আন্তর্জাতিক

আন্তর্জাতিক, জাতীয়

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বন্ধের নির্দেশ ট্রাইব্যুনালের

হাওয়া টিভি রিপোর্ট :  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সরিয়ে ফেলতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে।   প্রসিকিউশনের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে সকালে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আবেদন জানানো হয়।

আন্তর্জাতিক

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস।

বিলেতের আয়না ডেক্স :- আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নানা কর্মসূচি গ্রহণ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশও এবছর দিবসটি উদযাপন করছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘স্বাস্থ্যের অধিকার নিশ্চিতে কাজ করি একসাথে’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ বছর দিবসটি উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার আয়োজন, স্যুভেনির প্রকাশ, স্বাস্থ্য শিক্ষা প্রদর্শনী, জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, সড়কদ্বীপ সজ্জিতকরণ, চলচ্চিত্র প্রদর্শনী, সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা অনুষ্ঠানসহ অন্যান্য কার্যক্রম। ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়, ১৯৪৮ সালের ৭ এপ্রিল এই সংগঠন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এইদিন বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়। প্রতিবছর সংস্থাটি এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয়, যা বিশেষ করে সারা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ। এদিন স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পালিত হয় এ দিবসটি

আন্তর্জাতিক

লন্ডনে বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ।

বিলেতের আয়না ডেক্স :- লন্ডনে বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ। যুক্তরাজ্যের লন্ডনে হিথরো বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে।  এ ঘটনায় উড়োজাহাজ দুটির পাখা ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সকালের দিকের বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাছে একটি রানওয়েতে ব্রিটিশ এয়ারওয়েজ ও ভার্জিন আটলান্টিকের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। হিথরো বিমানবন্দরের একজন মুখপাত্র জানান, এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি। তবে এ ঘটনায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা বিঘ্ন ঘটতে পারে। জরুরি সেবা বিভাগসহ অন্য অংশীজনেরা এ নিয়ে কাজ করছিল।

আন্তর্জাতিক

ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলো সুইডেন।

বিলেতের আয়না ডেক্স :- ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলো সুইডেন। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলো সুইডেন। আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর সুইডেন দ্বিতীয় দেশ যা ন্যাটোতে যোগ দিলো। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে ন্যাটোতে যোগদানের প্রক্রিয়া সম্পর্ন করেছে সুইডেন। এর মাধ্যমে দেশটির ন্যাটোর ৩২তম সদস্য হলো। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিসটারসন বলেছেন, একতা ও সংহতি হবে সুইডেনের ‘পথনির্দেশক আলো’। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেছেন, যারা অপেক্ষার করে তাদের ভালো ফল মেলে। সুইডেনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আমাদের প্রতিরক্ষামূলক জোট এখন আগের চেয়ে শক্তিশালী এবং বৃহত্তর। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিল সুইডেন।

আন্তর্জাতিক

লন্ডনে ‘ঢাকাদক্ষিণ স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

বিলেতের আয়না :- মাহমুদুর রহমান শানুর  লন্ডনে ‘ঢাকাদক্ষিণ স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত গত ৪ মার্চ, সোমবার পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণের ইতিহাস-ঐতিহ্য নিয়ে প্রকাশিত ‘ঢাকাদক্ষিণ স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি তছউর আলীর সভাপতিত্বে এবং স্মারকগ্রন্থের সম্পাদক মাহমুদুর রহমান শানুরের উপস্থাপনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের জয়েন্ট সেক্রেটারি রায়হান উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য এবং স্মারকগ্রন্থ প্রকাশনার গুরুত্ব তুলে ধরেন প্রধান সম্পাদক আনোয়ার শাহজাহান। তিনি বলেন, “একটি আমাদের সূচনা। আমরা ঢাকাদক্ষিণ এলাকার পূর্ণাঙ্গ ইতিহাস নিয়ে একটি গ্রন্থ প্রকাশ করতে চাই। আমাদের এ কাজে সকলের সহযোগিতা ও পরামর্শ চাই।” সভায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, লেখক-গবেষক ফারুক আহমদ, রাজনীতিবিদ ও ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, রাজনীতিবিদ ও কমিউনিটি সংগঠক গয়াছুর রহমান, রাজনীতিবিদ মুজিবুল হক মনি, বাংলাদেশ সেন্টারের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার কার্যকরী সদস্য মামুনুর রশীদ খান টেনু, কথাসাহিত্যিক রুহুল আমিন রুহেল, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষক এবং সাবেক কাউন্সিলর আমিনুর খান, সাংবাদিক ও কমিউনিটি সংগঠক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু, কমিউনিটি সংগঠক আবিদ হোসেন, রাজনীতিবিদ ও সংগঠক মোহাম্মদ আব্দুল মতিন, ঢাকাদক্ষিণ স্মারকগ্রন্থের ব্যবস্থাপনা সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, বাংলাভাষী সম্পাদক অলিউর রহমান খান, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সাবেক ট্রেজারার সেলিম আহমেদ, হাওয়া টিভির সিইও রোমান আনাম, কমিউনিটি সংগঠক আসাদ উদ্দিন, রেদওয়ান হোসেন রেজা, বারকোট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মো মুকিতুর রহমান মুকিত প্রমুখ। উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সাবেক সাধারণ সম্পাদক উপদেষ্টা দেলওয়ার হোসেন লেবু, ইসি মেম্বার ইকবাল আহমেদ চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি রেজাউল করিম মৃধা, আইওন টিভির চীফ রিপোর্টার আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, কমিউনিটি সংগঠক হেলাল আহমদ, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের ট্রেজারার মোহাম্মদ শামীম আহমদ, কমিউনিটি সংগঠক শামীম আহমদ, আব্দুল কাদির, রাজনীতিবিদ ফরহাদ আলম, রেদোয়ান খান, আজিজুর রহমান, কামাল উদ্দিন, রোকসানা পারভীন জোসনা, রোহেলা বেগম, হাওয়া টিভির প্রতিষ্ঠাতা কিশোয়ার আনাম লিটন, শেবুল আহমদ প্রমুখ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি- সবদিক দিয়েই গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ একটি জনপদ। আজকের স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় সারা দেশের মতো ঢাকাদক্ষিণ এলাকার সূর্যসন্তানদের অবদানও অনস্বীকার্য। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই এলাকার সূর্যসন্তানদের আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বক্তারা আরও বলেন, ‘ঢাকাদক্ষিণ স্মারকগ্রন্থ’-এর মাধ্যমে ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণের অতীত ইতিহাস, ঐতিহ্যসহ এলাকার অনেক কিছু জানতে পারবে বর্তমান প্রজন্ম। প্রধান অতিথি তাইসির মাহমুদ বলেন, “সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ স্বনামধন্য একটি এলাকা। এখানকার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হলো। ঢাকাদক্ষিণ এলাকার অতীত ও বর্তমান ঐতিহ্য, মহান স্বাধীনতাযুদ্ধে এই এলাকার কৃতীসন্তানদের অবদান, শিক্ষা-দীক্ষা ও খ্যাতি অর্জনে এই এলাকার মানুষের গৌরবময় সংগ্রামের মাধ্যমে নতুন প্রজন্ম ঢাকাদক্ষিণের পূর্ণাঙ্গ ইতিহাসের কথা জানতে পারবে বলে আমার বিশ্বাস।” সাবেক স্পিকার আহবাব হোসেন বলেন, ঢাকাদক্ষিণ এলাকার সমৃদ্ধ একটি ইতিহাস রয়েছে। এই এলাকার গুণীজনেরা বাংলাদেশে শিক্ষা, শিল্প ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এখনো রেখে চলেছেন। লেখক ও গবেষক ফারুক আহমদ বলেন, ঢাকাদক্ষিণ অত্যন্ত প্রাচীন একটি জনপদ। ইতিহাস থেকে জানা যায়, অতীতে ঢাকাদক্ষিণ পরগনা বলতে পুরো গোলাপগঞ্জকেই বোঝাত। ঢাকাদক্ষিণকে নিয়ে লিখলে কয়েক হাজার পৃষ্ঠার একটি বই লেখা যাবে। তিনি গোলাপগঞ্জ উপজেলার প্রথম লিখিত ইতিহাসগ্রন্থ ‘গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য’র লেখক আনোয়ার শাহজাহান এবং হাওয়া টিভির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমানকে ঢাকাদক্ষিণ স্মারকগ্রন্থ প্রকাশনার জন্য অভিনন্দন জানিয়ে অন্যান্য ইউনিয়নবাসীকে ‘ঢাকাদক্ষিণ স্মারকগ্রন্থ’টি অনুসরণ করার জন্য অনুরোধ করেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সভাপতি তছউর আলী বলেন, ঢাকাদক্ষিণ এলাকার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে প্রকাশিত ম্যাগাজিন ‘ঢাকাদক্ষিণ স্মারকগ্রন্থ’ প্রকাশের মাধ্যমে এলাকার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। একটি জাতির সাহিত্য ও সংস্কৃতিচর্চা যত বেশি হবে, সেই জাতির রুচি, মন ও মননের উন্নতি তত বেশি অগ্রসর হবে। স্মারকগ্রন্থের সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান শানুর উপস্থিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এটি প্রকাশের সাথে যাঁরা সম্পৃক্ত, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি ভবিষ্যতে পূর্ণাঙ্গ একটি ইতিহাসগ্রন্থ প্রকাশে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

আন্তর্জাতিক

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে — প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিলেতের আয়না ডেক্স :- রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে — প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন, পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে। তিনি বলেন, আমি আশা করি পবিত্র রমজান মাসে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকবে এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগাম টেনে ধরা সম্ভব হবে। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে ভোলা-২ থেকে নির্বাচিত ক্ষমতাসীন দলের আইন প্রণেতা আলী আজমের লিখিত প্রশ্নের জবাবে সংসদ নেতা শেখ হাসিনা একথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, সরকারের পদক্ষেপের ফলে দরিদ্র মানুষ, বিশেষ করে দরিদ্র পরিবার, বয়স্ক ব্যক্তি, বিধবা, স্বামী পরিত্যক্তা ও নিম্ন আয়ের মানুষের জীবনে স্বস্তি আসবে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, তাই জনগণের দুর্ভোগ কমাতে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে। শেখ হাসিনা আরো বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের স্বাভাবিক মূল্য বজায় রাখতে সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা ইতোমধ্যে ভোক্তা মূল্যের অস্বাভাবিক বৃদ্ধিকে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পেরেছি। তিনি বলেন, বিশ্ববাজারে কিছু পণ্য-যেমন জ্বালানি তেল, ভোজ্যতেল, গম, সার, বিভিন্ন খাদ্যপণ্য, ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালের দাম বৃদ্ধির কারণে বাংলাদেশে আমদানি পণ্যে মূল্যস্ফীতির চাপ অনুভূত হচ্ছে। প্রধানমন্ত্রী আরো বলেন, মূল্যস্ফীতি কমাতে বিভিন্ন শুল্ক ছাড় দেয়া হচ্ছে। সূত্র : বাসস

আন্তর্জাতিক

সৌদিতে একদিনে সাতজনের শিরশ্ছেদ। একদিনে সাতজনের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।

বিলেতের আয়না ডেক্স :- সৌদিতে একদিনে সাতজনের শিরশ্ছেদ। একদিনে সাতজনের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। ২০২২ সালের পর এটাই একদিনে দেশটিতে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার শিরশ্ছেদ করা ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ ছিল। তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। তবে তাদের নামের বিষয়টি ইঙ্গিত করছে যে তারা সবাই সৌদির নাগরিক হতে পারে। এর আগে ২০২২ সালের মার্চে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি আরব। এ ঘটনায় বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিল দেশটি। তবে সৌদির কর্তৃপক্ষের বক্তব্য হল- আইন ও কোরআনভিত্তিক শরীয়াহ শাসন অক্ষুন্ন রাখতে মৃত্যুদণ্ড অপরিহার্য। বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে শীর্ষ তিন দেশের মধ্যে রয়েছে সৌদি আরব। চলতি বছর এই নিয়ে ২৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১৭০ জন। সূত্র: মিডল ইস্ট আই, ভয়েস অব আমেরিকা

আন্তর্জাতিক, জাতীয়

বর্নি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে লন্ডনে একটি রেস্টুরেন্টে ইউকে বসবাসরত সকল বর্নি বাসিকে নিয়ে এক আলোচনা সভা ও কুশলাদি বিনিময় এবং প্রীতি ভোজের আয়োজন করা হয় ?

বিলেতের আয়না ডেক্স :- বর্নি ওয়েলফেয়ার এসোসিয়েশন  ইউকের উদ্যোগে লন্ডনে একটি রেস্টুরেন্টে ইউকে বসবাসরত সকল বর্নি বাসিকে নিয়ে এক আলোচনা সভা ও কুশলাদি বিনিময় এবং প্রীতি ভোজের আয়োজন করা হয় ? গত সোমবার ১৯/০২/২০২৪ মৌলভী বাজার জেলা -বড়লেখা উপজেলা- ১ নং বর্নি ইউনিয়ন ঐতিহ্যবাহী বর্নি গ্রামের সামাজিক সংগঠন। বর্নি_ওয়েলফেয়ার_এসোসিয়েশন_ ইউকের_ উদ্যোগে লন্ডনে একটি রেস্টুরেন্টে ইউকে বসবাসরত সকল বর্নি বাসিকে নিয়ে এক আলোচনা সভা ও কুশলাদি বিনিময় এবং প্রীতি ভোজের আয়োজন করা হয় ? এতে সংঘটনের সভাপতি হাজী নিজাম উদ্দীন ও সাধারন সম্পাদক হাজী আব্দুর রহমান মাখন এবং কোষাধক্ষ হাজী মতিউর রহমানের যৌথ পরিচালোনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মঈন উদ্দীন মনাই এবং বক্তব্য রাখেন হাজী আব্দুল মালিক হাজী মিছবা উদ্দীন , নজরুল ইসলাম বাবুল ফখরুল আলম , সামছুল আলম কবির আহমদ , আব্দুর নুর বাবু মৌঃ সামছুল আলম সহ একে একে উপস্তিত সকলেই বক্তব্য রাখেন ! সিদ্বান্ত হয় আগামি মাহে রমজান , রোজার পরে ঈদ -এপ্রিল মাসের ১১/১২ তারিখ হতে পারে ?ঈদের পরে (২৯ এপ্রিল )। রোজ সমবার সকলে মিলে ঈদের আনন্দ করবো এবং আগামি দিনের সংঘটনের ভবিষৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে …. ? উপস্তিত সকলের সহযোগিতায় ১.০০.০০০ এক লক্ষ টাকা জনাব হাজী মিছবা উদ্দীন সাহেবের হাতে দেওয়া হয় উনি দেশে যাচ্ছেন তাই গ্রামের অসহায় গরিব মানুষের মাজে বন্টন করবেন ( ইন্শা আল্লাহ্ ) পরিশেষে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সভাপতি সবাইকে ধন্যবাদ জানান এবং মৌলানা সামছুল আলমের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি করা হয় ? ঃ—-আমিন

আন্তর্জাতিক, জাতীয়

রাশিয়ার কারাগারে বিরোধী নেতা নাভালনির মৃত্যু।

বিলেতের আয়না ডেক্স :- রাশিয়ার কারাগারে বিরোধী নেতা নাভালনির মৃত্যু। রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনি মারা গেছেন। কারাগারে তার মৃত্যু হয়েছে বলে রুশ কর্তৃপক্ষ আজ (শুক্রবার) জানিয়েছে। রুশ সংবাদমাধ্যম স্পুতনিক জানায়, কারাগারে হঠাৎ নাভালনি অসুস্থ বোধ করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে সুস্থ করার সব চেষ্টা করা হলেও তাতে কোনো ফল আসেনি। অ্যালেক্সি নাভালনিকে সাইবেরিয়ার একটি কারাগারে (ইয়ামালিয়ার ৩ নম্বর পেনাল কলোনি) বন্দি করে রাখা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় কারা কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, নাভালনির মৃত্যু কীভাবে হয়েছে তা বের করবেন চিকিৎসকেরা। নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। পুতিনের প্রতিদ্বন্দ্বী ও মনে করা হতো তাকে। ২০২১ সাল থেকে তিনি কারাবন্দি। উগ্রপন্থায় উসকানি ও অর্থায়ন এবং একটি উগ্রপন্থি সংগঠন প্রতিষ্ঠার দায়ে নাভালনিকে ২০২৩ সালের আগস্টে ১৯ বছরের কারাদণ্ড দেয় রাশিয়ার আদালত। এরই মধ্যে তিনি প্রতারণা ও অন্যান্য অভিযোগের দায়ে সাড়ে ১১ বছর কারাভোগ করেছেন। যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন নাভালনি।

আন্তর্জাতিক

ভারতে কৃষকদের রোডমার্চে ফের টিয়ার শেল নিক্ষেপ।

বিলেতের আয়না ডেক্স :- ভারতে কৃষকদের রোডমার্চে ফের টিয়ার শেল নিক্ষেপ। বিরতি’ শেষে আবারও ‘দিল্লি চলো’ রোডমার্চ শুরু করতে গেলে কৃষকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টার দিকে পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্তে টিয়ার শেল ছোড়া হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে জানানো হয়েছে। আন্দোলনকারীদের বরাত দিয়ে এতে বলা হয়েছে, কৃষকরা সকালে ‘দিল্লি চলো’ রোডমার্চ পুনরায় শুরু করতে গেলে তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়া হয়। বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, আন্দোলনকারীরা জানান, তারা শম্ভু সীমান্তে পুলিশের ব্যারিকেডের কাছে জড়ো হলে তাদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। গতকাল থেকে কৃষকরা পুনরায় আন্দোলন শুরু করার পর কেন্দ্র থেকে ইতোমধ্যে জানানো হয়েছে, ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) গ্যারান্টি দেওয়ার আইন প্রণয়নের যে মূল দাবি তারা জানিয়েছে, সেটার বাস্তবায়ন সম্ভব নয়। আজ কৃষকদের আবারও আলোচনার জন্য ডাকা হয়েছে। কৃষকদের আন্দোলন ঘিরে দিল্লি সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি থেকে ২০০ কিলোমিটারেরও বেশি দূরে শম্ভু সীমান্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রাতে কৃষকরা তাদের কর্মসূচিতে ‘সাময়িক বিরতি’ ঘোষণা করে বুধবার সকাল থেকে পুনরায় তা শুরু করার কথা জানায়। ধারণা করা হচ্ছে, আজ কৃষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে পারে। এদিকে কৃষকদের আন্দোলন ঘিরে দিল্লি-গাজিয়াবাদ সীমান্তে তীব্র যানজট সৃষ্টি হয়েছে বলে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে। আন্দোলন রুখতে দিল্লি সীমান্তে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। হরিয়ানার ডিএসপি অনিল কুমার এএনআইকে বলেছেন, যানজট নিয়ন্ত্রণে রুট ডাইভার্ট করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উল্লেখ্য, বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে ২০২০ সাল থেকে বিক্ষোভ করে আসছেন ভারতের কৃষকরা।

Scroll to Top