ডিসেম্বর ২০, ২০২২

জাতীয়

জাঁকজমকভাবে উদযাপিত হলো সিএমপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী

বিলেতের আয়না ডেক্স :- প্রেস বিজ্ঞপ্তিঃ জাঁকজমকভাবে উদযাপিত হলো সিএমপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় জনবান্ধন সিএমপি গড়ার প্রত্যয়ে জাঁকজমকভাবে উদযাপিত হলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ মহোদয়। এর আগে তিনি নবনির্মিত কেন্দ্রীয় অস্ত্রাগার, কালুরঘাট পুলিশ ফাড়ি ও মনছুরাবাদ পুলিশ লাইন্সে পুলিশের ব্যারাক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ (রায়), বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসাথে তিনি ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। এছাড়াও তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত মা-বোনের অবদানের কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেন। পরবর্তীতে মাননীয় আইজিপি মহোদয় ৭৫ এর ১৫-ই আগস্টে জাতির জনক সহ তার পরিবারের সকল শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়াও তিনি ৭১এর মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন চট্টগ্রাম বিট্রিশ বিরোধী আন্দোলনের সূতিকাগার। জাতির পিতার আহবানে চট্টগ্রামের মানুষের পাশাপাশি পুলিশও মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। তিনি উল্লেখ করেন সিএমপি সবসময় উদ্ভাবনী ও গণমূখী পুলিশিং কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনাকালীন সময়ে তিনি সিএমপির পুলিশ সদস্যদের আত্নত্যাগের কথা স্বরন করেন। এছাড়াও তিনি গণমূখী পুলিশিং কার্যক্রমে নেওয়া বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। পরিশেষে তিনি পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশের গৃহীত নানা বিষয় তুলে ধরেন। অনুষ্ঠান শেষে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এসময় সেখানে মাননীয় সংসদ সদস্যবৃন্দ; সাবেক চসিক মেয়র; বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সম্মানিত সভানেত্রী; সম্মানিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার; সম্মানিত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি; পুনাক সিএমপির সম্মানিত সভানেত্রী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক); অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সহ পুলিশের বিভিন্ন ইউনিটের অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অথিতিবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয়

দোয়ারাবাজারে ওষুধকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা ডাক্তারের উত্তেজনা

বিলেতের আয়না ডেক্স :- দোয়ারা বাজার প্রতিনিধি দোয়ারাবাজারে ওষুধকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা ডাক্তারের উত্তেজনা সুনামগঞ্জের দোয়ারাবাজার হাসপাতালে ওষুধ দেওয়া নিয়ে ডাক্তার ও এক বীর মুক্তিযোদ্ধার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাক্তারদের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। আজ মঙ্গলবারের মধ্যে এই ঘটনার সুষ্ঠু বিচার না পেলে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচী দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। জানা যায়, রোববার সকালে দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের মাজেরগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ্য অনুভব করলে হাসপাতালে গিয়ে প্রেসার চেক (উচ্চ রক্ত চাপ পরীক্ষা) করান। পরে তিনি কর্তব্যরত ডাক্তার ইমরান আহমেদের কাছে ওষুধের জন্য যান। ইমরান আহমেদ তাঁকে কিছু ওষুধ দেবার পর তিনি আরও কিছু ওষুধ চান। এসময় ইমরান আহমেদ এই ওষুধ শেষ হলে এসে নিয়ে যাবার কথা বলেন। এই নিয়ে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও ডাক্তার ইমরান আহমেদ’এর কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরে ডাক্তার ইমরান আহমেদ থানায় জিডিও করেছেন।

জাতীয়

রাউজান খলিফার ঘোনায় আওলাদে রাসুল (স:) সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর শুভাগমন

বিলেতের আয়না ডেক্স :- রাউজান প্রতিনিধি রাউজান খলিফার ঘোনায় আওলাদে রাসুল (স:) সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর শুভাগমন আওলাদে রাসুল (দ:), সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম রাহনুমায়ে শরিয়ত ও পীরে তরিকত আলহাজ্ব হযরত মওলানা শাহ ছূফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এর পবিত্র নির্দেশ ও অনুমোদনক্রমে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া খলিফার ঘোনা দায়রা শাখার আয়োজন ও ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) ও বার্ষিক তরিকত মাহফিল দায়রা শাখা প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।এতে মেহমানে আ’লা হিসেবে গুরুত্বপূর্ণ নছিহত পেশ করেন আওলাদে রাসুল (দ:) ও নায়েব সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ ছূফি সৈয়দ আহমদ হোসাইন মুহাম্মদ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)। সংগঠনের সভাপতি মুহাম্মদ জাফর উদ্দিনের সভাপতিত্বে ও আলহাজ্ব শওকত গনি চৌধুরীর সঞ্চালনায় মাহফিলে মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া কেন্দ্রীয় কার্যকরী সংসদ এর দারুত্বতালিমের প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা জয়নাল আবেদীন সিদ্দিকী। এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইউ পি সদস্য মুহাম্মদ জাকের হোসেন, মুহাম্মদ নুরুল কবির, মোহাম্মদ সোহেল চৌধুরী, ইউনুছ মিয়া কোম্পানি, শফিকুল আলম সুমন, মুহাম্মদ আলী আকবর মাষ্টার, নুরুল আমিন, মোহাম্মদ ফারুক, ইউ এ ই কাযর্করী সংসদ এর সহ-সভাপতি মোহাম্মদ হারুন, মোহাম্মদ বাবর, মোহাম্মদ নসিম।মাহফিল সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ শহীদুল ইসলাম ফোরকান, মুহাম্মদ শহীদুল ইসলাম, মুহাম্মদ হারুন, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ নোমান, জিকু, মুন্না, রুবেল, সাজ্জাদ, সজিব,আরফান, আবছার, রহমান, তুষার, রাকিব, আবেদ, আরমান, জোবায়েদ, এনাম, মুহাম্মদ রুবেল, আবু বক্কর, হাবিব,বেলাল, রিমন, ইকবাল রুবেল, মাহমুদ শরীফ, নাছের, আব্দুল আলীম, আবু হানিফ, আবুল কাশেম, রাশেদ, সহ আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া খলিফার ঘোনা দায়রা শাখার অন‍্যন‍্যা কর্মকর্তা, সদস্য ও রাউজান উপজেলার আওতাধীন বিভিন্ন দায়রা শাখা খেদমত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল‍্যাণ কামনা করে আখেরী মোনাজাতের পর তবরুক বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়।

জাতীয়

হাটহাজারীতে অবৈধভাবে পোড়ানো হচ্ছে বনের কাঠ ও মাটি, হুমকির মুখে পরিবেশ।

বিলেতের আয়না ডেক্স :- অরুণ বৈষ্ণব, হাটহাজারী চট্টগ্রাম। হাটহাজারীতে অবৈধভাবে পোড়ানো হচ্ছে বনের কাঠ ও মাটি, হুমকির মুখে পরিবেশ। চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলার চারপাশে সবুজ গাছপালা আর বসতবাড়ির মাঝেই গড়ে তোলা হয়েছে ইটভাটা। আর এসব ভাটায় ইট প্রস্তুতে গণহারে পোড়ানো হচ্ছে বিভিন্ন বনের কাঠ। আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অর্ধশতাধিক অবৈধ ইটভাটা। যেখানে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে পাহাড়ি ও কৃষি জমির মাটি। ফলে একদিকে কোটি কোটি টাকার বনজ ও কৃষিজ সম্পদ ধ্বংস হচ্ছে। অন্যদিকে মারাত্মক দূষণের ফলে হুমকির মুখে পড়ছে প্রাকৃতিক পরিবেশ ও ভারসাম্য। আর রাতারাতি কোটিপতি হয়ে উঠছে ইটভাটার মালিকরা। স্থানীয়রা জানান, হাটহাজারী উপজেলার সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে যেসব ইটভাটা স্থাপন করা হয়েছে এরমধ্যে মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার পশ্চিমে ২২টি, কাটিরহাট ও শান্তিরহাটে ২টি, ফতেয়াবাদ ও চৌধুরীহাটে ৫টি ইটভাটার অধিকাংশেরই পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। ইটভাটায় প্রশাসনের উপস্থিতি টের পাওয়ার জন্য ইটভাটার মালিক সমিতি প্রায় ইটভাটায় সিসি ক্যামেরা দ্বাধা নিয়ন্ত্রণ করেন। সংরক্ষিত এলাকায় ইটভাটা স্থাপন করলে ৫ বছরের কারাদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ডের বিধান থাকলেও প্রশাসনিকভাবে তা কার্যকর করা হচ্ছে না রহস্যজনক কারণে। এমন অভিযোগ স্থানীয় সচেতন মহলের। সরজমিন ঘুরে দেখা যায়, উপজেলার সংরক্ষিত বনাঞ্চল, পাহাড়, জনবসতি ও শিক্ষাপ্রতিষ্ঠান ঘেঁষেও রয়েছে বেশ কিছু ইটভাটা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইটভাটার মালিক বলেন, সরকারি সব বিভাগকে টাকা দিয়ে ম্যানেজ করে ইটভাটার কাজ করি। শুধু তাই নয়, ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন সংগঠন, নানা ধরনের অনুষ্ঠানে চাঁদা দিতে হয়। এসব টাকা দেয়ার ক্ষেত্রে কোনো রশিদ দেয়া হয় না। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার কোনোভাবেই কাম্য নয়, এটা সম্পূর্ণ অবৈধ এবং যেসব ইটভাটার ছাড়পত্র নেই বা পরিবেশ আইন অমান্য করে ইট তৈরি করছে, তদন্ত করে অভিযুক্ত ইটভাটার বিরুদ্ধে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফেরদৌস আনোয়ার বলেন, পুরো চট্টগ্রামে ৫% ইটভাটার অনুমোদন থাকতে পারে। সে হিসাবে হাটহাজারী এলাকায় কোনো ইটভাটার অনুমোদন নাই বললেই চলে। শিগগিরই হাটহাজারীতে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হবে।

জাতীয়

৯৩ ব্যাচ চট্টগ্রাম বন্ধুদের উদ্যোগে অনুষ্ঠিত হল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব ২০২২

বিলেতের আয়না ডেক্স :- নিজস্ব প্রতিবেদক ৯৩ ব্যাচ চট্টগ্রাম বন্ধুদের উদ্যোগে অনুষ্ঠিত হল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব ২০২২ বন্ধু তোরা কেমন আছিস এই স্লোগানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৯৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর জন্য ৯৩ ব্যাচ চট্টগ্রাম বন্ধুরা আয়োজন করল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব ২০২২। ১৭ ডিসেম্বর বেলা ১১ টা থেকে চট্টগ্রামের কর্ণফুলী শিশু পার্কের লেক ভিউ রেষ্টুরেন্টে ৯৩ ব্যাচ চট্টগ্রাম বন্ধুদের মেজবান উৎসবে মিলত হতে থাকে সকল বন্ধুরা । দীর্ঘদিন পর বন্ধুদের পেয়ে উচ্ছ্বাসে চোখ মুখ যেন চকচক করছিল বন্ধুদের। অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়ে। সকালে হালকা নাস্তা সাথে কপিতে চুমুক দেওয়ার পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এসএসসি ১৯৯৩ ব্যাচের চট্টগ্রামের বন্ধু মুন্না, হাসান, রেজাউল, নাছির, তৈয়ব, কাকন, জিল্লু, কুদ্দুস, জসিম, পিয়াল, ফারুখের আয়োজনে বেলা বাড়ার সাথে সাথে ৯৩ ব্যাচের বন্ধুদের সবার উপস্থিতি জানান দিচ্ছিল আজ যেন বাঁধ ভাঙ্গা জোয়াড়ে উপচে পড়বে পুরো মিলনায়তন। হলোতাই ২৯ বছরের সেই পুরোনো বন্ধুদের সাথে ফের দেখাতে উচ্ছ্বাসটাও ছিল বাঁধভাঙা। দেখা মাত্রই আলিঙ্গন। মুঠোফোনের সেলফিতে বন্ধুদের ফ্রেমবন্দী রাখতে ভুললেন না কেউ-ই। দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের। অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হই তিনিই সেই ব্যাচের বন্ধু। এভাবে চট্টগ্রামের কর্ণফুলী শিশু পার্কের লেক ভিউ রেষ্টুরেন্ট যেন এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ এমপি’র উপস্থিতি বন্ধুদের উচ্ছাসের মাত্রা পায় পরিপূর্ণতায়। এমপি মহোদয়ের মর্মস্পর্শী ক্ষণিকের বক্তব্য সকল বন্ধুদের হৃদয়ে দোলা দেয়। এরিসাথে শাহীন ট্রেডার্স এর স্বত্তাধিকারী রফিকুল ইসলাম ও বিন সালমান গ্রুপের চেয়ারম্যান সালমান মো. ফখরুদ্দিন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনের পালে হাওয়া লাগে। পুরো অনুষ্টান জুড়ে চলে আড্ডা, খুনসুটি, গল্প। বেলা গড়িয়ে দুপুর হতে খাবার টেবিলে সাজানো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী গরুর মাংশ, চনার ডাল ও নলার ঝোলের পসরা বন্ধুদের মন ভরিয়ে দেয়। মেজবানীর খাবারে অনেকেই অভিষিক্ত হয়ে আয়োজকদের ধন্যবাদ দেন। মেজবানী আয়োজনেও ছিল না কোন কৃপণতা। মেজবানীর পরপর মিলন মেলার বন্ধুরা ঝাঁপিয়ে তরে তরে বাহারি ঢঙ্গে সাজানো মিষ্টান্ন ও নানা পদের মসলা সম্বেলিত মহেশ খালীর পানের দিকে। অনেক বন্ধু ঠোঁটও রাঙ্গিয়েছে মহেশ খালী পানে । খাওয়ার পর্ব চুকিয়ে নতুন ধমে শুরু হয় আড্ডা, খুনসুটি চলে নাচ, গান, পুরষ্কার বিতরনী, মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান। সব শেষে ছিল র্যাফেল ড্র। র্যাফেল ড্রতে দিনের উৎসব শেষ হলেও এই শেষ যেন আরেক শুরুর বার্তা দিয়ে যায়। দিনভর আড্ডায় অনেক হারানো বন্ধুর খোঁজ মিলেছে। মনের কথা বলেছেন প্রিয় বন্ধুকে। নিয়েছেন ফোন নম্বর। আর ফেসবুক অ্যাকাউন্টেও যুক্ত হয়েছেন পরস্পর। অনেকে নতুন এই সংযোগ যুক্ত হতে খুলেছেন ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গ্রুপ। একদিনের মিলনমেলা শেষ হলেও এই যোগাযোগ রয়ে যাবে সারাজীবন। এবারের উৎসব শুধু এক দিনের গণ্ডিতে আবদ্ধ নয়। এ যেন নতুন যাত্রার সূচনার শুভক্ষণ।

Scroll to Top