ডিসেম্বর ১৮, ২০২২

আন্তর্জাতিক

আসরের সেরা উদীয়মান খেলোয়াড় এনজো ফার্নান্দেজ , গোল্ডেন গ্লাভস পেয়েছেন গোল কিপার এমি মার্টিনেজ।

বিলেতের আয়না ডেক্স :- আসরের সেরা উদীয়মান খেলোয়াড় এনজো ফার্নান্দেজ , গোল্ডেন গ্লাভস পেয়েছেন গোল কিপার এমি মার্টিনেজ। কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ওই শিরোপা জিতে তিনি জানান দিয়েছেন, মেসি পরবর্তী যুগের হাল ধরতে তারা প্রস্তুত। এছাড়া বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালের আগে সেরা গোলরক্ষকের পুরস্কার কে জিতবেন তা নিয়ে বিতর্ক ছিল। ক্রোয়েশিয়ার লিভাকোভিচ, মরক্কোর ইয়াসিন বোনো, ফ্রান্সের হুগো লরিস ছিলেন দৌড়ে। কিন্তু ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এমি। তিন গোল খেলেও তার দুটি ছিল পেনাল্টি থেকে, যাতে তার দায় নেই। অন্য গোলটিও বক্সের মুখ থেকে এতো জোরে এমবাপ্পে মারেন যে ফেরানোর সুযোগ পাননি তিনি। তবে ম্যাচে মার্কোস থুরাম ও কোলো মোয়ানির দুটি ভালো শট ফেরান অ্যাস্টন ভিলায় খেলা এমি। আর ফাইনালর টাইব্রেকারে দুটি দুর্দান্ত শট ফিরিয়েছেন। এছাড়া কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দলকে জিতিয়ে নায়ক বনে যান তিনি। ওই ম্যাচেও দুই শট ফেরান তিনি। এমির গোল্ডেন গ্লাভস না জেতা তাই হতো অবাক করার মতো। আসরের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতা এনজো ফার্নান্দেজের বয়স ২১ বছর। ফিফার নিয়ম অনুযায়ী, ২১ বছর বা তার কম বয়সী ফুটবলারকে দেওয়া হয় ওই পুরস্কার। তার সঙ্গে নেদারল্যান্ডসের তরুণ কোডি গাকপো ছিলেন লড়াইয়ে। অথচ এই এনজোর বিশ্বকাপে খেলার কথা ছিল না। বেনফিকায় খেলা এই তরুণ আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ছিলেন না। লো চেলসোদের ইনজুরিতে তাকে ডেকে আনা হয়। প্রথম ম্যাচে শুরুর একাদশে জায়গা পাননি। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষেও শুরুতে ছিলেন না। তবে ওই ম্যাচে বদলি নেমে এক গোল করেন, পুরো ম্যাচের রঙ বদলে দেন। এরপর এই তরুণ আর্জেন্টিনার জার্সিতে নকআউটের চার ম্যাচের অধিকাংশ সময়ই মাঠে ছিলেন। ডাচদের বিপক্ষে ১২০ মিনিটে সমানতালে খেলে গেছেন তিনি। ফাইনালেও ফ্রান্সের মতো শারীরিক ও ফুটবলীয় দক্ষতায় শক্তিশালী দলের বিপক্ষে ১২০ মিনিট খেলেছেন রিভার প্লেট থেকে উঠে আসা এই তরুণ।  তার দিকে এখন রিয়াল মাদ্রিদ, লিভারপুলের চোখ।

আন্তর্জাতিক

এতো সুন্দর বিশ্বকাপ ফুটবল কখনো দেখি নাই – সাবেক ফুটবলার ডেভিড বেকহাম

বিলেতের আয়না ডেক্স :- এতো সুন্দর বিশ্বকাপ ফুটবল কখনো দেখি নাই – সাবেক ফুটবলার ডেভিড বেকহাম কাতার বিশ্বকাপের মতো এমন সুন্দর বিশ্বকাপ এর আগে কখনো দেখেননি বলে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম। খবর গোল ডট কম’র। বেকহাম বলেন, বিশ্বকাপ শুরুর প্রথম দিন থেকেই সমর্থকদের উচ্ছ্বাস ছিল বাধ ভাঙা। খেলার মাঠ থেকে শুরু করে বাইরে পর্যন্ত পুরোটাই পারিবারিক পরিবেশের মতো মনে হয়েছে। প্রথম দিন থেকেই কাতারের পরিবেশ অনেক সুন্দর। খেলা শেষে সবকিছু ভুলে গেলেও কাতারের এমন আতিথেয়তা সবাই মনে রাখবে। তিনি আরও বলেন, আমি তিনটা বিশ্বকাপ খেলেছি এবং অনেক বিশ্বকাপে অতিথি হিসেবে গিয়েছি কিন্তু কাতারের মতো এমন পরিবেশ কখনো কোথাও দেখিনি। বিশ্বকাপে সবার এমন মিলনমেলা সত্যিই অসাধারণ।

আন্তর্জাতিক

মেসির হাতে গোল্ডেন বল।

বিলেতের আয়না ডেক্স :- মেসির হাতে গোল্ডেন বল।ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে কাতারে পা রেখেছিলেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। অবশেষে তার হাত ধরেই ৩৬ বছরের খরা কাটিয়ে শিরোপা জিতলো আর্জেন্টিনা। বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুন্য দেখিয়ে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতলেন মেসি। সেইসঙ্গে ইতিহাসের প্রথম প্লেয়ার হিসেবে বিশ্বকাপের দুটি গোল্ডেন বল জিতলেন তিনি।

আন্তর্জাতিক

৩৬ বছর পর অর্থাৎ ১৯৮৬ সালের পর বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে।

বিলেতের আয়না ডেক্স :- ৩৬ বছর পর অর্থাৎ ১৯৮৬ সালের পর বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে। নানা নাকটীয়কতার পর অবশেষে অপেক্ষার শেষ। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। দুর্দান্ত ফাইনালের অবসান টাইব্রেকারে। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও ট্র্যাজিক হিরো থাকতে হলো কিলিয়ান এমবাপেকে। শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতায় হৃদয় হীম করে স্নায়ু জমাট বাঁধিয়ে দেওয়া ম্যাচ টাইব্রেকারে জয় করেছে আর্জেন্টিনা। ঘুচল ৩৬ বছরের শিরোপা খরা। ইতিহাস সেরার কাতারে নাম লেখালেন মেসি। অপূর্ণতাকে একক নৈপুণ্যেই নিজের করে নিয়েছেন এলএম টেন। আবারও যেন মেসির মাঝেই ফিরে এলেন প্রয়াত দিয়াগো ম্যারাডোনা। শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। তবে শেষ দিকে মোমেন্টাম ঘুরে যায় ফ্রান্সের দিকে। পেনাল্টির পর এমবাপের গোলে নির্ধারিত মূল সময়ের শেষ দিকে সমতায় ফেরে ফ্রান্স। যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। তবে পেনাল্টি থেকে আবারও গোল করে নিজের ইতিহাস গড়া হ্যাট্রিকের সঙ্গে দলকে ৩-৩ গোলের সমতায় ফেরান এমবাপে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আর আধিপত্য ধরে রাখতে পারেনি ফ্রান্স। মেসিরা ৪-২ গোলে ম্যাচ জিতে নেয়।

আন্তর্জাতিক

গোল্ডেন বুট পেয়েছে ফ্রান্সের এমবাপ্পে।

বিলেতের আয়না ডেক্স :- গোল্ডেন বুট পেয়েছে ফ্রান্সের এমবাপ্পে। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে গোল্ডেন বুট জয় করে নিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। ৭ গোল করেও মেসি জিততে পারলে না প্রেস্টিজিয়াস পুরস্কারটি। মেসি এবং এমবাপে দুজনই বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিলেন ৫টি করে গোল নিয়ে। ম্যাচের ২৩ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। সে সঙ্গে নিজের গোলও বাড়িয়ে নেন ৬টিতে। দ্বিতীয়ার্ধে এসে এক মিনিটেরও কম ব্যবধানে জোড়া গোল করে বসেন এমবাপে। একটি পেনাল্টি থেকে। অন্যটি করেন দুর্দান্ত এক প্লেসিং শটে। সে সঙ্গে এমবাপের গোল হয়ে যায় ৭টি। মেসির ৬টি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এই অর্ধে এসে লিওনেল মেসি এক দুর্দান্ত গোল করেন। সমান হয়ে যায় দু’জনের গোল। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় অংশে আবারও পেনাল্টি পেয়ে যায় ফ্রান্স। শট নেন এমবাপে। গোল। হ্যাটট্রিক। সে সঙ্গে তার গোল হয়ে যায় ৮টি।

আন্তর্জাতিক

মেসির হাতে বিশ্বকাপ

বিলেতের আয়না ডেক্স :- মেসির হাতে বিশ্বকাপ নানা নাটকীয়তা। একবার আর্জেন্টিনা এগিয়ে যায় পরক্ষণেই এমবাপ্পে ম্যাজিকে সমতায় ফিরে ফ্রান্স।  চরম উত্তেজনাকর ফাইনাল গড়ায় টাইব্রেকারে।  সেখানে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনা। ১২০ মিনিট পরেও ৩-৩।  ১১৬ মিনিটে  এমবাপ্পের হ্যাটট্রিকে সমতায়  যায় ফ্রান্স। এর আগে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা । তারও আগে এমবাপ্পে ম্যাজিকে সমতায় যায় ফ্রান্স । ৮০ মিনিটে এমবাপ্পের গোলে ব্যবধান কমায় ফ্রান্স। এর পরের মিনিটে আরও একটি গোল দেয় এমবাপ্পে। ৩৬ বছরের আক্ষেপ ঘুচানোর মিশনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে ফ্রান্সের। লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়ার গোলে প্রথমার্ধে ২-০তে এগিয়ে  যায় আলবিসেলেস্তেরা। ডি মারিয়াকে উসমান দেম্বেল ফাউল করায় ২২তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা

Scroll to Top