নভেম্বর ২২, ২০২২

জাতীয়

জাসদের উদ্যোগে মিসফাক আহমদ মিশু’র শোক সভা।

হাওয়া টিভি ডেক্স :- জাসদের উদ্যোগে মিসফাক আহমদ মিশু’র শোক সভা। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট মহানগর শাখার সদ্য প্রয়াত সভাপতি মিসফাক আহমদ চৌধুরী মিশু স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। (২২ নভেম্বর) মঙ্গলবার বিকাল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এই শোক সভার আয়োজন করা হয়। শোক সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ। পরিচালনা করেন মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ। মিসফাক আহমদ চৌধুরী মিশুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত সভার শুরুতে প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। শোক সভা স্মারক থেকে মিসফাক আহমদ মিশুর সংক্ষিপ্ত জীবনপঞ্জি পাঠ করেন জেলা জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক সুকান্ত ভট্টাচার্য্য। শোক সভায় বক্তারা মিসফাক আহমদ মিশুর সংগ্রামী কর্মময় জীবনের নানাধিক আলোচনা করেন। বক্তারা বলেন, খুনি এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলন, ঘাতক জামাত শিবিরের হত্যা খুনির বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন, যোদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলন, দূর্নীতি বৈষম্য অবসান করে সুশাসন ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পূণর্জাগরন সংগঠিক করার সংগ্রামে, বাঙ্গালীয়ানার জাগরণের সংগ্রামে, বাঙ্গালী সংস্কৃতির চর্চা ও বিকাশে মিসফাক আহমদ মিশুর সংগ্রামী জীবন চিরস্বরনীয় হয়ে থাকবে। শোক সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন গণতান্ত্রি পার্টির সভাপতি ব্যারিষ্টার আরশ আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাসদ স্থায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আনোয়ারুল হক, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য শামীম আখতার, সিপিবির জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির জেলা শাখার সভাপতি কমরেড সিকান্দর আলী, বাসদ জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, সাম্যবাদী আন্দোলন জেলা শাখা সমন্বয়ক সুশান্ত সিংহ সুমন, জাসদ জেলা শাখার সদস্য মহি উদ্দিন আহমদ, জাসদ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী ইয়াহিয়া। সাংস্কৃতিক কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল করিম, সামছুল বাছিত শেরো, এনামুল কবির মুনির, লাকী চৌধুরী, নাহিদ পারভেজ বাবু। সম্মিলিত নাট্য পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল দাস, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। গন্যমাধ্যম কর্মী দেবব্রুত দীপন প্রমুখ।   জাসদের উদ্যোগে মিসফাক আহমদ মিশু স্মরণে শোক সভা  

জাতীয়

বৃহত্তর ঢাকাদক্ষিন সমবায় সমিতি ইউকের আত্মপ্রকাশ”

বিলেতের আয়না ডেক্স :- বৃহত্তর ঢাকাদক্ষিন সমবায় সমিতি ইউকের আত্মপ্রকাশ” ২১/১১/২০২২ সোমবার যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর ঢাকা দক্ষিণ বাসী কে (ঢাকা দক্ষিণ পরগনা বাসিকে) নিয়ে একটি নতুন সমবায় ভিত্তিক সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে লন্ডনের ক্যাফে গ্রীল রেষ্টুরেন্টেএক সাধারণ সভা আয়োজন করা হয়। ‌ উক্ত সভায় বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান নজরুল ইসলাম সভাপতি, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ তাজুল ইসলাম সাধারন সম্পাদক , কাওসার আহমদ জগলু কে কোষাধ্যক্ষ করে কমিটি ঘোষনা করা হয়। লন্ডন এবং লন্ডনের বাহিরের বিভিন্ন শহর থেকে বৃহত্তর ঢাকাদক্ষিনের বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্তিতিতে সভায় সভাপতিত্ব করেন সেলিম উদ্দিন চাকলাদার সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোঃ তাজুল ইসলাম। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এতওয়ার হোসেন মুজিব। যুক্তরাজ্যে বসবাসরত ঢাকাদক্ষিণ পরগনা অধিবাসীদের মধ্যে সম্প্রীতি ঐক্য ও জীবনমানের উন্নয়ন সাধনের লক্ষ্যকে সামনে রেখে ” বৃহত্তর ঢাকাদক্ষিণ সমবায় সমিতি” গঠন করা হয়। পরে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি সভাপতি দেওয়ার নজরুল ইসলাম সাধারন সম্পাদক মোঃ তাজুল ইসলাম ও কোষাধক্ষ কাওছার আহমদ জগলুর নাম ঘোষনা করলে উপস্থিত সকলে সর্বসম্মতিক্রমে করতালির মাধ্যমে তাদেরকে অনুমোদন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ থেকে আগত, ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মুতলিব , বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন শিক্ষক তছউর আলি, আরো উপস্তিত ছিলেন আবুল হাসনাত নাইস, রুহুল কুদ্দুস জুনায়েদ, সেলিম উদ্দিন , রহিম উদ্দিন মুক্তা, সিহাব উদ্দিন,নুরুল আলম শাহিন, মোঃ ময়নুল ইসলাম, হেলাল আহমদ,ফরিদ আহমদ, আব্দুল কাদির , শামিম আহমদ, আশরাফ হোসেন শাফি, মাসুদ আহমদ জুয়েল, সাদেক আহমেদ, রওসুম উদ্দিন জসিম , গোলামনেওয়াজ চৌধুরী শিমু , মোকাদ্দেম,আতিকুর রহমান সেপার , কামাল উদ্দিন, সিরাজুল ইসলাম আকবর, আসাদ উদ্দিন , মোহাম্মদ সাবুল আহমদ, খালেদ আহমেদ, আজিজুর রহমান, সুবহান উদ্দিন, কিশোর এনাম লিটন, হোসেন আলী তাজ, আব্দুল মুকিত, আব্দুল হালিম, কামরুজ্জামান চাকলাদার, বোরহান উদ্দিন,মোকাদ্দাম আহমদ চৌধুরী, হোসেন আহমদ সুজা, আজিজুর রহমান, জামিল আহমদ , বদরুল ইসলাম, জাহেদ আহমদ , আব্দুল মতিন, সেবুল আহমদ , এম এ কে নিপু , বোরহানউদ্দিন, মোঃ শাহিদ খান সহ আরো অনেকে।

জাতীয়

মুক্তিযোদ্ধাদের অবদান কখনো ভুলবো না –প্রধানমন্ত্রী।

বিলেতের আয়না ডেক্স :- মুক্তিযোদ্ধাদের অবদান কখনো ভুলবো না –প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের অবদান কখনও ভুলবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তাই আমরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।’ সোমবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২২’ উপলক্ষে সশস্ত্র বাহিনীর খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকার অবহেলিত মুক্তিযোদ্ধাদের সন্ধান করছে এবং তাদের সুবিধাগুলো যেমন মুক্তিযোদ্ধা ভাতা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। টানা তিন বার ক্ষমতায় থাকতে পেরেছেন বলেই মানুষের জন্য কিছু কাজ করার সুযোগ পেয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যেসব মুক্তিযোদ্ধা একেবারে অবহেলিত পড়েছিল সরকার তাদের খুঁজে বের করে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তাদের ভাতার ব্যবস্থা করা, মারা গেলে রাষ্ট্রীয় সম্মানের ব্যবস্থা এমনকি তাদের দাফনের ব্যবস্থাও আমরা করছি।’ তিনি বলেন, ‘যারা আমার বাবার ডাকে অস্ত্র তুলে নিয়ে এদেশ স্বাধীন করেছেন তাদের সম্মান করা, মর্যাদা দেওয়াই আমাদের কাজ। দল মত পৃথক থাকতে পারে কিন্তু তাদের অবদান আমি কখনো ছোট করে দেখিনি, অবহেলা করিনি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আপনাদের (মুক্তিযোদ্ধাদের) অবদান চিরকাল মনে রাখব। আমরা মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় কাজ করছি।’ তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের স্মৃতি দেখে বিজয়ের ইতিহাস জানতে পারে, তাহলে তারা অনুপ্রাণিত হবে এবং জানবে কীভাবে দেশের জন্য কাজ করতে হয়। এ লক্ষ্যে সরকার প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রতিষ্ঠা করছে এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান যেখানে জাতির পিতা ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিয়েছিলেন, স্বাধীনতা ও পাকিস্তানি দখলদারিত্বের পর দেশ পরিচালনার নির্দেশনা দিয়েছিলেন, পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করেছে সেটি সংরক্ষণের ব্যবস্থাও নিয়েছে।‘ তিনি বলেন, কেউ কখনও মুক্তিযোদ্ধাদের অসম্মান করবে না। ভবিষ্যতে কেউ মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে অবহেলার চোখে দেখবে না। তিনি আরও উল্লেখ করেন যে, তার সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করেছে এবং এটি প্রজন্ম থেকে প্রজন্মে অব্যাহত থাকবে।

জাতীয়

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ।

বিলেতের আয়না ডেক্স :- চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (২১ নভেম্বর) হাইকোর্টের রায় স্থগিত করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। নিপুণের আইনজীবীরা জানান, এই আদেশের ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন নিপুণ আক্তার। এই রায়ে নিপুণ আক্তারও সন্তোষ প্রকাশ করেছেন। এফডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনার পরিকল্পনার কথাও জানান তিনি। এর আগে গত ১৩ নভেম্বর নিপুণের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। গত ১৩ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চেম্বার আদালতের স্থিতাবস্থার আদেশ নিপুণ আক্তার ও জায়েদ খানকে কঠোরভাবে পালন করতে আদেশ দেন আপিল বিভাগ। এর আগে ৮ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থার আদেশের পরও সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন জায়েদ খান। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করা হয়। গত ৩ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ আক্তার। এর আগে ২ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এছাড়া গত ৭ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনি আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এছাড়া এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতাও স্থগিত করা হয়। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। চিত্রনায়ক জায়েদ খানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন।

Scroll to Top