সেপ্টেম্বর ১৫, ২০২২

জাতীয়

পুলিশের আইজিপি হচ্ছেন র‌্যাবের মহা পরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বিলেতের আয়না ডেক্স :- পুলিশের আইজিপি হচ্ছেন র‌্যাবের মহা পরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) হচ্ছেন এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া পুলিশ সদর দপ্তরে কর্মরত একজন অতিরিক্ত আইজিপির নাম র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন ডিজির হিসেবে প্রস্তাব করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সূত্র জানায়, বর্তমান আইজিপি বেনজীর আহমেদের চাকরির মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। এরপরই চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইজিপির দায়িত্ব নিবেন। তিনি র‌্যাবের মহাপরিচালক পদে যোগদানের আগে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিসিএস অষ্টম ব্যাচের এই কর্মকর্তা আগামী ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা। সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে বাহিনী ও সরকারের কাছে সুনাম রয়েছে র‌্যাব ডিজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের। পুলিশে অসামান্য অবদান ও অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হয়েছেন। গত বছরের ১৮ অক্টোবর চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অতিরিক্ত ডিআইজি হিসেবে ঢাকা রেঞ্জে ও ডিআইজি হিসেবে ডিআইজি (অপারেশনস), ডিআইজি (প্রশাসন), রেঞ্জ ডিআইজি হিসেবে ময়মনসিংহ ও ঢাকা রেঞ্জের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এরপর পদোন্নতি পেয়ে তিনি অতিরিক্ত আইজিপির (এইচআরএম) দায়িত্ব পান। র‌্যাবের মহাপরিচালক হিসেবে যোগদানের আগে তিনি সিআইডি প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।        

সাম্প্রতিক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এডভোকেট নাসির উদ্দীন খান নির্বাচিত হওয়ার পথে ।

বিলেতের আয়না ডেক্স :- বিনা প্রতিদ্বন্দ্বিতায় এডভোকেট নাসির উদ্দীন খান নির্বাচিত হওয়ার পথে । সিলেট জেলা পরিষদ নির্বাচন : বিনা প্রতিদ্বন্দ্বিতায় এডভোকেট নাসির উদ্দীন খান নির্বাচিত হওয়ার পথে । সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসির উদ্দিন খান।এই পদে আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। ফলে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বিজয়ী হওয়া অনেকটা নিশ্চিত বলে জানা গেছে।চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেরে অধ্যক্ষ ড. এনামুল হক সর্দার মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে তিনি মনোনয়নপত্র জমা দেননি।চেয়ারম্যান পদে কেবল নাসির উদ্দিন খান ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি বলে জানিয়েছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদির। ওদিকে প্রার্থী না হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এনামুল হক সর্দারও।ফলে নাসির উদ্দিনের খানের চেয়ারম্যান নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত বলে ধরা হচ্ছে।এরআগে বৃহস্পতিবার দুপুরে নাসির উদ্দিন খান দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Scroll to Top