বিএনপির ১০ দফা হলো, অসাংবিধানিক, জংলী, সরকার আনার ষড়যন্ত্রের রাজনীতি : জাসদ
বিলেতের আয়না ডেক্স :- বিএনপির ১০ দফা হলো, অসাংবিধানিক, জংলী, সরকার আনার ষড়যন্ত্রের রাজনীতি : জাসদ বিএনপির ১০ দফাকে অসাংবিধানিক মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ বলছে, বিভাগীয় গণসমাবেশে উত্থাপিত দাবিসমূহ অস্বাভাবিক জংলি সরকার আনার ষড়যন্ত্রের রাজনীতি এবং যুদ্ধাপরাধ, জঙ্গিবাদী সন্ত্রাস, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত পক্ষাবলম্বনের কালো দলিল। আজ রোববার দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক যৌথ বিবৃতিতে এসব মন্তব্য করেন। গণমধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, ১০ দফা দিয়ে বিএনপি আবারও প্রমাণ করল যে, তারা দেশকে সংবিধানের বাইরে ঠেলে ফেলে দিয়ে অসাংবিধানিক অস্বাভাবিক জংলি সরকার আনার ষড়যন্ত্রের রাজনীতির পথই আঁকড়ে ধরে আছে। তাদের আসল উদ্দেশ্য যুদ্ধাপরাধ, জঙ্গিবাদী সন্ত্রাস ও দুর্নীতির বিচার বন্ধ করা। সর্বোচ্চ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী সন্ত্রাসী, দুর্নীতিবাজদের মুক্ত করা। বিএনপি সংবিধান, আইন, আদালত কোনো কিছুরই তোয়াক্কা করে না। দেশে সাজাপ্রাপ্ত হয়ে কোনোভাবে আলেম, ওলামা, ইসলামী চিন্তাবিদ, ইসলাম ধর্ম প্রচারক বন্দি নাই উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, যুদ্ধাপরাধ ও জঙ্গিবাদী সন্ত্রাসের সুনির্দিষ্ট অভিযোগে প্রকাশ্য আদালতে সাজাপ্রাপ্ত এবং দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক সে সাজা নিশ্চিত হয়ে যারা বন্দি আছে তারা কেউই প্রকৃত আলেম, ওলামা, ইসালামী চিন্তাবিদ, ইসলাম ধর্ম প্রচারক নয়। তারা ধর্মের অপব্যবহারকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কর্মী। কোনো যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী সন্ত্রাসী, রাজনৈতিক নেতা ধর্মের মনগড়া ব্যাখ্যা বা অপব্যাখ্যা দিয়ে ওয়াজ করলেই আলেম বা নিরপরাধী হয়ে যায় না। দেশের কেউই আইন আদালতে ঊর্ধ্বে না, মসজিদের ইমাম বা মাদ্রাসার প্রিন্সিপাল বা ধর্মভিত্তিক রাজনৈতিক নেতাও আইন আদালতে ঊর্ধ্বে নয় বলেও মনে করে জাসদ। দেশের সর্বোচ্চ আদালতে সুনির্দিষ্ট রায়ের পর বিচার বিভাগকে সম্পৃক্ত করে পুরোনো ধাচের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কোনোই সুযোগ নাই উল্লেখ করে জাসদ নেতারা বলেন, পুরোনো ধাচের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, আরপিও বাতিল করার দাবি তুলে বিএনপি সংবিধান অনুযায়ী যথাসময়ে সংসদ নির্বাচন বানচাল করার ইঙ্গিত দিয়েছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন বাতিল করার জন্য বিএনপি-জামায়াত ও এদের রাজনৈতিক পার্টনারদের ষড়যন্ত্রের রাজনীতি সম্পর্কে সজাগ থাকা এবং বাংলাদেশবিরোধী এই ষড়যন্ত্রের রাজনীতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার জন্য জাসদ ও ১৪ দলসহ দেশপ্রেমিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল, শুভবুদ্ধিসম্পন্ন সব ব্যক্তি, মহল, গোষ্ঠী ও শক্তির প্রতি আহ্বান জানান জাসদ নেতারা।