নভেম্বর ২৭, ২০২২

আন্তর্জাতিক

কাতার বিশ্বকাপ ফুটবলে স্পেন – জার্মান ১-১ গোলে ড্র।

বিলেতের আয়না ডেক্স :- কাতার বিশ্বকাপ ফুটবলে স্পেন – জার্মান ১-১ গোলে ড্র। স্পেনের সাথে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করে শেষ ষোলয় যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে জার্মানি। শুরুতে গোল জার্মানি দিয়েছিল। তবে অফসাইডের খপ্পরে পড়ে জার্মানদের সেই গোল কাটা গেছে। ফলে প্রথমার্ধে ০-০ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল। তবে দ্বিতীয়ার্ধে জার্মানদের রীতিমতো চেপে ধরে স্পেন। ৬২ মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় লুইস এনরিকের দল। ৮৩তম মিনিটে সেই গোল শোধ দিয়ে সমতায় ফেরে জার্মানি

জাতীয়

আজ ২৭ নভেম্বর, শহীদ ডা. মিলন দিবস।

বিলেতের আয়না ডেক্স :- আজ ২৭ নভেম্বর, শহীদ ডা. মিলন দিবস। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার-বিরোধী গণঅভ্যুত্থানে চিকিৎসক নেতা ডা. শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ডা. মিলনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচার-বিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয় এবং ছাত্র-গণঅভ্যুত্থানে স্বৈরশাসনের পতন ঘটে। সেই থেকে প্রতিবছর দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি শহীদ ডা. মিলন দিবস হিসেবে পালন করে আসছে। ডা. মিলনের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী দল ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আওয়ামী লীগ যথাযথ মর্যাদায় দিবসটি পালনের নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে আজ সকাল ৮টায় দলটি ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের কর্মসূচি পালন করে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, স্বৈরাচার-বিরোধী আন্দোলনে ডা. মিলনের আত্মত্যাগ নতুন গতি সঞ্চারিত করে। সেদিনই দেশে জরুরি আইন ঘোষণা করা হয়। কিন্তু জরুরি আইন, কারফিউ উপেক্ষা করে ছাত্র-জনতা মিছিল নিয়ে বারবার রাজপথে নেমে আসে। অবশেষে স্বৈরশাসকের পদত্যাগের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়। অপর দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ডা. মিলন এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী ঘাতক চক্রের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নৃশংস হত্যার মধ্যদিয়ে দেশে স্বৈরশাসনের উত্থান ঘটে। ১৯৯০ সালে ডা. মিলনের মতো আরও অনেকের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা লাভ করে। দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষ ডা. মিলনসহ সব বীর শহীদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ডা. শামসুল আলম খান মিলন পেশাগত সততা, দক্ষতা ও সাংগঠনিক কর্মতৎপরতায় ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তিনি তৎকালীন বিএমএ’র নির্বাচিত যুগ্ম-সম্পাদক, ঢাকা মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও কলেজের বায়োকেমিস্ট বিভাগের প্রভাষক ছিলেন। তিনি পেশাজীবী ও রাজনৈতিক নেতাদের কাছে ছিলেন প্রিয়জন ও প্রিয়মুখ।

আন্তর্জাতিক

কাতার বিশ্বকাপের অষ্টম দিনে বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে আরেকটি অঘটনের জন্ম দিল আফ্রিকার দেশ মরক্কো।

বিলেতের আয়না ডেক্স :- কাতার বিশ্বকাপের অষ্টম দিনে বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে আরেকটি অঘটনের জন্ম দিল আফ্রিকার দেশ মরক্কো। কাতার বিশ্বকাপে প্রতিনিয়ত যেন ঘটে যাচ্ছে একের পর এক চমক। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের প্রথম অঘটনের জন্ম দিয়েছিল সৌদি আরব। এরপর চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জাপানের কাছে হার সব মিলিয়ে বড় দলগুলো যেন ছন্দপতনের তালিকায় বিশ্বকাপ ফুটবল।

জাতীয়

সিলেটের বিয়ানীবাজার গ্যাসক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ শুরু।

বিলেতের আয়না ডেক্স :- সিলেটের বিয়ানীবাজার গ্যাসক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ শুরু। পাঁচ বছর পরিত্যক্ত থাকার পর সিলেটের বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হচ্ছে সোমবার। এদিন সকাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ শুরু হবে। রবিবার সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের জন্য কারিগরি সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে কাল সকাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হবে। তিনি আরও জানান, এ কূপ থেকে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা যাবে। সিলেটের বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রের ২ নম্বর কূপ থেকে বর্তমানে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ হচ্ছে।

আন্তর্জাতিক

কাতার বিশ্ব কাপ ফুটবলে জাপান ১-০ গোলে পরাজিত কোস্টারিকার কাছে।

বিলেতের আয়না ডেক্স :- কাতার বিশ্ব কাপ ফুটবলে জাপান ১-০ গোলে পরাজিত কোস্টারিকার কাছে। কাতারের আহমান বিন আলি স্টেডিয়ামে জাপানকে ১-০ গোলে হারিয়েছে কোস্টারিকা। রবিবার (২৭ নভেম্বর) লন্ডন সময় সকাল ১০টায় কাতারের আহমান বিন আলি স্টেডিয়ামে খেলতে নামে তারা। প্রথমার্ধে কোনো পক্ষই গোল দিতে পারেনি। আজ যদি কোস্টারিকাকে হারাতে পারে জাপানিরা তাহলে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে অনেকদুর এগিয়ে যেতে পারবে। অন্যদিকে বাঁচা-মরার লড়াই কোস্টারিকার। হারলে বিদায় প্রায় নিশ্চিত। জিতলে বেঁচে থাকবে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন। জার্মানির বিপক্ষে ১ গোল হজম করেও জাপান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং জয় ছিনিয়ে নিয়েছে, তা রীতিমত অবিশ্বাস্য। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা অঘটন ছিল সেটি।

জাতীয়

ব্যয় সংকোচের কারণে আপাততঃ পদ্মা ও মেঘনা বিভাগ গঠনের সিদ্ধান্ত স্হগিত।

বিলেতের আয়না ডেক্স :- ব্যয় সংকোচের কারণে আপাততঃ পদ্মা ও মেঘনা বিভাগ গঠনের সিদ্ধান্ত স্হগিত। ব্যয় সংকোচন নীতির কারণে নতুন দু’টি বিভাগ পদ্মা ও মেঘনা গঠনের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে রবিবার অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছেন নিকার সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক। তিনি সাংবাদিকদের বলেন, এখন যেহেতু আমরা সাশ্রয় করছি, এখন দু’টো বিভাগ করতে গেলে অনেক খরচ হবে, এ কারণে আপাতত এটাকে স্থগিত করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী ঢাকা বিভাগ থেকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীকে আলাদা করে গঠন করার কথা ছিল পদ্মা বিভাগ। আর চট্টগ্রাম বিভাগকে ছেঁটে ফেলে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর নিয়ে গঠন করার কথা ছিল মেঘনা বিভাগ।

Scroll to Top