সেপ্টেম্বর ২৮, ২০২২

জাতীয়

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন।

বিলেতের আয়না ডেক্স :- বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। রোল মডেল বাংলাদেশের কারিগর শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের অগ্রযাত্রায় আশাতীত সাফল্য অর্জন করে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ বিশ্বসভায় মাথা তুলে দাঁড়িয়েছে। যে দেশের অন্যায়-অত্যাচার-নির্যাতন আর শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ নিজের অস্তিত্বের জানান দিয়েছিল বিশ্বের বুকে, সময়ের ব্যবধানে সেই পরাজিত পাকিস্তানের সংসদ সদস্য বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা তত্ত্ব অনুসরণ করার কথা বলেন। যে দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলেছিলেন, সেই ব্যক্তি বা তার দেশ যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের সঙ্গে যুথবদ্ধ হয়ে কাজ করতে আগ্রহী। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ‘তলাবিহীন ঝুড়ি’র তকমা ঘুচিয়ে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের কাতারে। অর্থনীতির প্রতিটি সূচকে এগিয়ে চলা বাংলাদেশ শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বিশ্বের অন্যতম একটি দেশে পরিণত হয়েছে। এক্ষেত্রে অনন্য কারিগর হিসেবে অতুলনীয় ভূমিকা রাখা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ। তিনি আজ বিশ্বের অদম্য সাহসী নেতা। প্রজ্ঞা-মেধা ও দূরদর্শিতায় তিনি নিজেকে অধিষ্ঠিত করেছেন এক অনন্য উচ্চতায়। নিরলস বাংলাদেশের কল্যাণে নিবেদিত শেখ হাসিনা একের পর এক চ্যালেঞ্জ নিয়ে বিজয়ী হয়েছেন। সাহসের সঙ্গে অকপট সত্য কথা বলে তিনি হয়ে উঠেছেন অনুসরণীয়-অনুকরণীয়। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান। আপন আলোয় তিনি ভূখন্ডের গন্ডি পেরিয়ে বিশ্বনেতৃত্বের কাতারে ঠাঁই করে নিয়েছেন। রাষ্ট্র ও সংগঠন পরিচালনায় অনন্য জাদুকরী দক্ষতায় বিচ্ছুরণে তিনি চার মেয়াদে দেশের প্রধানমন্ত্রী এবং একইসঙ্গে চার দশক ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। প্রায় ৪০ বছরের রাজনৈতিক পথচলায় শেখ হাসিনাকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। কখনো শাসকদের রোষানলে পড়ে কারান্তরীণ, কখনো বা সশস্ত্র হামলার শিকার হয়েছেন। তবে লক্ষ্যচু্যত হননি। আপন অভীষ্টে এগিয়ে গেছেন সব প্রতিবন্ধকতাকে পায়ে দলে। বারবার মৃতু্যর মুখে দাঁড়িয়ে গেয়েছেন জীবনের জয়গান। সারাক্ষণ ভেবেছেন দেশ ও দেশের মানুষকে নিয়ে। শক্তি-মর্যাদায় বাংলাদেশকে নিয়ে গেছেন অনেক উঁচুতে। আজকের এই আনন্দমুখর দিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি এখন যুক্তরাষ্ট্রে। তার অনুপস্থিতিতেই আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করবে। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশ স্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি ও বিদু্যৎ, বাণিজ্য, আইসিটি এবং এসএমই খাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে। তার বিচক্ষণতা ও দক্ষতার কারণে যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার, পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক শান্তিচুক্তি সম্পাদন, একুশে ফেব্রম্নয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিসহ জাতীয় জীবনের বহু ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য এসেছে। অদম্য সাহসিকতায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করে বাংলাদেশকে বিশ্বায়নে এক অজেয় প্রতীক হিসেবে তুলে ধরেছেন। এছাড়া রূপপুর পারমাণবিক বিদু্যৎকেন্দ্র, মাতারবাড়ী কয়লা বিদু্যৎকেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়েসহ ১০টি মেগা প্রকল্প বাংলাদেশের ললাটে যুক্ত করেছে সক্ষমতার নতুন তিলক। শেখ হাসিনার নেতৃত্বে অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাস এবং জঙ্গি দমন ও মোকাবিলায় বাংলাদেশ যেমন বিশ্বের দৃষ্টি কেড়েছে, তেমনি এসব ক্ষেত্রে আন্তর্জাতিক মহলের করণীয় সম্পর্কে দেওয়া বক্তব্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে সারা বিশ্বে প্রশংসিত শেখ হাসিনা বিশ্বাঙ্গনে হয়ে উঠেছেন ‘মাদার অব হিউম্যানিটি’ বা ‘মানবতার মা’। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা স্বপ্নদর্শী নেতা শেখ হাসিনার শৈশব ও কৈশোর কেটেছে টুঙ্গিপাড়ায়। শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা এবং শেখ রাসেলসহ তারা পাঁচ ভাই-বোন। বর্তমানে শেখ হাসিনা ও রেহানা ছাড়া কেউই জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে পিতা বঙ্গবন্ধু এবং মাতা ফজিলাতুন্নেছাসহ সবাই ঘাতকদের নির্মম বুলেটে নিহত হন। টুঙ্গিপাড়ার এক পাঠশালায় শিক্ষাজীবন শুরু করা শেখ হাসিনা রাজধানীর টিকাটুলির নারী শিক্ষা মন্দিরের (শেরেবাংলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ) ছাত্রী ছিলেন। ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন। ওই বছরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সে ভর্তি হন এবং ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। ইন্টারমিডিয়েট গার্লস কলেজে পড়ার সময় ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এবং রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রলীগের নেত্রী হিসেবে তিনি আইয়ুববিরোধী আন্দোলন এবং ৬ দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৬৮ সালে পরমাণু বিজ্ঞানী ডক্টর এম ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনা বিয়েবন্ধনে আবদ্ধ হন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানের করাচিতে নিয়ে যাওয়ার পর গোটা পরিবারকে ঢাকায় ভিন্ন এক বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়। অবরুদ্ধ বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই গৃহবন্দি অবস্থায় শেখ হাসিনা প্রথম সন্তান ‘জয়’-এর মা হন। ১৯৭২ সালের ৯ ডিসেম্বর কন্যাসন্তান পুতুলের জন্ম হয়। বঙ্গবন্ধু ১৯৭৫ সালে সপরিবারে নিহত হওয়ার আগে ছোট বোন শেখ রেহানাসহ শেখ হাসিনা ইউরোপে ছিলেন। সেখানে অবস্থানকালে তিনি সপরিবারে বঙ্গবন্ধুর নিহত হওয়ার খবর পান। তাৎক্ষণিকভাবে দেশে ফেরার কোনো পরিবেশ না থাকায় তিনি ইউরোপ ছেড়ে স্বামী-সন্তানসহ ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। ১৯৮১ সালে আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। আর ওই বছরেরই ১৭ মে দীর্ঘ ৬ বছর প্রবাস জীবনের অবসান ঘটিয়ে মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসেন। তিনি ১৯৯০ সালের ঐতিহাসিক গণ আন্দোলনে নেতৃত্ব দেন। আওয়ামী লীগ ১৯৯৬ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে দীর্ঘ ২১ বছর পর সরকার গঠন করে এবং সে বছরের ২৩ জুন প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে বিজয় অর্জন করলে শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালের ৫ জানুয়ারি তৃতীয়বার এবং ২০১৮ সালের ডিসেম্বরে সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। শিল্প-সংস্কৃতি ও সাহিত্য অন্তপ্রাণ শেখ হাসিনা রচিত এবং সম্পাদিত গ্রন্থের সংখ্যা ৩০টিরও বেশি। তার লেখা বইগুলোর মধ্যে শেখ মুজিব আমার পিতা, সাদা কালো, ওরা টোকাই কেন, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম, দারিদ্র্য দূরীকরণ, আমাদের ছোট রাসেল সোনা, আমার স্বপ্ন আমার সংগ্রাম, সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, বিপন্ন গণতন্ত্র, সহেনা মানবতার অবমাননা, আমরা জনগণের কথা বলতে এসেছি, সবুজ মাঠ পেরিয়ে ইত্যাদি পাঠক সমাদৃত হয়েছে। ২০০৯ সালে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিল ডিজিটাল বাংলাদেশ, কৃষক রক্ষা এবং সন্ত্রাস দমন। যুদ্ধাপরাধীদের রাজনীতি করা নিয়ে দীর্ঘদিন অবিচারের গস্নানি বয়ে বেড়ানো বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে এগিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বলিষ্ঠ নেতৃত্বের কল্যাণে স্বাধীন বাংলাদেশের বুকে শাস্তি পায় যুদ্ধাপরাধীরা। সেই সঙ্গে এই যুদ্ধাপরাধীদের মাধ্যমে জঙ্গি অর্থায়ন ও সন্ত্রাসবাদের সূত্র খুঁজে পাওয়া যায়। তার দৃঢ় নেতৃত্বে আজ বিশ্বের বুকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অন্যতম সফল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালে ২০১৫ সালে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী আদালতে ভারতের কাছ থেকে

আন্তর্জাতিক

বিশ্বের ৫৩ দেশে তীব্র খাদ্যসংকট বিরাজ করবে।

বিলেতের আয়না ডেক্স :- বিশ্বের ৫৩ দেশে তীব্র খাদ্যসংকট বিরাজ করবে। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত বিশ্বে তীব্র খাদ্যসংকট বিরাজ করবে। বাংলাদেশসহ বিশ্বের ৫৩টি দেশের মোট ২২ কোটি ২০ লাখ মানুষের জন্য জরুরি সহায়তারও প্রয়োজন হতে পারে। এর মধ্যে ‘হাঙ্গার হটস্পট’ বা মারাত্মক ক্ষুধাপীড়িত হিসেবে চিহ্নিত ১৯ দেশের পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এমন পরিস্থিতিতে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খাদ্যসংকট কমাতে ২০২৫ সালের মধ্যে অন্তত ১ হাজার ৪০০ কোটি ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া এক সংবাদ সম্মেলনে বলেন, খাদ্যনিরাপত্তার তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি—উভয় দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে আমাদের উদ্যোগ হবে সামগ্রিক। এফএও এবং ডব্লিউএফপির সদ্য প্রকাশিত অক্টোবর ২২-জানুয়ারি ২৩ (আউটলুক) প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে তীব্র খাদ্যনিরাপত্তাহীনতা বাড়ছে। প্রতিবেদনের তথ্য অনুসারে, ৪৫ দেশের ২০ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটের মুখে পড়তে পারে, যাদের জন্য জরুরি সহায়তার প্রয়োজন হবে। গত বছর পর্যন্ত সর্বশেষ তথ্যের ভিত্তিতে বাংলাদেশসহ ৮টি দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত করলে ৫৩ দেশের ২২ কোটি ২০ লাখ মানুষ এমন পরিস্থিতির মুখোমুখি হবে। এই প্রতিবেদনের সাত বছরে এবারই সর্বোচ্চসংখ্যক দেশ এমন পরিস্থিতির মুখোমুখি হলো। বাংলাদেশের খাদ্যনিরাপত্তা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) রিসার্চ ফেলো ড. মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশের খাদ্য উৎপাদন ও মজুতের ক্ষেত্রে বড় সংকট হবে না। তবে উচ্চ মূল্যস্ফীতির বাজারে তেলের মূল্যবৃদ্ধির কারণে খাদ্যসহ সব জিনিসের দাম বাড়ায় নিম্ন ও নিম্নমধ্যম আয়ের মানুষের জন্য কিছুটা সংকট তৈরি হবে। মোহাম্মদ ইউনুস বলেন, বড় ধরনের না হলেও কোনো কোনো ক্ষেত্রে সামান্য পুষ্টিহীনতা তৈরি হতে পারে। মুরগির ডিমের দাম বাড়লে স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতায় টান পড়বে। সে জন্য উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত সরবরাহের বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি বন্ধ, সরকারের বাজার ব্যবস্থাপনা ঠিক করতে হবে এবং অস্বাভাবিক মুনাফাকারীদের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কঠোর পদক্ষেপ নিতে হবে। ড. ইউনুস বলেন, বৃষ্টি না হওয়ায় আমনের ভরা মৌসুমে পানির অভাবে কৃষকেরা ধান রোপণ করতে পারেননি। ধানের প্রায় ৪২ শতাংশ আসে আমন থেকে। তবে সাম্প্রতিক বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে চাষিদের। সব মিলিয়ে আমনের উৎপাদন ঘাটতি ৫-৬ শতাংশ হতে পারে বলে কৃষিবিদেরা ধারণা করছেন। তাহলে বড় কোনো সংকট হবে না। কারণ, সরকার আগেভাগে বিদেশ থেকে চাল কেনার প্রক্রিয়া শুরু করেছে, আমদানি শুল্কও কমানো হয়েছে। এখন বিশ্ববাজারে আমন চাষের পূর্বাভাস প্রকাশের আগেই চাল কেনা গেলে ভালো। না হলে দাম বেড়ে যেতে পারে। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খাদ্যশস্যের সরকারি মজুত আছে মোট ১৭ দশমিক ৩৯ লাখ টন। এর মধ্যে চাল ১৫ দশমিক ৭৫ লাখ টন, গম ১ দশমিক ২৭ লাখ টন ও ধান শূন্য দশমিক ৫৬ লাখ টন। সরকার অভ্যন্তরীণভাবে গত ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল মিলে ১৩ লাখ ৫১ হাজার ৪৭৯ টন বোরো শস্য সংগ্রহ করেছে। আর চলতি অর্থবছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চাল ও গম মিলে প্রায় ৪ লাখ ৭০ টন খাদ্যশস্য আমদানি হয়েছে। তবে সরকারের শীর্ষ মহলের আশঙ্কা, বোরো ও আউশে ফলন কম হওয়ায় এবার নভেম্বর-ডিসেম্বরের দিকে চালের দাম বাড়তে পারে। তাই বাড়তি মজুত গড়তে সরকার চারটি দেশের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ১০ লাখ টন চাল ও গম কেনার প্রক্রিয়া শুরু করেছে। এ ছাড়া বেসরকারি খাতের মাধ্যমে ১০ লাখ টন চাল কেনার অনুমতি দেওয়া হয়েছে। তবে গম কেনার ক্ষেত্রে অনুমোদনের দরকার হয় না। সরকার এরই মধ্যে ১০ লাখ টন খাদ্যশস্য আমদানির উদ্যোগ নিয়েছে। তবে তড়িঘড়ি করে ‘বেশি দামে চাল কেনার’ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জাতিসংঘের প্রাক্কলন বলছে, ৩৭টি দেশের ৪ কোটি ৫০ লাখ মানুষ এত কম খেতে পায় যে তারা মারাত্মক অপুষ্টিতে ভুগে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বা এর মধ্যেই অনাহার ও মৃত্যুর মুখোমুখি হয়েছে। জরুরি ভিত্তিতে পদক্ষেপ না নিলে ২০২২ সালে ৯ লাখ ৭০ হাজার মানুষ দুর্যোগময় পরিস্থিতির মধ্যে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আফগানিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, সোমালিয়া ও ইয়েমেন খাদ্যসংকটে সর্বোচ্চ সতর্কতার স্তরে রয়েছে। কারণ, এসব দেশের মানুষ এর মধ্যে অনাহারের মুখোমুখি হয়েছে বা হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে অথবা তারা দুর্যোগময় পরিস্থিতিতে নামার ঝুঁকিতে রয়েছে। কারণ, এসব দেশে আগে থেকে তীব্র খাদ্যসংকট আছে। ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি বলেন, খাদ্যের অভাব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শুধু দুর্ভিক্ষই হবে তা নয়, বরং এর জেরে বিভিন্ন দেশে বৈষম্য ও সামাজিক অস্থিরতা বাড়বে। পরিস্থিতি মোকাবিলায় আর্থিক সাহায্যের হাত বাড়াতে আরব দুনিয়াসহ বিশ্বের ধনকুবেরদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁরা যদি কয়েক দিনের মুনাফাও এই খাতে দেন, তাহলে সংকট অনেকটা কাটানো সম্ভব। গত সপ্তাহে এফএও, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক, ডব্লিউএফপি ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) এক যৌথ বিবৃতিতে বৈশ্বিক খাদ্যসংকটের কথা তুলে ধরে জরুরি কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়। জাতিসংঘের বিশেষ উদ্যোগে ইউক্রেন থেকে ৩০ লাখ টন খাদ্য সরবরাহের পাশাপাশি বিশ্ব সংস্থাগুলো মিলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে আর্থিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি রয়েছে। খাদ্যসংকট মোকাবিলায় বিশ্বব্যাংক ৩ হাজার কোটি ডলারের কর্মসূচি বাস্তবায়ন করছে। আইএমএফ খাদ্যনিরাপত্তা ঝুঁকি কমাতে ঋণসহায়তা দেবে। আর কৃষিতে সার ব্যবহারে দক্ষতা বাড়াতে দেশে দেশে মাটির পুষ্টি মানচিত্র চালুর পাশাপাশি বেশ কিছু নীতিগত সুপারিশ করেছে এফএও। এই সংকটকালে বাণিজ্যের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করার চলমান প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাগুলো।

Scroll to Top