ডিসেম্বর ২, ২০২২

আন্তর্জাতিক

কাতার বিশ্বকাপ ফুটবলে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে পরাজিত করেছে পর্তুগালকে ।

বিলেতের আয়না ডেক্স :- কাতার বিশ্বকাপ ফুটবলে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে পরাজিত করেছে পর্তুগালকে । পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে চলে গেছে দক্ষিণ কোরিয়া। যদিও দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত করে ফেলেছিল পর্তুগাল। দক্ষিণ কোরিয়ার জন্য আজ ছিল বাঁচা-মরার লড়াই ।  পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে পর্তুগালকে হারানো ছাড়া উপায় ছিল না। সেইসঙ্গে উরুগুয়ের ম্যাচের দিকেও তাদের তাকিয়ে থাকতে হয়েছে। ম্যাচটিতে ২-০ গোলে ঘানাকে হারিয়েছে উরুগুয়ে। কিন্তু জিতেও ছিটকে গেল উরুগুয়ে। পয়েন্ট ও গোলপার্থক্য সমান সমান উরুগুয়ে-দক্ষিণ কোরিয়ার। কিন্তু ফেয়ার প্লে-র কারণেই দক্ষিণ কোরিয়া চলে গেল নকআউট পর্বে। ২০০২ বিশ্বকাপেও কোরিয়ার কাছে হেরেছিল পর্তুগাল।

আন্তর্জাতিক

কাতার বিশ্বকাপ ফুটবলে ঘানাকে ২-০ গোলে পরাজিত করেও উরুগুয়ের বিদায় ।

বিলেতের আয়না ডেক্স :- কাতার বিশ্বকাপ ফুটবলে ঘানাকে ২-০ গোলে পরাজিত করেও উরুগুয়ের বিদায় । কাতার বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে আফ্রিকার দেশ ঘানার মুখোমুখি হয় উরুগুয়ে। শুক্রবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯ টায় আল জানুব স্টেডিয়ামে মাঠে নামে এই দু’দল। মাঠের লড়াইয়ে জয় পেয়েছে উরুগুয়ে। ঘানাকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা। তবে জয়ের পরেও কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো উরুগুয়েকে।

জাতীয়

বিশ্বব্যাংক থেকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ।

বিলেতের আয়না ডেক্স :- বিশ্বব্যাংক থেকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ। বর্তমানে প্রতি ডলার ১০২ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ ২ হাজার ৫৫০ কোটি টাকা। আজ শুক্রবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই ঋণ বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে বাংলাদেশকে দেওয়া হয়েছে। যা পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। প্রচলিত ঋণের শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে। বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যান ড্যান চেন বলেন, ‘বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে। পাশাপাশি নগরায়ণের ফলে দূষণের সৃষ্টি হচ্ছে। দূষণ শুধু যে আমাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে তা নয়, এটি দেশের অর্থনৈতিক প্রতিযোগিতার ক্ষমতাও নষ্ট করছে। পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংক বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার। এই প্রকল্প দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়নের জন্য দেশের পরিবেশ সংস্থাগুলিকে শক্তিশালী করবে।’

জাতীয়

আওয়ামী দুঃশাসন থেকে দেশকে রক্ষা করতে হবে। -সাবেক ভিপি নুরুল হক নুর।

বিলেতের আয়না ডেক্স :- আওয়ামী দুঃশাসন থেকে দেশকে রক্ষা করতে হবে। -সাবেক ভিপি নুরুল হক নুর। দিনক্ষণ দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো যায় না উল্লেখ করে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগামীতে কে ক্ষমতায় আসবেন, কে প্রধানমন্ত্রী হবেন, সেটা নিয়ে আলোচনার সময় এখন নয়। দেশের জনগণ আজ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়। তাই যার যা কিছু আছে তাই নিয়ে সরকার পতনের গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সরকার পতনই এখন মূল লক্ষ্য। আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির উদ্যোগে এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি। নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে এই গণসমাবেশ হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, এই সরকার দেশ চালাতে পারছে না। দেশের অর্থনীতির অবস্থা ভালো না। জনগণ অর্থনীতির একটা স্থিতিশীল অবস্থা চায়। সেজন্য এই সরকারকে বিদায় করতে হবে। নুর বলেন, হেফাজতের মতো বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাতে সরকার বিএনপিকে নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানের মতো আবদ্ধ জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে। এটা বিএনপির জন্য ভালো হবে না। সরকারের সমালোচনা করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, বেহেশতের কথা বলে সরকার দেশকে দোযখে পরিণত করেছে। উন্নয়নের কথা বলে দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে এসেছে। লুটপাট করে দেশকে ফাঁকা করে ফেলেছে। তাই দুর্ভিক্ষের আগে এই সরকারকে বিদায় দিতে হবে। গণঅধিকার পরিষদের নেতা মাহফুজুর রহমান ও সাইফুল্লাহ হায়দারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁন, হাসান আল মামুন, ফারুক হাসান, শহিদুল ইসলাম ফাহিম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাবিবুর রহমান, ব্যারিস্টার জিসান মহসিনসহ ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আন্তর্জাতিক

যুক্তরাজ্য কোভিড১৯ আক্রান্ত সংখ্যা প্রায় ১০ লাখ লোক।

বিলেতের আয়না ডেক্স :- যুক্তরাজ্য কোভিড১৯ আক্রান্ত সংখ্যা প্রায় ১০ লাখ লোক । বৃটেনে কোভিড আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে সাপ্তাহিক হিসেবে কোভিড আক্রান্তের সংখ্যা প্রকাশ করা হয়। এতে গত ২১শে নভেম্বর শেষ হওয়া সপ্তাহে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬ শতাংশ। এর আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৯ লাখ ৭২ হাজার। দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) বরাত দিয়ে এ খবর দিয়েছে স্কাই নিউজ। গত ১৭ই অক্টোবর শেষ হওয়া সপ্তাহের পর এই প্রথম দেশব্যাপী কোভিড বৃদ্ধি রেকর্ড করা হলো। ওএনএস জানিয়েছে, ইংল্যান্ডে কোভিড বাড়ছে এবং ওয়েলসে কমছে। স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের পরিস্থিতি এখনও নিশ্চিত নয়। বর্তমানে ইংল্যান্ডে প্রতি ৬০ জনে একজন কোভিড আক্রান্ত ওয়েলসে প্রতি ৭৫ জনে একজন নর্দার্ন আয়ারল্যান্ডে ৬৫ জনে একজন এবং স্কটল্যান্ডে প্রতি ৬০ জনে একজন মানুষ কোভিড আক্রান্ত। এমন পরিস্থিতিতে এনএইচএস পরামর্শ দিয়েছে, যাদের কোভিড আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা যাচ্ছে তারা যাতে নিজ বাড়িতে অবস্থান করে এবং অন্যের সংস্পর্শ এড়িয়ে চলে। এছাড়া সবাইকেই সতর্কতামূলক থাকা উচিত।

জাতীয়

এস আলম গ্রুপ: এক ইসলামী ব্যাংক থেকেই নিয়েছে ৩০ হাজার কোটি টাকা!

বিলেতের আয়না ডেক্স :- এস আলম গ্রুপ: এক ইসলামী ব্যাংক থেকেই নিয়েছে ৩০ হাজার কোটি টাকা! নিজেদের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংক থেকেই ৩০ হাজার কোটি টাকার বেশি ঋণ তুলে নিয়েছে এস আলম গ্রুপ। যদিও বিধি অনুযায়ী ইসলামী ব্যাংক থেকে সর্বোচ্চ ২১৫ কোটি টাকা ঋণ নিতে পারবে এস আলম গ্রুপ। ব্যাংকের পর্ষদে নিজেদের প্রভাবকে কাজে লাগিয়ে এস আলম বিভিন্ন অনৈতিক উপায়ে এসব ঋণ তুলে নিয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসে এসেছে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তারা সন্দেহ করছেন, নিজেদের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো থেকে এস আলম গ্রুপ ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলো প্রায় এক লাখ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি অর্থ সরানো হয়েছে ইসলামী ব্যাংক থেকে, যা এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাপক অনিয়মের মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে নজিরবিহীন হারে ঋণ তুলে নেওয়া হলেও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক কোনো পদক্ষেপ নেয়নি। এর মাধ্যমে প্রকারান্তরে নিয়ন্ত্রকরাই বেআইনি ঋণ প্রদানের পথ করে দিয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই না করে সীমার বাইরে ঋণ বিতরণের বিষয়টি মাত্রা ছাড়িয়ে গেছে। এস আলম গ্রুপের চেয়ারম্যান ও এমডি মোহাম্মদ সাইফুল আলম মাসুদ সিঙ্গাপুরে বসবাস করেন। তার মালিকানাধীন গ্রুপটির নিয়ন্ত্রণে রয়েছে দেশের অনেকগুলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। একটি ঘটনায় বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষক দল ২০১৯ সালের ৩১ ডিসেম্বর নাগাদ ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় এস আলম গ্রুপের দেনা ৬ হাজার কোটি টাকা শ্রেণিভিক্ত বা ক্লাসিফায়েড ঋণ হিসেবে প্রদর্শনের পরামর্শ দেন। কিন্তু ইসলামী ব্যাংকের ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদনে ওইসব ঋণকে নন-ক্লাসিফায়েড হিসেবে দেখানো হয়। সরকার ইসলামী ব্যাংক থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টদের সরানোর উদ্যোগ নিলে ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। দেশের আরও কয়েকটি বেসরকারি ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে প্রতিষ্ঠানটি। এরমধ্যে রয়েছে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কেন্দ্রীয় ব্যাংক কোনো এক অজ্ঞাত কারণে নিজেদের কর্মকর্তাদের এসব ব্যাংকে স্বাধীনভাবে পরিদর্শন কাজ চালানোর সুযোগ দেয়নি। ব্যাংকগুলোতে পরিদর্শনের প্রতিবেদনও অনুমোদন করেনি বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থাও নেয়নি। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে নিজেদের ছয়টি কোম্পানির নামে ১২ হাজার ১২০ কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। এর মধ্যে এস আলম রিফাইনড সুগার ৪ হাজার কোটি টাকা, এস আলম সুপার এডিবল অয়েল ২ হাজার ৭৮০ কোটি টাকা, সোনালী ট্রেডিং লিমিটেড ও এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড ২ হাজার ৭৮০ কোটি টাকা, এস আলম কোল্ড রোলড স্টিলস ১ হাজার ৩৫০ কোটি টাকা ও সেঞ্চুরি ফ্লাওয়ার মিল ১ হাজার ২৫০ কোটি টাকা ঋণ নিয়েছে। এর বাইরে এস আলম গ্রুপের অপর সাতটি কোম্পানি আরামিট লিমিটেড, ইউনিটেক্স কম্পোজিট স্পিনিং, ইউনিটেক্স এলপিজি, এইচআইপি, সানমুন এন্টারপ্রাইজ ও আদিল এন্টারপ্রাইজকে যথাযথ সিকিউরিটি ও ডকুমেন্টেশন ছাড়াই ২ ৮৯০ কোটি টাকা ঋণ সুবিধা দেওয়া হয়েছে। প্রতিবেনে বলা হয়, খাতুনগঞ্জ শাখার বাইরে অন্যত্র নেওয়া ঋণের তথ্য গোপন করে সর্বোচ্চ সীমা পর্যন্ত ঋণ দেওয়া হয়েছে। ব্যাংকের নির্বাহী পর্ষদ ও পরিচালনা পর্ষদ অত্যন্ত দ্রুততার সঙ্গে এসব ঋণসীমা অনুমোদন করেছে। এছাড়া নির্বাহী ও পরিচালনা পর্ষদের আনুষ্ঠানিক ছাড়াই সীমার বাইরে উপরোক্ত সাত কোম্পানির নামে অতিরিক্ত ১২ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এতে বলা হয়, একটি সংঘবদ্ধ টিমের মাধ্যমে এসব ঋণ নেওয়া হয়েছে, যার মধ্যে খাতুনগঞ্জ শাখার প্রধান রয়েছেন। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি উইং (আইসিটিডব্লিউ) এক্ষেত্রে সহযোগিতা করেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সন্দেহ করছেন, যেসব কোম্পানির নামে এসব ঋণ নেওয়া হয়েছে, তার বেশিরভাগটাই এস আলম গ্রুপ ব্যবহার করেনি। কেননা এত ছোট আকারের কোম্পানিতে এত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা সম্ভব নয়। বিশেষজ্ঞরা মনে করছেন, নিয়ম অনুযায়ী যথাযথ সিকিউরিটি ও দলিলপত্র ছাড়াই একটিমাত্র পক্ষকে এত বিপুল পরিমাণ ঋণ দিয়ে ইসলামী ব্যাংক নিজেকে এবং দেশের পুরো ব্যাংকিং খাতকে ঝুঁকিতে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ বলেছেন, ব্যাংকিং খাতে অনিয়ম দেখভালের জন্য কেন্দ্রীয় ব্যাংকের একটি স্বতন্ত্র বিভাগ রয়েছে। অস্বাভাবিক কিছু ঘটলে অনিয়ত খতিয়ে দেখা হয় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

আন্তর্জাতিক

কাতার বিশ্বকাপ ফুটবলে ষোলোতে উঠে এলো জাপান ও স্পেন ।

বিলেতের আয়না ডেক্স :- কাতার বিশ্বকাপ ফুটবলে ষোলোতে উঠে এলো জাপান ও স্পেন । কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপ থেকে শেষ ষোলোতে উঠেছে জাপান ও স্পেন। অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো কোস্টারিকা ও জার্মানিকে। গ্রুপ পর্বের শেষ রাউন্ডের দুই ম্যাচের খেলাই শুরু হয়েছিল বৃহস্পতিবার লন্ডন সময় সন্ধ্যা ৭ টায়। স্পেনের মুখোমুখি হয়েছিল জাপান, আর কোস্টারিকার মুখোমুখি জার্মানি। চার দলেরই সুযোগ ছিল নকআউটে যাওয়ার। ক্ষণে ক্ষণে রঙ বদলে এই গ্রুপের শেষ দুই ম্যাচ উপহার দিলো কাতার বিশ্বকাপের অবিশ্বাস্য, শ্বাসরুদ্ধকর এক দিনের ফুটবল খেলা।

আন্তর্জাতিক

আই এস প্রধান আবু আল হাসান আল হাসমি নিহত।

বিলেতের আয়না ডেক্স :- আই এস প্রধান আবু আল হাসান আল হাসমি নিহত। ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু আল-হাসান আল-হাসমি আল-কুরাইশির মৃত্যুর খবর ঘোষণা করেছে জঙ্গি সংগঠনটি। গত মার্চ মাসে তাকে আইএসের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। বুধবার এক অডিও বার্তায় আল-কুরাইশির মৃত্যুর খবর প্রথমবারের মতো স্বীকার করলো আইএস। তবে কারা তাকে হত্যা করেছে তা স্পষ্ট করে বলা হয়নি ওই বার্তায়। এ খবর দিয়েছে সিএনএন। খবরে জানানো হয়েছে, ওই বার্তায় আইএসের পরবর্তী প্রধানের নামও ঘোষণা করা হয়েছে। আইএসের মুখপাত্র আবু ওমর আল-মুহাজের বলেন, আমি ইসলামিক স্টেটের যোদ্ধা ও আমির আবু আল-হাসান আল-হাশমি আল-কুরাইশির মৃত্যুর খবর নিশ্চিত করছি। তিনি ‘আল্লাহর শত্রুদের’ সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন। তিনি জানান, আবু আল-হুসাইন আল-হুসাইনি আল-কুরাইশি নামে একজনকে আইএসের নতুন প্রধান করা হয়েছে। এই জঙ্গি নেতার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না। তবে জঙ্গি সংগঠনটি আল-হুসাইনকে ‘পুরোনো যোদ্ধা’ বলে বর্ণনা করেছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন হামলায় নিহত হন আইএস প্রধান আবু ইব্রাহিম। এরপর মার্চে আইএসের প্রধান হন আবু আল-হাসান। এবার তারও মৃত্যু হলো।

Scroll to Top