নভেম্বর ৫, ২০২২

জাতীয়

হিথ্রো বিমান বন্দরের কাছে বন্দী শিবিরে অভিবাসীদের বিক্ষোভ।

বিলেতের আয়না ডেক্স :- হিথ্রো বিমান বন্দরের কাছে বন্দী শিবিরে অভিবাসীদের বিক্ষোভ। হিথ্রো বিমানবন্দরের কাছে অভিবাসীদের এক বন্দিশিবিরে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এতে সেখানে পানি সরবরাহও বন্ধ হয়ে যায়। ফলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন ওই অভিবাসীরা। তারা ছুরি ও হাতের কাছে পাওয়া কাঠ নিয়ে বেরিয়ে পড়েন এর চত্বরে। তাদের সংখ্যা প্রায় ১০০। এতে এক হতাশাজনক পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে দাঙ্গা পুলিশ ডাকা হয়। শুক্রবার শুরুর দিকে এ ঘটনা ঘটেছে হিথ্রোর কাছে ওয়েস্ট ড্রাইটনে হারমন্ডসওয়ার্থ ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে। এ খবর দিয়েছে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ।  অভিবাসীদের ওই বিক্ষোভের সময় সেখানকার কোনো স্টাফ বা বন্দি আহত হয়নি। শুক্রবার থেকে ওই বন্দিশিবিরে বিদ্যুৎ ও পানি কিছুই ছিল না। ওই খবরে বলা হয়েছে, বৃটেনে আশ্রয়প্রার্থী এবং অভিবাসন সেন্টারগুলোতে যে নাজুক পরিস্থিতি সর্বশেষ এই ঘটনায় তা প্রকাশ হয়ে পড়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে ডাক পড়ে মেট্রোপলিটন পুলিশের। একই সঙ্গে তলব করা হয় ন্যাশনাল ট্যাকটিক্যাল রেসপন্স গ্রুপ এবং মেট্রোপলিটন পুলিশের টেরিটোরিয়াল সাপোর্ট পুলিশের কর্মকর্তাদের। ডেকে নেয়া হয় অগ্নিনির্বাপণকারী ও উদ্ধারকর্মীদের।  এর আগে মার্চে হারমন্ডসওয়ার্থের পরিস্থিতি তুলে ধরে একটি রিপোর্ট প্রকাশ হয়। তাতে দেখা যায়, যাদেরকে আটকে রাখা হয়েছে, তার মধ্যে অনেকেই ঝুঁকিপূর্ণ। কিছু মানুষকে সেখানে আটকে রাখা হয়েছে এক বছরের বেশি।

জাতীয়

জনপ্রিয় মডেল মিশফাক আহমদ মিশু মারা গেছেন।

বিলেতের আয়না ডেক্স :- জনপ্রিয় মডেল মিশফাক আহমদ মিশু মারা গেছেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট মহানগর জাসদের সভাপতি ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি ও নব্বই দশকের জনপ্রিয় মডেল মিশফাক আহমদ মিশু মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ নভেম্বর) ভোরে নগরীর রায়নগরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। শুক্রবার রাতেও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি ছিলেন মিশু। বাসায় ফেরার পর শনিবার ভোরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।তিনি ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। এরপর নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে জানাজার শেষে তাকে দাফন করা হয়। সিলেট এমসি কলেজের শিক্ষার্থী থাকাকালে মডেল হিসেবে মিডিয়ায় আবির্ভাব হয় মিশুর। তিনি বেশকিছু বিজ্ঞাপনে মডেলিংয়ের পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করেন। টেলিভিশনে আসার আগে থেকেই মঞ্চ নাটকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন মিশু। তিনি লিটল থিয়েটার সিলেটের নাট্যকর্মী। ২০১৬ সাল থেকে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতির দায়িত্বপালন করে আসছেন মিশু। তাঁর মৃত্যুর সংবাদ শুনে দে-শ বিদেশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সিলেট বিভাগের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ ছিলেন।আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমিন।        

জাতীয়

সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মনিরপেক্ষতা সাংঘর্ষিক : আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধমন্ত্রী 

বিলেতের আয়না ডেক্স :- সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মনিরপেক্ষতা সাংঘর্ষিক : আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধমন্ত্রী  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালের ৪ নভেম্বর আমাদের সংবিধান দিয়ে গেছেন। তার সংবিধানের মূলনীতি আজকে সেভাবে নেই। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মনিরপেক্ষতা পরস্পর সাংঘর্ষিক। অন্যান্য সব জায়গায় সংবিধান আগের জায়গায় ফেরত এসেছে, এই একটি জায়গায় আসেনি। শুক্রবার (৪ নভেম্বর) প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘বঙ্গবন্ধুর সংবিধানকে সাম্প্রদায়িকতার কলঙ্ক থেকে মুক্ত করুন’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ৫১তম সংবিধান দিবস উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এই সভাটি আয়োজন করে। মন্ত্রী বলেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার সাম্প্রদায়িক প্রায় ৩০ বছর শক্তি দেশ শাসন করেছে। এরফলে আমাদের রাষ্ট্র ও সমাজে ইসলামের রাজনীতিকরণ হয়েছে। শুধু সংবিধান পরিবর্তন করলেই হবে না, আমাদের চিন্তা চেতনাও কলঙ্কমুক্ত করতে হবে। সভাপতির বক্তব্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, অন্যান্য দেশের তুলনায় আমাদের সংবিধান আধুনিক ও যুগোপযোগী। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ও তার সহযোগীরা সংবিধানকে পাকিস্তানিকরণ করেছে। বঙ্গবন্ধুর আমানত দুই জেনারেল খেয়ানত করেছে। এখন সময় এসেছে মূল সংবিধানে ফেরত যাওয়ার। ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া পর্যন্ত যত কাজ হয়েছে সব সংবিধানবিরোধী। এর মধ্যে ইনডেমনিটি অধ্যাদেশ একটি। এরশাদের আমলে ইসলামকে রাষ্ট্রধর্ম করে সংবিধানের পুরো চরিত্রই বদলে দেওয়া হয়েছে। সংবিধান প্রশাসনিক ক্ষেত্রে বারবার লঙ্ঘিত হচ্ছে কিন্তু আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না। তিনি সংবিধান সম্পর্কে মানুষকে জানানোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, এর একটি সহজপাঠ দরকার। মানুষ অন্তত তার মৌলিক অধিকার সম্পর্কে জানতে পারবে। এ সময় তিনি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের ভূমিকার সমালোচনা করে বলেন, আমরা বিবৃতি দিয়ে বলেছি এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ সাংবিধানিক প্রক্রিয়াতে বন্ধ করা উচিত। কিন্তু আওয়ামী লীগ বিবৃত দেয়নি। কারণ আওয়ামী লীগের মূল বিষয় হচ্ছে দুর্দিনে যারা সঙ্গে থাকে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তাদের সঙ্গে নেয় না। সঙ্গে নেয় তাদেরকে যারা দুর্দিনে পাশে থাকে না। শিক্ষাবিদ শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, সংবিধানে সাম্প্রদায়িকতার কলঙ্ক আছে। স্কুলে ছাত্র-ছাত্রীরা চারু ও কারুকলা পড়তে চায় না। বলে গুনাহ হবে। ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা সমাজে ঢুকে গেছে। আমরা স্যাটেলাইট পাঠিয়েছি কিন্তু মনের দিক থেকে অনেক অনেক নিচে চলে যাচ্ছি। সমাজকর্মী ও সংসদ সদস্য আরমা দত্ত বলেন, আজকে বঙ্গবন্ধুর সংবিধানকে সাম্প্রদায়িকতার কলঙ্ক থেকে মুক্ত করতে হবে। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে মুক্তিযুদ্ধ করেছে। আমরা সকলে চাই এখানে সাম্প্রদায়িকতার বীজ যেন না আসে। আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ও মানবাধিকারকর্মী কাজী রিয়াজুল হক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান বাদল। সভাটি পরিচালনা করেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সন্তান আসিফ মুনীর।

Scroll to Top