নভেম্বর ২৫, ২০২২

আন্তর্জাতিক

ইংল্যান্ড – আমেরিকা হাড্ডাহাড্ডি লড়াই করে গোল শুন্য ড্র ।

বিলেতের আয়না ডেক্স :- ইংল্যান্ড – আমেরিকা হাড্ডাহাড্ডি লড়াই করে গোল শুন্য ড্র । কাতার বিশ্বকাপের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুক্রবার মাঠে নামে ইংল্যান্ড। আল বায়াত স্টেডিয়ামে ইংল্যান্ড সময় সন্ধ্যা ৭টায় শুরু হয় ম্যাচটি। ইংল্যান্ডকে জিততে দেয়নি যুক্তরাষ্ট্র। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এই ড্রতে দ্বিতীয় রাউন্ডে নিজেদের আশা বাঁচিয়ে রাখল যুক্তরাষ্ট্র। ম্যাচটিতে ইংল্যান্ডের চেয়ে শক্তি সামর্থ্যে পিছিয়ে থাকলেও দারুণ লড়াই করে যুক্তরাষ্ট্র। পুরো ম্যাচের বেশির ভাগ সময় বল দখলে রেখে ৮বার আক্রমণে যায় ইংল্যান্ড।

আন্তর্জাতিক

স্বাগতিক কাতার কে ৩-১ পরাজিত করেছে সেনেগাল ।

বিলেতের আয়না ডেক্স :- স্বাগতিক কাতার কে ৩-১ পরাজিত করেছে সেনেগাল । স্বাগতিক কাতারকে বিদায় করে বিশ্বকাপে টিকে রইলো সেনেগাল কাতারকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে রইলো সেনেগাল। সেইসঙ্গে বিশ্বকাপ থেকে বিদায় নিলো স্বাগতিক দেশ কাতার। দুই দলেরই বিশ্বকাপ শুরু হয় হার দিয়ে। টিকে থাকতে তাই আজ জয়ের বিকল্প ছিল না কাতার ও সেনেগালের সামনে। এমন বাঁচা-মরার ম্যাচে অনায়াসেই জয় তুলে নিল সেনেগালিজরা। আল থুমামা স্টেডিয়ামে আজ ২০২২ বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর ম্যাচে  প্রথমার্ধে ফরোয়ার্ড বোলায়ে দিয়ার গোলে এগিয়ে যায় আফ্রিকার সিংহরা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যবধান দ্বিগুণ করেন আরেক ফরোয়ার্ড ফামাহা ডিডিউ। শেষদিকে একটি গোল শোধ করেন কাতারের মোহাম্মেদ মুনতারি।

জাতীয়

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিলেতের আয়না ডেক্স :- মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার-ই-আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আনোয়ার ইব্রাহিম। ওইদিন বিকেলে রাজধানী কুয়ালালামপুরে আস্তানা নেগারা রাজপ্রাসাদে রাজা আল সুলতান আব্দুল্লাহর কাছে শপথ নেন ৭৫ বছর বয়সী পাকাতান হারাপান জোটের নেতা আনোয়ার ইব্রাহিম। শপথ নেওয়ার পর প্রথম টুইট বার্তায় আনোয়ার ইব্রাহিম জানান, দলের ইচ্ছে ও বিবেকের তাগিদে তিনি এই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। গত ১৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ১৫তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে পার্লামেন্টের ২২২ আসনের মধ্যে সরকার গঠনের জন্য ১১২টি আসন পেতে ব্যর্থ হয় বড় দুই জোট পাকাতান হারাপান ও পেরিকাতান ন্যাশনাল। এরপরই অবশ্য মালয়েশিয়ার রাজা আল-সুলতান আব্দুল্লাহ জানিয়েছিলেন, খুব শিগগির নিজের পছন্দসই ও যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন তিনি। সরকার গঠনে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতায় ব্যর্থ হওয়ার পর এ ব্যাপারে হস্তক্ষেপ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজার হস্তক্ষেপে প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেলেন আনোয়ার ইব্রাহিম। দেশটির সংবিধান অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী জোটের নেতা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু কোনো জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধানমন্ত্রী নির্বাচন ও সরকার গঠনের বিষয়ে হস্তপেক্ষপ করেন রাজা। যদিও এর আগে নির্বাচনে অংশ নেওয়া তিন প্রধান জোট আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান কোয়ালিশন, সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাশনাল জোট ও বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের বারিসান ন্যাশনাল কোয়ালিশন নিজেদের মধ্যে আলোচনা বসেছিল। তবে ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল কোয়ালিশন সরকার গঠনে অন্য দুই জোটের একটিকেও সমর্থন দেবে না বলে সাফ জানিয়ে দেয়। এরপরই রাজা নিজের পছন্দের ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। মালয়েশিয়ার সংসদের মোট আসন সংখ্যা ২২২টি। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে হলে বিজয়ী দল বা জোটকে অন্তত ১১২টি আসনে জয়ী হতে হয়। এবারের নির্বাচনে প্রধান তিন জোটের মধ্যে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান কোয়ালিশন ৮২টি, মুহিদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাশনাল জোট ৭৩টি এবং ইসমাইল ইয়াকোবের বারিসান ন্যাশনাল কোয়ালিশন ৩০টি আসনে জয়লাভ করে।

আন্তর্জাতিক

কাতার বিশ্ব কাপ২০২২।এবার জাতীয় সংগীত গাইলেন ইরানের ফুটবলারা।

বিলেতের আয়না ডেক্স :- কাতার বিশ্ব কাপ২০২২।এবার জাতীয় সংগীত গাইলেন ইরানের ফুটবলারা। মাহশা আমিনির হত্যা এবং দেশে হিজাববিরোধী আন্দোলনের প্রতি নিজেদের সমর্থন জানাতে কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে জাতীয় সংগীত গাননি ইরানের ফুটবলাররা। এতে অনেকের আগ্রহ তৈরি হয়েছিল দ্বিতীয় ম্যাচেও কী ধরনের পদক্ষেপ নেবে ইরান ফুটবল দল। অনেকেই ধারণা করেছিলেন, দ্বিতীয় ম্যাচেও প্রতিবাদী মনোভাব বজায় রাখবে ইরান। কিন্তু এদিন দেখা গেল নতুন দৃশ্য। আহমেদ আলি স্টেডিয়ামে জাতীয় সংগীত বেজে ওঠার সময় প্রত্যেককেই ঠোঁট নাড়াতে দেখা যায়। যদিও সশব্দে নয়, মৃদু স্বরেই জাতীয় সংগীত গাইলেন ইরানের ফুটবলাররা। ধারণা করা হচ্ছে গ্রেপ্তারের ভয়ে জাতীয় সংগীত গেয়েছেন তারা। প্রথম ম্যাচে ফুটবলারদের প্রতিবাদের পর ইরান সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি বার্তা যায় ফুটবলারদের কাছে। দেশটির একাধিক মন্ত্রী এ নিয়ে কথা বলেন। পরের ম্যাচে একই কাজ করলে দেশে ফেরার পর কড়া শাস্তির মুখে পড়বেন ফুটবলাররা।এমনকি হতে পারেন গ্রেপ্তারও। এরই মধ্যে সরকারের বিরুদ্ধে কথা বলে গ্রেপ্তার হয়েছেন ইরানের সাবেক এক ফুটবলার। জাতীয় দলের ফুটবলারদেরও একই অবস্থা হতে পারে, এমন আশঙ্কা থেকে জাতীয় সংগীত গেয়েছেন ইরান দলের ফুটবলাররা।

সাম্প্রতিক

কাতার বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্তভাবে টুর্নামেন্টে টিকে থাকলো ইরান।

বিলেতের আয়না ডেক্স :- কাতার বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্তভাবে টুর্নামেন্টে টিকে থাকলো ইরান। নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত গোল শূন্য সমতা ধরে রাখলেও যোগ করা সময়ে লাল কার্ডের ধকলটা সামলাতে পারেনি গ্যারেথ বেলসের ওয়েলস। ৮৬ মিনিটের মাথায় লাল কার্ড দেখেছিলেন ওয়েলসের গোলকিপার হেনেসি। আক্রমণে ছুটে আসা তারেমিকে থামাতে গিয়ে পা তুলে দেন ইরান ফরোয়ার্ডের গায়। প্রথমে হলুদ কার্ড দেখালেও রিপ্লেতে লাল কার্ড দেখান রেফারি। ১০ জনকে নিয়ে ধুঁকতে থাকা ওয়েলসকে তিন মিনিটের ব্যবধানেই ইরানের কাছে ২ গোল হজম করতে হয়েছে। যোগ করা সময়ের অষ্টম মিনিটে ইরানের হয়ে প্রথম গোলটি করেন রৌজবে চিশমি আর ১১তম মিনিটে গোলটি আসে রামিম রেজাইয়ানের পা থেকে। এ জয়ে শেষ ষোলোয় যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ইরান।

জাতীয়

পোয়েটসপিডিয়া জীবন সম্মাননা পেলেন কবি রোকসানা হক

বিলেতের আয়না রিপোর্ট :- শ‌হিদুল ইসলাম, সিলেট প্রতি‌নি‌ধি পোয়েটসপিডিয়া জীবন সম্মাননা পেলেন কবি রোকসানা হক কবি রোকসানা হক আপামর বাংলার ঐতিহ্যকে ধারণ করে মানবের মুক্তির কবিতা লিখে চলেছেন-কবি কালাম আজাদ ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ কালাম আজাদ বলেছেন, কবি রোকসানা হক ঠিক নারীবাদী নন। নির্দিষ্ট করে বলতে গেলে তাঁকে মানবতাবাদী কবি বলতে হয়। তিনি আপামর বাংলার সমস্ত ঐতিহ্যকে ধারণ করে মানবের মুক্তির কবিতা লিখে চলেছেন। কবি রোকসানা হক’কে পোয়েটসপিডিয়া জীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে পোয়েটসপিডিয়া বাংলা রাইটার্স ক্লাব আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে কবি রোকসানা হককে জীবন সম্মাননা প্রদান করে। ‘অনুচিন্তন, জীবন সম্মাননা- কবি রোকসানা হক- সাহিত্য ও জীবনদর্শন’ শিরোনামে উক্ত অনুষ্ঠানে কবি রাহনামা শাব্বীর চৌধুরীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-এলাহী। মাছুমা টফি একা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গল্পকার সেলিম আউয়াল, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমদ, সহকারী অধ্যাপক জান্নাত আরা খান পান্না, সহযোগী অধ্যাপক রাহেনা হক, কবি ও শিক্ষক ইশরাক জাহান জেলী, কবি সাবেক অধ্যক্ষ সেনুয়ারা আক্তার চিনু, কবি রওশন আরা বাঁশি, ছয়ফুল আলম পারুল, এখলাসুর রহমান ডাক্তার লোকমান হেকিম, বৃক্ষ প্রেমিক আব্দুল আফতাব, কবি শিপারা বেগম শিপা, মিহির মোহন, রিপন আহমেদ, প্রিন্সেস সোহেনা আক্তার হেনা, জুবের আহমদ সার্জন, আহমেদ সালেহ, দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমশাদ, জালাল জয়,ইফতেখার শামীম, অনিক প্রধান, তোফায়েল আহমেদ জুম্মন, ফারিয়া নাহার, উম্মে সালমা খান, আবুল আহমেদ, তাপাদার জান্নাতুল জাহরা, মকসুদ আহমেদ লাল, এমদাদ হোসেন, জাহানারা আক্তার লিলি, মাহফুজা আনিকা সুমাইয়া, সমর বড়ুয়া চৌধুরী, উৎফল বড়ুয়া, শহিদুল ইসলাম, মাহবুবা বেগম, বিশ্বনাথ দত্ত , প্রমূখ।

Scroll to Top