বিলেতের আয়না ডেক্স :- হুফফাজুল কোরআন বোর্ড, বাংলাদেশ এর হিফজুল কোরআন প্রতিযোগিতা ২য় রাউন্ড সফলভাবে সুসম্পন্ন চান্দগ্রামী বড় হাফিজ সাহেব রহঃ এর ৩৭ তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল চান্দগ্রাম আব্দুল বারী রহঃ বড় হাফিজ ছাহেব হাফিজিয়া মাদ্রাসার ১০৬ তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন এবং আবদে বারী রহঃ হুফফাজুল কোরআন বোর্ড, বাংলাদেশ এর হিফজুল কোরআন প্রতিযোগিতা ২য় রাউন্ড সফলভাবে সুসম্পন্ন উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শাহ ইয়াকুব বদরপুরী রহঃ এর অন্যতম খলিফা সিরাজুল হুফফাজ আলহাজ্জ হাফিজ মোঃ আব্দুল বারী রহ বড় হাফিজ সাহেব কিবলাহ চান্দগ্রামী এর ৩৭ তম ও উনার মরহুম ছাহেব জাদাদের বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল ও চান্দগ্রাম আব্দুল বারী রহঃ বড় হাফিজ ছাহেব হাফিজিয়া মাদ্রাসার ১০৬ তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন গত ২ দিন -০৮/১২/২০২২ ও ০৯/১২/২০২২ ইং রোজ বৃহস্পতি ও শুক্রবার চান্দগ্রাম জামে মসজিদ সংলগ্ন ঈদ্গাহ মাঠে অনুষ্টিত হয় । প্রথম দিন সকাল ০৮.০০ ঘটিকার সময় আরম্ভ হয় হিফজুল কোরআন প্রতিযোগিতার ২য় রাউন্ড ,এতে সিলেট বিভাগ হতে কয়েক শত ছাত্রদের মধ্য থেকে ৪১ জন সূযোগ পান , সেই ৪১ জন ছাত্র ৩ টি গ্রুপে অংশগ্রহন করে প্রথম গ্রুপ ০১ হইতে ১০.০০ পারায় , প্রথম বিজয়ী হন ইয়াকুবিয়া হিফজুল কোরাআন মাদ্রাসা-ধারন, ছাতক থেকে অংশগ্রহনকারী ছাত্র মোঃ হুমায়ুন আহমদ তারেক, পুরুস্কার হিসাবে প্রদান করা হয় ২০.০০০ বিশ হাজার টাকা । ২য় নাম্বারে বিজয়ী হন ভূরকী হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা- বিশ্বনাথ থেকে অংশগ্রহনকারী ছাত্র মোঃ নাজমুল হাসান, ২য় পুরুস্কার হিসাবে পুরুস্কার হিসাবে প্রদান করা হয় ১৫.০০০ পনের হাজার টাকা ০১ হইতে ২০ পারায় প্রথম বিজয়ী হন পূর্ব রেঙ্গা হিফজুল কোরআন মাদ্রাসা গোলাপগঞ্জ ,সিলেট থেকে অংশগ্রহনকারী ছাত্র , মোঃ ফাহিম আহমদ ,পুরুস্কার হিসাবে প্রদান করা হয় ২০.০০০ বিশ হাজার টাকা । ২য় নাম্বারে বিজয়ী হন মাদ্রাসা- ই সিরাজুম মুনির লতিফিয়া সদর, সিলেট থেকে অংশগ্রহনকারী ছাত্র সিজান মাহমুদ, ২য় পুরুস্কার হিসাবে পুরুস্কার হিসাবে প্রদান করা হয় ১৫.০০০ পনের হাজার টাকা , ০১ হইতে ৩০ পারায় প্রথম বিজয়ী হন সিরাজাম মুনিরা তাহফিজুল কোরআন মাদ্রাসা, ছাতক থেকে অংশগ্রহনকারী ছাত্র , সাহাদাৎ হোসেন ,পুরুস্কার হিসাবে প্রদান করা হয় ২০.০০০ বিশ হাজার টাকা । ২য় নাম্বারে বিজয়ী হন হাবিবুল্লাহ জামেয়া ইস লামিয়া হাফিজিয়া তাতিকোনা মাদ্রাসা থেকে অংশগ্রহনকারী ছাত্র ইমাদ উদ্দিন, ২য় পুরুস্কার হিসাবে পুরুস্কার হিসাবে প্রদান করা হয় ১৫.০০০ পনের হাজার টাকা , সকল পুরুস্কার sponsor করেন মরহুম মাহমুদ আলী রহমান আন্ড সন্স ফাউন্ডেশন, চান্দগ্রাম , আল্লাহ পাক উনাদেরকে উত্তম প্রতিদান যেন দান করেন , আমীন উক্ত মাহফিল উপলক্ষে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হয় । যেমন কয়েক শত খতমে কোরআন মিলাদ মাহফিল ,খানেকা জিকির, ইত্যাদি । গতকাল ১২.০০ ঘটিকার সময় উক্ত মাহফিলের কার্যক্রম শেষ হয় ।উক্ত ঈসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন হযরত মাও শিহাব উদ্দিন চৌধুরী সাহেব,ছাহেব জাদায়ে ফুলতলী। এ ছাড়া উপস্থিত ছিলেন, ফাতেহাবাদ দরবার শরিফের পীরজাদা মাও শফিকুল ইসলাম, কুমিল্লা -মাও নেছার আহমদ চট্টগ্রামী,মাও শেহাব উদ্দিন আলীপুরী, মাও বাহা উদ্দিন ,মাও আব্দুল আওয়াল ফয়সাল বিন তাহে্রী , মাও,দেলওয়ার হোসেন জামী , মাও ইব্রাহীম আলী, মাও, মাহমুদুর রহমান , সহ প্রমুখ ,মাহফিলে দেশ ও জাতীর কল্যানে মুনাজাত অনুষ্ঠিত হয়। নিম্নে মাহফিলের কিছু দৃশ্য