বৃটেনে বাঙালি পাড়ার নির্বাচন ২০২২
আজ ৫ মে ২০২০ বৃটেনে স্থানীয় সরকারের (কাউন্সিল) নির্বাচন চলছে। এ নির্বাচনে সারা দেশে অনেক বাঙালি প্রার্থী আছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন কমিউনিটি সাংবাদিক আছেন তাদের সকলের জন্য শুভকামনা।বাঙালি পাড়া হিসেবে খ্যাত টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির প্রার্থী জন বিগস’র সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন বাঙালি প্রার্থী। একজন সাবেক মেয়র লুৎফুর রহমান এবং অপরজন দীর্ঘদিনের কাউন্সিলার রাবিনা খান। রাবিনা খান এবার লিব-ডেম থেকে দাঁড়িয়েছেন।