ডিসেম্বর ১১, ২০২২

জাতীয়

বিএনপির ১০ দফা হলো, অসাংবিধানিক, জংলী, সরকার আনার ষড়যন্ত্রের রাজনীতি : জাসদ

বিলেতের আয়না ডেক্স :- বিএনপির ১০ দফা হলো, অসাংবিধানিক, জংলী, সরকার আনার ষড়যন্ত্রের রাজনীতি : জাসদ বিএনপির ১০ দফাকে অসাংবিধানিক মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ বলছে, বিভাগীয় গণসমাবেশে উত্থাপিত দাবিসমূহ অস্বাভাবিক জংলি সরকার আনার ষড়যন্ত্রের রাজনীতি এবং যুদ্ধাপরাধ, জঙ্গিবাদী সন্ত্রাস, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত পক্ষাবলম্বনের কালো দলিল। আজ রোববার দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক যৌথ বিবৃতিতে এসব মন্তব্য করেন। গণমধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, ১০ দফা দিয়ে বিএনপি আবারও প্রমাণ করল যে, তারা দেশকে সংবিধানের বাইরে ঠেলে ফেলে দিয়ে অসাংবিধানিক অস্বাভাবিক জংলি সরকার আনার ষড়যন্ত্রের রাজনীতির পথই আঁকড়ে ধরে আছে। তাদের আসল উদ্দেশ্য যুদ্ধাপরাধ, জঙ্গিবাদী সন্ত্রাস ও দুর্নীতির বিচার বন্ধ করা। সর্বোচ্চ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী সন্ত্রাসী, দুর্নীতিবাজদের মুক্ত করা। বিএনপি সংবিধান, আইন, আদালত কোনো কিছুরই তোয়াক্কা করে না। দেশে সাজাপ্রাপ্ত হয়ে কোনোভাবে আলেম, ওলামা, ইসলামী চিন্তাবিদ, ইসলাম ধর্ম প্রচারক বন্দি নাই উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, যুদ্ধাপরাধ ও জঙ্গিবাদী সন্ত্রাসের সুনির্দিষ্ট অভিযোগে প্রকাশ্য আদালতে সাজাপ্রাপ্ত এবং দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক সে সাজা নিশ্চিত হয়ে যারা বন্দি আছে তারা কেউই প্রকৃত আলেম, ওলামা, ইসালামী চিন্তাবিদ, ইসলাম ধর্ম প্রচারক নয়। তারা ধর্মের অপব্যবহারকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কর্মী। কোনো যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী সন্ত্রাসী, রাজনৈতিক নেতা ধর্মের মনগড়া ব্যাখ্যা বা অপব্যাখ্যা দিয়ে ওয়াজ করলেই আলেম বা নিরপরাধী হয়ে যায় না। দেশের কেউই আইন আদালতে ঊর্ধ্বে না, মসজিদের ইমাম বা মাদ্রাসার প্রিন্সিপাল বা ধর্মভিত্তিক রাজনৈতিক নেতাও আইন আদালতে ঊর্ধ্বে নয় বলেও মনে করে জাসদ। দেশের সর্বোচ্চ আদালতে সুনির্দিষ্ট রায়ের পর বিচার বিভাগকে সম্পৃক্ত করে পুরোনো ধাচের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কোনোই সুযোগ নাই উল্লেখ করে জাসদ নেতারা বলেন, পুরোনো ধাচের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, আরপিও বাতিল করার দাবি তুলে বিএনপি সংবিধান অনুযায়ী যথাসময়ে সংসদ নির্বাচন বানচাল করার ইঙ্গিত দিয়েছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন বাতিল করার জন্য বিএনপি-জামায়াত ও এদের রাজনৈতিক পার্টনারদের ষড়যন্ত্রের রাজনীতি সম্পর্কে সজাগ থাকা এবং বাংলাদেশবিরোধী এই ষড়যন্ত্রের রাজনীতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার জন্য জাসদ ও ১৪ দলসহ দেশপ্রেমিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল, শুভবুদ্ধিসম্পন্ন সব ব্যক্তি, মহল, গোষ্ঠী ও শক্তির প্রতি আহ্বান জানান জাসদ নেতারা।

জাতীয়

বিএনপি’র ৫ সংসদ সদস্য পদত্যাগ পত্র গ্রহণ করেছেন স্পিকার ডঃ শিরিন শারমিন ।

বিলেতের আয়না ডেক্স :- বিএনপি’র ৫ সংসদ সদস্য পদত্যাগ পত্র গ্রহণ করেছেন স্পিকার ডঃ শিরিন শারমিন । বিএনপির যে পাঁচজন সংসদ সদস্য স্বশরীরে জাতীয় সংসদে হাজির হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপি’র সংসদ সদস্যরা। পাঁচজনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রবিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে সংসদ ভবনে স্পিকারের দফতরে যান বিএনপির সংসদ সদস্যরা। তারা পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে যাওয়ার পর গণমাধ্যমকর্মীদের স্পিকার এ তথ্য জানান। তিনি সাংবাদিকদের বলেন, তারা (বিএনপির এমপি) স্ব স্ব স্বাক্ষরযুক্ত আমার কাছে সাতজনের আবেদন জমা দিয়েছেন। পাঁচজন স্বশরীরে ছিলেন তাদেরটা গ্রহণ করা হয়েছে। সংবিধানের ৬৭ (২) অনুযায়ী ওই আসনগুলো শূন্য হয়ে গেছে। বাকি দুইজনের আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবো। বিএনপির সাত সংসদ সদস্যের মধ্যে আব্দুস সাত্তার অসুস্থ থাকায় এবং হারুনুর রশিদ বিদেশে থাকায় অনুপস্থিত রয়েছেন। স্পিকার জানান, এরমধ্যে আব্দুস সাত্তার অসুস্থ থাকায় সংসদ সচিবালয় তার স্বাক্ষর মিলিয়ে দেখবে ও কথা বলবে। সব ঠিক থাকলে তার আবেদনও গৃহীত হবে। তবে ই-মেইলের মাধ্যমে দেওয়ায় হারুনুর রশীদের আবেদন গ্রহণ হবে না, তাকে পরে এসে জমা দিতে হবে। তিনি আরও বলেন, আসন শূন্য হওয়ার গেজেট প্রকাশের পর তাদের কাছে পাঠানো হবে। সেই সঙ্গে নির্বাচন কমিশনে পাঠানো হবে। আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ নির্বাচন হবে জানিয়ে স্পিকার বলেন, আসন শূন্যের এখন গেজেট হবে। পরে অধিবেশন যখন বসবে সেখানেও জানানো হবে। প্রসঙ্গত, ৩৫০ আসনের জাতীয় সংসদে বিএনপির সাতজন সংসদ সদস্য হলেন- উকিল আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২), হারুনর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জিএম সিরাজ (বগুড়া-৭), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)।

জাতীয়

যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিনের জরীপে ১০০জন নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২ নাম্বার ।

বিলেতের আয়না ডেক্স :- যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিনের জরীপে ১০০জন নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২ নাম্বার ।যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ৪২তম স্থানে আছেন তিনি। গতবছর ৪৩তম স্থানে ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিষয়ে ফোর্বস উল্লেখ করেছে, ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয়লাভের পর তিনি চতুর্থ মেয়াদে জয়ী হন, যা তার টানা তৃতীয় মেয়াদও।’ তিনি খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তির নিশ্চয়তার মতো বিষয়গুলোতে আরও ফোকাস করার পরিকল্পনা করেছেন। ফোর্বস জানায়, ‘বাংলাদেশে দৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠা শেখ হাসিনার একটি চলমান সংগ্রাম। ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দে এবং তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শ্রদ্ধার নিদর্শন হিসেবে ইরানের জিনা মাসা আমিনিকে মরণোত্তর প্রভাবশালী তালিকায় ১০০ নম্বরে স্থান দেওয়া হয়েছে। ২০০৪ সাল থেকে প্রতি বছর ফোর্বস ম্যাগাজিন বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করে আসছে।

জাতীয়

অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন

বিলেতের আয়না ডেক্স :- উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান, জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব, বিশিষ্ট চিকিৎসক, কলামিস্ট, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল’র সাথে সিলেটের মেডিকেল রোডের কাজলশাহস্থ ল্যাবএইড লিমিটেডের নিজ চেম্বারে ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য স্বাক্ষাতে মিলিত ও ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় নেতৃবৃন্দ মানবিক ফাউন্ডেশনের আদর্শ, উদ্দেশ্যে ও লক্ষ্য তু্লে ধরেন এবং মানবিক কাজে সার্বিক সহযোগিতা করার আহবান জানান। সৌজন্যে সাক্ষাতে ডা.স্বপ্নীল বলেন, দু’টি পাতার একটি কুঁড়ির হযরত শাহজালাল (রাঃ) পুণ্যভুমি সিলেটের সাথে বানিজ্যিক রাজধানী, বার আউলিয়ার পুণ্যভুমি চট্টগ্রামের কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি,ঐতিহ্য এবং মানুষের আন্তরিকতার যথেষ্ট মিলবন্ধন রয়েছে। কারণ এক সময় সিলেট চট্টগ্রাম বিভাগের মধ্যে ছিল প্রয়োজনের তাগিদে চট্টগ্রাম থেকে সিলেট বিভাগ আলাদা হলেও সিলেট-চট্টগ্রাম’র সেই সেতুবন্ধন এখনো অক্ষুণ্ণ রয়েছে। মানবতার সেবাই নিবেদিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন সিলেট-চট্টগ্রামের মধ্যে সেই সেতুবন্ধন, সৌভ্রাতৃত্ব, মিলবন্ধন অক্ষুন্ন রেখেছেন জেনে খুবই আনন্দিত হলাম। মানবিক ও সেবামূলক যেকোন কার্যক্রমে সব সময় পাশে থাকার আশ্বাস প্রধান করেন। এবং সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা মনোনিত করায় সানন্দে গ্রহন করে এবং ফাউন্ডেশনের সবাইকে ধন্যবাদ জানান। উক্ত সৌজন্যে সাক্ষাতে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া, দিলু বড়ুয়া, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, শিমুল মুৎসুদ্দী,সেবু বড়ুয়া, হাদিউল ইসলাম শাহারিয়ার, সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ।

জাতীয়

হুফফাজুল কোরআন বোর্ড, বাংলাদেশ এর হিফজুল কোরআন প্রতিযোগিতা ২য় রাউন্ড সফলভাবে সুসম্পন্ন

বিলেতের আয়না ডেক্স :- হুফফাজুল কোরআন বোর্ড, বাংলাদেশ এর হিফজুল কোরআন প্রতিযোগিতা ২য় রাউন্ড সফলভাবে সুসম্পন্ন চান্দগ্রামী বড় হাফিজ সাহেব রহঃ এর ৩৭ তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল চান্দগ্রাম আব্দুল বারী রহঃ বড় হাফিজ ছাহেব হাফিজিয়া মাদ্রাসার ১০৬ তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন এবং আবদে বারী রহঃ হুফফাজুল কোরআন বোর্ড, বাংলাদেশ এর হিফজুল কোরআন প্রতিযোগিতা ২য় রাউন্ড সফলভাবে সুসম্পন্ন উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শাহ ইয়াকুব বদরপুরী রহঃ এর অন্যতম খলিফা সিরাজুল হুফফাজ আলহাজ্জ হাফিজ মোঃ আব্দুল বারী রহ বড় হাফিজ সাহেব কিবলাহ চান্দগ্রামী এর ৩৭ তম ও উনার মরহুম ছাহেব জাদাদের বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল ও চান্দগ্রাম আব্দুল বারী রহঃ বড় হাফিজ ছাহেব হাফিজিয়া মাদ্রাসার ১০৬ তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন গত ২ দিন -০৮/১২/২০২২ ও ০৯/১২/২০২২ ইং রোজ বৃহস্পতি ও শুক্রবার চান্দগ্রাম জামে মসজিদ সংলগ্ন ঈদ্গাহ মাঠে অনুষ্টিত হয় । প্রথম দিন সকাল ০৮.০০ ঘটিকার সময় আরম্ভ হয় হিফজুল কোরআন প্রতিযোগিতার ২য় রাউন্ড ,এতে সিলেট বিভাগ হতে কয়েক শত ছাত্রদের মধ্য থেকে ৪১ জন সূযোগ পান , সেই ৪১ জন ছাত্র ৩ টি গ্রুপে অংশগ্রহন করে প্রথম গ্রুপ ০১ হইতে ১০.০০ পারায় , প্রথম বিজয়ী হন ইয়াকুবিয়া হিফজুল কোরাআন মাদ্রাসা-ধারন, ছাতক থেকে অংশগ্রহনকারী ছাত্র মোঃ হুমায়ুন আহমদ তারেক, পুরুস্কার হিসাবে প্রদান করা হয় ২০.০০০ বিশ হাজার টাকা । ২য় নাম্বারে বিজয়ী হন ভূরকী হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা- বিশ্বনাথ থেকে অংশগ্রহনকারী ছাত্র মোঃ নাজমুল হাসান, ২য় পুরুস্কার হিসাবে পুরুস্কার হিসাবে প্রদান করা হয় ১৫.০০০ পনের হাজার টাকা ০১ হইতে ২০ পারায় প্রথম বিজয়ী হন পূর্ব রেঙ্গা হিফজুল কোরআন মাদ্রাসা গোলাপগঞ্জ ,সিলেট থেকে অংশগ্রহনকারী ছাত্র , মোঃ ফাহিম আহমদ ,পুরুস্কার হিসাবে প্রদান করা হয় ২০.০০০ বিশ হাজার টাকা । ২য় নাম্বারে বিজয়ী হন মাদ্রাসা- ই সিরাজুম মুনির লতিফিয়া সদর, সিলেট থেকে অংশগ্রহনকারী ছাত্র সিজান মাহমুদ, ২য় পুরুস্কার হিসাবে পুরুস্কার হিসাবে প্রদান করা হয় ১৫.০০০ পনের হাজার টাকা , ০১ হইতে ৩০ পারায় প্রথম বিজয়ী হন সিরাজাম মুনিরা তাহফিজুল কোরআন মাদ্রাসা, ছাতক থেকে অংশগ্রহনকারী ছাত্র , সাহাদাৎ হোসেন ,পুরুস্কার হিসাবে প্রদান করা হয় ২০.০০০ বিশ হাজার টাকা । ২য় নাম্বারে বিজয়ী হন হাবিবুল্লাহ জামেয়া ইস লামিয়া হাফিজিয়া তাতিকোনা মাদ্রাসা থেকে অংশগ্রহনকারী ছাত্র ইমাদ উদ্দিন, ২য় পুরুস্কার হিসাবে পুরুস্কার হিসাবে প্রদান করা হয় ১৫.০০০ পনের হাজার টাকা , সকল পুরুস্কার sponsor করেন মরহুম মাহমুদ আলী রহমান আন্ড সন্স ফাউন্ডেশন, চান্দগ্রাম , আল্লাহ পাক উনাদেরকে উত্তম প্রতিদান যেন দান করেন , আমীন উক্ত মাহফিল উপলক্ষে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হয় । যেমন কয়েক শত খতমে কোরআন মিলাদ মাহফিল ,খানেকা জিকির, ইত্যাদি । গতকাল ১২.০০ ঘটিকার সময় উক্ত মাহফিলের কার্যক্রম শেষ হয় ।উক্ত ঈসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন হযরত মাও শিহাব উদ্দিন চৌধুরী সাহেব,ছাহেব জাদায়ে ফুলতলী। এ ছাড়া উপস্থিত ছিলেন, ফাতেহাবাদ দরবার শরিফের পীরজাদা মাও শফিকুল ইসলাম, কুমিল্লা -মাও নেছার আহমদ চট্টগ্রামী,মাও শেহাব উদ্দিন আলীপুরী, মাও বাহা উদ্দিন ,মাও আব্দুল আওয়াল ফয়সাল বিন তাহে্রী , মাও,দেলওয়ার হোসেন জামী , মাও ইব্রাহীম আলী, মাও, মাহমুদুর রহমান , সহ প্রমুখ ,মাহফিলে দেশ ও জাতীর কল্যানে মুনাজাত অনুষ্ঠিত হয়। নিম্নে মাহফিলের কিছু দৃশ্য

Scroll to Top