ডিসেম্বর ১৯, ২০২২

আন্তর্জাতিক

কাতার বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার সাথে সাথে দায়িত্ব হস্তান্তর করেছে কাতার। বিশ্বকাপকে বিদায় জানাল কাতার।

বিলেতের আয়না ডেক্স :- কাতার বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার সাথে সাথে দায়িত্ব হস্তান্তর করেছে কাতার। বিশ্বকাপকে বিদায় জানাল কাতার। ২০২৬ বিশ্বকাপের তিন আয়োজক দেশের প্রতিনিধিদের কাছে রোববার (১৮ ডিসেম্বর) কূটনৈতিক দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে  মেগা ইভেন্টকে  বিদায় জানাল স্বাগতিক কাতার। ফ্রান্স বনাম আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ শুরুর আগে এই হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পরবর্তী আয়োজক দেশগুলোর প্রতিনিধিরা। আর মাত্র সাড়ে তিন বছর পর উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হবে পরবর্তী বিশ্বকাপ। ৪৮টি দেশের অংশগ্রহণে ক্রীড়াঙ্গনের এই সর্ববৃহৎ টুর্নামেন্টটি যৌথ ভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।এই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া জাতিসংঘের মার্কিন দূত লিন্ডা থমাস গ্রীনফিল্ড বলেন,‘ আমরা এখনই খুব বেশী রোমাঞ্চিত হতে পারছিনা। তিনি সাংবাদিকদের বলেন,‘ ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন সারা বিশ্ব থেকে ভক্তদের স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছি।’ যুক্তরাষ্ট্রের ১৬টি, মেক্সিকোর তিনটি এবং কানাডার দুটি শহরে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ম্যাচ। সর্বাধিক ৪৮টি দেশ নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ টুর্নামেন্ট। আগামী জুনে স্বাগতিক শহরগুলোর নাম ঘোষণা করবে ফিফা।

জাতীয়

জাতীয় সংসদের অধিবেশন বসবে আগামী ৫ই জানুয়ারী ২০২৩।

বিলেতের আয়না ডেক্স :- জাতীয় সংসদের অধিবেশন বসবে আগামী ৫ই জানুয়ারী ২০২৩। একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন ৫ জানুয়ারি বিকেল ৪টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী, ৫ জানুয়ারি বিকেল ৪টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হবে।

খেলাধুলা

কাতার বিশ্বকাপ ফুটবলে কাতারের আয় হয়েছে ১৭০০ কোটি ডলার।

বিলেতের আয়না ডেক্স :- কাতার বিশ্বকাপ ফুটবলে কাতারের আয় হয়েছে ১৭০০ কোটি ডলার। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পর কাতার ফুটবল বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। এই বিশ্বকাপে ৩২ দল ৬৪ ম্যাচ খেলল ২৯ দিনে। সর্বকালের সেরা এই বিশ্বকাপ থেকে কেমন আয় করেছে কাতার? কাতার বিশ্বকাপ ২০২২-এর সিইও নাসের আল খাতের আশা প্রকাশ করে জানান, এ বিশ্বকাপ থেকে কাতারের আয় দাঁড়াবে ১৭০০ কোটি ডলার। খবর আলজাজিরার। তবে এ বিশ্বকাপে কাতারের পর্যটন, হসপিটালিটি, খুচরা, পরিবহনসহ আরো অনেক খাত লাভবান হয়েছে। বিশেষ করে যে বিপুল পর্যটকের ঢল নেমেছে তাতে দেশটি ব্যাপকভাবে লাভবান হবে। গবেষণা প্রতিষ্ঠান নাইট ফ্রাংক জানায়, ফুটবল বিশ্বকাপ ২০২২ উপলক্ষে কাতারে ১৫ লাখ দর্শনার্থীর সমাগম হয়। পরের বছর দেশটিতে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ-২০২৩। ফলে পর্যটক বাড়তেই থাকবে। এমনকি ২০৩০ সাল পর্যন্ত দেশটির হোটেল ও হসপিটালিটি খাতে প্রবৃদ্ধি ১২ শতাংশ করে হবে। এ খাতের মূল্য দাঁড়াবে ৫৫ বিলিয়ন ডলার। যা কাতারের জিডিপিতে ১২ শতাংশ অবদান রাখবে। প্রতিষ্ঠানটি জানায়, এতে ২০২৩ সালে কাতারে পর্যটক বেড়ে হবে ৫৪ লাখ এবং ২০৩০ সাল নাগাদ পর্যটক বেড়ে হবে ৭০ লাখ। তবে এই বিশাল আয়োজন করতে কাতার ১১ বছরে অবকাঠামো উন্নয়নে ব্যয় করেছে ২২৯ বিলিয়ন ডলার। অন্যদিকে এ আয়োজনে ব্যাপকভাবে লাভবান হয়েছে ফিফা। কাতার বিশ্বকাপ ঘিরে কেবল বাণিজ্যিক চুক্তি থেকেই ৭৫০ কোটি ডলার আয় হয়েছে ফিফার। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের আয়ের তুলনায় এটি অন্তত ১০০ কোটি ডলার বেশি।

আন্তর্জাতিক

কাতার বিশ্বকাপ ফুটবলে সব দলই প্রাইজমানি পাচ্ছে। কোন দল কত টাকা পাচ্ছে।

বিলেতের আয়না ডেক্স :- মাহমুদুর রহমান শানুর। কাতার বিশ্বকাপ ফুটবলে সব দলই প্রাইজমানি পাচ্ছে। কোন দল কত টাকা পাচ্ছে। কাতারে ফুটবল বিশ্বকাপ ফাইনালে শ্বাসরূদ্ধকর ম্যাচে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয় করে নিয়েছে আর্জেন্টিনা। পুরস্কার হিসেবে গোল্ডেন বল পেয়েছেন লিওনেল মেসি ও গ্লাভস মার্টিনেজ এবং গোল্ডেন বুট অর্জন করে নিয়েছেন ফাইনালে হ্যাট্রিক করা এমবাপ্পে। এদিকে, পুরস্কারের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা পাচ্ছে আর্থিক প্রাইজমানি। শুধু আর্জেন্টিনাই নয়, বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের জন্যই থাকছে পুরস্কার। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা পাচ্ছে রেকর্ড ৪২ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩৩ কোটি ৬০ লাখ টাকা। রানার্সআপ ফ্রান্স পাচ্ছে ৩০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা)। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপের চেয়ে ৬০ লাখ ডলার বাড়ানো হয়েছে এবার। তৃতীয় হওয়া ক্রোয়েটরা প্রাইজমানি হিসেবে পাবে ২৭ মিলিয়ন ডলার। আর বাঘা বাঘা দলকে হারিয়ে ইতিহাস গড়ে চতুর্থ হয়ে মরক্কো পাচ্ছে ২৫ মিলিয়ন ডলার। শুধু এই চার দলের জন্যই নয়, বিশ্বকাপ খেলে প্রতিটি দলের জন্যই প্রাইজমানি রাখা হয়েছে। ৫ থেকে ৮ম হওয়া প্রতিটি দল পাবে ১৭ মিলিয়ন ডলার পাবে। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে গেছে। এই কারণে তারা প্রাইজমানি হিসেবে পাচ্ছেন ১৭ মিলিয়ন ডলার। ব্রাজিল ছাড়াও, নেদারল্যান্ডস, পর্তুগাল ও ইংল্যান্ড প্রত্যেকে কোয়ার্টার ফাইনাল খেলেছে। তারাও ১৭ মিলিয়ন ডলার করে পাবে। ৯ম থেকে ১৬তম হওয়া প্রতিটি দল ১৩ মিলিয়ন ডলার পাবে। শেষ ষোলতে খেলা দলগুলো হচ্ছে- মার্কিন যুক্তরাষ্ট্র, সেনেগাল, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, স্পেন, জাপান, সুইজারল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া। তারা প্রত্যেকে ১৩ মিলিয়ন ডলার পাবে। ১৭তম থেকে ৩২তম প্রতিটি দল ৯ মিলিয়ন ডলার করে প্রাইজমানি পাবে। স্বাগতিক কাতার ছাড়াও এই তালিকায় আছে ইকুয়েডর, ওয়েলস, ইরান, মেক্সিকো, সৌদি আরব, ডেনমার্ক, তিউনিসিয়া, কানাডা, বেলজিয়াম, জার্মানি, কোস্টারিকা, সার্বিয়া, ক্যামেরুন, ঘানা এবং উরুগুয়ে।

জাতীয়

বঙ্গবন্ধু কৃষিবিশ্ব বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন-

বিলেতের আয়না ডেক্স :- বঙ্গবন্ধু কৃষিবিশ্ব বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন— কৃষিজমি নষ্ট করে কেউ শিল্প স্থাপন করলে কোনও সুযোগ সুবিধা দেওয়া হবে না। সোমবার (১৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। নানা বাধা-বিপত্তির মুখেও ধান উৎপাদন অব্যাহত থাকায় দেশে খাদ্যের সংকট হয়নি উল্লেখ করে সরকার প্রধান বলেন, আমাদের জনসংখ্যা বেশি। খাদ্য নিরাপদ করতে হলে কৃষি জমি রক্ষা করতে হবে। এজন্য একশ’ শিল্প অঞ্চল করছি। শিল্প করলে এখানেই করতে হবে। কৃষি জমিতে শিল্প করা যাবে না। আগে যারা ক্ষমতায় ছিল তারা এগুলো চিন্তা না করায় অনেক ভালো মানের জমি আমরা হারিয়েছি। আমরা আর জমি হারাতে চাই না। উৎপাদন বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ধান, মাছ ও ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। গবেষণা করেই কিন্তু আমরা এটা করতে পেরেছি। অনেকেই প্রশ্ন তুলতে চেষ্টা করেছে। কিন্তু আমরা চেষ্টা করেছি বলেই আমাদের খাদ্য ঘাটতি কখনও হয়নি। কৃষিপণ্যের উৎপাদন করে দেশের চাহিদা মিটানোর পাশাপাশি রপ্তানির ওপর নজর রয়েছে সরকারের বলে জানান প্রধানমন্ত্রী। তাই কৃষিপণ্যের বাণিজ্যিক ব্যবহার আরও বাড়াতে হবে। পাশাপাশি কৃষিক্ষেত্রের গবেষণাতেও গুরুত্ব দিতে হবে। খাদ্য সংকটের বিষয়ে শেখ হাসিনা বলেন, কারও কাছে যেন হাত পেতে না চলতে হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিচ্ছে সরকার। সরকারপ্রধান বলেন, কেবল কৃষি উৎপাদন করলেই হবে না, প্রক্রিয়াজাতকরণও করতে হবে। কাঁচামাল যেটা আমাদের প্রয়োজন, আমরা যেন বেশি ফলন করে বিদেশেও রপ্তানি করতে পারি সেদিকে নজর দিতে হবে। আমরা এদিকে লক্ষ্য রেখে নানা উদ্যোগ নিয়েছি। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেই হবে না, পুষ্টিও নিশ্চিত করতে হবে। সেদিকে আমরা নজর দিচ্ছি। শেখ হাসিনা বলেন, ‘চাহিদার ৯৮ ভাগ ভোজ্যতেলই আমদানি করতে হয়। এটা আমরা কেন করব? সরিষার তেল স্বাস্থ্যের জন্য ভালো। এটাকে আরও হালকা করা যায়। চালের কুড়া থেকেও এখন তেল হচ্ছে। এ নিয়ে আরও গবেষণা হওয়া দরকার।

জাতীয়

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে(আইআইইউসি) বিশ্ব আরবি ভাষা দিবস পালিত”

বিলেতের আয়না ডেক্স :- শাহজালাল রানা- চট্টগ্রাম বিভাগীয় ব‍্যুরোচীফ “আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে(আইআইইউসি) বিশ্ব আরবি ভাষা দিবস পালিত” শাহজালাল রানা- চট্টগ্রাম বিভাগীয় ব‍্যুরোচীফঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হয়। ২০১২ সাল থেকে প্রতি বছর ১৮ ডিসেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কোর উদ্যোগে দিবসটি পালিত হয়। এই বছর দিবসটির প্রতিপাদ্য হলো, ‘মানব সভ্যতা ও সংস্কৃতিতে আরবি ভাষার অবদান।’ দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ‘আরবি ভাষা ও সাহিত্য বিভাগ’। বেলা ১২:০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মানব সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ও কল্যাণে আরবি ভাষার গুরুত্ব এবং এর শিক্ষাদান পদ্ধতি নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে অডিটোরিয়াম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। উক্ত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মান্যবর ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মছরুরুল মাওলা, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ূন কবির, রেজিস্ট্রার জনাব আ ফ ম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর জনাব ইফতেখার উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ও বিভাগের চেয়ারম্যান ও ডিরেক্টর বৃন্দ। আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত চেয়ারম্যান ড. মুহাম্মাদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত র‌্যালি দুপুর ০১:৩০ মিনিটে আরবি বিভাগের সামনে এসে সমাপ্ত হয়।

জাতীয়

বিএনপি রাষ্ট্র কাঠামো গঠন মেরামতের জন্য ২৭টি রপরেখা ঘোষণা করেছে।

বিলেতের আয়না ডেক্স :- বিএনপি রাষ্ট্র কাঠামো গঠন মেরামতের জন্য ২৭টি রপরেখা ঘোষণা করেছে। রাষ্ট্রকাঠামো মেরামতে ২৭টি রূপরেখা ঘোষণা করেছে বিএনপি। ২৭ রূপরেখার মধ্যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, পরপর দুই টার্ম কেউ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান, সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি বিবেচনার আশ্বাস দেয়া হয়। আজ বিকালে রাজধানী গুলশানের হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ রূপরেখা তুলে ধরা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। সংবাদ সম্মেলনে ২৭ রূপরেখার বিস্তারিত তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ২৭ রূপরেখা হলো- ১. একটি “সংবিধান সংস্কার কমিশন” গঠন করে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার কর্তৃক গৃহীত সকল অযৌক্তিক, বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তনসমূহ রহিত/সংশোধন করা হবে। ২. প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক “Rainbow-Nation” প্রতিষ্ঠা করা হবে। এ জন্য একটি “National Reconciliation Commission” গঠন করা হবে। ৩. একটি “নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার” ব্যবস্থা প্রবর্তন করা হবে। ৮. রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনয়ন করা হবে। ৫. পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। ৬. বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে জাতীয় সংসদে “উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা” (Upper House of the Legislature) প্রবর্তন করা হবে। ৭.সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করার বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। ৮. বর্তমান “প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২” সংশোধন করা হবে। ৯. সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান পুনর্গঠন করা হবে। শুনানির মাধ্যমে সংসদীয় কমিটির ভেটিং সাপেক্ষে এই সকল প্রতিষ্ঠানের সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ পদসমূহে নিয়োগ প্রদান করা হবে। ১০. বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হবে। বর্তমান বিচারব্যবস্থার সংস্কারের জন্য একটি “জুডিশিয়াল কমিশন” গঠন করা হবে। ১১. একটি “প্রশাসনিক সংস্কার কমিশন” গঠন করে প্রশাসন পুনঃগঠন করা হবে। ১২. মিডিয়ার সার্বিক সংস্কারের লক্ষ্যে একটি “মিডিয়া কমিশন” গঠন করা হবে। ১৩. দুর্নীতির ক্ষেত্রে কোন আপোষ করা হবে না। অর্থ-পাচার ও দুর্নীতির অনুসন্ধান করে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। সংবিধান অনুযায়ী “ন্যায়পাল (Ombudsman)” নিয়োগ করা হবে। ১৪. সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। ১৫. বিশেষজ্ঞ সমন্বয়ে একটি “অর্থনৈতিক সংস্কার কমিশন” গঠন করা হবে। ১৬. “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবেন। ১৭.মুদ্রাস্ফীতির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। ১৮. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইনসহ সকল কালাকানুন বাতিল করা হবে। ১৯. বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে। বাংলাদেশ ভূ-খণ্ডের মধ্যে কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না এবং কোন সন্ত্রাসবাদী তৎপরতা আশ্রয়-প্রশ্রয় পাবে না। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহারের মাধ্যমে সন্ত্রাসবাদকে রাজনৈতিক ঢাল বা হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে ভিন্নমতের বিরোধী শক্তি এবং রাজনৈতিক বিরোধী দল দমনের অপতৎপরতা বন্ধ করা হলে প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত করে এবং আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা সম্ভব হবে। ২০. দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করে গড়ে তোলা হবে। ২১. ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর স্বাধীন, শক্তিশালী ও ক্ষমতাবান করা হবে। ২২. রাষ্ট্রীয় উদ্যোগে মুক্তিযুদ্ধে শহীদদের একটি তালিকা প্রণয়ন করা হবে এবং তাঁদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হবে। ২৩. যুবসমাজের ভিশন, চিন্তা ও আকাক্সক্ষাকে ধারণ করে আধুনিক ও যুগোপযোগী যুব-উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে। এক বছরব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, যেটাই আগে হবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি বিবেচনা করা হবে। ২৪. নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রে নীতিগতভাবে নারীদের প্রাধান্য দেয়া হবে। ২৫. চাহিদা-ভিত্তিক (Need-based) ও জ্ঞানভিত্তিক (Knowledge-based) শিক্ষাকে প্রাধান্য দেয়া হবে। ২৬. “সবার জন্য স্বাস্থ্য” এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের ‘NHS’ এর আদলে সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রবর্তন করা হবে। ২৭. কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।

জাতীয়

বিজয় দিবসে হতদরিদ্রের মাঝে সেলাই মেশিন বিতরণ করল রাউজান পৌরসভা

বিলেতের আয়না ডেক্স :- বিজয় দিবসে হতদরিদ্রের মাঝে সেলাই মেশিন বিতরণ করল রাউজান পৌরসভা ১৬ই ডিসেম্বর শুক্রবার মহান দিবস উপলক্ষে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এটিএম ফজলে করিম চৌধুরী এম.পির ৬৯ তম জন্মবার্ষিকীতে বরাদ্দকৃত ৬৯টি সেলাই মেশিন পৌরসভার ৬৯টি দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। রাউজান পৌরসভার আয়োজনে পৌর ভবন চত্বরে আয়োজিত বিজয়ের মঞ্চে প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি এই সেলাই মেশিন বিতরণ করেন। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ্ আল হারুন, পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, জানে আলম জনি, শওকত হাসান, এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, নাছিমা আকতার, জেবুন্নেসা, জান্নাতুল ফেরদৌস ডলি প্রমুখ। এর আগে নান্দনিক রাউজান পৌরসভার নব-নির্মিত তোরণ এর শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি।

জাতীয়

সীতাকুণ্ডে অস্ত্র সহ আটক ২

বিলেতের আয়না ডেক্স :- সীতাকুণ্ড প্রতিনিধি সীতাকুণ্ডে অস্ত্র সহ আটক ২ চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানায় কর্মরত এসআই হারুনুর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযানে জামাল উদ্দীন নামে এক ডাকাত কে অস্ত্রসহ আটক করেছে। শনিবার ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৮ টার দিকে সীতাকুণ্ড মডেল থানাধীন ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের ২নং ওয়ার্ড এর উত্তর মাহমুদাবাদ শুকলালহাট এলাকাস্থ চিটাগাং কেমিক্যাল ফ্যাক্টরীর ২ নম্বর গেটের সামনে রেল লাইনের উপর বসে থাকা অবস্থায় একটি দেশীয় তৈরি শুটার গান, ৪ টি কার্তুজসহ পরোয়ানাভুক্ত ডাকাতির মামলার আসামী জামাল উদ্দীন (২৯), পিতা-আবুল কাশেম, সাং-উত্তর দাড়ালিয়াপাড়া (কেশনের বাড়ীর সংলগ্ন), ৩নং ওয়ার্ড, বাড়বকুণ্ড ইউপি, থানা- সীতাকুণ্ড, জেলা –চট্টগ্রামকে আটক করেন। এই সংক্রান্তে সীতাকুণ্ড মডেল থানার মামলা নং-২৬, তাং১৭/১২/২২ ইং, ধারা-১৯ এ ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মোঃ জাবেদ (২২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত জাবেদ সন্দ্বীপ উপজেলার উড়িরচরের মোঃ ইব্রাহিমের পুত্র। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) আসাদুজ্জামান বলেন, নগরীর অলংকার মোড় থেকে সীতাকুণ্ডগামী একটি বাসে সন্দ্বীপের উড়িরচরে যাচ্ছিলেন জাবেদ। গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাসে অভিযান চালিয়ে জাবেদের ব্যাগ থেকে একটি ওয়ানশুটারগান ও সাতটি গুলি উদ্ধার করা হয়। জাবেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

আন্তর্জাতিক

বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসি অবসরে যাচ্ছে না।

বিলেতের আয়না ডেক্স :- বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসি অবসরে যাচ্ছে না। বিশ্বকাপ ট্রফি জেতার পর লিওনেল মেসি ঘোষণা দিলেন খেলা চালিয়ে যাওয়ার। আর্জেন্টিনার রূপকথার মহানায়ক বলেছেন, ‘জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। চ্যাম্পিয়নের মতো খেলা চালিয়ে যেতে চাই।’ কাতার বিশ্বকাপের ফাইনালে ম্যাচসেরা হয়েছেন মেসি। জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাবও। টুর্নামেন্টে ৭ গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট মেসির। অসংখ্য রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। মেসি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জিতেছেন চারবার। একবার করে জিতলেন কোপা আমেরিকা ও বিশ্বকাপ। আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ৯৮ গোলও তার। সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার কোনো ইচ্ছাই আর অপূর্ণ নেই। ।

Scroll to Top