নভেম্বর ১০, ২০২২

জাতীয়

আগামী ২০ নভেম্বর কাতারে পর্দা ওঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’খ্যাত ফুটবল বিশ্বকাপের।

বিলেতের আয়না ডেক্স :- আগামী ২০ নভেম্বর কাতারে পর্দা ওঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’খ্যাত ফুটবল বিশ্বকাপের। বিশ্বকাপের জন্য নতুন করে স্টেডিয়াম, হোটেল, রাস্তা-ঘাট সহ বিভিন্ন অবকাঠামো প্রস্তুত করেছে কাতার সরকার। কাতারের রাজধানী দোহার প্রায় ৫৫ কিলোমিটার জুড়ে অবস্থিত এই স্টেডিয়ামগুলো। প্রিয় দলকে মাঠে বসে সমর্থন যোগাতে কাতারে আসবে ফুটবলপ্রমীরা। বিশ্বকাপের সময় প্রায় ২০ লাখ মানুষের সমাগম হবে এই শহরে। আর তাই বিশ্বকাপ দেখতে আসা ফুটবলপ্রেমীদের অন্যতম সমস্যা হতে পারে আবাসন। তবে এই সমস্যা মাথায় রেখে ফুটবলপ্রেমীদের জন্য মালবাহী কন্টেইনারের ছোট ছোট কক্ষ বানিয়ে থাকার ব্যবস্থা করেছে কাতার সরকার। এই কন্টেইনারে থাকতে পারবেন বিশ্বকাপ দেখতে আসা ফুটবলপ্রেমীরা। আর এই কন্টেইনারে একদিন থাকতে গুণতে হবে ২০০ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় প্রায় ২১ হাজার টাকা। ৩২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের শুরু হবে ২০ নভেম্বর। স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে পর্দা ওঠবে এবারের বিশ্বকাপের। আর ৮ই ডিসেম্বর লুসাইলের লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিশ্বকাপের।

জাতীয়

দেশের সম্পদ বিদেশে পাচার করছেন ধনীরা – সিরাজুল ইসলাম চৌধুরী

বিলেতের আয়না ডেক্স :- দেশের সম্পদ বিদেশে পাচার করছেন ধনীরা – সিরাজুল ইসলাম চৌধুরী আ ফ ম মাহবুবুল হকের স্মরণসভায় ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট লেখক, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশ টিকে আছে মেহনতি মানুষের কারণে। অতীতে ব্রিটিশ ও পাকিস্তানিরা এ দেশের ধনসম্পদ লুট করেছে। আর এখন দেশের সম্পদ বিদেশে পাচার করছেন ধনীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মাহবুবুল হকের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। বাসদের আহ্বায়ক কমরেড আ ফ ম মাহবুবুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে ওই স্মরণসভার আয়োজন করেছিল আ ফ ম মাহবুবুল হক স্মৃতি সংসদ। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশ টিকে আছে মেহনতি মানুষের কারণে। যেসব শ্রমিক বিদেশের মাটিতে কাজ করেন, যাঁরা গার্মেন্টস শ্রমিক এবং দিনমজুরেরাই এই দেশকে টিকিয়ে রেখেছেন। আর ধনীরা কানাডাসহ উন্নত অনেক দেশে সম্পদ পাচার করে দিচ্ছেন।বেগম পাড়া তৈরী করেছে। দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে অনেক দল, কিন্তু ধারা দুটি। একটি বুর্জোয়া, অন্যটি সমাজতান্ত্রিক। বুর্জোয়ার ধারার রাজনীতির ভুক্তভোগী আমরা। দেশ স্বাধীন হলেও ব্রিটিশ বা পাকিস্তান থেকে ভিন্ন কিছু হয়নি। স্বাধীন হয়েছি ৫০ বছর, কিন্তু উপনিবেশ মানসিকতা থেকে এখনো মুক্তি মেলেনি। এখন আমরা ধনীদের উপনিবেশ। লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে হবে উল্লেখ করে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সমাজতান্ত্রিকদের কিছু করার আগেই পরাজিত হয়ে যাওয়ার মনোভাব আছে। মাহবুবুলের (কমরেড মাহবুবুল হক) মনে সেটি ছিল না। তাঁর সময়ে তাঁর সামনে সমাজতান্ত্রিকদের দৃষ্টান্ত খুব বেশি ছিল না। তবে তিনি আত্মবিশ্বাসী ছিলেন, তিনি জয়ী হবেন। বর্তমানে বামপন্থীরা জনগণের কাছে পৌঁছাতে পারে না৷ জনবিচ্ছিন্ন হয়ে থাকে। মানুষকে পাশে আনতে পারে না।’ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, কমরেড আ ফ ম মাহবুবুল হকের সময়ে সমাজতান্ত্রিক আন্দোলনে বেশি মানুষ ছিল না। তখন তিনি একাই আন্দোলন সংগ্রাম করেছেন। অনেক নির্যাতন আর বাধার পরেও মাথা নত করেনি। তবে এত বছরে বাঙালি জাতীয়তাবাদ এবং বাম রাজনীতি যেভাবে যতটুকু অগ্রসর হওয়ার কথা ছিল, তা হয়নি। তাঁর কোন দিকে যেতে হবে, সেই পথ স্পষ্ট ছিল। কখনো বিভ্রান্ত হয়নি, বিচ্যুতি হননি। কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম বলেন, এখন অনেক বামের সৃষ্টি হয়েছে। বামপন্থীরা ভাগ হতে হতে প্রান্তিক জায়গায় চলে গেছে। এগুলো আমাদের ভুল। আমরা অনেক ভুল করেছি, তাই ভুলের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। তিনি আরও বলেন, দেশে অপশাসনের কর্তৃত্ব চলছে। নব্য উদার অর্থনীতির চলছে। দেশের পাঁচ ভাগ মানুষের অর্থনৈতিক অবস্থা আর বাকি ৯৫ ভাগের অর্থনৈতিক অবস্থা এখন দুই রকম। মাহবুবুল হকের স্মৃতিচারণা করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, তরুণদের, সাধারণ মানুষের সব আবেগ ছিল তাঁকে ঘিরে। ওই আবেগ ছিল বুদ্বুদের মতো। তাঁর পাশে থাকলে কেউ আর আমাকে দেখত না। আজকের বাংলাদেশে যদি তিনি থাকতেন, তাহলে হয়তো অন্য কিছু করতে পারতেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, মাহবুবুল হক সব সময়ই লড়াইয়ের অগ্রে ছিলেন। কখনো পিছে ছিলেন না। আলোচনায় অন্যদের মধ্যে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান । বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার প্রমুখ আলোচনা করেন।

জাতীয়

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করছে সরকার।

বিলেতের আয়না ডেক্স :-  সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করছে সরকার। সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের তাদের প্রতিষ্ঠানের খরচে বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করেছে। আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি খরচে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত সকল আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। নতুন এই আদেশের আওতায় যে সব সরকারি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে তার মধ্যে রয়েছে- সকল মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীনস্থ সংস্থা, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর কর্পোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাসমূহ। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সীমিত আকারে বিদেশ ভ্রমণ করা যেতে পারে। এর আগে কোভিড-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং চলমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটেও কর্মকর্তা-কর্মচারীদের সরকারি খরচে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। মে মাসে অর্থ মন্ত্রণায় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার পাশাপাশি সরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সকল কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে।

জাতীয়

ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি  উপলক্ষে আলোচনা সভা।

বিলেতের আয়না রিপোর্ট :- মাহমুদুর রহমান শানুর ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি  উপলক্ষে আলোচনা সভা। ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গতকাল ৯ই অক্টোবর লন্ডনে বসবাসরত ক্রীড়া চক্রের সকল সদস্য আজীবন সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ক্যাফ গ্রীল রেষ্টুরেন্টে ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খোকনের সভাপতিত্বে এবং আবজল হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজীবন সদস্য ঢাকা দক্ষিণ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতলিব (মছনমিয়া) আজীবন সদস্য শামীম আহমেদ। খালেদ আজিম উদ্দিন জামাল। কাজী মকবুল আলী। আগামী বছর ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি হবে। প্রথমেই ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক মরহুম আব্দুল মতিজ ও প্রতিষ্ঠাতা সদস্য মরহুম শফিক উদ্দিন ও সদস্য ফুটবল খেলোয়াড় মরহুম জসিম উদ্দিন এর রুহের মাগফেরাত কামনা করা হয়। সেই উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত এবং বক্তব্য রাখেন রুহুল আমিন সেলিম। আব্দুল বাছির।,মাহমুদুর রহমান শানুর । সেলিম উদ্দিন চাকলাদার। দিলওয়ার হোসেন লেবু। হেলাল আহমেদ। নাজিম রহমান। আব্দুল কাদির। হোসাইন আহমেদ সুজা। আব্দুল রহিম মুক্তা।ছাদেক আহমেদ। রেহান উদ্দিন। নুরুল ইসলাম। খালেদ আহমেদ।দিলদার সারোয়ার শিপন ।কিশোয়ার আনাম লিটন। জোছনা পারভীন ও রুমানা আনাম। শাহরিয়ার নাফি। সভায় বক্তারা বলেন, ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্রের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন।স্বাধীনতার পরবর্তী সময়ে এই ক্লাবের যাত্রা। ফুটবল খেলার মাধ্যমে। এই ক্লাব ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে। আগামী দিনে তাঁর ধারাবাহিকতা বজায় রাখার উদাত্ত আহ্বান জানিয়েছেন। ভবিষ্যতে নিজস্ব ভূমি ক্রয় করে ক্লাবের স্হায়ী ভবন নির্মাণ করার জন্য সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার অঙ্গিকার ব্যক্ত করেছেন। একটি স্হায়ী সংবিধান করার প্রস্তাব করা হয়। ৫০বছরের একটি ঐতিহ্যবাহি ক্লাবের অনুষ্ঠান কে সাফল্য মন্ডিত করার জন্য একটা ফান্ড কালেকশন করা হয়েছে। বেশ কয়েকজন তাদের অঙ্গিকার করেছে ন এবং ক্রীড়া চক্রের সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন সাবেক সাধারণ সম্পাদক আজীবন সদস্য কামাল উদ্দিন খোকন। খালেদ আজিম উদ্দিন জামাল। আবজল হোসেন। ইকবাল আহমেদ। হেলাল আহমেদ। পরবর্তীতে লন্ডন প্রবাসী ক্রীড়াচক্রের আজীবন সদস্যদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে।

জাতীয়

সিলেটে বিয়ানীবাজারে পরিত্যক্ত কূপে পাওয়া গেল গ্যাসের সন্ধান

বিলেতের আয়না রিপোর্ট :- সিলেটে বিয়ানীবাজারে পরিত্যক্ত কূপে পাওয়া গেল গ্যাসের সন্ধান। সিলেটের বিয়ানীবাজার-১ কূপের পরীক্ষামূলক কার্যক্রম চলছে। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) একটি পরিত্যক্ত কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বিয়ানীবাজার-১ কূপের পুনঃখনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া যায় বলে জানায় এসজিএফএল। এ কূপ থেকে দৈনিক ৭০-৮০ লাখ ঘনফুট গ্যাস ও ১০০ ব্যারেল কনডেনসেট সরবরাহ করা যাবে বলে আশা করা হচ্ছে। ২০১৬ সালে বিয়ানীবাজার-১ কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে কূপটি থেকে ৩ হাজার ৪৫০ মিটার গভীর থেকে ৩ হাজার ৫০০ ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। ১০ সেপ্টেম্বর কূপটির পুনঃখনন শুরু করে এসজিএফএল। এসজিএফএল ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শাহীনুর ইসলাম বলেন, কূপের ৩ হাজার ৪৫৪ মিটার গভীর থেকে পরীক্ষা করে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। বর্তমানে ১০ মিলিয়ন গ্যাসপ্রবাহ হচ্ছে এবং গ্যাসের চাপ রয়েছে ৩ হাজার ১০০ পিএইচ। শাহীনুর ইসলাম আরও জানান, কূপটিতে আগামী ৩ দিন পরীক্ষা চলবে। পরীক্ষা শেষে কী পরিমাণ গ্যাস সরবরাহ করা সম্ভব তা জানা যাবে। এ সময় আরও ৪টি কূপ পুনঃখননের পরিকল্পনা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা। ২০২৩ সালের শেষ দিকে এসব কূপ খনন করা শুরু হবে।

জাতীয়

স্বর্ণজয়ন্তীতে বাংলাদেশ” নামক স্মরণিকার প্রকাশনা উৎসব অনু‌ষ্ঠিত।

বিলেতের আয়না ডেক্স :- শ‌হিদুল ইসলাম, সিলেট  প্রতি‌নি‌ধি “স্বর্ণজয়ন্তীতে বাংলাদেশ” নামক স্মরণিকার প্রকাশনা উৎসব অনু‌ষ্ঠিত। ৮ই নভেম্বর ২০২২ইং,গ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউ.কে কর্তৃক লন্ডন হতে প্রকাশিত “স্বর্ণজয়ন্তীতে বাংলাদেশ” নামক স্মরণিকার প্রকাশনা উৎসব অত্র সংগঠ‌নের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন এর সভাপ‌তি‌ত্বে “হোটেল পেনিনসুলায়” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন বাংলাদ‌েশ সরকা‌রের সাবেক মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ, সামশুল হক চৌধুরী এমপি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র, বীর মুক্তিযোদ্ধা, মোঃ রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সাংসদ, বীর মুক্তিযোদ্ধা, মোছলেম উদ্দিন আহমদ এমপি। চট্টগ্রাম জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, এ.টি.এম পেয়ারুল ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

Scroll to Top