নভেম্বর ৩, ২০২২

আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধান মন্ত্রী ইমরান খানের উপর সন্দেহ ভাজন হামলাকারী গ্রেফতার।

বিলের আয়না ডেক্স :- পাকিস্তানের সাবেক প্রধান মন্ত্রী ইমরান খানের উপর সন্দেহ ভাজন হামলাকারী গ্রেফতার। পাকিস্তানের পাঞ্জাবে আয়োজিত লংমার্চে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ কয়েকজনের ওপর গুলিবর্ষণের ঘটনায় এক জিজ্ঞাসাবাদে হামলাকারী যুবক দাবি করেছেন, ইমরান খান মানুষকে বিভ্রান্ত করছিলেন। সেজন্য তিনি এ হামলা চালিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজে প্রকাশ করা জিজ্ঞাসাবাদের এক ভিডিওতে ওই যুবককে এসব কথা বলতে শোনা গেছে। ওই যুবক বলেন, ‘আমি ইমরান খানকে হত্যাচেষ্টায় এ হামলা চালিয়েছিলাম, আর কাওকে মারার উদ্দেশ্য আমার ছিল না। আমি হামলা চালানোর জন্য মামার মোটরসাইকেলের দোকান থেকে মোটরসাইকেল নিয়েছিলাম।’ এ ঘটনায় আর কেউ জড়িত নয় দাবি করে হামলাকারী যুবক বলেন, ‘আমার সঙ্গে এ ঘটনায় আর কেউ জড়িত নয়। আমি একাই এ ঘটনার সঙ্গে জড়িত। আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন : ইমরান খান এর আগে পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালে ইমরান খানসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে একজন পিটিআই কর্মী নিহত হয়েছেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান ইসমাইল জানান, ইমরান খানের পায়ে অন্তত তিন থেকে চারটি গুলি লেগেছে। এ ছাড়া পিটিআইয়ের সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ ছাত্তাহ আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যম ডন জানায়, ইমরান খানকে বহন করা কন্টেইনার লক্ষ্য করে হামলাকারী একে-৪৭ দিয়ে গুলি চালায়। ইমরান খানের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ঘটনার পরপরই লংমার্চ কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আগাম নির্বাচনের দাবিতে বিভিন্ন শহরে সমাবেশের ঘোষণা দিয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী। এরই মধ্যে ইসলামাবাদে লংমার্চও করেছেন। সেখানে সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ তোলেন তিনি।

জাতীয়

পাকিস্তানের সাবেক প্রধান মন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ।

বিলেতের আয়না ডেক্স :- পাকিস্তানের সাবেক প্রধান মন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চে গুলি চালিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে এ ঘটনা ঘটে। পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরীর বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে। ইমরান খানের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফাওয়াদ চৌধুরী বলেন, বৃহস্পতিবার ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালীন ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। তার পায়ে গুলি লেগেছে। ঘটনার পরপরই দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হামলায় সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চট্টাসহ তিনজন আহত হয়েছেন

জাতীয়

জাতীয় চার নেতার কবরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার শ্রদ্ধা।

বিলেতের আয়না ডেক্স :- জাতীয় চার নেতার কবরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার শ্রদ্ধা। ৩ নভেম্বর হত্যাকাণ্ডের শিকার জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহতদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। এরপর আওয়ামী লীগ ও অঙ্গ সংঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন সরকারপ্রধান। এসময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। এর আগে সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে সরকারপ্রধান হিসেবে শেখ হাসিনা একা এবং পরে দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগ নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে দোয়া ও মোনাজাত করে বনানী কবরস্থানের উদ্দেশ্যে ধানমন্ডি ত্যাগ করেন। এরপর আওয়ামী লীগের বিভিন্ন শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। বনানীতে জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও ক্যাপ্টেন এম মনসুর আলীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীতে রয়েছে আরেক জাতীয় নেতা এএইচএম কামারুজ্জামানের সমাধি। ১৯৭৫ সালের ৩ নভেম্বর, অর্থাৎ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাত্র আড়াই মাস পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধা ও তার পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। এরপর থেকে ৩ নভেম্বর দিনটি জেলহত্যা দিবস হিসেবে পালিত হয়। জাতীয় চার নেতা হলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান। ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পরই এ চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এই চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসে অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

জাতীয়

জাসদ কখনো তালেবান রাষ্ট্র বানাতে দিবে না – হাসানুল হক ইনু ।

বিলেতের আয়না ডেক্স :- জাসদ কখনো তালেবান রাষ্ট্র বানাতে দিবে না – হাসানুল হক ইনু । জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘জাসদ এক হাতে সমাজতন্ত্র অন্য হাতে মুক্তিযুদ্ধের ঝাণ্ডা নিয়ে চলে। জাসদ কখনোই বাংলাকে তালেবান বানাতে দেবে না। ’ জাসদের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সোমবার আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, ‘জাসদ-আওয়ামী লীগ ঐক্য থাকবে, আমরা ২৩ সালের নির্বাচনে জিতবো। প্রধানমন্ত্রী জাসদের কাছে বলিষ্ঠ ভূমিকা কামনা করেছেন। ’ তিনি বলেন, ‘৫০ বছরে সামরিক স্বৈরাচার, জঙ্গিবাদ, মৌলবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে জাসদ। ’ জাসদের সভাপতি বলেন, ‘আমি নেতা নই, জাসদের পাহারাদার। জাসদে আসেন, মালিকানা বুঝে নেন। বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘দেশে বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকটের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে জনগণকে বলবো, সময় দেন, ধৈর্য ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকট মোকাবিলা করবেন। ’ সংকটকে পুঁজি করে যড়যন্ত্র হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘রাজাকারেরা ক্ষমতায় যাওয়ার যড়যন্ত্র শুরু করেছে। নির্বাচন বানচালের চক্রান্ত, সংবিধান বানচালের চক্রান্ত ও বৈশ্বিক সংকট মোকাবিলা- এই তিন সংকট মোকাবিলা করে ২৩ সালের বিজয় নিশ্চিত করবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য। ’ সমাবেশে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বক্তব্য পাঠ করে শোনান জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার। প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সমাবেশে আরও বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দলের (মার্কসবাদী-লেনিনবাদী) বর্তমান সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টি-জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, জাসদের কার্যকারী সভাপতি রবিউল আলম।

জাতীয়

বিশ্বনাথ পৌর সভার প্রথম মেয়র মুহিবুর রহমান।

বিলেতের আয়না ডেক্স :- বিশ্বনাথ পৌর সভার প্রথম মেয়র মুহিবুর রহমান। বিশ্বনাথ পৌরসভার মেয়র পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান। প্রথমবারের মতো বুধবার বিশ্বনাথ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মুহিবুর রহমান জগ প্রতীকে ৮ হাজার ৪৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬৩ ভোট। বুধবার রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন। বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাতজন। তারা হলেন-বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ফারুক আহমদ (নৌকা প্রতীক), জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত মোহাম্মদ শিব্বির আহমদ (খেজুরগাছ প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান (জগ প্রতীক), যুক্তরাজ্যের নিউহাম বিএনপির (বহিষ্কৃত) সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না (মোবাইল ফোন), উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি জালাল উদ্দিন (হ্যাঙ্গার প্রতীক), আনজুমানে আল-ইসলাহ সমর্থিত ও উপজেলা আল-ইসলাহর বিশ্বনাথ শাখার সভাপতি ফয়জুল ইসলাম (চামচ) ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সফিক উদ্দিন (নারিকেল গাছ)।

জাতীয়

যুক্তরাজ্য জাসদের উদ্দোগে জাসদের ৫০তম বার্ষিকী সুবর্নজয়ন্তী উদযাপন

বিলেতের আয়না ডেক্স :- যুক্তরাজ্য জাসদের উদ্দোগে জাসদের ৫০তম বার্ষিকী সুবর্নজয়ন্তী উদযাপন গত ৩১শে অক্টোবর ২০২২, জাসদের ৫০তম প্রতিষ্টা বার্ষিকী সুবর্নজয়ন্তী উপলক্ষে যুক্তরাজ্য জাসদের উদ্দোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় । যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর পরিচালনায় উক্ত সভায় অতিথি বক্তা হিসাবে উপস্হিত ছিলেন এবং বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী ।এছাড়াও উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন, টাওয়ার হ্যামলেট কাউন্সিলার সাবেক মেয়র এবং সাবেক কাউন্সিলার সেলিম উল্লাহ, সাবেক মেয়র ও সাবেক কাউন্সিলার মোঃ শহিদ আলী, ইউরোপিয়ান জাসদ নেতা মতিয়ুর রহমান মতিন, সিলেট জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, যুক্তরাজ্য বাসদের সমন্ময়ক গয়াসুর রহমান গয়াস, যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মুল কমিটির সহ সভাপতি জামাল খাঁন, যুক্তরাজ্য প্রজন্ম ৭১ এর সভাপতি বাবুল হোসেন, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, হাওয়া টিভির চীফ একজিকিটিভ মিসেস রোমানা আনাম। সভার শুরুতে ১৯৭২ সালের ৩১শে অক্টোবরে জাসদের জন্মলগ্ন থেকে জাসদের আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিতে বিভিন্ন সময়ে যারা শহীদ হয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয় । এর পর সভাপতি হারুনুর রশীদ প্রতিষ্টা বার্ষিকীর আলোকে তাঁর স্বাগতিক বক্তব্য পেশ করেন এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু জাসদের সংক্ষিপ্ত ইতিহাস তোলে ধরে তাঁর লিখিত বক্তব্য পড়ে শুনান । বক্তারা তাদের বক্তব্যে প্রথমেই গত ৫০ বছরে জাসদের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান । এছাড়া তারা বাংলাদেশের স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাসদের অন্যতম প্রতিষ্টাতা যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা শহীদ কর্ণেল আবু তাহেরের স্মৃতির প্রতি ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন । তারা বলেন, আজ থেকে ৫০ বছর আগে, ১৯৭২ সালের ৩১শে অক্টোবর সদ্য স্বাধীন বাংলাদেশে ততকালীন রাজনৈতিক প্রেক্ষাপঠে রনাঙ্গন থেকে সদ্য ফেরত আসা একঝাঁক মুক্তিযুদ্ধাদের সমন্ময়ে অসাম্প্রদায়িক, সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশে প্রথম যে রাজনৈতিক দলের জন্ম হয়েছিল, সেটা জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ । জাসদ আজও তাঁর আদর্শকে সমন্নত রেখে বাংলাদেশের সকল গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে । যেখানেই অন্যায়, অত্যাচার এবং অনিয়ম, সেখানেই জাসদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত থাকছে । তাই জাসদ সব সময় মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে অসাম্প্রদায়িক, গনতান্ত্রিক, সমাজতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে । জাসদ মনে করে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে জঙ্গীবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধীদের দুসর এবং ঘর কাটা উইপোঁকাদের রাজনীতির মাঠ থেকে চিরতরে বিদায় করতে হবে । তাই দেশকে এই জঞ্জাল মুক্ত করতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক শক্তিকে আবারও ৭১ এর মত ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরোদ্ধে রুঁখে দাড়াতে হবে । সেই লক্ষ্যেকে সামনে রেখে ১৪ দলীয় ঐক্যজোটকে আরও শক্তিশালী এবং সক্রিয় করার জন্য মাননীয় প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনার প্রতি বক্তারা আহবান জানান । যুক্তরাজ্য জাসদের আরও যারা বক্তব্য রাখেন তারা হলেন, যুক্তরাজ্য জাসদের সহ সভাপতি মুজিবুল হক হক মনি, যুক্তরাজ্য সহ সভাপতি সৈয়দ এনামুল হক বদরুল, যুক্তরাজ্য জাসদের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহজাহান, যুক্তরাজ্য জাসদের যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহমদ, যুক্তরাজ্য জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, যুক্তরাজ্য জাসদের অর্থ বিষয়ক সম্পাদক রেদওয়ান খাঁন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শাহনুর, যুক্তরাজ্য জাসদ ও নারীজোট নেত্রী রেহানা বেগম, প্রচার যোগাযোগ সম্পাদক এমরান আহমদ, যুক্তরাজ্য জাসদ নেতা ফখরুল ইসলাম, যুক্তরাজ্য জাসদ নেতা ইকবাল হোসেন, যুক্তরাজ্য বাসদ নেতা মোঃ শওকত প্রমুখ ।এছাড়াও সভায় উপস্হিত ছিলেন যুক্তরাজ্য জাসদের সহ সভাপতি আব্দুল হালিম চৌধুরী, যুক্তরাজ্য জাসদ নেতা ফজলুল হক, যুক্তরাজ্য জাসদ নেতা মাসুক হোসেন, হেলাল আহমদ, যুক্তরাজ্য জাসদ নেতা সৈদ আলী, যুক্তরাজ্য জাসদের মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা বিলকিস মনসুর, যুক্তরাজ্য জাসদ ও নারীজোট নেত্রী জোসনা পারভীন প্রমুখ । সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি হয় । সভা শেষে কেক কেটে জাসদের ৫০ বছর পুর্তি উদযাপন এবং সবাইকে জাসদের পক্ষ থেকে আপ্যায়ন করা হয় ।

Scroll to Top