বিলেতেৱ আয়না ডেক্স :- শেখ হাসিনার সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহী ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
পঞ্চমবারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন তিনি।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সরকারপ্রধানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতির প্রশংসা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব এবং বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।
ঋষি সুনাক শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের জনগণের নিবিড় সংযোগের মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কমনওয়েলথ পরিবারের সদস্য হিসেবে বাংলাদেশ কমনওয়েলথের মূল্যবোধগুলো আরও এগিয়ে নিয়ে যাবে এবং দুই দেশের অভিবাসন সংক্রান্ত সহযোগিতা সম্প্রসারিত হবে।
বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যকার গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক এ সম্পর্ককে ভবিষ্যতে আরও দৃঢ় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একযোগে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন ঋষি সুনাক।
শেখ হাসিনার সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহী ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
Share:
Facebook
Twitter
Pinterest
LinkedIn
পপুলার
আওয়ামী লীগ জনগণকে দিতে আসে, নিতে নয়।
এপ্রিল ১১, ২০২৪
ঈদের দিন হামাস নেতার ছেলে ও নাতি নিহত ।
এপ্রিল ১১, ২০২৪
জিম্মি জাহাজে আব্দুল্লাহর মধ্যে ঈদের নামাজ আদায় করলেন নাবিকরা।
এপ্রিল ১১, ২০২৪