জাতীয়

জাতীয়

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।

বিলেতের আয়না ডেক্স :- আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। হানাদার বাহিনীর উদ্দেশ্য ছিল বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে বাঙালি জাতিকে চিরতরে বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে পঙ্গু করে দেওয়া। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এসে এমন ন্যক্কারজনক হত্যাকাণ্ড ইতিহাসে বিরল। এ ঘটনার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে। লাখো শহীদের রক্ত ও মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। কিন্তু বৃদ্ধিজীবী হত্যাকাণ্ডের ওই ক্ষতি বাংলাদেশকে বয়ে বেড়াতে হয়েছে বহুদিন। তবে পাকিস্তানিদের ঘৃণ্য উদ্দেশ্য সফল হয়নি। শহীদ বুদ্ধিজীবীদের রক্তের শপথ নিয়ে আজ বাংলাদেশ অর্থনীতি, শিক্ষাসহ বহু খাতে অনেকাংশে এগিয়ে গেছে পাকিস্তানের চেয়ে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনে গ্রহণ করা হয়েছে জাতীয় কর্মসূচি। আজ ভোর ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি এবং ৭টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া সব জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে আলোচনাসভা। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। দিবসটি উপলক্ষে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত এবং প্রার্থনা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা আজ সকাল ৭টা ২২ মিনিটে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ৮টায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া সকাল সাড়ে ৮টা থেকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ছাড়া দলের নেতাকর্মীরা সকাল ৭টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। সকাল ৭টা ৩০ মিনিটে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও সকাল ৮টা ৩০ মিনিটে রায়েরবাজার বধ্যভূমিতেও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। এ ছাড়া এদিন বিকাল ৩টায় আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আলোচনাসভা। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাত্তরে ৩০ লাখ শহীদের মধ্যে বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে। তারা শহীদ হন এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে। হানাদার পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এ পরিকল্পনা করে। একাত্তরের সেই যুদ্ধাপরাধী ও বুদ্ধিজীবী হত্যার সঙ্গে সংশ্লিষ্ট অনেকের বিচারের রায় কার্যকর হয়েছে। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত অনেকের বিরুদ্ধে ঘোষিত হয়েছে ফাঁসির রায়। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন অধ্যাপক মুনির চৌধুরী, ডা. আলিম চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ড. ফজলে রাব্বী, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জিসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক রশীদুল হাসান, ড. আবুল খায়ের, ড. মুর্তজা, সাংবাদিক খন্দকার আবু তাহের, নিজামউদ্দিন আহমেদ, এসএ মান্নান (লাডু ভাই), এএনএম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক সেলিনা পারভিন!  

জাতীয়

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন মুক্তিযুদ্ধকে সফল করতে বুদ্ধিজীবীদের অবদান ছিল অসামান্য: 

বিলেতের আয়না ডেক্স :- রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন মুক্তিযুদ্ধকে সফল করতে বুদ্ধিজীবীদের অবদান ছিল অসামান্য:  শহীদ বুদ্ধিজীবীদের কথা স্মরণ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধকে সাফল্যের পথে এগিয়ে নিতে যুদ্ধকালীন মুজিবনগর সরকারকে বুদ্ধিভিত্তিক পরামর্শ দিয়ে বুদ্ধিজীবীরা অসামান্য অবদান রেখেছেন। রাষ্ট্রপতি বলেন, আমাদের বুদ্ধিজীবীরা তাঁদের মেধা ও প্রজ্ঞার প্রয়োগ, শিল্প-সাহিত্যের চর্চা ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি এবং যুদ্ধকালীন মুজিবনগর সরকারকে বুদ্ধিবৃত্তিক পরামর্শ দিয়ে মহান মুক্তিযুদ্ধকে সাফল্যের পথে এগিয়ে নিতে অসামান্য অবদান রেখেছেন। তিনি বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশিয় দোসররা দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে। রাষ্ট্রপতি জাতির সূর্যসন্তান শহিদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন। তিনি শহিদ পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাদের নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে স্বাধীনতাবিরোধী রাজাকার-আলবদর-আল শামস বাহিনীর সহযোগিতায় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। নির্মমভাবে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। ২৫ মার্চ কালরাত থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পুরোটা সময়জুড়েই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। তবে বিজয়ের প্রাক্কালে এ হত্যাযজ্ঞ ভয়াবহ রূপ নেয়। আবদুল হামিদ বলেন, দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ড ছিল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। শহিদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথকে অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে পারলেই তাঁদের আত্মত্যাগ সার্থক হবে বলে তিনি মনে করেন। শহিদ বুদ্ধিজীবী দিবসের ত্যাগ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তিনি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

আন্তর্জাতিক, জাতীয়

বিশ্বকাপ কি মেসির ভাগ্যেই লেখা আছে?

বিলেতের আয়না ডেক্স :- ইয়ামিন হুসাইন বিশ্বকাপ কি মেসির ভাগ্যেই লেখা আছে? শঙ্কার দোলাচল ছিল অনেক। ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে আসা আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হারে সৌদি আরবের কাছে। এরপর মেক্সিকো-পোল্যান্ড বাধা পেরিয়ে আর্জেন্টিনা ওঠে দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমিলিয়ানো মার্তিনেজের টাইব্রেকার-বীরত্বে রক্ষা পায় তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে যখন শেষ দিকে ২টি গোল হজম করেন মেসিরা, তখন অনেকই আর্জেন্টিনার বিদায় দেখছিলেন। তবে শেষমেশ সেটা আর হয়নি। ডাচদের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন মেসিরাই। যেভাবে একের পর এক বাধা দূর করে এই পর্যায়ে এসেছে আর্জেন্টিনা, তাতে মনে হতেই পারে, মেসিদের ভাগ্যেই যেন বিশ্বকাপটা লেখা আছে। এমনটাই মনে করছেন এসি মিলান তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডেনের হয়ে ২০০২ ও ২০০৬ বিশ্বকাপ খেলা এই ফুটবলারের কাছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া—দুটিই কঠিন প্রতিপক্ষ। তবে তিনি মনে করছেন, মেসির জন্য বিশ্বকাপ জয়টা যেন অবধারিত। এটাই নাকি বিধাতার লিখন, ‘আমার মনে হয় ভাগ্য লিখেই রেখেছে কে বিশ্বকাপ জিতবে। বুঝতেই পারছেন কার কথা বলছি। আমার মনে হয় লিওনেল মেসির হাতে বিশ্বকাপ শিরোপা উঠবে। ভাগ্যে এটা লেখা হয়েই গেছে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমকের নাম মরক্কো। গ্রুপ পর্ব পার হতে পারবে কি না, এ প্রশ্নের উত্তর মেলাতে এসে সেমিফাইনালে উঠে গেছে দেশটি। প্রথম আরব দেশ ও প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন আশরাফ হাকিমিরা। মরক্কোর এ সফলতায় বিস্ময়ের কিছু দেখছেন না ইব্রা, ‘আমার মনে হয়নি এখানে বিস্ময়ের কিছু আছে। আগে থেকেই জানতাম ওরা ভালো দল। আর বিশ্বকাপে তো যেকোনো কিছুই হতে পারে। তবে তারা সেমিফাইনালে উঠেছে, এটা চমকে ওঠার মতোই অর্জন। কিন্তু মনে রাখতে হবে ওরা ভালো দল। এই চমকগুলো মানুষ পছন্দ করে, উপভোগ করে।’

জাতীয়

বিনামূল্যে দিনব্যাপী চক্ষু মে‌ডিক‌্যাল ক‌্যাম্প অনু‌ষ্ঠিত

বিলেতের আয়না ডেক্স :- রফিকুল ইসলাম সজিব, প্রতিনিধি বিনামূল্যে দিনব্যাপী চক্ষু মে‌ডিক‌্যাল ক‌্যাম্প অনু‌ষ্ঠিত ১১ ডিসেম্বর ২০২২, রবিবার শামসুল ইসলাম খাঁন সাহেবের বাড়ী‌তে (নয়া মৈশাপুর ছাতক সুনামগঞ্জ) বিনামূল্যে দিনব্যাপী চক্ষু ক্যাম্পে দুইশতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ ও চশমা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বি‌শিষ্ট সমাজ সেবক ও সা‌লি‌শি ব‌্যক্তি শামসুল ইসলাম খাঁন আর্থিক সহযোগিতায় শাকিল শেখ, লন্ডন প্রবাসী ও সাদিক চৌধুরী, লন্ডন প্রবাসী বাস্তবায়নে জনতা চক্ষু হাসপাতাল নতুন বাসসটেশন মল্লিকপুর সুনামগঞ্জ পরিচালনায় যারা ছিলেন মসিউর রহমান, মাহিদুল ইসলাম রাজিব, সিমল চন্দ্র তালুকদার, মুহিমুনুল হক সায়েখ, মুমিত ইসলাম, ডাক্তার সুহেল রানা, সাদ উদ্দিন ইসলাম, খলিল খান, বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক মেম্বার, ইলিয়াস আলী মনা উল্লাহ, মাওঃ আব্দুর রশিদ, হাজী আর্শদ আলী, মহিম খান, আলম খান, শাহজাহান খান, ফারুক খান, জাকারিয়া খান, মহসিন খান, সাদ উদ্দিন, মামুন খান, জুনেদ খান, আজম খান, আকিক হুসেন প্রমুখ

জাতীয়

যুক্তরাজ্য বাংলাদেশে আশ্রয় প্রার্থী রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সাড়ে ৪ মিলিয়ন পাউন্ড দিচ্ছে।

বিলেতের আয়না ডেক্স :- যুক্তরাজ্য বাংলাদেশে আশ্রয় প্রার্থী রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সাড়ে ৪ মিলিয়ন পাউন্ড দিচ্ছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্য আরও সাড়ে ৪ মিলিয়ন পাউন্ড তহবিল ঘোষণা করেছে। রোববার (১১ ডিসেম্বর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানায়। ব্রিটিশ হাইকমিশন জানায়, ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা সংকটের শুরু থেকে যুক্তরাজ্য এই পর্যন্ত ৩৪৫ মিলিয়ন পাউন্ড সহায়তা দিয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী ডব্লিউএফপিকে ৩ মিলিয়ন ও ইউনিসেফকে ১.৫ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে। এই অর্থ থেকে কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থী- স্বাগতিক সম্প্রদায়কে খাদ্য, পানি, স্যানিটেশন এবং শিশু সুরক্ষা দেওয়া হবে। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে তাদের স্বাগতিক সম্প্রদায়কে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাজ্যের এই নতুন সহায়তা কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী এবং স্বাগতিক সম্প্রদায়কে অত্যাবশ্যক খাদ্য, পানি, স্যানিটেশন এবং সুরক্ষা দেবে। তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্য একটি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য চাপ অব্যাহত রেখেছে, যা তাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদার ভিত্তিতে মিয়ানমারে ফিরে যেতে সক্ষম করবে। আমরা রোহিঙ্গাদের বাংলাদেশে থাকাকালীন তাদের সহায়তা অব্যাহত রাখব। যুক্তরাজ্যের নতুন সহায়তা থেকে ২ লাখ ১৯ হাজার রোহিঙ্গা শরণার্থীকে খাদ্য সহায়তা, ৪৬ হাজার রোহিঙ্গা শরণার্থীর জন্য পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি সুবিধা, রোহিঙ্গা নারী ও কিশোরী মেয়েদের জন্য ৮ হাজার ৫০০টি মাসিক স্বাস্থ্যবিধি কিট, শরণার্থী শিবির এবং স্থানীয় সম্প্রদায়ের ১৫০০ শিশু এবং কিশোর-কিশোরীদের সুরক্ষা সহায়তা দেওয়া হবে।

জাতীয়

৬ জন বিএনপির সংসদ সদস্যের আসন শুন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয় ।

বিলেতের আয়না ডেক্স :- ৬ জন বিএনপির সংসদ সদস্যের আসন শুন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয় । বিএনপির সাতজন সংসদ সদস্যের মধ্যে ৬ জনের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। রোববার সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগপত্র জমা দেয়ার পর রাতে গেজেট প্রকাশ করা হয়। শূন্য ঘোষিত আসনগুলো হচ্ছে- ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২ ও এবং সংরক্ষিত নারী আসনের (মহিলা আসন-৫০)। মেয়াদপূর্তির এক বছর আগেই বিএনপি’র সাত এমপি সংসদ ছাড়লেন। ৯০ দিনের মধ্যে ওই আসনগুলোতে উপ-নির্বাচনের আইনি বাধ্যবাধকতা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদ বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। সরাসরি স্বাক্ষর করে তাকে পদত্যাগপত্র জমা দিতে হবে। নির্বাচন কমিশনার মো. আলমগীর রোববার বিকালে জানিয়েছেন, আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ হওয়ার পর উপ-নির্বাচনের প্রস্তুতি নেবে কমিশন।

জাতীয়

জলবায়ু পরিবর্তন অভিযোজনে বাংলাদেশের প্রয়োজন ২৩০ বিলিয়ন ডলার – প্রধান মন্ত্রী শেখ হাসিনা

বিলেতের আয়না ডেক্স :- জলবায়ু পরিবর্তন অভিযোজনে বাংলাদেশের প্রয়োজন ২৩০ বিলিয়ন ডলার – প্রধান মন্ত্রী শেখ হাসিনা ২০২৩-৫০ সালের জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) বাস্তবায়নের প্রচেষ্টাকে সমর্থন করতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য মোট ২৩০ বিলিয়ন ইউএস ডলার প্রয়োজন। আজ রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি ফরেন সার্ভিস একাডেমিতে যোগদান করে ‘গ্লোবাল হাব অন লোকাললি লেড অ্যাডাপটেশন’ খোলার ঘোষণা দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বক্তৃতা দেন জিসিএ চেয়ারম্যান সাবেক জাতিসংঘ মহাসচিব বান কি মুন, জিসিএ প্রধান নির্বাহী কর্মকর্তা ড. প্যাট্রিক ভারকুইজেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। শেখ হাসিনা বলেন, আমাদের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সংস্থান থেকে আমাদের এনএপি বাস্তবায়নে ২৩০ বিলিয়ন ইউএস ডলার প্রয়োজন। বাংলাদেশ আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন থেকে অভিযোজন এবং প্রশমনের মধ্যে ৫০-৫০ বণ্টনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার এখন জিডিপির ৬ বা ৭ শতাংশ জলবায়ু অভিযোজনে ব্যয় করে এবং সম্প্রতি ২০২৩-৫০ সালের জন্য ন্যাপ চালু করেছে।

জাতীয়

চারদিন পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছে পুলিশ।

বিলেতের আয়না ডেক্স :- চারদিন পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছে পুলিশ। এখন থেকে কার্যালয়ে দলীয় কার্যক্রম চালাতে প্রশাসনের পক্ষ থেকে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান। রোববার (১১ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে বিএনপি কার্যালয়ের গেট খুলে দেয় পুলিশ। কার্যালয় খোলার পর ভেতের যান বিএনপির কেন্দ্রীয় দপ্তরের ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত নেতা দলের সাংগঠনিক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী সদস্য সাত্তার পাটোয়ারীসহ নেতাকর্মীরা।

জাতীয়

বিএনপির ১০ দফা হলো, অসাংবিধানিক, জংলী, সরকার আনার ষড়যন্ত্রের রাজনীতি : জাসদ

বিলেতের আয়না ডেক্স :- বিএনপির ১০ দফা হলো, অসাংবিধানিক, জংলী, সরকার আনার ষড়যন্ত্রের রাজনীতি : জাসদ বিএনপির ১০ দফাকে অসাংবিধানিক মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ বলছে, বিভাগীয় গণসমাবেশে উত্থাপিত দাবিসমূহ অস্বাভাবিক জংলি সরকার আনার ষড়যন্ত্রের রাজনীতি এবং যুদ্ধাপরাধ, জঙ্গিবাদী সন্ত্রাস, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত পক্ষাবলম্বনের কালো দলিল। আজ রোববার দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক যৌথ বিবৃতিতে এসব মন্তব্য করেন। গণমধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, ১০ দফা দিয়ে বিএনপি আবারও প্রমাণ করল যে, তারা দেশকে সংবিধানের বাইরে ঠেলে ফেলে দিয়ে অসাংবিধানিক অস্বাভাবিক জংলি সরকার আনার ষড়যন্ত্রের রাজনীতির পথই আঁকড়ে ধরে আছে। তাদের আসল উদ্দেশ্য যুদ্ধাপরাধ, জঙ্গিবাদী সন্ত্রাস ও দুর্নীতির বিচার বন্ধ করা। সর্বোচ্চ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী সন্ত্রাসী, দুর্নীতিবাজদের মুক্ত করা। বিএনপি সংবিধান, আইন, আদালত কোনো কিছুরই তোয়াক্কা করে না। দেশে সাজাপ্রাপ্ত হয়ে কোনোভাবে আলেম, ওলামা, ইসলামী চিন্তাবিদ, ইসলাম ধর্ম প্রচারক বন্দি নাই উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, যুদ্ধাপরাধ ও জঙ্গিবাদী সন্ত্রাসের সুনির্দিষ্ট অভিযোগে প্রকাশ্য আদালতে সাজাপ্রাপ্ত এবং দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক সে সাজা নিশ্চিত হয়ে যারা বন্দি আছে তারা কেউই প্রকৃত আলেম, ওলামা, ইসালামী চিন্তাবিদ, ইসলাম ধর্ম প্রচারক নয়। তারা ধর্মের অপব্যবহারকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কর্মী। কোনো যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী সন্ত্রাসী, রাজনৈতিক নেতা ধর্মের মনগড়া ব্যাখ্যা বা অপব্যাখ্যা দিয়ে ওয়াজ করলেই আলেম বা নিরপরাধী হয়ে যায় না। দেশের কেউই আইন আদালতে ঊর্ধ্বে না, মসজিদের ইমাম বা মাদ্রাসার প্রিন্সিপাল বা ধর্মভিত্তিক রাজনৈতিক নেতাও আইন আদালতে ঊর্ধ্বে নয় বলেও মনে করে জাসদ। দেশের সর্বোচ্চ আদালতে সুনির্দিষ্ট রায়ের পর বিচার বিভাগকে সম্পৃক্ত করে পুরোনো ধাচের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কোনোই সুযোগ নাই উল্লেখ করে জাসদ নেতারা বলেন, পুরোনো ধাচের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, আরপিও বাতিল করার দাবি তুলে বিএনপি সংবিধান অনুযায়ী যথাসময়ে সংসদ নির্বাচন বানচাল করার ইঙ্গিত দিয়েছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন বাতিল করার জন্য বিএনপি-জামায়াত ও এদের রাজনৈতিক পার্টনারদের ষড়যন্ত্রের রাজনীতি সম্পর্কে সজাগ থাকা এবং বাংলাদেশবিরোধী এই ষড়যন্ত্রের রাজনীতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার জন্য জাসদ ও ১৪ দলসহ দেশপ্রেমিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল, শুভবুদ্ধিসম্পন্ন সব ব্যক্তি, মহল, গোষ্ঠী ও শক্তির প্রতি আহ্বান জানান জাসদ নেতারা।

জাতীয়

বিএনপি’র ৫ সংসদ সদস্য পদত্যাগ পত্র গ্রহণ করেছেন স্পিকার ডঃ শিরিন শারমিন ।

বিলেতের আয়না ডেক্স :- বিএনপি’র ৫ সংসদ সদস্য পদত্যাগ পত্র গ্রহণ করেছেন স্পিকার ডঃ শিরিন শারমিন । বিএনপির যে পাঁচজন সংসদ সদস্য স্বশরীরে জাতীয় সংসদে হাজির হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপি’র সংসদ সদস্যরা। পাঁচজনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রবিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে সংসদ ভবনে স্পিকারের দফতরে যান বিএনপির সংসদ সদস্যরা। তারা পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে যাওয়ার পর গণমাধ্যমকর্মীদের স্পিকার এ তথ্য জানান। তিনি সাংবাদিকদের বলেন, তারা (বিএনপির এমপি) স্ব স্ব স্বাক্ষরযুক্ত আমার কাছে সাতজনের আবেদন জমা দিয়েছেন। পাঁচজন স্বশরীরে ছিলেন তাদেরটা গ্রহণ করা হয়েছে। সংবিধানের ৬৭ (২) অনুযায়ী ওই আসনগুলো শূন্য হয়ে গেছে। বাকি দুইজনের আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবো। বিএনপির সাত সংসদ সদস্যের মধ্যে আব্দুস সাত্তার অসুস্থ থাকায় এবং হারুনুর রশিদ বিদেশে থাকায় অনুপস্থিত রয়েছেন। স্পিকার জানান, এরমধ্যে আব্দুস সাত্তার অসুস্থ থাকায় সংসদ সচিবালয় তার স্বাক্ষর মিলিয়ে দেখবে ও কথা বলবে। সব ঠিক থাকলে তার আবেদনও গৃহীত হবে। তবে ই-মেইলের মাধ্যমে দেওয়ায় হারুনুর রশীদের আবেদন গ্রহণ হবে না, তাকে পরে এসে জমা দিতে হবে। তিনি আরও বলেন, আসন শূন্য হওয়ার গেজেট প্রকাশের পর তাদের কাছে পাঠানো হবে। সেই সঙ্গে নির্বাচন কমিশনে পাঠানো হবে। আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ নির্বাচন হবে জানিয়ে স্পিকার বলেন, আসন শূন্যের এখন গেজেট হবে। পরে অধিবেশন যখন বসবে সেখানেও জানানো হবে। প্রসঙ্গত, ৩৫০ আসনের জাতীয় সংসদে বিএনপির সাতজন সংসদ সদস্য হলেন- উকিল আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২), হারুনর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জিএম সিরাজ (বগুড়া-৭), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)।

Scroll to Top