ডিসেম্বর ৫, ২০২২

আন্তর্জাতিক

কাতার বিশ্বকাপে ফুটবলে সেনেগাল কে ৩-০ গোলে পরাজিত করেছে ইংল্যান্ড।

বিলেতের আয়না ডেক্স :- কাতার বিশ্বকাপে ফুটবলে সেনেগাল কে ৩-০ গোলে পরাজিত করেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। জর্ডান হেন্ডারসনের গোলের পর চেনা রূপে ফেরে ইংলিশরা। হ্যারি কেইনের গোলে ব্যবধান আরও বাড়ে। আল খোরের আল বাইত স্টেডিয়ামে রবিবার দিবাগত রাতে শেষ ষোলোর ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে তাদের তৃতীয় গোলটি করেন বুকায়ো সাকা।কাতার বিশ্বকাপে ফুটবলে সেনেগাল কে ৩-০ গোলে পরাজিত করেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। জর্ডান হেন্ডারসনের গোলের পর চেনা রূপে ফেরে ইংলিশরা। হ্যারি কেইনের গোলে ব্যবধান আরও বাড়ে। আল খোরের আল বাইত স্টেডিয়ামে রবিবার দিবাগত রাতে শেষ ষোলোর ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে তাদের তৃতীয় গোলটি করেন বুকায়ো সাকা।

জাতীয়

সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ’র উদ্যোগে অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টর পক্ষে শীতবস্ত্র দান

বিলেতের  আয়না ডেক্স :- উৎফল বড়ুয়া, সিলেট সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ’র উদ্যোগে অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টর পক্ষে শীতবস্ত্র দান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ উদ্যোগে দেশজুড়ে বিস্তৃত ২১ টি জেলায় শীতবস্ত্র দান কর্মসূচি বাস্তবায়নে অংশ হিসেবে চট্টগ্রাম থেকে অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্ট এর অর্থায়নে সিলেটে ৩ ডিসেম্বর (শনিবার) মহান বিজয়ের মাসে বিজয় দিবস উপলক্ষে সিলেটের শাহপরান থানাধীন শাহীঈদগাহস্থ দলদলি চা বাগান এলাকায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর সভাপতি উৎফল বড়ুয়ার সভাপতিত্বে, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়’র রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, এডভোকেট বুলবুল আহন্মেদ চৌধুরী, দলদলি চা বাগান সভাপতি মিন্টু দাশ সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, অংশুপ্রু মারমা, ইঞ্জিনির পলাশ বড়ুয়া, দিলু বড়ুয়া, শেলু বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন বরুন বড়ুয়া, অপরাজিত বড়ুয়া অহন, অর্নিতা বড়ুয়া, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া সহ পরিষদের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন । লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের প্রাক্তন জেলা গভর্নর ও কনফিডেন্স সিমেন্টের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়ার একমাত্র পুত্র সন্তান অনিরুদ্ধ বড়ুয়া অনির ২৩ তম মৃত্যুবার্ষিকী ছিল গত ২৪ নভেম্বর। অনুষ্ঠানে লায়ন রূপম কিশোর বড়ুয়ার নিজ গ্রাম মহামুনির পাহাড়তলীতে অসহায় শীতার্তদের জন্য বাবৌযুপ–এর কর্মকর্তাদের কাছে ২৩০ টি কম্বল হস্তান্তর করেন। লায়ন রূপম কিশোর বড়ুয়া থেকে প্রাপ্ত কম্বলসমূহ তাঁর পিতা সাবেক পাকিস্তান গণপরিষদ সদস্য (এমএলএ) অ্যাডভোকেট ফণী ভূষণ বড়ুয়া, মাতা তটিনী বড়ুয়া ও অকাল প্রয়াত সন্তান অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মরণে দেশজুড়ে বিস্তৃত বাবৌযুপ এর ২১ টি কর্মসূচি সম্পাদন কেন্দ্রে (অঞ্চল/শাখা) এর ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্ট’র শীতবস্ত্র দান কর্মসূচি অংশ হিসেবে সিলেটের জন্য শীতবস্ত্র গ্রহন করে সিলেটে পাঠান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের দেশজুড়ে শীতবস্ত্র দান কর্মসূচি কমিটির সচিব সুমন বড়ুয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা তপন কুমার বড়ুয়া, জাতীয় কমিটির মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া, প্রেসিডিয়াম মেম্বার প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া বাপ্পি, সহ সাধারণ সম্পাদক সাগর বড়ুয়া ববি, অর্থ সম্পাদক তুষার বড়ুয়া প্রমুখ।

Scroll to Top