অক্টোবর ১৯, ২০২২

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান পদত্যাগ করেছেন ।

বিলেতের আয়না ডেক্স :- যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান পদত্যাগ করেছেন । প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে বুধবার (১৯ অক্টোবর) মুখোমুখি এক বৈঠকের পর তিনি পদত্যাগ করেন। সুয়েলা ব্রাভারম্যান বলেছেন, তিনি তার ব্যক্তিগত ইমেইল থেকে একটি অফিশিয়াল ডকুমেন্ট পাঠিয়েছেন যা মন্ত্রিত্বের নিয়মের লঙ্ঘন। তবে পদত্যাগপত্রে লিজ ট্রাসের তীব্র সমালোচনা করেছেন তিনি। এদিকে সুয়েলার স্থলাভিষিক্ত হয়েছেন গ্রান্ট শ্যাপ। পূর্বে তিনি পরিবহনমন্ত্রী ছিলেন। গ্রান্ট কনজারভেটিভ প্রধানের দৌড়ে ঋষি সুনাককে জোরাল সমর্থন করেছিলেন।

আন্তর্জাতিক

২০২৩ এশিয়ান কাপ কাতারে অনুষ্ঠিত হবে।

বিলেতের আয়না ডেক্স :- ২০২৩ এশিয়ান কাপ কাতারে অনুষ্ঠিত হবে। কাতারে নভেম্বরে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এরপরের বছর এশিয়ান কাপের আয়োজনও করবে মধ্যপ্রাচ্যের দেশটি। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এই আসরটি চীনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ এর কারণে তারা আয়োজক দেশ থেকে নাম প্রত্যাহার করে নেয়। চীন নাম প্রত্যাহার করে নেওয়ায় আয়োজক হতে কাতারের পাশাপাশি আগ্রহ প্রকাশ করে দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া। কাতারকেই বেছে নিয়েছে এএফসি। তবে টুর্নামেন্ট শুরুর তারিখ এখনো চূড়ান্ত করেনি এএফসি। এই টুর্নামেন্টে অংশ নেবে ২৪টি দল। এর আগে দুইবার (১৯৮৮ এবং ২০১১ সাল) এশিয়ান কাপ আয়োজন করেছিল কাতার। এশিয়ান কাপ প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের জুনে চীনকে ২০২৩ ইভেন্টের জন্য আয়োজক হিসেবে নামকরণ করা হয়েছিল। কিন্তু চলতি বছরের মে মাসে চীন তার নাম প্রত্যাহার করে নেয়।

আন্তর্জাতিক

বিতর্কিত ‘মিনি-বাজেট’ এর জন্য দুঃখ প্রকাশ করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

বিলেতের আয়না ডেক্স :-বিতর্কিত ‘মিনি-বাজেট’ এর জন্য দুঃখ প্রকাশ করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। এই মিনি-বাজেটের কারণে ভয়াবহ মাত্রায় মূল্য হারিয়েছে বৃটিশ মুদ্রা পাউন্ড। এর জেরে বরখাস্ত করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে। পাশাপাশি অর্থবাজারেও সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা। তবে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই অস্থিরতার জন্য দুঃখ প্রকাশ করেছেন ট্রাস। তিনি জোর দিয়ে বলেছেন, আগামি সাধারণ নির্বাচনে তিনি কনজারভেটিভ দলের নেতৃত্ব দিতে চান। যদিও নিজ দলের মধ্যেই তার পদত্যাগের জন্য ব্যাপক চাপ আসতে শুরু করেছে। বিবিসির ক্রিস মেসনকে ট্রাস বলেন, আমি যে ভুল করেছি তার দায় আমি নিচ্ছি এবং এ জন্য আমি দুঃখিত। আমরা অনেক দ্রুত অনেক দূর চলে গিয়েছিলাম। এখন আমি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে ভিন্ন কৌশল বাস্তবায়নে নতুন অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছি। গত সপ্তাহে লিজ ট্রাস কোয়াসি কোয়ার্টেংকে বরখাস্ত করে জেরেমি হান্টকে বৃটেনের নতুন অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। হান্ট এর আগেও একাধিক বার মন্ত্রীসভায় ছিলেন এবং প্রধানমন্ত্রী পদেও দুই বার লড়েছেন। দায়িত্ব পাওয়ার চার দিনের মাথায় হান্ট জানান, সাবেক অর্থমন্ত্রীর নেয়া প্রায় সব পদক্ষেপই তিনি পাল্টে দেবেন। মাত্র তিন সপ্তাহ আগে এই মিনি-বাজেট ঘোষণা করা হয়েছিল। হান্টের দাবি, তার সংস্কারের কারণে ৩৬ বিলিয়ন ডলার উঠে আসবে। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে আয়কর কমানোর যে ঘোষণা দেয়া হয়েছিল তা অনির্দিষ্টকালের জন্য আটকে দেয়া হয়েছে। হান্ট বলেন, কোনো সরকারই বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। তবে সব সরকারই জাতীয় অর্থব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। মিনি বাজেট বাতিলের সম্ভাবনার খবরে স্বাভাবিক হতে শুরু করেছে বৃটেনের বাজার। আগে থেকেই ধারণা করা হচ্ছিল কোয়ার্টেংকে বরখাস্ত করা হচ্ছে। এদিকে বিরোধী দল লেবার পার্টি হান্টের এই বিবৃতির প্রতিক্রিয়ায় জানিয়েছে, নতুন অর্থমন্ত্রীর বক্তব্যতেই স্পষ্ট যে এই সরকার কীভাবে সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। আমাদেরকে যেভাবেই হোক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। ট্রাস বিবিসিকে বলেন, আমার সরকারের প্রথম অগ্রাধিকার এখন অর্থনৈতিক স্থিতিশীলতা। আমি আগে থেকেই জাতীয় স্বার্থে কাজ করছি। আমি এখনও আমার ওই ভিশন নিয়ে আছি। তবে সেটি বাস্তবায়নে এখন আমাদেরকে ভিন্ন পথে হাটতে হবে। বৃটিশ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, তার ভিশনকে সম্প্রতি ‘মৃত’ বলে বর্ণনা করছেন অনেকে- বিষয়টিকে তিনি কীভাবে দেখেন। জবাবে তিনি বলেন, আমি এখনও আমার ‘উচ্চ প্রবৃদ্ধি, কম কর’ ফরমুলায় বিশ্বাস করি। কিন্তু বৃটেন এখন কঠিন পরিস্থিতি পার করছে। এই ফরমুলার কথা বলেই গত সেপ্টেম্বরে কনজারভেটিভ দলের নেতৃত্বের লড়াইয়ে নেমেছিলেন ট্রাস।

জাতীয়

লন্ডনে গোলাপগঞ্জ উৎসব আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন।

বিলেতের আয়না ডেক্স :- লন্ডনে গোলাপগঞ্জ উৎসব আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন। ব্রিটেনে গোলাপগঞ্জবাসীদের নিয়ে দ্বিতীয়বারের গোলাপগঞ্জ উৎসব ২০২২ এর আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আজ (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় লন্ডন বাংলা প্রেসক্লাব অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের শুরুতে গোলাপগঞ্জ উৎসব ২০২২ এর আয়োজক গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান। সংবাদ সম্মেলনে ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত গোলাপগঞ্জ উৎসব আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরে কমিউনিটির নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি, লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান। এ সময় সংগঠনের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রেজারার বদরুল আলম বাবুল, কালচারাল সেক্রেটারি সালেহ আহমদ, বোর্ড মেম্বার সাংবাদিক মিছবা জামাল এবং প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদুর রহমান শানুর। উল্লেখ করা যেতে পারে, ২০১৯ সালের ২৮ জুলাই গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে ব্রিটেনে প্রথমবারের ‘গোলাপগঞ্জ উৎসব’ এর আয়োজন করে সংগঠনটি। আগামী ২৩ অক্টোবর দ্বিতীয় গোলাপগঞ্জ উৎসবে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত গোলাপগঞ্জের অধিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত সাফল্যকে তুলে ধরা হবে। উৎসবে ব্রিটেনপ্রবাসী গোলাপগঞ্জবাসী ছাড়াও বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত গোলাপগঞ্জের বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। গোলাপগঞ্জ উৎসব সফল এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যে গোলাপগঞ্জের কমিউনিটি সংগঠক ও অ্যাক্টিভিস্টদের নিয়ে বেশ কয়েকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের ব্রাডি আট সেন্টারে বেলা ১১.৩০ টা থেকে রাত ১১.০০ পর্যন্ত চলবে গোলাপগঞ্জ উৎসব। এতে থাকবে আলোচনা সভা, সেমিনার, প্রকাশনা অনুষ্ঠান, গুণীজনের কথা, গোলাপগঞ্জ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী, সবজিবাগান প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, গোলাপগঞ্জের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, গোলাপগঞ্জ পদক প্রদান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত এবং জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান গোলাপগঞ্জ উৎসবে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।

জাতীয়

সিলেটের চারখাই’য়ে দ্রুত থানা বাস্থবায়নের দাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে আবেদন।

বিলেতের আয়না রিপোর্ট :- সিলেটের চারখাই’য়ে দ্রুত থানা বাস্থবায়নের দাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে আবেদন। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর থেকে দাবীকৃত সিলেটের চারখাই এলাকায় একটি পূর্ণাঙ্গ থানা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে আবেদন জানানো হয়েছে। ১২ অক্টোবর বুধবার যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনীমের মাধ্যমে চারখাই থানা বাস্তবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউকেরপক্ষ থেকে এ আবেদন হস্তান্তর করা হয়। সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদের পরিচালনায় আবেদন পত্রটি হস্থান্তরের সময় সংগঠনের সভাপতি বীর মুক্তিযুদ্ধা ফয়জুর রহমান খান, সহসভাপতি সাহাব উদ্দিন, সৈয়দ মফিক, সুলতান খান, ট্রেজারার আহাদ কবীর, সহ ট্রেজারার হেলাল আহমদ ও নির্বাহী সদস্য কাজী এমদাদুল হক উপস্থিত ছিলেন। এসময় স্বরাষ্ট্র ও স্থানীয় মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে আবেদনের অনুলিপি প্রদান করে সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ দুটি জেলা ও ৪টি উপজেলার সংযোগস্থল চারখাইয়ে ১৯৪৭ সালে দেশভাগের ঐতিহাসিক জনমত সৃষ্টিতে বঙ্গবন্ধু চারখাই হয়ে বিয়ানীবাজারে যাবার কথা জানালে, হাইকমিশনার সাঈদা মুনা একটি রেফারেল বুক থেকে সিলেটে বঙ্গবন্ধু ৬৯, ৭০ এবং ৭২ সালে পরিভ্রমন ও সভা করার বিষয়টিও সকলকে অবহিত করেন। সেসাথে গুরুত্বের দিক দিয়ে চারখাইয়ে পূর্ণাঙ্গ থানা দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন। এদিকে, দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে চারখাই’য়ে পূর্ণাঙ্গ থানা বাস্থবায়নের আবেদনটি অতন্ত্য স্বাদরে গ্রহণ, আপ্যায়ন ও আতিথেয়তার মুগ্ধতায় যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাই কমিশনার সাঈদ মুনা তাসনীম ও হাইকমিশনে কর্মরত সকলের প্রতি চারখাই থানা বাস্থবায়ন ও উন্নয়ন ট্রাস্টের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বার্তা প্রেরকঃ আব্দুল কাদির চৌধুরী মুরাদ।

Scroll to Top