জাতীয়

জাতীয়

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

বিলেতের আয়না রিপোর্ট :-শ‌হিদুল ইসলাম, সি‌লেট জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মজিদ (লাল মিয়া) ও সহধর্মিনী লন্ডন প্রবাসী মহীয়সী নারী রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদের অর্থায়নে (২৪ সেপ্টেম্বর) শনিবার দিনব্যাপী দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক জামে মসজিদে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অত্র ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবিরের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক শাহীন আহমদ এর পরিচালনায় অনু‌ষ্ঠিত হয়। দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা মানিক মিয়া, ট্রাস্টের নির্বাহী সদস্য হারুনুর রশিদ হিরন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, সিলেট জেলা পরিষদের ট্রেজারার দেলোয়ার হোসেন সমাজকর্মী শাহজাহান মিয়া ও সুমন মিয়া প্রমুখ। জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রত্যেকটি মসজিদে ফলবান বৃক্ষ নারিকেল, কাঠাঁল, পেয়ারা, ডালিম, আলতাফ, পেঁপে ও তেজপাত রোপণ করা হয়।

জাতীয়

বিশেষ আইন করে অবিলম্বে জামাত শিবিরের রাজনীতি বন্ধ করতে হবে – জাসদ।

বিলেতের আয়না ডেক্স :- বিশেষ আইন করে অবিলম্বে জামাত শিবিরের রাজনীতি বন্ধ করতে হবে – জাসদ। অবিলম্বে যুদ্ধাপরাধী ঘাতক জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং ঘাতক জামাত-শিবিরচক্র কর্তৃক শহীদ মুনির-তপন-জুয়েলসহ দেশব্যাপী সংগঠিত সকল হত্যা মামলার পূনঃতদন্ত পূর্বক বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ঘাতকদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শহীদ জুয়েল-মুনির-তপন স্মরণে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ জুয়েল- মুনির-তপন এর অস্থায়ী প্রতিকৃতি তে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। বক্তারা আরো বলেন শহীদ জুয়েল-মুনির-তপন এর শেখানো পথে ঘাতকদের বিরুদ্ধে নিঃশঙ্ক চিত্তে লড়াই করে আত্মদানের মাধ্যমে মুক্তিযোদ্ধের চেতনার বাংলাদেশ তথা সমাজতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জাসদ নেতাকর্মীরা অবিচল ছিলো, আছে এবং থাকবে। জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে (৪ সেপ্টেম্বর) শনিবার জাসদ সিলেট জেলা শাখার সহ সভাপতি সৈয়দ আনসার আলীর সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জ্যোতির্ময় দত্ত নিশু, জেলা জাসদের সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরী, জেলা জাসদ নেতা মহিউদ্দিন আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহজাহান জুবেরী, পরিবেশ বিষয়ক সম্পাদক মুকুল আহমদ পুতুল, মহানগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সাংগঠনিক সম্পাদক তোবারক হোসেন, দফতর সম্পাদক মাহমুদুল হক চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম স্বপন, শহীদ তপন জ্যোতি দে’র ভাই প্রবীর দে প্রমূখ

জাতীয়

শরীক দলগুলো কে ১৪ দলীয় জোট ছেড়ে বেরিয়ে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ জাসদ এর সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।

বিলেতের আয়না ডেক্স :- শরীক দলগুলো কে ১৪ দলীয় জোট ছেড়ে বেরিয়ে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ জাসদ এর সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। পুনরায় বাংলাদেশ জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান। দলের কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মুসতাক হোসেন। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে শনিবার (২৪ সেপ্টেম্বর) কাউন্সিলর-ডেলিগেট দলের এ নেতৃত্ব নির্বাচিত করেন। এর আগে প্রথম অধিবেশনের আলোচনা পর্বে যোগ দেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণফোরাম (মন্টু) সভাপতি মোস্তফা মহসীন মন্টু, সিপিবি সভাপতি শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ প্রমুখ। শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বটি সঞ্চালনা করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদার। আলোচনায় অংশ নিয়ে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, সরকারবিরোধী সব রাজনৈতিক শক্তি উপনিবেশিক কাঠামো পরিবর্তন, রাষ্ট্র সংস্কার ও মেরামতের প্রশ্নে সুস্পষ্ট কর্মসূচি বাস্তবানের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিয়ে গণঅভ্যুত্থানকে অনিবার্য করে তুলছে। রাষ্ট্র ও সমাজ রূপান্তরের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন রচনা করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে গণফোরাম সভাপতি মোস্তফা মহসীন মন্টু বলেন, আমরা ক্ষমতায় যাবো এ জন্য নয়, বরং এজন্য যে ভবিষ্যৎ প্রজন্ম যেন একটা গণতান্ত্রিক পরিবেশ পায়। আমাদের সন্তানদের যেন পড়ালেখার জন্য বিদেশে যেতে না হয়। আমাদের সম্পদের নিয়ন্ত্রক যাতে আমরা হতে পারি। আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দল ছাড়ার ব্যাখা তুলে ধরে দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, ২০০৫ সালে ২৩ দফার ভিত্তিতে আদর্শিক ১৪ দলীয় জোট গঠন হয়েছিল। এখন জোট নেতৃত্বাধীন দল যে কোনোভাবে ক্ষমতায় থাকতে চায়। এখানে আদর্শ নেই। ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন দুর্বৃত্ত ও তাদের চাটুকাররা নিয়ন্ত্রণ করে। অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে আওয়ামী লীগ ও ১৪ দল অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শরিক দলগুলোকে জোট ছাড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৪ দলীয় জোটে সব দল এখন আওয়ামী লীগের হয়ে কাজ করে। ১৪ দলের শরিক অন্য দলকেও ওখান থেকে সরে এসে গণতন্ত্রের পথে ন্যায়সঙ্গত সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাসদ সভাপতি বলেন, ২০১৮ সালের কায়দায় নির্বাচন করার ইচ্ছা ক্ষমতাসীনদের পরিত্যাগ করতে হবে। কিছু দালাল, চাটুকার ও সুযোগসন্ধানী হয়তো ওঁত পেতে আছে এমন নির্বাচনে যাওয়ার জন্য। তাতে কোনও লাভ নেই। এমন নির্বাচন গ্রহণযোগ্য হবে না। নির্বাচনকালীন সরকার নিয়ে সৃষ্ট সংকটের স্থায়ী সমাধান হিসেবে জাতীয় সংসদকে দুইকক্ষ করার প্রস্তাব দেন তিনি। আম্বিয়া বলেন, এই জন্যে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানই উচিত হবে। সময় থাকতেই সরকার পক্ষের তা করা উচিত। উদ্ভুত পরিস্থিতির জন্য তারাই দায়ী।

জাতীয়

ফেনীতে জাসদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত।

বিলেতের আয়না ডেক্স :- ফেনীতে জাসদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত। ‘৫২ ও ‘৭১-এ মীমাংসিত বিষয় অমীমাংসিত করার পাকিস্তানপন্থার রাজনীতিই দেশে রাজনৈতিক অস্থিরতা, অশান্তি, সংঘাত, সংঘর্ষের মূল কারণ- হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতির অংশ হিসাবে আজ ২৪ সেপ্টেম্বর শনিবার সকালে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠিত জাসদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির ভাষণদানকালে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি বলেছেন, দেশের রাজনীতির বর্তমান অস্থিরতা, সংঘাত ও সংঘর্ষ নতুন নয়, এটা ‘৫২, ‘৭১ ও ‘৭৫-এর পুরাতন বিরোধের বহিঃপ্রকাশ। তিনি বলেন, ‘৫২ ও ‘৭১-এ মীমাংসিত বিষয়গুলোকে অমীমাংসিত করা ও ঐতিহাসিক সত্যকে অস্বীকার করার রাজনীতির মাধ্যমে পরাজিত শক্তি এই বিরোধের জাগিয়ে তুলেছে। ১৯৭৫ সাল থেকে মুশতাক-জিয়া এই ‘৫২ ও ‘৭১ বিরোধী, বাংলা-বাঙালি-বাংলাদেশ-স্বাধীনতা-মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানপন্থার রাজনীতি রাষ্ট্র-রাজনীতি-সমাজে চাপিয়ে দিয়ে জাতিকে বিভক্ত করে বিরোধের রাজনীতিকে স্থায়ী রূপ দিয়েছে। বিএনপি-জামাতসহ ধর্মান্ধ, সাম্প্রদায়িক, জঙ্গীবাদী, উগ্রবাদী শক্তিগুলো এই বিরোধের রাজনীতির ধারক ও বাহক। এরা বাঙালির আত্মপরিচয়, ভাষা, সংস্কৃতি, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধান মানে না। এরা ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহনীর গণহত্যার পক্ষে, রাজাকার-আলবদর-যুদ্ধাপরাধীদের পক্ষে ও বঙ্গবন্ধুর খুনিদের পক্ষে সাফাই গায়। এরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক ধারাকে নিশ্চিহ্ন করতে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, কর্নেল তাহেরকে হত্যা করেছে ও শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা চালিয়েছে। জনাব ইনু বলেন, বাঙালি-বাংলা-বাংলাদেশ-মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তি যতদিন রাজনীতির মাঠে থাকবে, ততদিন দেশের রাজনীতির অস্থিরতা-সংঘর্ষ-সংঘাত-অশান্তির অবসান হবে না। জনাব ইনু বলেন, বাংলা-বাঙালি-বাংলাদেশ-মুক্তিযুদ্ধ-স্বাধীনতার বিপক্ষের অপশক্তি ও বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রুদের রাজনৈতিকভাবে পরাজিত-দমন-ধ্বংস করেই রাজনীতি ও সমাজে স্থায়ী শান্তি অর্জন করতে হবে। হাসানুল হক ইনু এমপি বলেন, এসব শেখ হাসিনার একার ক্ষমতায় থাকার বিষয় নয়, শেখ হাসিনার একার লড়াই না; বরং সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়েই বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু পাকিস্তানপন্থার রাজনীতির ধারক-বাহক বিএনপি-জামাতসহ ধর্মান্ধ-সাম্প্রদায়িক-জঙ্গীবাদী-উগ্রবাদী শক্তিকে বর্জন ও ধ্বংস করার দায়িত্ব নিতে হবে। সমগ্র জাতিকেই ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ আফিগানিস্তান-পাকিস্তানের মত তালেবানি পথে যাবে, নাকি ধর্মের নামে সংঘাত-সংঘর্ষ-অশান্তি-খুনাখুনি-রক্তারক্তির পথে যাবে, নাকি শান্তি-স্থিতিশীলতা-উন্নয়নের পথে যাবে? জনাব ইনু বলেন, বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রুদের বর্জন ও পরাজিত করার রাজনৈতিক সংগ্রামের সাথে সাথে সমানতালে-সমান্তরালে জনগণের দৈনন্দিন জীবনের দুঃখ-কষ্ট দূর করা, দ্রব্যমূল্যের অস্বাভাবিক-অযৌক্তিক উর্ধগতি রোধ করতে বাজার সিন্ডিকেট দমন, দুর্নীতিবাজ ও লুটেরাদের দমন, দলবাজী ও ক্ষমতাবাজী বন্ধ এবং বৈষম্যের অবসান করতে বাংলাদেশকে সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে নিতে হবে। বিশেষ অতিথির ভাষণে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, দেশ ও জাতির চিরশত্রু এবং নারীর চিরশত্রু ধর্মান্ধ-সাম্প্রদায়িক-উগ্রবাদী-জঙ্গীবাদী অপশক্তি মোকাবেলার ঐক্য ও জোটের রাজনীতির পাশাপাশি জাসদের নিজস্ব একটি সুনির্দিষ্ট রাজনীতি আছে। জাসদের রাজনীতি হচ্ছে বৈষম্যের অবসান করা এবং দেশ ও বাজেটের সম্পদ সমাবেশ ও বিলিবন্টনে বঞ্চিত-অসহায়-নিরুপায়-কর্মহীন-আয়হীন নারী পুরুষকে অগ্রাধিকার দেয়া। তিনি বলেন, আমাদের জাতীয় অর্থনীতির যে সক্ষমতা ও জাতীয় বাজেটের যে আকার, দেশের অর্থসম্পদ সঠিক ও দুর্নীতিমুক্ত ভাবে বিলিবন্টন হলে এই বঞ্চিত অবহেলিত মানুষকে মানবিক জীবনে টেনে তোলা সম্ভব। সেটা করার জন্য সংবিধানের দুই মলাটে ছাপার হরফে বন্দী সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পরিকল্পনা নীতি ও বাজেট প্রণয়নের নীতির ভিত্তি হিসাবে গ্রহণ করতে হবে। জাসদ এই বক্তব্য ও কর্মসূচি নিয়ে রাজপথে ও সংসদে সমাজতন্ত্রের পক্ষে সোচ্চার আছে। জাসদ সমাজতন্ত্র ও সুশাসনের পথে বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ধারণ করেই দলের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে। ফেনী জেলা জাসদের সভাপতি আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে এবং জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির সদস্য সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, মীর হোসাইন আখতার, সহ-সভাপতি নুরুল আকতার, বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আব্দুল্লাহিল কাইয়ূম, মো: মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো: আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, মো: নুরুন্নবী, জসিম উদ্দিন বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক মুক্তা, কোষাধ্যক্ষ মো: মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-দফতর ইঞ্জিনিয়ার হারুন অর রশীদ সুমন, আইন বিষয়ক সম্পাদক এড. মো: সেলিম, সমাজসেবা সম্পাদক কাজী সিদ্দিকুর রহমান, সদস্য তৈয়বুর রহমান, কক্সবাজার জেলা জাসদের সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল ও সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মহানগর জাসদের সহ-সভাপতি মফিজর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা জাসদের সভাপতি বেলায়েত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, বান্দরবন জেলা জাসদের সভাপতি সুযশময় চৌধুরী, নোয়াখালী জেলা জাসদের সাধারণ সম্পাদক এড. আজিজুল হক বকশী, লক্ষ্মীপুর জেলা জাসদের মাহবুবুল আলম, কুমিল্লা জেলা জাসদের সাধারণ সম্পাদক কাজী সাইমুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসদের সভাপতি এড. আখতার হোসেন সাঈদ, চাঁদপুর জেলা জাসদের সাধারণ সম্পাদক মো: মনির হোসেন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা জাসদের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের চট্টগ্রাম বিভাগীয় এ প্রতিনিধি সভা উপলক্ষে জাসদের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে ফেনী শহর বর্ণিল সাজে সুসজ্জিত হয়েছে। প্রতিনিধি সভায় জাসদের চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উওর, চট্টগ্রাম দক্ষিণ, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া, চাঁদপুর জেলা কমিটি এবং এ সকল জেলা কমিটির অধীনস্থ উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন কমিটিসমূহেরর সভাপতি, সাধারণ সম্পাদকসহ দুই হাজার নেতা-সংগঠক প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করেন।

জাতীয়

সাফ জয়ী নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী।

বিলেতের আয়না ডেক্স :- সাফ জয়ী নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী। ‘সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২’ —এর অপরাজিত চ্যাম্পিয়ন জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী। আগামী ২৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে এ পুরস্কার সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলকে দেওয়া হবে। এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। পরে তমা গ্রুপও ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে মেয়েদের জন্য। গত সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ট্রফি নিয়ে বুধবার দুপুরে দেশে ফিরেছেন চ্যাম্পিয়ন কন্যারা। গোটা দেশ বরণ করে নিয়েছে তাদের।

জাতীয়

সিলেটের কৃতি সন্তান ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী ইংল্যান্ডে সংবর্ধিত।

বিলেতের আয়না রিপোর্ট :- উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান,সিলেট সিলেটের কৃতি সন্তান ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী ইংল্যান্ডে সংবর্ধিত। ইংল্যান্ডের মানবিক সংগঠন সিলেট মিডিয়া কর্পোরেশনের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে সিলেটের কৃতি সন্তান, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সন্মানিত উপদেষ্টা, মানবিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী সংবর্ধিত। গত ২২ সেপ্টেম্বর( বৃহস্পতিবার) সিলেট মিডিয়া কর্পোরেশন এর সম্মানিত চেয়ারম্যান জনাব কালাম মতিন লুলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমাদের কমিউনিটির আইকন জনাব অলি আহমেদ এমবিই। ফেঞ্চুগঞ্জ কল্যান পরিষদ ইউ কে এর সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় জনাব ফজলুর রব সোহেল, উত্তর কুশিয়ারা অনলাইন গ্রুপের সম্মানিত সভাপতি জনাব ফজলুর রহমান,শওকত আলী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব বদরুল ইসলাম রাজা, কমিউনিটি নেতা জনাব জমিরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ এর কৃতি সন্তান জনাব আব্দুল মান্নান, জনাব জিল্লুর রহমান, জনাব নেহাদুল ইসলাম শিপন, জনাব জগলু মিয়া, জনাব সাইদুল ইসলাম সহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। শেষে সংবর্ধিত অতিথি মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, আজ আমি খুবই আনন্দিত এমন একটি সুন্দর আয়োজনে আমাকে সন্মানিত করার জন্য নর্থ লন্ডনের একটি অভিজাত রেষ্টুরেন্টে এক ব্যতিক্রমী ডিনারের আয়োজনের জন্য জনাব আলহাজ্ব আবুল কালাম ভাইয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি মিডিয়া কর্পোরেশন এর সম্মানিত সেক্রেটারি মানবতার মহান ব্যক্তিত্ব আমাদের এলাকার সূর্য সন্তান জনাব আলী হোসেন সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা উক্ত সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি।

জাতীয়

হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন বাংলাদেশের সালেহ আহমেদ তাকরিম।

বিলেতের আয়না ডেক্স :- হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন বাংলাদেশের সালেহ আহমেদ তাকরিম। সৌদি আরবের পবিত্র মক্কায় আয়োজিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আবারও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন বাংলাদেশি ক্ষুদে হাফেজ সালেহ আহমদ তাকরীম। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা দেশে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত প্রায় দুইটা নাগাদ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি। এসময় বিমানবন্দর গেটে হাফেজ তাকরীমকে শুভেচ্ছা জানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ এ প্রতিযোগিতায় অংশ নেন। এতে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশি এই ক্ষুদে হাফেজ। এসময় তাকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। হাফেজ সালেহ আহমদ তাকরীম রাজধানীর মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী, ঢাকা মাদ্রাসার শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে। বাবা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক এবং মা গৃহিণী। আব্দুর রহমান জানান, ছোটবেলা থেকে পড়াশোনায় প্রচণ্ড মনযোগী ছিল তাকরিম। ছেলের জন্য দেশবাসীর জন্য দোয়া চান তিনি। বৃহস্পতিবার রাত ৩টার দিকে বিমানবন্দর থেকে বেরিয়ে আসে তাকরিম। এসময় শুভেচ্ছা আর শ্লোগানে মুখরিত হয় চারপাশ। ফুুল দিয়ে বরণ করে নেয়া হয় তাকে। এর আগে লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ সালেহ আহমাদ তাকরীম ৭ম স্থান অর্জন করেন। এ বৈশ্বিক প্রতিযোগিতায় ৭ম স্থান অর্জন করার পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেন তাকরীম। এছাড়াও গত ২২ মে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে লিবিয়ার বন্দরনগরী বেনগাজিতে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন। এর আগে তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তাকরীম বিশ্বে ১ম স্থান অর্জন করে বাংলাদেশের লাল-সবুজের পতাকা বিশ্ব দরবারে সমুন্নত করেন। ২০২০ সালের পবিত্র রমজান মাসে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয় সালেহ। তাকরীম ছাড়াও এই প্রতিষ্ঠানের একাধিক ছাত্র কুয়েত, মিশর ও আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েও করোনার কারণে অংশগ্রহণ করতে পারেননি।

জাতীয়

লন্ডন প্রবাসী হোমল্যান্ড লাইফ ইন্সুইরেন্সের ৭ পরিচালক গ্রেফতার।

বিলেতের আয়না ডেক্স :- লন্ডন প্রবাসী হোমল্যান্ড লাইফ ইন্সুইরেন্সের ৭ পরিচালক গ্রেফতার। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ পরিচালককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর মতিঝিলে অবস্থিত বীমা কোম্পানিটির প্রধান কার্যালয় থেকে আজ বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের গ্রেফতার হয়। মতিঝিল থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃতদের এরইমধ্যে ঢাকার সিএমএম কোর্টে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন- হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস চেয়ারম্যান জামাল মিয়া, পরিচালক আবদুর রব, পরিচালক কামাল মিয়া, পরিচালক আবদুর রাজ্জাক, পরিচালক আবদুল আহাদ, পরিচালক জামাল উদ্দিন এবং পরিচালক আবদুল হাই। গ্রেফতারকৃত পরিচালকদের সবাই প্রবাসী বলে জানা গেছে। এ ছাড়াও জামাল মিয়া ও কামাল মিয়া এবং আবদুল আহাদ ও আবদুল হাই পরস্পর সম্পর্কে আপন ভাই। মতিঝিল থানা সূত্র জানিয়েছে, পুলিশ পরিদর্শক (অপারেশন) কাজী মো. নাসিরুল আমিনের নেতৃত্ব আজ বুধবার বিকেলে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মাগুরা জেলার সিআর মামলা নং- ২২৭, ২২৮, ২২৯, ২৩০/২২ এবং ধারা নং ৪০৬ ও ৪২০। এ বিষয় হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার মণ্ডল বলেন, মামলার বিষয়টি আমরা আগে জানতাম না। বিষয়টি জেনে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

জাতীয়

মুন্সিগন্জে পুলিশ বিএনপি সংঘর্ষে আহত যুবদল কর্মী শাওন নিহত।

বিলেতের আয়না ডেক্স :- মুন্সিগন্জে পুলিশ বিএনপি সংঘর্ষে আহত যুবদল কর্মী শাওন নিহত। মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় আহত যুবদল কর্মী শাওন মারা গেছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি গণমাধ্যমকে জানান, বুধবার মুন্সিগঞ্জ মোক্তারপুর বিএনপির সমাবেশে পুলিশের হামলায় গুরুতর আহত শাওন আজ (বৃহস্পতিবার) রাত ৮টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আরও বলেন, ‘মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান ও বিএনপি মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব কামরুজ্জামান রতন।’ শায়রুল আরও জানান, আগামীকাল নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের শাওনের জানাজা অনুষ্ঠিত হবে। তবে এখনও জানাজার সময় নির্ধারণ হয়নি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘গতকাল মুন্সীগঞ্জ থেকে আহত অবস্থায় যুবদল কর্মী শাওনকে (২১) ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ২৩ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। আজ রাতে তিনি মারা যান। উল্লেখ্য, বুধবার মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজের পাশে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে জাহাঙ্গীর ও শাওনের অবস্থা আশঙ্কাজনক ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। তারেক প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন। আহত জাহাঙ্গীরকে মিরপুর ডেন্টাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জাতীয়

র‍্যাবের নতুন ডিজি এম খুরশীদ হোসেন।

বিলেতের আয়না :- র‍্যাবের নতুন ডিজি এম খুরশীদ হোসেন। মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এম খুরশীদ হোসেন ১২তম বিসিএসের (পুলিশ) মাধ্যমে পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। খুরশীদ হোসেনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে।

Scroll to Top