নভেম্বর ৩০, ২০২২

আন্তর্জাতিক

কাতার বিশ্বকাপ ফুটবলে ডেনমার্ককে ১-০গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়া।

বিলেতের আয়না ডেক্স :- কাতার বিশ্বকাপ ফুটবলে ডেনমার্ককে ১-০গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠলো অস্ট্রেলিয়া। ইউরোপিয়ান জায়ান্ট ডেনমার্ককে হারিয়ে রানার্সআপ হয়ে গ্রুপ ‘ডি’ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠে অজিরা। আল জানুব স্টেডিয়ামে ডেনমার্ককে ১-০ গোলে হারায় তারা। দলটির পক্ষে একমাত্র গোলটি করেছেন ম্যাথু লেকি। এর আগে, ২০০৬ সালে নকআউট পর্ব খেলেছিল দলটি। দীর্ঘ ১৬ বছর পর শেষ ষোলোতে জায়গা করে নিলো অস্ট্রেলিয়া। অন্যদিকে আসর থেকে বিদায় নিয়েছে ডেনিশরা। অথচ এবার বিশ্বকাপের ‘ডার্ক হর্স’ হিসেবেই ভাবা হচ্ছিল ডেনমার্ককে। গত ইউরোতে ডেনমার্ককের পারফরম্যান্স নজর কেড়েছিল সবার, আশা ছিল বিশ্বকাপেও তেমন কিছুর। কিন্তু প্রত্যাশা মেটাতে পারলো না দলটি। জিতলে শেষ ষোলো, হারলে বিদায় এমন সমীকরণে অপেক্ষাকৃত দুর্বল অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল হজম করেই মাঠ ছেড়েছে ডেনিশরা। মাঠের খেলাতেও পিছিয়ে ছিল তারা। শুরু থেকে অবশ্য গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ডেনিশরা। ম্যাচের ১১ মিনিটে বাঁ প্রান্ত থেকে নেয়া ডেনিশ মিডফিল্ডার ম্যাথিয়াস জেনসেনের জোরালো শট কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন অজি গোলরক্ষক ম্যাথু রাইয়ান। দুই মিনিট পর ডি-বক্সে অজি ডিফেন্ডারদের বাধায় লক্ষ্যে থাকেনি আন্দ্রেয়াস ওলসেনের শট। ১৯ মিনিটে গোলের সম্ভাবনা জাগলেও অজিদের ডি-বক্সে ডেনিশ ফরোয়ার্ডরা ব্যর্থ হয়েছেন শট নিতে। টানা আক্রমণ সামলে ম্যাচের ২২ মিনিটে গোলের উদ্দেশে শট নেন রাইলি ম্যাকগ্রি। তবে গ্লাভসবন্দি করতে কোনো অসুবিধা হয়নি ডেনিশ গোলরক্ষক ক্যাস্পার স্মাইকেলের জন্য। ২৯ মিনিটে জেস্পার লিন্ডস্ট্রোমের পাস গোলবারের সামনে পেয়েও জালে জড়াতে ব্যর্থ হন ওলসেন। দুই মিনিট পর প্রতি আক্রমণে উল্টো গোলের সুযোগ তৈরি করেছিল অস্ট্রেলিয়া। তবে তাদেরও ভাগ্য সহায় হয়নি। এরপর মাঝমাঠের খেলাতেই আটকে থাকে দুই দল। ৪১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে শট নেয় অস্ট্রেলিয়া। তবে সেটা চলে যায় ক্যাস্পারের হাতেই। বিরতির আগে তিনি আরও একবার দলকে বিপদমুক্ত করেন। শেষ পর্যন্ত দুই দলকে গোলশূন্য ড্র নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করতে হয়। বিরতির পর ম্যাচে ফেরার বদলে উল্টো ছিটকে পড়ে ডেনিশরা। ৬০ মিনিটে মাঝমাঠ থেকে রাইল ম্যাকগ্রির পাস নিয়ন্ত্রণে নিয়ে একক নৈপুণ্যে ডি-বক্সে ঢুকে ক্যাসপারকে পরাস্ত করে অজিদের লিড এনে দেন ম্যাথু লেকি। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় অস্ট্রেলিয়া। তবে ডেনমার্ক ডিফেন্ডারদের বাধায় আজিজ বেহিখ বল জালে জড়াতে ব্যর্থ হন। ৫ মিনিট পর পেনাল্টি পেতে পারতো ডেনমার্ক। কিন্তু লাইন্সম্যানের অফসাইড সিগনালে বাতিল হয়ে যায় রেফারির পেনাল্টির সিদ্ধান্ত। ৮৮ মিনিটে গোল শোধের একটি সুযোগ পেয়েছিল ডেনিশরা। কিন্তু ডি-বক্সে ক্যাসপার ডলবার্গ ও অ্যালেক্সান্ডার দুজনেই ব্যর্থ হন অন টার্গেটে শট নিতে। যোগ করা সময়ে সুযোগ হাতছাড়া করেন ক্রিস্টিয়ান এরিকসেনও। শেষ দিকে অনেক চেষ্টা করেও আর অজি রক্ষণদুর্গ ভাঙতে পারেননি এরিকসেনরা। হারের যন্ত্রণা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

আন্তর্জাতিক

কাতার বিশ্বকাপ ২০২২।পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে নক আউটে আর্জেন্টিনা।

বিলেতের আয়না ডেক্স :- কাতার বিশ্বকাপ ২০২২।পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে নক আউটে আর্জেন্টিনা। লিওনেল মেসির পেনাল্টি মিসের অভিশাপমুক্তি হয় ৪৮ মিনিটে। গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই মহামুল্যবান গোলটি করেন ম্যাক অ্যালিস্টার। ডাউন দ্য লাইন দিয়ে বল নিয়ে দৌড় দিয়েছিলেন মোলিনা। সেখান থেকে তিনি ক্রস করেন। সেটা ধরে গোল করতে ভুল করেননি আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালিস্টার। ৬৮ মিনিটে দ্বিতীয় গোল করেন আলভারেস। মাঝমাঠ থেকে এনজা ফের্নান্দেসের পাস থেকে ডান পায়ে নিখুঁত শটে বল জালে জড়ালেন তিনি। শেষ পযন্ত ২-০ গোলে জিতে কাতার বিশ্বকাপের নক আউট পর্বে উঠেছে আর্জেন্টিনা

আন্তর্জাতিক

কাতার বিশ্বকাপ ২০২২ আয়োজনে মৃত শ্রমিকদের সংখ্যা জানালো কাতারের প্রকল্প প্রধান হাসান আল তাওয়াদি।

বিলেতের আয়না ডেক্স :- কাতার বিশ্বকাপ ২০২২ আয়োজনে মৃত শ্রমিকদের সংখ্যা জানালো কাতারের প্রকল্প প্রধান হাসান আল তাওয়াদি। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের জন্য স্টেডিয়ামসহ অবকাঠামো নির্মাণে মৃত শ্রমিকদের সংখ্যা জানিয়েছেন কাতার ফুটবল বিশ্বকাপ প্রকল্পের প্রধান হাসান আল-তাওয়াদি। টুর্নামেন্টের অবকাঠামো নির্মাণে মৃত শ্রমিকদের সংখ্যা ৪০০ থেকে ৫০০ জন। এর আগে কাতার মৃত শ্রমিকদের যে সংখ্যার কথা বলেছিল তা থেকে এই সংখ্যা অনেক বেশি। বার্তা সংস্থা এপি ও সিএনএন এ খবর জানিয়েছে। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসান আল-তাওয়াদি বলেন, ‘সংখ্যাটি সম্ভবত ৪০০ জনের মতো, ৪০০ থেকে ৫০০ এর মধ্যে। আমার এ মুহূর্তে সুনির্দিষ্ট সংখ্যাটি জানা নেই, এটা নিয়ে আলোচনা হয়েছে। একজনের মৃত্যুও অনেক বেশি, বিষয়টি এমনই।’ বিশ্বকাপ আয়োজন উপলক্ষে কাতারে কয়েক লাখ অভিবাসী শ্রমিক কাজ করছেন, যাদের বেশিরভাগই মানবেতর পরিস্থিতির মধ্যে দিয়ে সেখানে কাজ করছেন বলে উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে। হাসান আল-তাওয়াদি মৃতদের সংখ্যা জানানোয় মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজনকারী কাতারের বিরুদ্ধে মানবাধিকার গোষ্ঠীগুলোর সমালোচনা আরও জোরালো হবে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য কাতার আনুষ্ঠানিকভাবে মৃত অভিবাসী শ্রমিকদের নিয়ে কিছু বলেনি। সুপ্রিম কমিটির এক প্রতিবেদনে ২০১৪ থেকে ২০২১ সালের শেষ পর্যন্ত বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণ ও সংস্কারকাজে মৃত শ্রমিকদের সংখ্যা উল্লেখ করা হয়েছিল। এতে মৃত শ্রমিকের সংখ্যা মাত্র ৪০ জন বলে দাবি করা হয়। এর মধ্যে ৩৭ জনের মৃত্যু হার্ট অ্যাটাকের, কাজ সংশ্লিষ্ট না এমন কারণে হয়েছে বলা হয়। আর মাত্র তিনজন কর্মস্থলের ঘটনায় মারা যান। পৃথক প্রতিবেদনে এক শ্রমিকের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। এদিকে যুক্তরাজ্যের সংবাদপত্র গার্ডিয়ানের গত বছরের একটি প্রতিবেদনের কথা তুলে ধরে সিএনএন লিখেছে, ২০১০ সালে কাতার বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য নির্বাচিত হওয়ার পর গত বছর পর্যন্ত সাড়ে ছয় হাজার দক্ষিণ এশীয় প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে সেদেশে, যাদের বেশিরভাগই কম মজুরির, বিপদজনক কাজে নিয়োজিত ছিলেন এবং প্রায়ই প্রচণ্ড গরমের মধ্যে তাদের কাজ করতে হত। অবশ্য গার্ডিয়ানের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সব মৃত্যুই বিশ্বকাপের অবকাঠামো নির্মাণের কাজে সংশ্লিষ্ট বলে প্রতিষ্ঠিত করা যায়নি। সিএনএনও নিরপেক্ষভাবে মৃত্যুর তথ্য যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।

জাতীয়

টাংগাইল মধুপুরে গাড়ি ভর্তি গরু চোর আটক

বিলেতের আয়না ডেক্স :- জি এম হানজালা, টাংগাইল টাংগাইল মধুপুরে গাড়ি ভর্তি গরু চোর আটক টাংগাইল মধুপুর জামালপুর থেকে গাড়ি ভর্তি গরু নিয়ে, মধুপুর আউশনারা ইউনিয়ন শালবাইদ বাজারে দোকানপাট দেখাশোনা করে। তখন গাড়ি ভর্তি গরু নিয়ে আসার পথে শালবাইদ ৪:৩০ মিনিটে স্থানীয় লোকেদের হাতে ধরা পড়ে। জানা যায় গরু চোর জয় তেতুল গ্রামে আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ আল আমিন হোসেন মকবুলের মেয়ের জামাই বাড়ি গোপালপুর, আর দুই জন বাড়ি সিরাজগঞ্জ, গরু চোরদের সাথে জড়িত থাকার মানুষ বুঝতে পেরে তাদেরকে আটক করে। শাইলবাইদ গ্রামের লোকেরা বলে চোরগুলো বাড়ি জামালপুর। স্থানীয় লোকেরা প্রশাসন কে বলে সঠিকভাবে গরু মালিক কে বুঝিয়ে দেওয়ার জন্য এবং মধুপুর থানার পুলিশ তারা হেফাজত রয়েছে। গ্রামের লোকেরা বলে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হয়

আন্তর্জাতিক

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইরানকে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র।

বিলেতের আয়না ডেক্স :- বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইরানকে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। এই জয়ে শেষ ষোলোয় পা রাখল দেশটি। আর বিদায় নিয়েছে ইরান। দলের একমাত্র গোলদাতা ক্রিস্টিয়ান পুলিসিচ। ম্যাচের প্রায় পুরোটাই একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক খেললেও ইরানের রক্ষণ ভাঙতে পারছিল না। অবশেষে ম্যাচের ৩৮তম মিনিটে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ডেস্টের হেডে বল পেয়ে গোলটি করেন চেলসি তারকা পুলিসিচ। তবে গোল করার সময় ইরান গোলরক্ষকের সঙ্গে আঘাত পেয়ে কিছুক্ষণের জন্য মাঠ ছাড়েন পুলিসিচ। বিরতির পর ম্যাচে ইরান ম্যাচে ফেরার চেষ্টা করে। তবে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। এই গ্রুপে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ থেকে নকআউটে গেছে ইংল্যান্ড। আর সমান ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে রানার্সআপ যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক

কাতার বিশ্বকাপ ফুটবলে ওয়েলস কে ৩-০ গোলে পরাজিত করেছে ইংল্যান্ড।

বিলেতের আয়না ডেক্স :- কাতার বিশ্বকাপ ফুটবলে ওয়েলস কে ৩-০ গোলে পরাজিত করেছে ইংল্যান্ড। শেষ ষোলোতে যেতে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ১ পয়েন্টের। অর্থাৎ ড্র করলেই দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত ছিল। আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে আলো ছড়ালেন ইল্যান্ডের মার্কাস র‌্যাশফোর্ড। তার জোড়া গোলের নৈপুন্যে ৩-০ ব্যবধানে জিতল গ্যারেথ সাউথগেটের দল। অন্য গোলটি ফিল ফোডেনের। জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো এক ম্যাচে জোড়া গোল করলেন মার্কাস র‌্যাশফোর্ড। একটি পয়েন্ট পেলেই প্রাথমিক লক্ষ্য পূরণ হতো ইংলিশদের। তবে শক্তিশালী দলটি সেই ভাবনাতেই গেল না। ছন্নছাড়া ওয়েলসের ওপর শুরু থেকেই চাপ বাড়ায় তারা। আর বিরতির পর রাড়িয়ে দিল আক্রমণের ঢেউ। তাতে ভেসে গেল ওয়েলসের স্বপ্ন। গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে উঠল ইংল্যান্ড।

খেলাধুলা

আগামী ৪ঠা ডিসেম্বর চট্টগ্রাম পলো গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা।

বিলেতের আয়না ডেক্স :- আগামী ৪ঠা ডিসেম্বর চট্টগ্রাম পলো গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে নগরজুড়ে সাড়ে সাত হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এসময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।সিএমপি কমিশনার বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে আমরা যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছি। শুধু পলোগ্রাউন্ড মাঠ নয়, নিরাপত্তার খাতিরে পুরো নগরজুড়ে সাড়ে সাত হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। এর মধ্যে পলোগ্রাউন্ড মাঠসহ পুরো চট্টগ্রাম মহানগরে আমাদের ছয় হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে। নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করতে বাইরে আরো দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে।’

Scroll to Top