জামিন পেয়ে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ আসামির বিরুদ্ধে
বিলেতের আয়না ডেক্স :- রুহিয়া প্রতিনিধিঃ জামিন পেয়ে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ আসামির বিরুদ্ধে ঠাকুরগাঁও রুহিয়ায় জামিনে মুক্তি পেয়ে একটি ছিনতাই মামলার আসামি সায়েম খান হুমকি দিচ্ছেন বাদীকে। প্রাণনাশের হুমকি পেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাদী আতাউর রহমান । গত ১৩ ডিসেম্বর রুহিয়া থানায় তিনি জিডি করেন। আতাউর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা( নামাজ পড়া) গ্রামে বাসিন্দা । ছিনতাই মামলা সংক্রান্ত গত ১৩/০৭/২০২২ সালে ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত রুহিয়া, ঠাকুরগাঁও-এ সায়েম খান সহ অজ্ঞাত বেশ কয়েক জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন আতাউর রহমান। গত ১১ ডিসেম্বর আসামি সায়েম খান বিজ্ঞ আদালত থেকে জামিন হলে তিনি এবং তার দলবল নিয়ে বাদীকে প্রাণ নাশের হুমকি প্রদান সহ বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। স্থানীয় পত্যক্ষদোষী জিয়াউর রহমান ঘটনার বিষয় বলেন, সায়েম খান বাদী আতাউর রহমানকে তার লোকজন সহকারে প্রকাশ্য নামাজপরা বাজারে অশ্লীল ভাষায় বিভিন্ন প্রকার গালিগালাজ করে বলতে থাকে মামলা না তুললে প্রানে মেরে ফেলবে এবং তার হাতে থাকা একটি ইউক্লেপটাস গাছের ডালের লাঠি দিয়ে মারার জন্য তেরে আসে তা আমি ও সাহ কামাল আবুসাইদ সহ তাকে প্রতিহত করে তা না হলে সে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলতো। হুমকির বিষয়ে জানতে অভিযুক্ত সায়েম খানের কাছে জানতে চাইলে তিনি হামলা বা হুমকির বিষয় অস্বীকার করে বলেন সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এ বিষয় আতাউর রহমান বলেন, ‘মামলার আসামি সায়েম খান সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। তিনি এবং তার দলবল নিয়ে এখন মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। রাজি না হওয়ায় তারা গত ১২ ডিসেম্বর নামাজ পড়া বাজারে সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিচ্ছেন। আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি যে কোন সময় সায়েম খান সহ তার গংদের নিয়ে আমার উপর হামলা করতে পারে। ঘটনার পরদিন আমি রুহিয়া থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেছি। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘বাদীকে হুমকি দেয়ার বিষয়ে থানায় জিডি হয়েছে। অনুমতির জন্য আদালতে আবেদন করছি অনুমতি পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’