অক্টোবর ২৮, ২০২২

জাতীয়

মুক্তিযুদ্ধের সময় যুদ্ধপরাধের জন্য জামায়াতে ইসলামী দলকে বিচারের জন্য সংশোধনের প্রস্তাব মন্ত্রী পরিষদে – আইন মন্ত্রী আনিসুল হক।

বিলেতের আয়না ডেক্স :- মুক্তিযুদ্ধের সময় যুদ্ধপরাধের জন্য জামায়াতে ইসলামী দলকে বিচারের জন্য সংশোধনের প্রস্তাব মন্ত্রী পরিষদে – আইন মন্ত্রী আনিসুল হক। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের জন্য দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচারে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিপরিষদে দেয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার ঢাকায় বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, এই জামায়াতের বিচার করার জন্য আইনের পরিবর্তন দরকার হবে, সেটা আমি আগেই বলেছি। সেই আইনের যে পরিবর্তন-সংশোধন, সেটা মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে। আমরা কিছু দিনের মধ্যেই এই আইনটা পাস করব, তারপর বিচার কার্যক্রম শুরু করব। জামায়াত ভিন্ন নামে রাজনৈতিক দল গঠন করছে, জামায়াতের বিচারে সরকারের আন্তরিকতার অভাব আছে কি না? এমন এক প্রশ্নে মন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধী এবং যুদ্ধবিরোধী অপরাধী যারা ১৯৭১-এ মুক্তিযুদ্ধ বিরোধী অপরাধী, তাদের বিচার করতে আমরা বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই বিচার করে দেখিয়েছে যে, এই বিচার আওয়ামী লীগ সরকার করে এবং আপনারা দেখেছেন অনেক রায় কার্যকর হয়েছে। খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানোর সম্ভাবনা আছে কি না- এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয় না যে খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় তার দণ্ডাদেশ স্থগিত রেখে শর্তযুক্তভাবে যে মুক্তি দেওয়া হয়েছে, তাতে পরিবর্তন আনার কোনো চিন্তা-ভাবনা সরকার করছে।

জাতীয়

লন্ডনে বড়লেখা-জুড়ী বাসীর ভালোবাসায় সিক্ত এস এম জাকির হোসাইন।

বিলেতের আয়না রিপোট :- লন্ডন থেকে জাহেদ আহমদ রাজ লন্ডনে বড়লেখা-জুড়ী বাসীর ভালোবাসায় সিক্ত এস এম জাকির হোসাইন। গত ২৬ অক্টোবর বুধবার বড়লেখা জুড়ী আওয়ামীলীগ পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ ছাএলীগের সাবেক সফল সাধারন সম্পাদক বড়লেখা জুড়ীর কৃতি সন্তান এস এম জাকির হোসাইন কে লন্ডনে এক সংবর্ধনা দেওয়া হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক আওয়ামিলিগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আহমদ হোসেন এবং পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য জহিরুল ইসলাম জাবেল।বিশেষ অথিতি হিসাবে উপস্তিত ছিলেন সাবেক চেয়ারমযান আদর উদ্দিন আহমদ ,আওয়ামীলীগ নেতা ফরিজ আলী,এডভোকেট নীল মনি সিংহ,কমিউনিটি নেতা শামিম আহমদ,লন্ডন বাংলা প্রেস ক্লাব এর ট্রেজারার সালেহ আহমদ,ওয়েষট লন্ডন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস মিয়া,নর্থ লন্ডন আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক সাহিন আহমেদ চৌধুরী,ব্যবসায়ী ফরহাদ হোসেন টিপু,পশ্চিম জুড়ী ছাত্রলীগের সাবেক সভাপতি ও কমিমউনিটি নেতা আবদুস সামাদ রাজু , যুবলীগ নেতা আবু সুফিয়ান।বক্তব্য রাখেন আকবর হোসেন,আব্দুল মানিক,আলীম উদ্দিন ,যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তানিম আহমদ , সহসভাপতি জাকির আখতারুজ্জামান, সহসভাপতি মোঃ শাকিল,কামাল উদ্দিন ,কামরুল ইসলাম,বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট জাহেদ আহমদ রাজ,ফয়ছল আহমদ ,শিববির আহমদ ,লুৎফুর রহমান ,জাহেদ আহমদ ,সফর উদ্দিন ,সিলেট জেলা ছাএলীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আজাদ শেহনাজ,জুরী উপজেলা ছাএলীগের সাবেক যুগ্ন আহবায়ক লুৎফুর রহমান, প্রভাষক মাহবুবুর রহমান এবং আর অনেকেই উপস্তিত থেকে বক্তব্য রাখেন।সংবর্ধিত অথিতি এস এম জাকির হোসাইন বলেন আমি আপনাদের সন্তান আপনাদের কথা বলতে চাই ।লন্ডনে এসে যে দিকে যাই শুদু সিলেটি ভাষা শুনতে পাই ।আমার মনে হয় আমি লন্ডননে নয় বড়লেখা অথবা জুড়ীতে আছি ।তিনি বলেন আপনাদের সবাইকে এলাকার জন্য কাজ করতে চাই ।প্রধান মন্ত্রী আমাকে অথবা যাকে এই এলাকার দায়ীত্ব দিবেন আমি তার হয়ে কাজ করতে চাই।এলাকার মানুষের ভালবাসায় আমি চিরকৃতজ্ঞ।আমি আপনাদের ভালবাসায় সব সময় থাকতে চাই ।

জাতীয়

জামায়াতে ইসলামীর আমির হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

বিলেতের আয়না ডেক্স :- জামায়াতে ইসলামীর আমির হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি ২০২৩-২০২৫ কার্যকাল পর্যন্ত জামায়াতের নেতৃত্ব দিবেন। আজ বৃহস্পতিবার দুপুরে দলটির একটি  দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা যায়, ২০২৩-২০২৫ কার্যকালের জন্য গত ৫ই অক্টোবর থেকে সারা দেশ থেকে রুকনরা আমির নির্বাচনের জন্য ভোট প্রদান করেছেন। গত ২৫শে অক্টোবর ভোট গণনা শুরু হয়। সর্বোচ্চ ভোট পেয়ে টানা দ্বিতীয় মেয়াদে আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান। শপথ গ্রহণের পর আমির দলের নেতাকর্মীর উদ্দেশে বক্তব্য দেবেন।  এর আগে ২০১৯ সালের ১২ নভেম্বর ডা. শফিকুর রহমানকে আমির হিসেবে ঘোষণা করা হয়েছিল

Scroll to Top