অক্টোবর ২২, ২০২২

আন্তর্জাতিক

খুলনা বিভাগীয় বিএনপি’র মহা সমাবেশ।

বিলেতের আয়না ডেক্স :- খুলনা বিভাগীয় বিএনপি’র মহা সমাবেশ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে  ”ফখরুল ইসলাম আলমগীর”। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ন্যক্কারজনক বাধা সত্ত্বেও সরকার বিএনপি নেতাকর্মীদের আটকাতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। আমাদের সামনে কোনো বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। রাজপথেই হবে ফয়সালা। তাই সরকারকে বলছি, মানে মানে সরে যান।’ বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশ কর্মসূচির অংশ হিসেবে শনিবার খুলনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন। কোথাও সহিংসতা করছেন না। বরং আওয়ামী লীগ সহিংসতা করছে। তারা সন্ত্রাসের দল, দেশকে নরকে পরিণত করেছে।’ নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। সরকারকে হটাতে হলে একমাত্র বিকল্প আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন। এখনো সময় আছে নিরাপদে চলে যান। নইলে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না। নির্বাচনে তারা ১০ আসনও পাবে না। ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচনে ক্ষমতায় গিয়েছিল আওয়ামী লীগ। ২০১৮ সালে নিশিরাতে ভোট হয়ে গেছে। দুই নির্বাচনেই কেউ ভোট দিতে পারেনি। ২০২৩ সালে নির্বাচন আসছে। এবারো ক্ষমতাসীনেরা একই কায়দায় নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার পাঁয়তারা করছে। এ জন্য নিজেদের মতো নির্বাচন কমিশন গঠন করেছে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘এখন পদত্যাগ না করলে পালানোর পথ খুঁজে পাবে না সরকার। এখনো সময় আছেন নিরাপদে চলে যান। নইলে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।’ এর আগে দুপুর পৌনে ২টায় সমাবেশের মঞ্চে আসেন প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশ কর্মসূচির অংশ হিসেবে শনিবার খুলনায় সমাবেশ করে বিএনপি। ‘জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে ৫ নেতাকর্মী হত্যার প্রতিবাদ, নির্বাচনকালীন নির্দলীয় সরকার ও খালেদা জিয়ার মুক্তি’সহ কয়েক দফা দাবিতে এ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব আমীর এজাজ খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু, নিতাই রায চৌধুরী, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মশিউর রহমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মেহেদী আহমেদ রুমি, অনিন্দ্য ইসলাম অমিত, শহীদুল ইসলাম বাবুল, কামরুজ্জামান রতন, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, রকিবুল ইসলাম বকুল, ড. ওবায়দুল ইসলাম, জয়ন্ত কুমার কুন্ডু, সুলতান সালাউদ্দিন টুকু, কৃষিবিদ শামিমুর রহমান, কমলেন্দু দাস অপু, আমিরুল ইসলাম শিমুল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সাইফুল ইসাম ফিরোজ, সাদেক খান, এসএম জিলানী, অধ্যাপিকা নারগিস বেগম, ফজলুর রহমান খোকন, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

জাতীয়

পদ্মায় “বাংলা লিভার ককাস (বা‌লিকা)” এর প্রথম বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত।

বিলেতের আয়না রিপোর্ট:- শ‌হিদুল ইসলাম, সিলেট প্রতি‌নি‌ধি পদ্মায় “বাংলা লিভার ককাস (বা‌লিকা)” এর প্রথম বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত। (২২ অক্টোবর) বাংলা ভাষাভাষী লিভার বিশেষজ্ঞ ও লিভার চিকিৎসায় আগ্রহী বিশেষজ্ঞদের মধ্যে পারস্পরিক ও বৈজ্ঞানিক সহযোগীতা সুদৃঢ় ও সম্প্রসারিত করার লক্ষ্যে ফোরাম ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশ এর আয়জেনে “বাংলা লিভার ককাস (বালিকা)”-এর প্রথম বৈজ্ঞানিক সম্মেলন পদ্মা সেতু সংলগ্ন হক কিচেন এন্ড রেসিডেন্সিতে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য এটিই পদ্মায় প্রথম বৈজ্ঞানিক সম্মেলন। বালিকার সমন্বয়ক ও ফোরামের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটেলজি ডিভিশনের প্রধান অধ্যাপক মানুন আল মাহতাবের সভাপতিত্বে সম্মেলনটিতে বাংলাদেশ ও ভারতের ১০০ জন লিভার বিশেষজ্ঞগণ যোগদান করেন। এ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বাণী প্রদান করেন। তিনি তার বাণীতে বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের ভূয়ষী প্রশংসা করে বলেন, “বাংলাদেশের লিভার বিশেষজ্ঞগণ লিভার রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। আমাদের লিভার বিশেষজ্ঞরা হেপাটাইটিস বি আক্রান্ত রোগীদের চিকিৎসায় ন্যাসভ্যাক নামক নতুন ওষুধের যৌথ উদ্ভাবন করেছেন। দুরারোগ্য হেপাটাইটিস-সি এর ব্যয়বহুল চিকিৎসা সরকারিভাবে বিনামূল্যে করা হচ্ছে। দেশের লিভার বিশেষজ্ঞগণ লিভার রোগীদের চিকিৎসায় স্টেম সেলসহ নতুন নতুন চিকিৎসা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোগীদের সেবায় অবদান রাখছেন। বর্তমান আওয়ামী লীগ সরকার নতুন নতুন চিকিৎসা প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে সব ধরণের সহযোগিতা অব্যাহত রাখবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যখাতে রূপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়ে তুলবো- ইনশাআল্লাহ।” পদ্মায় বালিকার এই সম্মেলনে ভারত থেকে অধ্যাপক বি ডি গোস্বামী, প্রাক্তন বিভাগীয় প্রধান, গ্যাস্ট্রোএন্টারোলজি, গৌহাটি মেডিকেল কলেজ, অধ্যাপক আলকা দেশপান্ডে, ডীন, ইন্ডিয়ান কলেজ অব ফিজিশিয়ান, অধ্যাপক প্রদীপ ভৌমিক, মেডিসিন, আগরতলা সরকারী মেডিকেল কলেজ, অধ্যাপক নন্দিনী চ্যাটার্জি, মেডিসিন, আই.পি.জি.এম.ই.আর ও এস.এস.কে.এম হাসপাতাল, কলকাতা, ডা. অমিত কালওয়ার, সহযোগী অধ্যাপক, মেডিসিন, শিলচর মেডিকেল কলেজ, ডা. এলিনা পেট্রুখিনা, গৌহাটি৷ এবং মন্তোষ দে, সি.ই.ও, সানাটা হেলথ কেয়ার যোগদান করেন। বাংলাদেশে থেকে অন্যান্য লিভার বিশেষজ্ঞদের মধ্যে যোগদান করেন অধ্যাপক ডা. সেলিমুর রহমান, প্রেসিডেন্ট, এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশ, ডা. কুতুব উদ্দিন মল্লিক, ডীন, শেখ হাসিনা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়, ডা. এম এ রহিম, সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ডা. মোঃ ফজল করিম, সহযোগী অধ্যাপক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ডা. জাহাঙ্গীর আলম সরকার, সহযোগী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, , ডা. প্রভাত কুমার পোদ্দার, সহযোগী অধ্যাপক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ডা. শেখ মোহাম্মদ নুর-ই-আলম ডিউ, সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ডা. আশরাফুল আলম, বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক, শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ, ডা. শওকত হোসেন রোমেল, সহকারী অধ্যাপক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ডা. রোকসানা বেগম, সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ডা. আবুল হায়াত মানিক, লিভার বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হেলাল উদ্দিন, ডিরেক্টর, ফোরাম ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশ, ডা. কাকন নাগ, সি.ই.ও, গ্লোব বায়োটেক, ডা. নাজনীন সুলতানা, সি.এস.ও, গ্লোব বায়োটেক, ডা. মোঃ মহিউদ্দিন, সিনিয়র ম্যানেজার, গ্লোব বায়োটেক এবং দেবাশীষ সাহা, ডেপুটি সেলস ম্যানেজার, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। উল্লেখ্য, অনুষ্ঠানটিতে লিভার ক্যান্সার এওয়ারন্যাস মানথ উপলক্ষে লিভার ক্যান্সারের চিকিৎসায় ওরাল কেমোথেরাপি নিয়ে আলোচনা করেন অধ্যাপক প্রদীপ ভৌমিক, মেডিসিন, আগরতলা সরকারী মেডিকেল কলেজ। লিভার ক্যান্সার চিকিৎসার সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি ইমিউন চেক পয়েন্ট ইনহিবিটর নিয়ে আলোচনা করেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), ডিভিশনাল হেড, ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ। অনুষ্ঠানটিতে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Scroll to Top