শেখ হাসিনার আন্তরিকতায় সিলেটের সবচেয়ে বেশি উন্নয়ন সাধিত হচ্ছে, লন্ডনে এডভোকেট আব্বাস উদ্দিন –

বিলেতের আয়না :- চৌধুরী মুরাদ, লন্ডন যুক্তরাজ্য 

শেখ হাসিনার আন্তরিকতায় সিলেটের সবচেয়ে বেশি উন্নয়ন সাধিত হচ্ছে, লন্ডনে এডভোকেট আব্বাস উদ্দিন ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণেই আওয়ামীলীগ সরকারের আমলে সিলেটের সবচেয়ে বেশি উন্নয়ন সাধিত হচ্ছে বলে জানিয়েছেন, লন্ডন সফরে আগত সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন।
রবিবার এডভোকেট আব্বাস উদ্দিন হিত্রো এয়ারপোর্টে এসে পৌঁছুলে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন, প্রবাসী বিয়ানীবাজার আওয়ামী পরিবার, শেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির মুরাদ তাঁর নিজ এলাকার যুব নেতৃবৃন্দের মাধ্যমে লন্ডনে তাঁকে স্বাগত জানিয়ে ফুলের শুভেচ্ছা প্রদানকালে এমন অভিমত প্রকাশ করেন।
এসময় এডভোকেট আব্বাস নিজ সংসদীয় আসন সিলেট ৬’য়ের এমপি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এলাকার উন্নয়নের কথাও তুলে ধরেন।
এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। ছাত্রলীগ বিয়ানীবাজার উপজেলা আহবায়ক কমিটির সদস্য ১৯৯৩ -২০০০, সভাপতি ছাত্রলীগ,বিয়ানীবাজার সরকারী কলেজ ১৯৯৪- ২০০০,যুগ্ম আহবায়ক ছাত্রলীগ,বিয়ানীবাজার উপজেলা ২০০০- ২০০৩,সহ সভাপতি ছাত্রলীগ, সিলেট জেলা ২০০২ – ২০১০, সাল, সাবেক সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
১৯৯৩ সালে খালেদা জিয়ার দু:শাসনের প্রতিরোধ আন্দোলনে পুলিশের হাতে গ্রেফতারকৃত অমানুষিক নির্যাতিত কারাবরণকারী একজন নেতা ।
১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ছাত্রলীগের একজন কর্মী থাকাকালীন সময় সিলেট জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্টী’র সদস্য ছিলেন। এছাড়া শেওলা ইউনিয়নের শালেশ্বর বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদক ছিলেন।
ছাত্রলীগের একজন কর্মী হিসেবে তার সম্পাদনায় বিয়ানীবাজার সরকারী কলেজ থেকে জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে ১৯৯৩ সালে “থামলোনা রক্ত স্রোত”, ১৯৯৪ সালে “শতাব্দীর নক্ষত্র” ও ১৯৯৫ সালে “বঙ্গবন্ধু যার দৃষ্টিতে যেমন” প্রকাশনা বের করেন।
বর্তমানে তিনি সহকারী প্রক্টর, মেট্রোপলিটন ইউনিভার্সিটি,সিলেট।

আরও পড়ুন:  ৪০ দিনে ২৬৬টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top