সেপ্টেম্বর ২০, ২০২২

আন্তর্জাতিক

রানী দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানিয়ে তারা আরও এক সপ্তাহ শোক পালনের ঘোষণা দিয়েছেন।

বিলেতের আয়না ডেক্স :- রানী দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানিয়ে তারা আরও এক সপ্তাহ শোক পালনের ঘোষণা দিয়েছেন। বৃটেনের রাজপরিবার এক সপ্তাহের শোক প্রকাশ এবং অনেক অজানা তথ্য। অজানা শোকগ্রস্ত বৃটিশ রাজপরিবার। রানী দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানিয়ে তারা আরও এক সপ্তাহ শোক পালনের ঘোষণা দিয়েছেন। এমনকি এই এক সপ্তাহ কোনো সরকারি দায়িত্ব পালন করবে না রাজপরিবার। সেইন্ট জর্জেস চ্যাপেলে প্রাইভেট পারিবারিক অনুষ্ঠানে রানী দ্বিতীয় এলিজাবেথকে ১৯শে সেপ্টেম্বর  সমাহিত করেছেন রাজপরিবারের সদস্যরা। এদিনটি ছিল বৃটেন এবং কমনওয়েলথভুক্ত, তথা সারা পৃথিবীর কাছে এক ঐতিহাসিক দিন। রাষ্ট্রীয় বিরল সম্মান জানানোর পর রানীর মৃতদেহ নিয়ে যাওয়া হয় উইন্ডসর ক্যাসেলে। এরই মধ্যে সেইন্ট জর্জেস চ্যাপেল। এর আগে সেখানে সমাহিত করা হয়েছে রানীর স্বামী প্রিন্স ফিলিপ, নিজের পিতা, মাতা ও বোন প্রিন্সেস মার্গারিটাকে। তাদের পাশেই সমাহিত করা হয়েছে এলিজাবেথকে। তার আগে কফিনের ওপর থেকে সরিয়ে নেয়া হয় রাজমুকুট, গোলকবিশেষ এবং রাজদণ্ড। ওদিকে সোমবার দিবাগত রাতে বাকিংহাম রাজপ্রাসাদ থেকে প্রকাশ করা হয়েছে রানী এলিজাবেথের বিরল দুটি ছবি। এ ছবি দুটি এর আগে প্রকাশ করা হয়নি। এতে স্বামী, পিতা, মা, বোনের সঙ্গে রানীকে দেখা যায় হাস্যোজ্বল। কমপক্ষে ৭০ বছর সিংহাসনে আসীন থাকা অবস্থায় মারা যান রানী দ্বিতীয় এলিজাবেথ। তাকে শেষ বিদায় জানাতে সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবিতে উপস্থিত হন পরিবারের সদস্যরা, বিশ্বনেতারা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ। সেখানে নজরকাড়া বিদায় জানানোর পর রানীর শব বহনকারী যান ছুটে চলে উইন্ডসর ক্যাসেলের উদ্দেশে। সেখানে কবরের ভিতরে ব্যক্তিগতভাবে নতুন রাজা তৃতীয় চার্লস তার মা ও রানীর মৃতদেহ শায়িত করেন। একজন রাজা ও নিজের সন্তানের হাত দিয়ে সমাহিত হলেন রানী। এ সময় রাজপরিবারের কিছু সদস্য সেখানে উপস্থিত ছিলেন। চিরদিনের জন্য রানীকে সমাহিত করে ফিরে আসতে হয় তাদের। কিন্তু ওই অনুষ্ঠানের বিস্তারিত গোপন রাখা হয়েছে। বাইরের দুনিয়ার কেউই জানেন না সেখানে কি দৃশ্যের অবতারণা হয়েছিল। কারণ, ওই সমাহিতকরণ অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা শুধু রাজ পরিবারের সিনিয়ররা। এমনকি জানা যায়নি সেখানে কি শুধু রাজা চার্লস এবং তার ভাইবোনই উপস্থিত ছিলেন, নাকি এ অনুষ্ঠানে রানীর নাতি প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারি ও অন্যরাও উপস্থিত ছিলেন। রানীকে সমাহিত করে রাজপরিবার থেকে তার সম্মানে একটি বিবৃতি দেয়। যার শিরোনাম- ‘ইন লাভিং মেমোরি অব হার ম্যাজেস্টি দ্য কুইন’। একই সঙ্গে প্রকাশ করা হয় রানীর প্রিয় স্কটল্যান্ডে ধারণ করা একটি ছবি। আরেকটি ছবি প্রকাশ করা হয় বাকিংহাম প্যালেসে ধারণ করা। এতে পিতামাতা, বোন ও স্বামী ফিলিপের সঙ্গে রানীকে হাস্যোজ্বল দেখা যায়। রয়েল ফ্যামিলির সামাজিক যোগাযোগ বিষয়ক একাউন্টে হৃদয় নিঙড়ানো পোস্ট দেয়া হয়। এতে যোগ করা হয়েছে রাজা হিসেবে তৃতীয় চার্লসের জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণ। এতে রাজা উদ্ধৃত করেছেন অমর সাহিত্যিক শেক্সপিয়রের অমর নাটক হ্যামলেট থেকে- ‘মে ফ্লাইটস অব অ্যাঞ্জেলস সিং দি টু দাই রেস্ট’। ওদিকে রানী এলিজাবেথ মারা যাওয়ার পর ৯ই সেপ্টেম্বর রাজা চার্লস ঘোষণা দিয়েছিলেন, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাতদিন পর্যন্ত শোক জানানো হবে। তা শেষ হবে আগামী মঙ্গলবার। এর অর্থ হলো, এর আগে কোনো রকম সরকারি দায়িত্ব পালন করবে না রাজপরিবার। তারপরই নিজেদের সন্তানদের সঙ্গে মিলিত হতে যতটা দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রে উড়ে যাওয়ার কথা প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের। সোমবার রানীকে বিদায়ের অনুষ্ঠান বিশ্বজুড়ে দেখেছেন প্রায় ৪১০ কোটি মানুষ। আর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে ঐতিহাসিক স্টেট ফিউনারেল সার্ভিসে যোগ দিয়েছিলেন বিভিন্ন রাজা, রানী, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা। ছিলেন সাধারণ জনতা। সেখান থেকে উইন্ডসর ক্যাসেলে কফিন নিয়ে যাওয়ার সময় রাস্তার দু’পাশে দীর্ঘ সময় অপেক্ষায় থাকা জনতা মাথা নুয়ে, ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানান রানীকে। অনেককে দেখা যায় হাউমাউ করে কাঁদছেন। আর রাজপরিবার! তারা নিজেদের কান্না কিভাবে নিয়ন্ত্রণ করেছেন, সে এক বিস্ময়। অনেককে দেখা গেছে মুখে কথা নেই। মুখ বন্ধ। মুখ খুলতে গেলেই ভিতরের কান্না বেরিয়ে আসবে বাইরে। এত ভালবাসা নিয়ে এখন চিরশান্তির ঘুমের দেশে রানী। রেখে গেছেন এক বিস্ময়কর লিগ্যাসি। মানুষের অন্তরে তার স্থান।

খেলাধুলা

নেপালের মাটিতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

বিলেতের আয়না ডেক্স :- নেপালের মাটিতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ মহিলা ফুটবল দল ৩-১ গোলে জয়ী নেপাল কে হারিয়ে। ইতিহাস গড়ে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশের নারী ফুটবল দল। এই দিনটির দেখার অপেক্ষা বাংলাদেশের ফুটবলাঙ্গনে দীর্ঘদিনের। রেফারির শেষ বাঁশি। বাংলাদেশের উল্লাস। দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ। নেপালের মাটিতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব নারী দলে এবারই প্রথম। এর আগে ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরেছিল। এবার কাঠমান্ডুতে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সিনিয়র ফুটবলে কখনো ভারত ও নেপালকে না হারানো বাংলাদেশ এবার তাদের হারিয়েছে। গ্রুপ পর্বে হারিয়েছে ভারতকে আর ফাইনালে নেপালকে। বাংলাদেশের ফাইনালের জয়ের নায়ক কৃষ্ণা রাণী সরকার। তার জোড়া গোলে বাংলাদেশ নেপালকে বধ করে। ফাইনালের শুরু থেকেই খেলা নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশই। ১৪ মিনিটে শামসুন্নাহার জুনিয়র দুর্দান্ত গোল করেন। মনিকা চাকমার ক্রস থেকে শামসুন্নাহার জুনিয়র কোনাকুনি প্লেসিংকে করে বাংলাদেশকে লিড এনে দেন। এক গোলে পিছিয়ে পড়ে পুরো দশরথ স্তব্ধ হয়ে পড়ে। উজ্জীবিত নেপাল সমর্থকরা কিছুক্ষণের জন্য নিশ্চুপ বনে যান। নেপাল ফুটবলাররা ম্যাচে সমতা আনার সর্বাত্মক চেষ্টা করে। বিশেষ করে ৩০-৪০ মিনিট তারা বেশ কয়েকটি সংঘবদ্ধ আক্রমণ করে। বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা দু’টি দারুণ সেভ করেছেন। নেপালের জালে বাংলাদেশ দ্বিতীয় গোল জড়ায় ৪২ মিনিটে। মিডফিল্ড থেকে বাড়ানো এক থ্রু পান কৃষ্ণা রাণী সরকার। বক্সের এক প্রান্তে আনমার্কড থাকা কৃষ্ণা আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করলে বাংলাদেশের ডাগআউট আবার উৎসবে মাতে। দ্বিতীয়ার্ধে স্বাগতিক নেপাল অত্যন্ত চাপে রাখে বাংলাদেশকে। সেই চাপের ধারাবাহিকতায় ৭০ মিনিটে আনিতা বেসন্ত নেপালকে গোল করে ম্যাচে ফেরান। সংঘবদ্ধ এক আক্রমণে বক্সের মধ্যে প্রবেশ করে কোনাকুনি শটে রুপনা চাকমাকে পরাস্ত করেন। নেপাল আরও এক গোল দিয়ে সমতা আনার চেষ্টা করছিল। সেই মুহূর্তে বাংলাদেশের ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকার গোল করে বাংলাদেশকে জয়ের সুবাতাস দেন। ৭৭ মিনিটে মিডফিল্ড থেকে পাওয়া থ্রুতে তিনি আগুয়ান গোলরক্ষককে দারুণভাবে পরাস্ত করেন। কৃষ্ণার এই গোলের পর কোচ ছোটনের চিন্তার ভাঁজ কিছুটা কমে। ম্যাচের বাকি সময় নেপাল গোলের জন্য চেষ্টা করে। বাংলাদেশ রক্ষণে দারুণভাবে সময় কাটায়। এই ম্যাচে কৃষ্ণা জোড়া গোল করেছে এর পাশাপাশি গোলরক্ষক রুপনা চাকমাও দারুণ খেলেছেন। পুরো ম্যাচে তিনি দুর্দান্ত কয়েকটি সেভ করেছেন। না হলে নেপালও আরো একটি গোল পেতেই পারত। ইতিহাস গড়ার হাতছানি নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল। যাদের বিপক্ষে জয় অধরা হয়েই আছে। শঙ্কা তো ছিলই। কিন্তু যে দিনটা বাংলাদেশের, যে দিনটা কৃষ্ণা-শামসুন্নাহারের, সেদিন তো বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়বেই। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ। সোমবার ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ জিতল নারী সাফ চ্যাম্পিয়নশিপ। অর্জন করল দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্ব।

জাতীয়

জাসদ ১৪-দলীয় জোটের সঙ্গে ঐক্য বদ্ধ নির্বাচন করার পক্ষে — হাসানুল হক ইনু

বিলেতের আয়না ডেক্স :- জাসদ ১৪-দলীয় জোটের সঙ্গে ঐক্য বদ্ধ নির্বাচন করার পক্ষে — হাসানুল হক ইনু জাসদ সভাপতি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, উগ্রবাদী রাজনৈতিক শক্তি বিএনপি-জামায়াতকে মোকাবেলা করতে মুক্তিযুদ্ধের শক্তি চৌদ্দদলীয় জোটের সঙ্গে জাসদ নির্বাচন করার পক্ষে। আজ সোমবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্তরে জাসদের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় যোগদানের আগে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাসদ চায় স্বাধীনতার স্বপক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ থাক। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, দেশ ও দেশের জনগণকে রাষ্ট্রের মৌলিক অস্তিত্ব অস্বীকারকারী ধর্মান্ধ সাম্প্রদায়িক উগ্রবাদী রাজনৈতিক শক্তি ও তাদের রাজনৈতিক সঙ্গীকে মোকাবেলা করতে হচ্ছে। তাদের মোকাবেলা করা দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি ও জনগণের প্রধান দায়িত্ব উল্লেখ করে তিনি জাসদের নেতা-কর্মীদের উদ্দেশে এই শত্রুদের বিরুদ্ধে সংগ্রামের ধারায় দলের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে গা ঝাড়া দিয়ে মাঠে নামার আহ্বান জানান। হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি-জামায়াত-তালেবানি শক্তি’ পুনরুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের জন্য যে হুমকি দিচ্ছে, তা প্রতিরোধে আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের আদর্শের ওপর জাতীয় ঐক্য গড়ে তোলার পথে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কুষ্টিয়া ভেড়ামারা পৌর মেয়র, জাসদ নেতা আনোয়ারুল কবির টুটুল, জাসদ কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, আবদুল্লাহেল কাইয়ুম, মোখলেছুর রহমান, রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন। এর আগে শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

Scroll to Top