গ্রামীণ টেলিকম ট্রাস্টকে ৫০ কোটি টাকা দিয়ে আপিল করার নির্দেশ।

বিলেতের আয়না ডেক্স :- গ্রামীণ টেলিকম ট্রাস্টকে ৫০ কোটি টাকা দিয়ে আপিল করার নির্দেশ।
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে ২০১১-১২, ২০১২-২০১৩ অর্থবছরে করবর্ষের আয়কর আপিল ফাইল করতে আয়করের ২৫ শতাংশ অর্থাৎ ৫০ কোটি টাকা পরিশোধ করে আপিল আবেদন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২৫ শতাংশ টাকা জমা দেওয়া সংক্রান্ত নির্দেশের বিরুদ্ধে করা আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার (১২ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ ড. ইউনূসের প্রতিষ্ঠানের পক্ষে আবেদন খারিজ করে এ রায় দেন।
একই সঙ্গে বলেন, আইন অনুযায়ী যে অর্থটা দেওয়ার দরকার সেটা এনবিআরকে দিতে ড. ইউনূসকে বলা হয়েছে। এখানে অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই বলেছেন আদালত।
সহকারী অ্যাটর্নী জেনারেল ব্যারিস্টার তাহমিনা আক্তার জানান, ২০২০ সালে নভেম্বরে ২০১১ থেকে ২০১৩ দুই বছরের প্রায় ২৫০ কোটি টাকা আয়কর দাবি করে গ্রামীণ কল্যাণ ট্রাস্টকে নোটিশ পাঠায় জাতীয় রাজস্ব বোর্ড। এর পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর কাছে গ্রামীণ কল্যাণ ট্রাস্ট অর্থ নেই বলে মওকুফ চান। ওই আবেদন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিজক্টে করার পরে তারা আয়করের টাকা মওকুফ চেয়েছিলেন।

আরও পড়ুন:  দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top