সেপ্টেম্বর ২৯, ২০২২

জাতীয়

সিলেটে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে লিভার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

বিলেতের আয়না ডেক্স :- শ‌হিদুল ইসলাম, সিলেট প্রতি‌নি‌ধি সিলেটে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে লিভার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। সিলেটে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে ও নারায়ণ হেলথ ইন্ডিয়ার সহযোগিতায় লিভার রোগ বিষয়ক একটি সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৯ সেপ্টেম্বর) সিলেটের একটি অভিজাত হোটেলে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও নারায়ানা হেলথ্ এর ডায়রেক্টর এন্ড ক্লিনিকাল লিড হেড অভ লিভার ট্রান্সপ্লান্ট ডাঃ সঞ্জয় কে গোজা লিভার রোগ এর বিভিন্ন লক্ষণ ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করেন। অধ্যাপক ডা. স্বপ্নীল বলেন, দেশে লিভার রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যখন কারও লিভার আক্রান্ত হয়, তখন এটি তার কার্য সম্পাদন করতে অক্ষম হয় যার ফলে দেহের যথেষ্ট ক্ষতি হয়। তবে এই রোগ চিকিৎসার মাধ্যমে ভালো হয়। স্বাস্থ্যকর খাবার আর নিয়ম মাফিক জীবনযাপনের মাধ্যমে এই রোগ পরিহার করা যায়। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা খাতুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, হোটেল স্টার প্যাসিফিক এর চেয়ারম্যান জনাব ফালাউদ্দিন আহমদ, সিলেট জেলা স্বাচিপের যুগ্ম আহবায়ক ডা. রবিন ও সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান, সিলেট উইমেন্স চেম্বার এর সভাপতি মিসেস স্বর্ণলতা রায়, সিলেট মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস মারিয়া চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রশিদ আহমদ, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা শিহাব, সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ, দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া, খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফসার আহমদ, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি মিসেস সুবর্ণা প্রমুখ।

জাতীয়

পোয়েটসপিডিয়া-বাংলা রাইটার্স ক্লাবের কমিটি গঠন।

বিলেতের আয়না ডেক্স :- শ‌হিদুল ইসলাম, সিলেট প্রতি‌নি‌ধি পোয়েটসপিডিয়া-বাংলা রাইটার্স ক্লাবের কমিটি গঠন। পোয়েটসপিডিয়া-বাংলা রাইটার্স ক্লাবের চূড়ান্ত কমিটি ঘোষিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরী, সাধারণ সম্পাদক বিমলেন্দু পাল এবং সাংগঠনিক সম্পাদক মাছুমা টফি একা। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পোয়েটসপিডিয়া-বাংলা রাইটার্স ক্লাবের আহ্বায়ক রাহনামা শাব্বীর চৌধুরীর সিলেট নগরীর উপশহরস্থ বাসায় অনুষ্ঠিত সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ৪৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন আশরাফ আহমেদ (যুক্তরাজ্য), শিল্পী স্নাতা (ভারত), আব্দুল হাসিব চৌধুরী, ইছমত হানিফা চৌধুরী, রনক চৌধুরী (যুক্তরাষ্ট্র), আলেয়া রহমান, জান্নাত আরা খান পান্না, সেনুয়ারা আক্তার চিনু, ও ইশরাক জাহান জেলী। সাধারণ সম্পাদক বিমলেন্দু পালের পাশাপাশি সহ-সাধারণ সম্পাদক আরো রয়েছেন দেওয়ান নুর চৌধুরী রওশন আরা বাঁশী, লিপি খান, চৌধুরী, হাবিবা আক্তার, নাঈমা চৌধুরী ও রিপন আহমেদ। সহ-সাংগঠনিক সম্পাদক আহমাদ সালেহ ও শাহনাজ জুঁই। কমিটির অন্যান্যরা হলেন দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শামসাদ (অর্থ সম্পাদক), সোহেনা আক্তার হেনা (প্রচার সম্পাদক), জুবের আহমদ সার্জন (সহ-প্রচার সম্পাদক), ওমর ফারুক (সহ-প্রচার সম্পাদক), তোফায়েল আহমদ জুমন মুক্তা (দপ্তর সম্পাদক), ফতহুল করিম হাসান (প্রকাশনা সম্পাদক), ইফতেহার আহমদ জাবের (সহ-প্রকাশনা সম্পাদক), মো. নজরুল ইসলাম (প্রযুক্তি বিষয়ক সম্পাদক), খান মোহাম্মদ জাহাঙ্গীর (সাংস্কৃতিক সম্পাদক), সাদ্দাম হোসাইন তুহিন ও আল আমিন (সহ-সাংস্কৃতিক সম্পাদক)। এছাড়াও কার্যকরী কমিটির সদস্যরা হলেন মিহির মোহন, শিপারা শিপা, জুঁই ইসলাম, শহীদ আরবী, এমদাদ আলী, এমএমইউ শাকিল, মালিক ফাহাদ, লুৎফর রহমান, একতার হোসাইন, সুমাইয়া জান্নাত শায়লা, রাশেদ আহমদ, সালমান আহমদ, আলী আহমদ, রবিউল ইসলাম। মূল কমিটির পাশাপাশি একইদিনে পোয়েটসপিডিয়া-বাংলার উপদেষ্টা কমিটির প্রারম্ভিক তালিকাও উত্থাপিত হয়, যেখানে প্রধান উপদেষ্টা কবি কালাম আজাদ, গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল, বাচিকশিল্পী ও লেখক সাফিয়া খন্দকার রেখা, কবি শিউল মঞ্জুর, কবি ও শিক্ষক ইসমত আরা প্রধান, রিজিয়া রহমান (ভারত), কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন, কণ্ঠশিল্পী গুলে ফেরদৌস লতা, কণ্ঠশিল্পী ইলোরা আজমী, কবি সালমা খানম, কবি আজম আলী মাস্টার, কবি ও সাহিত্য সমালোচক বাছিত ইবনে হাবীব, কবি রোকসানা হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক

র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না।

বিলেতের আয়না ডেক্স :-  র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না। র‍্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না। তবে বাহিনীতে সংস্কার আনলে বিবেচনা করা হবে জানিয়েছেন বাংলাদেশে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে এ কথা জানান পিটার হাস। বাংলাদেশের মানবাধিকার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম বিষয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে উদ্বেগ জানালেও বাংলাদেশ এ বিষয়গুলোতে আশানুরুপ উন্নতি করতে পারেনি; এমনটাই জানিয়েছেন তিনি। এ সময় জাতীয় নির্বাচনের আগে বিচার বর্হিভূত হত্যার অভিযোগ উদ্বেগজনক বলেও উল্লেখ করা হয়। মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব এককভাবে নির্বাচন কমিশনের নয়। এক্ষেত্রে সরকার, গণমাধ্যম ও রাজনৈতিক দলকেও ভূমিকা রাখতে হবে। এসব মিলিয়েই নির্বাচনের পরিবেশ চিন্তা করছে যুক্তরাষ্ট্র। একই পরিস্থিতি দেখার জন্য পুরো বিশ্ব অপেক্ষা করছে বলে জানান পিটার হাস। র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা কোনো একক ব্যক্তিকে শাস্তি দেয়ার জন্য নয় উল্লেখ করে পিটার হাস বলেন, প্রয়োজনীয় সংস্কার আনলেই এ বিষয়ে পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র।

জাতীয়

পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ এর বিদায়ী কর্মদিবস।

বিলেতের আয়না ডেক্স :- পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ এর বিদায়ী কর্মদিবস। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দেশে এক-ধরনের নষ্ট রাজনীতির দুষ্টু চর্চা ছিল, এখনো রয়েছে। এ চর্চায় কেউ কেউ অন্যায়ভাবে আমাকে বিপক্ষে আবিষ্কার করেছে। তবে তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আপনারা ভালো থাকবেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) আইজিপি বেনজীর আহমেদ দীর্ঘ প্রায় সাড়ে ৩৪ বছরের পুলিশের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন। অবসরে যাওয়ার পূর্বে শেষ কর্মদিবসে নিজের বর্নাঢ্য ক্যারিয়ারের নানা অর্জনসহ নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিয় করেন তিনি। যারা বিপক্ষে ভেবেছেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই উল্লেখ করে বিদায়ী আইজিপি বলেন, কারণ আমরা সবাই মিলেই বাংলাদেশ। হাতে হাত রেখে সবাই দায়িত্ব পালন করে আমরা সবাই মিলে এগিয়ে যাব। তিনি বলেন, আমার ৩৪ বছর ৫ মাস ১৬ দিন কর্মজীবনের মধ্যে ২০১০ সাল থেকে ২০২২ পর্যন্ত ১২ বছর পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পদে দায়িত্ব পালন করেছি। ডিএমপি কমিশনার, র‌্যাব ডিজি ও সর্বশেষ আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করেছি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আপনারা সমর্থন জুগিয়েছেন, দেশবাসীও সমর্থন জুগিয়েছেন। তাই সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধারাবাহিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালনকালে চেষ্টা করেছি মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে। চাকরির শেষ দিন মানে আগামীকাল থেকে জীবনের একটি পাতা উল্টিয়ে নতুন পাতা পড়ার চেষ্টা। তার মানে আগামীকাল থেকে দেখা হবে না-কথা হবে না এমনটি নয়। সামাজিক জীব হিসেবে সকলের সঙ্গে যোগাযোগ থাকবে, যেখানেই সুযোগ পাবো একসঙ্গে দায়িত্ব পালন করবো। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পুলিশের দুটি বিষয় বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত হয় উল্লেখ করে তিনি বলেন, কীভাবে আমরা সফলভাবে করোনা ক্রাইসিস অতিক্রম করেছি এবং সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশের সাফল্যের বিষয়ে সবাই জানতে চায়। কিছুদিন আগে জাতিসংঘে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা কীভাবে সন্ত্রাসবাদ মোকাবিলায় সফল হয়েছি। পোশাকে এটাই সর্বশেষ প্রেস ব্রিফিং উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, বর্তমান পুলিশ আগের থেকে অনেক বেশি গণমুখী। আমাকে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, একইভাবে পরবর্তীতে দায়িত্বে যারা আসবেন তাদেরকেও সহযোগিতা করবেন

Scroll to Top