অক্টোবর ১৪, ২০২২

আন্তর্জাতিক

হ্যারি পটারের ‘হ্যাগ্রিড’ মারা গেছেন।

বিলেতের আয়না ডেক্স :-  হ্যারি পটারের ‘হ্যাগ্রিড’ মারা গেছেন। হলিউড অভিনেতা রবি কোলট্রেন আর নেই। হ্যারি পটার চলচ্চিত্রে ‘হ্যাগ্রিড’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। এক বিবৃতিতে তার এজেন্ট বেলিন্ডা রাইট তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। বেলিন্ডা জানান, এ অভিনেতা স্কটল্যান্ডের ফলকির্কের কাছে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৪ অক্টোবর) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। রবি কোলট্রেনের এজেন্ট বেলিন্ডা রাইট কোলট্রেনকে অনন্য প্রতিভাধর অভিনেতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি সারা বিশ্বের শিশু এবং বয়স্কদের জন্য একইভাবে আনন্দ দিয়ে গেছেন। বিখ্যাত এই অভিনেতার কর্মজীবন শুরু হয়েছিল ১৯৭৯ সালের টিভি সিরিজ প্লে ফর টুডের মাধ্যমে। এছাড়াও বিবিসি টিভি কমেডি সিরিজ এ কিক আপ দ্য এইটিজ এ অভিনয় করেও বেওশ খ্যাতি পেয়েছিলেন এ অভিনেতা। হ্যারি পটার সিরিজের মোট উপন্যাস ৭টি। ১৯৯৭ থেকে ২০০৭ সাল- এই দশ বছরের মধ্যে প্রকাশিত হয় এসব উপন্যাস।

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট।

বিলেতের আয়না ডেক্স :- যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট। কোয়াসি কোয়ার্টেং যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পরে সাবেক স্বাস্থ্য ও পররাষ্ট্র সচিব জেরেমি হান্ট চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছেন। ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি। প্রতিবেদনে বলা হয়, অর্থবিহীন ট্যাক্স কমানোর ঘোষণা দেওয়ার তিন সপ্তাহ পরে কোয়ার্টেংকে তার পদ থেকে সরে যেতে বলা হয়। কোয়ার্টেং একটি চিঠিতে কাউন্টির জন্য ট্রাসের অর্থনৈতিক দৃষ্টির সমর্থন করেছেন এবং বলেছেন যে তিনি তাকে ব্যাকবেঞ্চ থেকে সমর্থন করতে থাকেন। জেরেমি হান্ট আগে রাজ্যের বড় বড় বিভাগগুলো পরিচালনা করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচনের সময় তিনি ঋষি সুনাকের সমর্থক ছিলেন। বরিস জনসন যখন নির্বাচন জিতেছিলেন তখন হান্ট রক্ষণশীল নেতৃত্বের রানার-আপ ছিলেন। হান্ট এ বছরের নিয়োগ করা চতুর্থ চ্যান্সেলর। অন্যদিকে, এড আরগার কোষাগারের মুখ্য সচিবের দায়িত্ব নেবেন। তিনি দেশের অর্থের উপর সেকেন্ড ইন কমান্ড হবেন। আরগার মন্ত্রীপরিষদ অফিসে পে-মাস্টার জেনারেল হিসেবে তার ভূমিকা থেকে সরে আসবেন। তিনি তার পূর্বসূরি ক্রিস ফিলপের সঙ্গে ভূমিকা অদলবদল করবেন। ক্রিস ফিলপ এখন নতুন পে-মাস্টার জেনারেল হয়েছেন।

Scroll to Top