কাতার বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার সাথে সাথে দায়িত্ব হস্তান্তর করেছে কাতার। বিশ্বকাপকে বিদায় জানাল কাতার।
বিলেতের আয়না ডেক্স :- কাতার বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার সাথে সাথে দায়িত্ব হস্তান্তর করেছে কাতার। বিশ্বকাপকে বিদায় জানাল কাতার। ২০২৬ বিশ্বকাপের তিন আয়োজক দেশের প্রতিনিধিদের কাছে রোববার (১৮ ডিসেম্বর) কূটনৈতিক দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেগা ইভেন্টকে বিদায় জানাল স্বাগতিক কাতার। ফ্রান্স বনাম আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ শুরুর আগে এই হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পরবর্তী আয়োজক দেশগুলোর প্রতিনিধিরা। আর মাত্র সাড়ে তিন বছর পর উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হবে পরবর্তী বিশ্বকাপ। ৪৮টি দেশের অংশগ্রহণে ক্রীড়াঙ্গনের এই সর্ববৃহৎ টুর্নামেন্টটি যৌথ ভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।এই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া জাতিসংঘের মার্কিন দূত লিন্ডা থমাস গ্রীনফিল্ড বলেন,‘ আমরা এখনই খুব বেশী রোমাঞ্চিত হতে পারছিনা। তিনি সাংবাদিকদের বলেন,‘ ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন সারা বিশ্ব থেকে ভক্তদের স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছি।’ যুক্তরাষ্ট্রের ১৬টি, মেক্সিকোর তিনটি এবং কানাডার দুটি শহরে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ম্যাচ। সর্বাধিক ৪৮টি দেশ নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ টুর্নামেন্ট। আগামী জুনে স্বাগতিক শহরগুলোর নাম ঘোষণা করবে ফিফা।