জাতীয়

জাতীয়

পাকিস্তানের সাবেক প্রধান মন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ।

বিলেতের আয়না ডেক্স :- পাকিস্তানের সাবেক প্রধান মন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চে গুলি চালিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে এ ঘটনা ঘটে। পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরীর বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে। ইমরান খানের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফাওয়াদ চৌধুরী বলেন, বৃহস্পতিবার ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালীন ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। তার পায়ে গুলি লেগেছে। ঘটনার পরপরই দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হামলায় সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চট্টাসহ তিনজন আহত হয়েছেন

জাতীয়

জাতীয় চার নেতার কবরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার শ্রদ্ধা।

বিলেতের আয়না ডেক্স :- জাতীয় চার নেতার কবরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার শ্রদ্ধা। ৩ নভেম্বর হত্যাকাণ্ডের শিকার জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহতদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। এরপর আওয়ামী লীগ ও অঙ্গ সংঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন সরকারপ্রধান। এসময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। এর আগে সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে সরকারপ্রধান হিসেবে শেখ হাসিনা একা এবং পরে দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগ নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে দোয়া ও মোনাজাত করে বনানী কবরস্থানের উদ্দেশ্যে ধানমন্ডি ত্যাগ করেন। এরপর আওয়ামী লীগের বিভিন্ন শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। বনানীতে জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও ক্যাপ্টেন এম মনসুর আলীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীতে রয়েছে আরেক জাতীয় নেতা এএইচএম কামারুজ্জামানের সমাধি। ১৯৭৫ সালের ৩ নভেম্বর, অর্থাৎ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাত্র আড়াই মাস পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধা ও তার পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। এরপর থেকে ৩ নভেম্বর দিনটি জেলহত্যা দিবস হিসেবে পালিত হয়। জাতীয় চার নেতা হলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান। ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পরই এ চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এই চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসে অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

জাতীয়

জাসদ কখনো তালেবান রাষ্ট্র বানাতে দিবে না – হাসানুল হক ইনু ।

বিলেতের আয়না ডেক্স :- জাসদ কখনো তালেবান রাষ্ট্র বানাতে দিবে না – হাসানুল হক ইনু । জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘জাসদ এক হাতে সমাজতন্ত্র অন্য হাতে মুক্তিযুদ্ধের ঝাণ্ডা নিয়ে চলে। জাসদ কখনোই বাংলাকে তালেবান বানাতে দেবে না। ’ জাসদের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সোমবার আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, ‘জাসদ-আওয়ামী লীগ ঐক্য থাকবে, আমরা ২৩ সালের নির্বাচনে জিতবো। প্রধানমন্ত্রী জাসদের কাছে বলিষ্ঠ ভূমিকা কামনা করেছেন। ’ তিনি বলেন, ‘৫০ বছরে সামরিক স্বৈরাচার, জঙ্গিবাদ, মৌলবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে জাসদ। ’ জাসদের সভাপতি বলেন, ‘আমি নেতা নই, জাসদের পাহারাদার। জাসদে আসেন, মালিকানা বুঝে নেন। বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘দেশে বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকটের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে জনগণকে বলবো, সময় দেন, ধৈর্য ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকট মোকাবিলা করবেন। ’ সংকটকে পুঁজি করে যড়যন্ত্র হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘রাজাকারেরা ক্ষমতায় যাওয়ার যড়যন্ত্র শুরু করেছে। নির্বাচন বানচালের চক্রান্ত, সংবিধান বানচালের চক্রান্ত ও বৈশ্বিক সংকট মোকাবিলা- এই তিন সংকট মোকাবিলা করে ২৩ সালের বিজয় নিশ্চিত করবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য। ’ সমাবেশে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বক্তব্য পাঠ করে শোনান জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার। প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সমাবেশে আরও বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দলের (মার্কসবাদী-লেনিনবাদী) বর্তমান সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টি-জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, জাসদের কার্যকারী সভাপতি রবিউল আলম।

জাতীয়

বিশ্বনাথ পৌর সভার প্রথম মেয়র মুহিবুর রহমান।

বিলেতের আয়না ডেক্স :- বিশ্বনাথ পৌর সভার প্রথম মেয়র মুহিবুর রহমান। বিশ্বনাথ পৌরসভার মেয়র পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান। প্রথমবারের মতো বুধবার বিশ্বনাথ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মুহিবুর রহমান জগ প্রতীকে ৮ হাজার ৪৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬৩ ভোট। বুধবার রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন। বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাতজন। তারা হলেন-বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ফারুক আহমদ (নৌকা প্রতীক), জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত মোহাম্মদ শিব্বির আহমদ (খেজুরগাছ প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান (জগ প্রতীক), যুক্তরাজ্যের নিউহাম বিএনপির (বহিষ্কৃত) সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না (মোবাইল ফোন), উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি জালাল উদ্দিন (হ্যাঙ্গার প্রতীক), আনজুমানে আল-ইসলাহ সমর্থিত ও উপজেলা আল-ইসলাহর বিশ্বনাথ শাখার সভাপতি ফয়জুল ইসলাম (চামচ) ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সফিক উদ্দিন (নারিকেল গাছ)।

জাতীয়

যুক্তরাজ্য জাসদের উদ্দোগে জাসদের ৫০তম বার্ষিকী সুবর্নজয়ন্তী উদযাপন

বিলেতের আয়না ডেক্স :- যুক্তরাজ্য জাসদের উদ্দোগে জাসদের ৫০তম বার্ষিকী সুবর্নজয়ন্তী উদযাপন গত ৩১শে অক্টোবর ২০২২, জাসদের ৫০তম প্রতিষ্টা বার্ষিকী সুবর্নজয়ন্তী উপলক্ষে যুক্তরাজ্য জাসদের উদ্দোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় । যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর পরিচালনায় উক্ত সভায় অতিথি বক্তা হিসাবে উপস্হিত ছিলেন এবং বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী ।এছাড়াও উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন, টাওয়ার হ্যামলেট কাউন্সিলার সাবেক মেয়র এবং সাবেক কাউন্সিলার সেলিম উল্লাহ, সাবেক মেয়র ও সাবেক কাউন্সিলার মোঃ শহিদ আলী, ইউরোপিয়ান জাসদ নেতা মতিয়ুর রহমান মতিন, সিলেট জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, যুক্তরাজ্য বাসদের সমন্ময়ক গয়াসুর রহমান গয়াস, যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মুল কমিটির সহ সভাপতি জামাল খাঁন, যুক্তরাজ্য প্রজন্ম ৭১ এর সভাপতি বাবুল হোসেন, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, হাওয়া টিভির চীফ একজিকিটিভ মিসেস রোমানা আনাম। সভার শুরুতে ১৯৭২ সালের ৩১শে অক্টোবরে জাসদের জন্মলগ্ন থেকে জাসদের আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিতে বিভিন্ন সময়ে যারা শহীদ হয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয় । এর পর সভাপতি হারুনুর রশীদ প্রতিষ্টা বার্ষিকীর আলোকে তাঁর স্বাগতিক বক্তব্য পেশ করেন এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু জাসদের সংক্ষিপ্ত ইতিহাস তোলে ধরে তাঁর লিখিত বক্তব্য পড়ে শুনান । বক্তারা তাদের বক্তব্যে প্রথমেই গত ৫০ বছরে জাসদের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান । এছাড়া তারা বাংলাদেশের স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাসদের অন্যতম প্রতিষ্টাতা যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা শহীদ কর্ণেল আবু তাহেরের স্মৃতির প্রতি ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন । তারা বলেন, আজ থেকে ৫০ বছর আগে, ১৯৭২ সালের ৩১শে অক্টোবর সদ্য স্বাধীন বাংলাদেশে ততকালীন রাজনৈতিক প্রেক্ষাপঠে রনাঙ্গন থেকে সদ্য ফেরত আসা একঝাঁক মুক্তিযুদ্ধাদের সমন্ময়ে অসাম্প্রদায়িক, সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশে প্রথম যে রাজনৈতিক দলের জন্ম হয়েছিল, সেটা জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ । জাসদ আজও তাঁর আদর্শকে সমন্নত রেখে বাংলাদেশের সকল গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে । যেখানেই অন্যায়, অত্যাচার এবং অনিয়ম, সেখানেই জাসদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত থাকছে । তাই জাসদ সব সময় মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে অসাম্প্রদায়িক, গনতান্ত্রিক, সমাজতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে । জাসদ মনে করে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে জঙ্গীবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধীদের দুসর এবং ঘর কাটা উইপোঁকাদের রাজনীতির মাঠ থেকে চিরতরে বিদায় করতে হবে । তাই দেশকে এই জঞ্জাল মুক্ত করতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক শক্তিকে আবারও ৭১ এর মত ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরোদ্ধে রুঁখে দাড়াতে হবে । সেই লক্ষ্যেকে সামনে রেখে ১৪ দলীয় ঐক্যজোটকে আরও শক্তিশালী এবং সক্রিয় করার জন্য মাননীয় প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনার প্রতি বক্তারা আহবান জানান । যুক্তরাজ্য জাসদের আরও যারা বক্তব্য রাখেন তারা হলেন, যুক্তরাজ্য জাসদের সহ সভাপতি মুজিবুল হক হক মনি, যুক্তরাজ্য সহ সভাপতি সৈয়দ এনামুল হক বদরুল, যুক্তরাজ্য জাসদের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহজাহান, যুক্তরাজ্য জাসদের যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহমদ, যুক্তরাজ্য জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, যুক্তরাজ্য জাসদের অর্থ বিষয়ক সম্পাদক রেদওয়ান খাঁন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শাহনুর, যুক্তরাজ্য জাসদ ও নারীজোট নেত্রী রেহানা বেগম, প্রচার যোগাযোগ সম্পাদক এমরান আহমদ, যুক্তরাজ্য জাসদ নেতা ফখরুল ইসলাম, যুক্তরাজ্য জাসদ নেতা ইকবাল হোসেন, যুক্তরাজ্য বাসদ নেতা মোঃ শওকত প্রমুখ ।এছাড়াও সভায় উপস্হিত ছিলেন যুক্তরাজ্য জাসদের সহ সভাপতি আব্দুল হালিম চৌধুরী, যুক্তরাজ্য জাসদ নেতা ফজলুল হক, যুক্তরাজ্য জাসদ নেতা মাসুক হোসেন, হেলাল আহমদ, যুক্তরাজ্য জাসদ নেতা সৈদ আলী, যুক্তরাজ্য জাসদের মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা বিলকিস মনসুর, যুক্তরাজ্য জাসদ ও নারীজোট নেত্রী জোসনা পারভীন প্রমুখ । সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি হয় । সভা শেষে কেক কেটে জাসদের ৫০ বছর পুর্তি উদযাপন এবং সবাইকে জাসদের পক্ষ থেকে আপ্যায়ন করা হয় ।

জাতীয়

ঐক্যবদ্ধ থাকলে কেউ বিজয় ঠেকাতে পারবে না : ওবায়দুল কাদের

বিলেতের আয়না ডেক্স :- ঐক্যবদ্ধ থাকলে কেউ বিজয় ঠেকাতে পারবে না : ওবায়দুল কাদের জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য রাখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মুক্তিযুদ্ধ আজ হুমকির মুখে, স্বাধীনতার সব শক্তিকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একত্রিত থাকলে বিজয় কেউ ঠেকাতে পারবে না। সোমবার (৩১ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপিকে জাতীয়তাবাদী চামচা দল আখ্যায়িত দিয়ে সেতুমন্ত্রী বলেন, কোন মুখে মির্জা ফখরুল খালেদা জিয়ার মুক্তি চায়? তার মুক্তির জন্য গত ১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করতে দেখিনি। বিএনপি হচ্ছে এ দেশের নালিশ পার্টি, আর এই নালিশ পার্টি হচ্ছে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বরপুত্র হাওয়া ভবনের যুবরাজকে ১০ ডিসেম্বর দেশে ফিরিয়ে এনে বিএনপি নাকি ক্ষমতায় বসবে। এটা বিএনপির রঙিন খোয়াব ছাড়া আর কিছু নয়। এ সময় তিনি ১৪ দলীয় জোটের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতা বিরোধীদের কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রতীক শেখ হাসিনার পরাজয় হতে পারে না। বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আবার বসাতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি- জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাত হোসেন ও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ অন্য নেতারা।

জাতীয়

সৈয়দ আফসার উদ্দিন “ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন সম্মাননায় ভূষিত।

বিলেতের আয়না ডেক্স :- সৈয়দ আফসার উদ্দিন “ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন সম্মাননায় ভূষিত। চ্যানেল এস টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস রেডিও এবং ভয়েস অব আমেরিকা রেডিওর সাবেক ব্রডকাস্টার সৈয়দ আফসার উদ্দিন ‘ফ্রিম্যান অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননায় ভূষিত হয়েছেন । ইলেকট্রনিক মিডিয়া এবং শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ  তাকে এই সম্মাননা প্রদান করা হয় । সৈয়দ আফসার উদ্দিন বৃটেন তথা বহির্বিশ্বে বাংলাভাষী প্রথম টিভি সংবাদ পাঠক, যিনি এই সম্মাননা অর্জন করলেন। গত ২৪শে অক্টোবর, সোমবার সেন্ট্রাল লন্ডনের ঐতিহ্যবাহী গিল্ডহল-এর লর্ড চেম্বারলিন চেম্বারে ডেপুটি ক্লার্ক টু দ্য চেম্বারলেইন কোর্ট টিফেইন লি বিয়ান ‘ডিক্লারেশন অব দ্যা ফ্রিম্যান’ পড়তে সৈয়দ আফসার উদ্দিনকে আহ্বান জানান ।  পরে টিফেইন লি বিয়ান আফসার উদ্দিনের পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্খীদের উপস্থিতিতে ‘ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন’ সম্মাননাটি তাঁর হাতে তুলে দেন। সম্মাননা লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৈয়দ আফসার উদ্দিন প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । পরে এই সম্মাননার জন্য যিনি মনোনয়ন প্রেরণ করেছিলেন তাকে ধন্যবাদ জানান । একইসাথে ধন্যবাদ জানান এই সম্মাননা দেয়ার জন্য গঠিত প্যানেল সদস্যদের প্রতি।  তিনি আরো বলেন ‌’এই সম্মাননা প্রাপ্তির ফলে কাজের প্রতি আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। আমি মনে করি, আমার মতো যারা দীর্ঘদিন ধরে ইলেক্ট্রনিক মিডিয়া ও শিক্ষাক্ষেত্রে কাজ করছেন এই সম্মাননা তাদেরকে আরো মনোযোগ ও যত্নসহকারে কাজ করতে উৎসাহিত করবে”। এছাড়াও তিনি তার তেত্রিশ বছরের মিডিয়া ক্যারিয়ার ও ত্রিশ বছরের শিক্ষকতা জীবনে যে সব প্রতিষ্ঠান ও ব্যক্তি তাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন – তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । একই সাথে তার প্রতি শিক্ষার্থী ও টিভি দর্শকদের ভালোবাসা এবং সহকর্মীদের সহযোগিতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। কাজ থেকে ছুটি নিয়ে সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্খীদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।  এই দীর্ঘ পথচলায় পাশে থেকে সব ধরনের সহযোগিতা ও উৎসাহ দেয়ার জন্য সৈয়দ আফসার উদ্দিন তার  স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েকে এই সম্মাননা উৎসর্গ করেছেন। সৈয়দ আফসার উদ্দিন বৃটিশ-বাংলাদেশি ইলেকট্রনিক মিডিয়ায় তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন । তিনি ১৯৮৯ সালে একযোগে প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ায় কাজ শুরু করেন। বাংলাদেশ টেলিভিশন ও লন্ডনভিত্তিক বাংলা টিভিতেও সাফল্যের সাথে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি সৈয়দ আফসার উদ্দিন প্রায় ত্রিশ বছর লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কলেজ ও সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করেছেন । সিনিয়র এক্সামিনার হিসেবে ‘একিউএ’ এক্সাম বোর্ডের সাথে কাজ করছেন ২৬ বছর ধরে। ইউনিভার্সিটি অব গ্রীনিচ ও ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনের অধীনে ‘পিজিসিই মেন্টর’ হিসেবে দশ বছর কাজ করেছেন। এছাড়া তিন দশক ধরে কমিউনিটিতে ভলান্টারি কাজ এবং চ্যারিটি কাজের সঙ্গেও নিজেকে যুক্ত রেখেছেন । লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসে শিক্ষা এবং কমিউনিটিতে তার কাজের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে এমবিই (মেম্বার অব দ্য মোস্ট এক্সসিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) উপাধিতে ভূষিত হন। সৈয়দ আফসার উদ্দিন এমবিই তার স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা নিয়ে লন্ডনে বসবাস করছেন । মা বাবার ছয় সন্তানের মধ্যে সৈয়দ আফসার উদ্দিন তৃতীয় । তার দেশের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বারৈয়াহাটে চিনকি আস্তানা সংলগ্ন ‘তাকিয়া বাড়ি ’(সৈয়দ বাড়ি)। উল্লেখ্য, ১২৩৭ সাল থেকে ফ্রিম্যান অব দ্য সিটি অব লন্ডন (ফ্রীম্যানশীপ) সম্মাননা চালু রয়েছে। বৃটেনের রাজ পরিবারের ১১ জন সদস্য এই সম্মাননায় ভুষিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ, তার মা প্রয়াত প্রথম এলিজাবেথ, বর্তমান রাজা তৃতীয় চার্লস, প্রয়াত প্রিন্সেস ডায়ানা, প্রিন্স উইলিয়াম প্রমুখ। এছাড়া ফ্লোরেন্স নাইটিঙ্গেল, সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, মার্গারেট থ্যাচার, সাবেক জার্মান চ্যান্সেলর হেলমোট কোহল, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, ভারতের সাবেক প্রধান মন্ত্রী জওহর লাল নেহেরু, জাতি সংঘের সাবেক মহাসচিব কফি আনান, বিশ্বখ্যাত বৃটিশ বিজ্ঞানী স্টিভেন হকিংস, নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ এই সম্মাননায় ভূষিত হয়েছেন।

জাতীয়

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সন্পাদক এস এম জাকির হোসেন যুক্তরাজ্যে আগমন উপলক্ষেএক মতবিনিময় ও সংবর্ধনা

বিলেতের আয়না ডেক্স :- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সন্পাদক এস এম জাকির হোসেন যুক্তরাজ্যে আগমন উপলক্ষে এক মতবিনিময় ও সংবর্ধনা দেওয়া হয়। কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সন্পাদক এস এম জাকির হোসেন যুক্তরাজ্যে আগমন উপলক্ষে “প্রাক্তন ছাত্রলীগ নেতা ও কমীবৃন্দ যুক্তরাজ্য” কতৃক আয়োজিত – এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার পূর্ব-লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপতি এ্যাডভোকেট শাহ ফারুক আহমদ এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সন্পাদক জনাব জামাল আহমদ খাঁন এর পরিচালনায় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ এর সভাপতি সুলতান মাহমূদ শরীফ। এ সময় সম্বর্ধিত অতিথিকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সন্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ,সর্বজনাব ফয়জুল ইসলাম লস্কর আব্দুল আহাদ চৌধুরী, তারিফ আহমদ, আনসাসুল হক, এম এ করিম, সেলিম আহমদ খান আহবাব হোসেন আহাদ চৌধুরী বাবু শাহ বেলালআহমদ ফখর কামাল, আব্দুল রহিম শামীম, আব্দুল জলিল চৌধুরী, শহীদ আলী, ছাদ, ফয়জুর রহমান ফয়েজ ফারুক মিজান রহমান, আহমদ হোসেন চৌধুরী নাজিম,, আফসার খাঁন ছাদেক, বাবুল হোসেন, জিয়াউল হক, গোলাব আলী সখী খাতুন হামিদা জে সি এম করিম নাজিম চৌধুরী জয় কামাল ফরহাদ মিজান শামীম আহমদ জিয়াঊন রাজ্জাক আলতাফ চৌধুরী প্রমুখ। এ সময় সম্বর্ধিত অতিথি এস এম জাকির হোসেন তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এলাকা উন্নয়নে ও দেশের স্বার্থে পধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করতে সকলকে দলের জন্য কাজ করে যেতে হবে, তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাশীদের ভ‚মিকা অপনিসীম। তাই প্রবাসীদের যে কোন প্রয়োজনে তিনি পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

জাতীয়

প্রেসিডেন্ট আব্দুল হামিদ চোখের চিকিৎসাসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জন্য জার্মানী ও বৃটেনে গেলেন।

বিলেতের আয়না ডেক্স :- প্রেসিডেন্ট আব্দুল হামিদ চোখের চিকিৎসাসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জন্য জার্মানী ও বৃটেনে গেলেন। চিকিৎসাসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় ১৬ দিনের জন্য বিদেশে গেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। তিনি প্রথমে জার্মানিতে এবং পরে বৃটেনে চিকিৎসা নিবেন। প্রেসিডেন্ট এবং তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের রুটিন ফ্লাইটটি (কিউওয়াই-৬৩৯) গতকাল ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রেসিডেন্টের সঙ্গে তার সহধর্মিণী রাশিদা খানম রয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, ডিপ্লোমেটিক কোরের ডিন ও বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম, বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রেসিডেন্টকে আন্তরিক বিদায় জানান। তিনি জার্মানির একটি হাসপাতালে মেডিকেল চেকআপ এবং লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চোখ পরীক্ষা করাবেন। ৭৮ বছর বয়সী প্রেসিডেন্ট আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন আবদুল হামিদ লন্ডন ও জার্মানিতে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন। আগামী ১৩ই নভেম্বর প্রেসিডেন্টের লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে।

জাতীয়

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর।

বিলেতের আয়না ডেক্স :- আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর। বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এবার একদিনে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ সম্মেলনে সকালে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। বিকেলে কাউন্সিল অধিবেশন হবে অর্থাৎ নেতৃত্ব নির্বাচন পর্ব। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের আগামী জাতীয় সম্মেলন সাদামাটাভাবে করা হবে জানিয়ে শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ব্যয় কমাতে হবে ২২তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায়। তাই খরচ কমানোর জন্য আয়োজন হবে সাদামাটা। এ সময় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।

Scroll to Top