেম্বর সকাল ৭টাতেই সম্মেলনে প্রবেশ গেট খুলে দেওয়া হবে বলেও তিনি জানান।

Scroll to Top