অক্টোবর ৪, ২০২২

জাতীয়

আফ্রিকায় ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত।

বিলেতের আয়না ডেক্স :- আফ্রিকায় ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনাকালে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহত তিন শান্তিরক্ষী হলেন— সৈনিক মো. জসিম উদ্দিন (৩১), মো. জাহাঙ্গীর আলম (২৬) ও সৈনিক শরিফ হোসেন (২৬)। এছাড়া টহল কমান্ডার মেজর আশরাফুল হক আহত হয়েছেন। সোমবার (৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ৪ অক্টোবর দুপুর ১টা ৩৫ মিনিট) এ ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের মধ্যে নিহত সৈনিক জসিম উদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার কাটিঙ্গা গ্রামে, সৈনিক জাহাঙ্গীর আলমের বাড়ি নিলফামারীর ডিমলা থানার দক্ষিণ টিটপাড়া গ্রামে ও সৈনিক শরিফ হোসেনের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানার বাড়াক রুয়া গ্রামে। আইএসপিআর জানায়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পশ্চিম সেক্টরে বোয়ার এলাকায় মোতায়েন বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৮) ২০২১ সালের ৯ নভেম্বর থেকে বিস্তীর্ণ এলাকাজুড়ে শান্তিরক্ষায় নিয়োজিত রয়েছে। দুর্গম এলাকায় মোতায়েন অন্যতম অস্থায়ী ক্যাম্প কুই হতে পরিচালিত যান্ত্রিক টহলের একটি দল মেজর আশরাফের নেতৃত্বে সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় কাইতা এলাকায় টহলে যায়। বাংলাদেশ সময় রাত ১টা ৫ মিনিটে ফেরার পথে টহল কমান্ডার মেজর আশরাফকে বহনকারী প্রথম গাড়িটি মাটিতে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে পতিত হয়। এতে গাড়িটি প্রায় ১৫ ফুট দূরত্বে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই সৈনিক শরিফ, সৈনিক জাহাঙ্গীর ও সৈনিক জসিম মারাত্মকভাবে আহত হন। ঘটনার পর পরই আহত শান্তিরক্ষীদের জরুরিভিত্তিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দুর্গম এলাকা, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ঘন অন্ধকারের মধ্যে উদ্ধার তৎপরতার সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়। মিশন সদর, জাতিসংঘ সদর, এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সরকারের সংশ্লিষ্ট বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুততার সঙ্গে ১৪৪ কিলোমিটার দূরে বোয়ারে অবস্থিত মিনুসকা হাসপাতালে নিয়ে এলে স্থানীয় সময় সাড়ে ৬টা থেকে ৭টা ৫মিনিটের মধ্যে (বাংলাদেশ সময় সাড়ে থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে) কর্তব্যরত চিকিৎসক সৈনিক মো. জসিম উদ্দিন, সৈনিক মো. জাহাঙ্গীর আলম এবং সৈনিক শরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আইএসপিআর আরও জানায়, আহত শান্তিরক্ষী মেজর মো. আশরাফুল হক চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত অন্যান্য শান্তিরক্ষীরা নিরাপদে আছেন। মারা যাওয়া সেনাসদস্যদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার কার্যক্রম চলমান রয়েছে। জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৮টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ন রেখে চলেছে এবং জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ।

জাতীয়

ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল অ্যালামনাই এসোসিয়েশন ইউকের সভা অনুষ্ঠিত।

বিলেতের আয়না রিপোর্ট :- মাহমুদুর রহমান শানুর ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল অ্যালামনাই এসোসিয়েশন ইউকের সভা অনুষ্ঠিত। আগামী বছর এক’শ পঁচিশ বছর পূর্ণ করতে যাচ্ছে ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল। গত ৩ অক্টোবর সোমবার ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল অ্যালামনাই এসোসিয়েশন ইউকের মতবিনিময় সভায় আগামী বছর ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পূর্ব লন্ডনের প্রিন্সলেট স্ট্রিটে দর্পণ মিডিয়া হাউজে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল অ্যালামনাই এসোসিয়েশন ইউকের আহ্বায়ক মাহমুদুর রহমান শানুর এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আনোয়ার শাহজাহান এর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল এর সাবেক ছাত্র ও শিক্ষক তছউর আলী, আতাউর রহমান আঙুর মিয়া, মো: জামাল উদ্দিন, দেলওয়ার হোসেন লেবু, মামুনুর রশিদ খান টেনু, আব্দুল লতিফ নিজাম, তমিজুর রহমান রঞ্জু, আবুল হাসনাত নাইস, আমিনুর রশিদ খান এমরান, দেওয়ান নজরুল ইসলাম, আশরাফ হোসেন শফি, হোসেন আহমদ সুজা, আবদুল কাদির, সোহেল চৌধুরী, আবদুল বাছির, মারুফ আহমদ, জাকির হোসেন, কিশোয়ার আনাম লিটন, মঈনুল ইসলাম এবং মাহবুব হোসেন প্রমুখ। সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন ছাত্র, রাজনীতিবিদ শামীম আহমদ (নগর)। সভায় আগামী জানুয়ারি মাসে পরবর্তী সভা আহ্বান করা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন মাহমুদুর রহমান শানুর 07951- 649643 ও আনোয়ার শাহজাহান 07957-981636.

জাতীয়

১৮ দিন সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন।

বিলেতের আয়না ডেক্স :- ১৮ দিন সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩ অক্টোবর) রাত ১ টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট। এর আগে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে স্থানীয় সময় রোববার (২ অক্টোবর) সন্ধ্যা প্রায় ৬টা ৩০ মিনিটে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন প্রধানমন্ত্রী। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ ইমরান ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মাদ আব্দুল মুহিত বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। গত ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে লন্ডন যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় এবং রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহন উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় অংশগ্রহণ করেন। এরপর ১৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং এর ফাঁকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।

Scroll to Top