ডিসেম্বর ৯, ২০২২

জাতীয়

শর্তে সাপেক্ষে বিএনপিকে সমাবেশের আনুষ্ঠানিক অনুমতি দিল পুলিশ।

বিলেতের আয়না ডেক্স :- শর্তে সাপেক্ষে বিএনপিকে সমাবেশের আনুষ্ঠানিক অনুমতি দিল পুলিশ। ২৬ শর্তসাপেক্ষে শনিবার (১০ ডিসেম্বর) বিএনপিকে গোলাপবাগ মাঠে গণসমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির শর্তে বলা হয়েছে, শর্তাবলী যথাযথভাবে পালন না করলে তাৎক্ষণিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে। ডিএমপির পক্ষে থেকে আরও বলা হয়, জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই এই অনুমতির আদেশ বাতিল করার ক্ষমতা রাখে। শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. তানভীর সালেহীন ইমনের স্বাক্ষরিত এক চিঠিতে সমাবেশের অনুমতির কথা বিএনপিকে জানানো হয়েছে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বরাবর ডিএমপির চিঠিতে বলা হয়েছে, ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি প্রদান প্রসঙ্গে আপনার (কায়সার) ৯ নভেম্বর দাখিল করার আবেদনের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ মাঠে নিম্নবর্ণিত শর্তাবলী যথাযথভাবে পালন সাপেক্ষে আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিএনপির উদ্যোগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি দেওয়া হলো। ডিএমপির শর্তাবলী ১। এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিতে হবে। ২। স্থান ব্যবহারের অনুমতিপত্রে উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে। ৩। গোলাপবাগ মাঠে অভ্যন্তরে সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে। ৪। নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে। ৫। স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশস্থলের অভ্যন্তরে ও বাইরে উন্নত রেজুলেশনযুক্ত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। ৬। নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিটি প্রবেশ পথে আর্চওয়ে স্থাপন করতে হবে এবং সমাবেশস্থলে আগতদের হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিংয়ের ব্যবস্থা করতে হবে। ৭। নিজস্ব ব্যবস্থাপনায় Vehicle Scanner/Search Mirror এর মাধ্যমে সমাবেশস্থলে আগত সব যানবাহন তল্লাশির ব্যবস্থা করতে হবে। ৮। নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশস্থলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে হবে। ৯। গোলাপবাগ মাঠের বাইরে বা সড়কের পাশে মাইক/সাউন্ডবক্স ব্যবহার করা যাবে না। ১০। গোলাপবাগ মাঠের বাইরে বা সড়কের পাশে প্রজেক্টর স্থাপন করা যাবে না। ১১। গোলাপবাগ মাঠের বাইরে, রাস্তায় বা ফুটপাতে কোথাও লোক সমাবেত হওয়া যাবে না। ১২। আজান, নামাজ ও অন্যান্য ধর্মীয় সংবেদনশীল সময় মাইক/শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না। ১৩। ধর্মীয় অনুভূতির ওপর আঘাত আসতে পারে এমন কোনো বিষয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য প্রদান বা প্রচার করা যাবে না। ১৪। অনুমোদিত সময়ের মধ্যে সমাবেশের সার্বিক কার্যক্রম শেষ করতে হবে। ১৫। সমাবেশ শুরুর দুই ঘণ্টা পূর্বে লোকজন সমবেত হওয়ার জন্য আসতে পারবে। ১৬। সমাবেশস্থলের আশপাশসহ রাস্তায় কোনো অবস্থাতেই সমবেত হওয়াসহ যান ও জন চলাচলে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। ১৭। পতাকা, ব্যানার, ফেস্টুন বহনের আড়ালে কোনো ধরনের লাঠিসোটা, রড ব্যবহার করা যাবে না। ১৮। আইনশৃঙ্খলা পরিপন্থি ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কার্যকলাপ করা যাবে না। ১৯। রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ ও বক্তব্য প্রদান করা যাবে না। ২০। উসকানিমূলক কোনো বক্তব্য প্রদান বা প্রচারপত্র বিলি করা যাবে না। ২১। জনদুর্ভোগ তৈরি করে মিছিল সহকারে সমাবেশস্থলে আসা যাবে না। ২২। পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করতে হবে, মূল সড়কে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। ২৩৷ সমাবেশস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে আয়োজনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। ২৪। স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণপূর্বক সমাবেশ পরিচালনা করতে হবে। ২৫। উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন না করলে তাৎক্ষণিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে। ২৬। জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা রাখে।

জাতীয়

নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া।

বিলেতের আয়না ডেক্স :- নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার কর্ম ও আদর্শ সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অনন্য অর্জনের জন্য প্রতি বছর ৯ ডিসেম্বর বেগম রোকেয়া পদক দেয়া হয়। নারী জাগরণের অগ্রদূত মহীয়সী এই নারী বেগম রোকেয়ার জন্ম ১৮৮০ সালের ৯ ডিসেম্বর, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে। বেগম রোকেয়ার বাবার নাম জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের। মা রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। সে সময় মুসলিম সমাজে মেয়েদের লেখাপড়া শেখানোর কোনো চল ছিল না। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও পরিবারে সবার অগোচরে তার বড় ভাইয়ের কাছে উর্দু, বাংলা, আরবি ও ফারসি পড়তে এবং লিখতে শেখেন। তার জীবনে শিক্ষালাভ ও মূল্যবোধ গঠনে বড় ভাই ও বোন উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। পরবর্তীতে ১৮৯৮ সালে ১৬ বছর বয়সে ভাগলপুর নিবাসী ডেপুটি ম্যাজিস্ট্রেট খান বাহাদুর সাখাওয়াত হোসেনের সঙ্গে বিয়ে হয় তার। স্বামীর উৎসাহে ও নিজের আগ্রহে তিনি লেখাপড়ার প্রসার ঘটান। তিনি প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। তার উল্লেখযোগ্য রচনাগুলো হলো—মতিচূর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধ-বাসিনী। ১৯১০ সালের শেষ দিকে তিনি কলকাতায় যান। তার লেখা অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন, অর্ধাঙ্গী, মতিচুর ছাড়াও অসংখ্য বই লিখে তিনি সারা বিশ্বে সমাদৃত হয়। ১৯৩২ সালের একই দিন ৯ ডিসেম্বরে তিরি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আন্তর্জাতিক, জাতীয়

মির্জা ফখরুল ইসলাম আলমগীর – মির্জা আব্বাসের খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান এবং দ্য নিউইয়র্ক টাইমস।

বিলেতের আয়না ডেক্স :- মির্জা ফখরুল ইসলাম আলমগীর – মির্জা আব্বাসের খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান এবং দ্য নিউইয়র্ক টাইমস। রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গ্রেপ্তারের খবর প্রকাশ করেছে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এবং দ্য নিউইয়র্ক টাইমস। একইসঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই সংঘাতের দিকে যাচ্ছে—প্রতিবেদনে এরকম পর্যবেক্ষণের কথাও বলা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে নিজ নিজ বাসা থেকে এই দুই নেতাকে আটক করে পুলিশ। প্রথমে জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তাদেরকে ডিবি অফিসে নেওয়ার কথা জানানো হয়েছিল। পরে, নয়াপল্টনে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়।

আন্তর্জাতিক

ট্রাইবেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে পরাজিত করে সেমিফাইনালে আর্জেন্টিনা ।

বিলেতের আয়না ডেক্স :- ট্রাইবেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে পরাজিত করে সেমিফাইনালে আর্জেন্টিনা । টাইব্রেকারে নেদারল্যান্ডকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে পা রাখলো আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ড-আর্জেন্টিনার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে। শুক্রবার (৯ ডিসেম্বর) ইংল্যান্ড সময় দিবাগত রাত ৭টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে মাঠে নামে দু’দল। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে নেদারল্যান্ড ও আর্জেন্টিনা। ম্যাচের ৩৫ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নাহুয়েল মলিনা। তার গোলেই লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৭১ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেখান থেকে গোল করে আর্জেন্টিনার লিড বাড়িয়ে দেন মেসি। এরপর জোড়া গোল করে নেদারল্যান্ডকে সমতায় ফেরায় উট উইঘোর্স্ট। এরপর অতিরিক্ত সময়ের খেলা সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ২০১৪ সালে ইতিহাসের পুনরাবৃত্তি করে টাইব্রেকারে ডাচদের ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা।

আন্তর্জাতিক

ব্রাজিলের কোচ তিতের পদত্যাগ।

বিলেতের আয়না ডেক্স :- ব্রাজিলের কোচ তিতের পদত্যাগ। বিশ্বকাপ থেকে বিদায়ের পর পদত্যাগ করেছেন ব্রাজিল কোচ তিতে। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে এডুকেশন সিটি স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে ট্রাইবেকারে ৪-২ গোলে পরাজিত ব্রাজিল। অন্যতম ফেবারিটদের বিদায় নিতে হয় কোয়ার্টার ফাইনাল থেকে। খবর বিবিসির। তিতে বলেন, একটি বেদনাদায়ক পরাজয়। কিন্তু আমি নিজের উপর সন্তুষ্ট। আমি দু’মুখো মানুষ নই।

আন্তর্জাতিক

ব্রাজিল কে ট্রাইব্রেকারে ৪-২গোলে হারিয়ে সেমিফাইনালে ক্রোয়েশিয়া ।

বিলেতের আয়না ডেক্স :- ব্রাজিল কে ট্রাইব্রেকারে ৪-২গোলে হারিয়ে সেমিফাইনালে ক্রোয়েশিয়া ।টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ক্রোয়েশিয়া। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলশূন্য থেকে বিরতিতে যায় ব্রাজিল ও ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ডেড লক ভাঙ্গেন নেইমার। তবে ম্যাচের ১১৭ মিনিটে সমতায় ফিরে ক্রোয়েশিয়া। এরপর আর কোন গোল না হলে ১-১ গোল সমতায় শেষ হয় অতিরিক্ত সময়ের খেলা। শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে ক্রোয়েশিয়া।

জাতীয়

সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য পাঁচ বিশিষ্ট নারী ‘রোকেয়া পদক’ পেয়েছেন।

বিলেতের আয়না ডেক্স :- সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য পাঁচ বিশিষ্ট নারী ‘রোকেয়া পদক’ পেয়েছেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে পাঁচ নারীর হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদকপ্রাপ্ত পাঁচ নারী ও তাদের অবদানের ক্ষেত্র হলো— নারী শিক্ষায় ফরিদপুর জেলার রহিমা খাতুন। নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রাম জেলার প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট)। নারীর আর্থসামাজিক উন্নয়নে সাতক্ষীরা জেলার ফরিদা ইয়াসমিন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের নড়াইল জেলার ড. আফরোজা পারভীন এবং পল্লি উন্নয়নে ঝিনাইদহ জেলার নাছিমা বেগম। এ সময় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল। পুরস্কার বিজয়ীদের পক্ষে ড. আফরোজা পারভীন নিজস্ব অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।

আন্তর্জাতিক

বৃটেনের সঙ্গে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কাজ করবে ইউরোপের ৪ দেশ।

বিলেতের আয়না ডেক্স :- বৃটেনের সঙ্গে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কাজ করবে ইউরোপের ৪ দেশ। অবৈধ অভিবাসনের জোয়ার ঠেকাতে এখন থেকে ব্রিটেনের সঙ্গে যুগপৎভাবে কাজ করবে দেশটির প্রতিবেশী চার ইউরোপীয় রাষ্ট্র— বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডস। এক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে পৃথক করা সাগর ইংলিশ চ্যানেল দিয়ে অভিবাসীদের আগমন ঠেকাতে মনযোগ দেওয়া হবে বলে ঐকমত্যেও পৌঁছেছে এই পাঁচ দেশ। উত্তরপশ্চিম ইউরোপের এই চার দেশকে একত্রে ‘ক্যালিস গ্রুপ’ বলা হয়। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েল্লা ব্রেভারম্যানের সঙ্গে ইউরোপের এই ‘ক্যালিস গ্রুপের’ স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়। সে বৈঠকেই তারা এই ঐকমত্যে পৌঁছান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ইউরোপ মহাদেশভূক্ত দেশ হলেও মহাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত নয় যুক্তরাজ্য। ইউরোপের মূল ভূখন্ডস্থিত দেশ ফ্রান্স থেকে যুক্তরাজ্যকে পৃথক করেছে ইংলিশ চ্যানেল নামের ছোট ও সংকীর্ণ একটি সাগর। এই সাগরটির দৈর্ঘ্য প্রায় ৫৬২ কিলোমিটার ও প্রস্থ স্থানভেদে সর্বোচ্চ ২৪০ কিলোমিটার থেকে সর্বনিম্ন ৩৪ কিলোমিটার। বিশ্বের অন্যান্য সাগরের তুলনায় আকার-আয়তনে ছোট হলেও যাতায়াতের পথ হিসেবে বেশ বিপজ্জনক ইংলিশ চ্যানেল। ভৌগলিক কারণেই বছরের অধিকাংশ সময়ে ঝড়ো আবহাওয়া থাকে এ সাগরে। কিন্তু এই সাগর দিয়েই প্রতিবছর ফ্রান্স থেকে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী পাড়ি জমান ব্রিটেনে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ৪০ হাজার অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ  করেছেন। ইংলিশ চ্যানেল রুট দিয়ে অভিবাসীদের আগমন ঠেকাতে নভেম্বর ৭ কোটি ২২ লাখ ইউরো মূল্যের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে। সেই চুক্তির ভিত্তিতেই বৃহস্পতিবার ব্রাসেলসে যুক্তরাজ্যের সঙ্গে ইউরোপের ‘ক্যালিস গ্রুপের’ ভোট হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েল্লা ব্রেভারম্যান। বিবৃতিতে তিনি আরও বলেন, ‘ইউরোপে অবৈধ অভিবাসীদের জোয়ার ঠেকানো এবং মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে ইউরোপের সব দেশের একসঙ্গে কাজ করা প্রয়োজন।’ ‘ক্যালিস গ্রুপের সঙ্গে ব্রিটেনের আজকের বৈঠক বেশ গঠনমূলক হয়েছে। বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন শুরু হলে মানবপাচারের সঙ্গে ঘৃণ্য অপরাধীদের বিচারের আওতায় আনার পথ অনেক সহজ হবে।

জাতীয়

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস কে গোয়েন্দা সংস্থার লোক তুলে নিয়ে গেছে ।

বিলেতের আয়না ডেক্স :- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস কে গোয়েন্দা সংস্থার লোক তুলে নিয়ে গেছে । বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তাদের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। এছাড়া মির্জা আব্বাসকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের আরেক সদস্য শামসুদ্দিন দিদার। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার কিছুক্ষণ পর রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শাহজানপুরের নিজ বাসা থেকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। কিন্তু কোথায় নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত আমরা সেটা জানি না। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাঙলা কলেজের মাঠ পরিদর্শন শেষে বাসায় ফেরেন মির্জা আব্বাস। বাসায় যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেছিলেন, দুইটা মাঠ দেখেছি। স্থায়ী কমিটির সঙ্গে আলাপ করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাব। কোথাও নিরাপদ নয় বিএনপি কর্মীরা। সিদ্ধান্ত নিতে পারছি না।

জাতীয়

সিলেটে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান সংবর্ধিত

বিলেতের আয়না ডেক্স :- শহিদুল ইসলাম, প্রতিনিধি সিলেটে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান সংবর্ধিত সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রথম কমান্ডার বঙ্গবীর ওসমানী ট্রাস্ট ইউকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম খানকে বঙ্গবীর ওসমানী গবেষণা ইন্সটিটিউটের উদ্যাগে এক সংবর্ধনা প্রদান করা হয়। সিলেট শহরের আম্বরখানায় হোটেল পলাশ ইন্টারন্যাশনালের হল রুমে ২ ডিসেম্বর এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবীর ওসমানী গবেষণা ইন্সটিটিউট এর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রথম কমান্ডার বঙ্গবীর ওসমানী ট্রাস্ট ইউকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হাজী ইর্শাদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ রইছ আলী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নাজিম উদ্দীন এবং বঙ্গবীর ওসমানী জাদুঘর কর্মকর্তা জিয়ারত হোসেন খান। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক আকলিছ চৌধুরী সহ সিলেটের বীর মুক্তিযোদ্ধা এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচছা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Scroll to Top