সেপ্টেম্বর ২১, ২০২২

জাতীয়

বি‌শিষ্ট সমাজ সেবক তৌফিক বক্স লিপন উপ‌জেলা পর্যা‌য়ে স্কুল ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বা‌চিত

বিলেতের আয়না রিপোর্ট :- শ‌হিদুল ইসলাম, সি‌লেট বি‌শিষ্ট সমাজ সেবক তৌফিক বক্স লিপন উপ‌জেলা পর্যা‌য়ে স্কুল ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বা‌চিত। দক্ষিণ সুরমা উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির মধ্যে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন। ২১শে সেপ্টেম্বর বুধবার দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ এই বিষয়টি নিশ্চিত করেছেন। দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ট সভাপতি, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কাউন্সিলর তৌফিক বক্স লিপন বলেন, “কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান। এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও রেজাল্টের হার খুবই ভালো। আমরা সব সময় শিক্ষার্থীদের লেখাপড়ার মানের পাশাপাশি খেলাধুলা ও চিত্ত বিনোদনের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রমের কারনেই আমরা দক্ষিণ উপজেলা উপজেলার মধ্যে শ্রেষ্ট সভাপতির সম্মান অর্জন করেছি। কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিমানা দেয়াল নির্মাণ, গেইট নির্মান, সৌন্দর্যবধর্ণ, করোনার পর কার্যক্রম ও বন্যার পর কার্যক্রম, শিক্ষার্থীদের টিকা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম বিদ্যালয় পরিচালনা কমিটি সফল ভাবে চালিয়ে যাচ্ছেন। এদিকে কাউন্সিলর তৌফিক বক্স লিপনকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করায় উপজেলা শিক্ষা অফিসার, সহকারি শিক্ষা অফিসার সহ সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ও ম্যানেজিং কমিটির সভাপতিদেরকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

খেলাধুলা

বিলেতের আয়না ডেক্স :- সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়ন মেয়েদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার।

বিলেতের আয়না ডেক্স :- সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়ন মেয়েদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ফুটবলারদের সাফল্যে আনন্দের জোয়ারে ভাসছে গোটা দেশ। তাদের এই সফলতা ছুঁয়ে গেছে ক্রিকেট অঙ্গনকেও। সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা তাদের শুভেচ্ছা জানান। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিলো। বুধবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নারী জাতীয় ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেবে তারা। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন মেয়ে ফুটবলারদের সাফল্যের প্রশংসা করে বলেন, ‘অবিশ্বাস্য পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনে মেয়েদের ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রচেষ্টার জন্য আমাদের সমাদর ও সমর্থনের নিদর্শন হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’ তিনি আরও বলেন, ‘আমার কোনও সন্দেহ নেই যে সাফ বিজয় দেশের সব ক্রীড়াবিদ ও নারীদের দারুণভাবে অনুপ্রাণিত করবে এবং বিভিন্ন অঙ্গনে আন্তর্জাতিক সাফল্য অর্জনে উজ্জীবিত করবে ক্রীড়া দলগুলোকে।’ গত সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ট্রফি নিয়ে দেশে ফিরল চ্যাম্পিয়ন নারীরা

Scroll to Top