নভেম্বর ৬, ২০২২

জাতীয়

আগামীকাল সোমবার ২৫ জেলায় ১০০ সেতুর উদ্বোধন করবেন – প্রধান মন্ত্রী শেখ হাসিনা

বিলেতের আয়না ডেক্স :- আগামীকাল সোমবার ২৫ জেলায় ১০০ সেতুর উদ্বোধন করবেন – প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আরেক ধাপ অগ্রগতি হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার খুলে দেওয়া হবে ১০০টি সেতু। সড়ক ও জনপথের নির্মাণ করা এসব সেতু ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি নবনির্মিত ১০০টি সেতুর উদ্বোধন করবেন। এ ছাড়া আগামী ২৬ নভেম্বর কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত দুই টিউববিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণ পাশের টিউবের পূর্ত কাজের সমাপনী উদযাপনে ভার্চুয়ালি যুক্ত হবেন।’ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্মিত দেশের ২৫টি জেলায় সরকারের নিজস্ব অর্থায়নে নবনির্মিত ১০০টি সেতুর শুভ উদ্বোধন করা হবে। তার মধ্যে চট্টগ্রাম সড়ক জোনের আওতায় সর্বোচ্চ ৪৫টি, সিলেট জোনে ১৭টি, বরিশাল জোনে ১৪টি, ময়মনসিংহ জোনে ৬টি, ঢাকা জোনে ২টি, কুমিল্লা জোনে ১টি, রাজশাহী, রংপুর এবং গোপালগঞ্জ জোনে ৫টি করে মোট ১০০টি সেতু। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সেতু হলো মানিকগঞ্জের ঘিওর সেতু, শেরপুরের শিমুলতলী ও পোড়াদহ সেতু, খাগড়াছড়ির লোগাং সেতু, সুনামগঞ্জের রানীগঞ্জ কুশিয়ারা সেতু, দিনাজপুরের কাহারোল সেতু এবং চট্টগ্রামে কালারপোল ও বরকল সেতু। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, এসব সেতু উদ্বোধনের মধ্য দিয়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় আরেক ধাপ অগ্রগতি হবে।

জাতীয়

সিলেটে তালাবদ্ধ ঘরে স্বামী-স্ত্রীর লাশ, পাশে কাঁদছিল শিশুসন্তান।

বিলেতের আয়না ডেক্স :- সিলেটে তালাবদ্ধ ঘরে স্বামী-স্ত্রীর লাশ, পাশে কাঁদছিল শিশুসন্তান। সিলেটের পাঠানটুলা এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১ টায় খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ পল্লবী আবাসিক এলাকার ২৫-সি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা- তারা দুজন আত্মহত্যা করেছেন। তবে- রুমের ভেতরে জীবিত অবস্থায় তাদের শিশু সন্তানকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়- পল্লবী আবাসিক এলাকার ওই বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন সুনামগঞ্জের সদর উপজেলার ফন্দিয়া গ্রামের শিপা তালুকদার ও তার স্বামী রিপন দাস। রোববার সকালে তাদের দরজা বন্ধ অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ভেতর থেকে একটি শিশুর কান্নার আওয়াজ আসছিলো। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে। জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠিয়েছে। পারিবারিক কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করেন তিনি। এদিকে- আত্মহত্যা করার আগে একটি চিরকুট লিখে গেছেন শিপা তালুকদার। তার রেখে যাওয়া সন্তানকে দেখভাল করার জন্য স্বজনদের কাছে আকুতি জানিয়ে গেছেন তিনি। ।

জাতীয়

সিলেট ল’ কলেজের সাবেক জি এস কামাল ছুরিকাঘাতে নিহত ।

বিলেতের আয়না ডেক্স :-সিলেট ল’ কলেজের সাবেক জি এস কামাল ছুরিকাঘাতে নিহত । সিলেট নগরীতে ছুরিকাঘাতে বিএনপি নেতা আফম কামাল খুন হয়েছেন। তার গাড়ী আটকিয়ে খুন করা হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিলেট ল’ কলেজের জিএস ছিলেন। রোববার (৬ নভেম্বর) রাত সোয়া ৮ টার দিকে নগরের আম্বরখানা বড়বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম। তিনি বলেন ‘কে বা কারা এ ঘটনায় জড়িত এখনো জানা যায়নি। তবে আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি। ইতোমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি।

জাতীয়

ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সদ্য প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর চৌধুরী জয়ী হয়েছেন।

বিলেতের আয়না ডেক্স :- ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সদ্য প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর চৌধুরী জয়ী হয়েছেন। শনিবার সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান ফলাফল ঘোষণা করেন। নগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মোট ১২৩টি কেন্দ্রে শনিবার সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়; যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে। হাবিবুর রহমান জানান, নির্বাচনে ৬৮ হাজার ৮১২ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট। এ আসনে মোট ভোটার তিন লাখ ১৮ হাজার ৪৭২। এর মধ্যে ভোট দিয়েছেন ৮৩ হাজার ৬৯০ জন। ভোট প্রদানের হার ২৬.২৭। গত ১১ই সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের সাবেক উপনেতা সাজেদা চৌধরীর মৃত্যু হয়। ১৩ই সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় আসনটি শুন্য ঘোষণা করে। ২৫ সেপ্টেম্বর নির্বচানের তফশিল ঘোষণা করা হয়।

জাতীয়

বরিশাল বিভাগীয় মহা সমাবেশ । আওয়ামী লীগ অর্থনীতি-রাজনীতি ধ্বংস করে দিচ্ছে। বিএনপি মহাসচিব– মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিলেতের আয়না ডেক্স :- বরিশাল বিভাগীয় মহা সমাবেশ । আওয়ামী লীগ অর্থনীতি-রাজনীতি ধ্বংস করে দিচ্ছে। বিএনপি মহাসচিব– মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ একে একে আমাদের সব অর্জন ধ্বংস করেছে। তারা অর্থনীতিকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে। হামলা ও মামলা এ দু’টি হচ্ছে আওয়ামী লীগের প্রধান অস্ত্র।’ অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-সুশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যা, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল বিভাগীয় গণসমাবেশে শনিবার (৫ নভেম্বর) বিকেলে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিলো স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের, সে স্বপ্ন আজ ভূলুণ্ঠিত। এ সরকার কুইক রেন্টাল ও পাওয়ার প্লান্টের লুটপাট করেছে বেল আজ বিদ্যুতের এ অবস্থা। লাখ লাখ কোটি টাকা দেশ থেকে পাচারের কারণে এখন দুর্ভিক্ষের কথা বলছেন প্রধানমন্ত্রী। এই সরকার বলেছিল ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে আর ঘরে ঘরে চাকরি দেবে। চাকরি দিয়েছে তবে আওয়ামী লীগের ছেলেদের তাও ২০ লাখ করে টাকা নিয়ে ‘ তিনি বলেন, ‘বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন নয় তার প্রমাণ আজকের এ গণসমাবেশ। বিএনপি’র এ আন্দোলন বাঙালি জাতিকে রক্ষা করার জন্য।’ গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যরিষ্ট্রার শাজাহান ওমর (বীর উত্তম), অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। সমাবেশের সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। সঞ্চালনা করেন মহানগর সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ। বিভাগীয় এ গণসমাবেশে বরিশাল মহানগর, জেলা, ঝালকাঠী, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীদের ঢল নামে। সকাল থেকেই বিভাগীয় গণ সমাবেশের স্থল বঙ্গবন্ধু উদ্যান কানায় কানায় ভরে যায়। এরপর আশপাশের সড়কে অবস্থান নেয় আগত নেতা-কর্মী ও সমর্থকেরা।

Scroll to Top