বিলুপ্তির পথে প্যাডেল রিকশা।ব্যাটারী চালিত রিক্সার।

বিলেতের আয়না ডেক্স :- বিলুপ্তির পথে প্যাডেল রিকশা।ব্যাটারী চালিত রিক্সার।

এক সময় প্যাডেল রিকশার কদর ছিল সর্বত্র। কিন্তু কালের বিবর্তনের আধুনিকতার ছোয়ায় এখন বাজার দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। প্যাডেল রিকশার নজর কাড়া চিত্রকর্ম সাথে ছবির নায়ক নায়িকার ছবি দিয়ে ফুল এবং এবং পাখির নানা কারুকার্য মুগ্ধ করতো যে কাউকে।
তবে যুগের পরিবর্তনে এসব এখন শুধুই অতীত, গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য বহন কারী প্যাডেল রিকশা এখন হাতেগোনা কয়েকটি। দেশের অন্যান্য স্থানের মতো সিলেট সহ সারা দেশে যেভাবে প্যাডেল চালিত রিকশা কমছে ঠিক সেভাবে বাড়ছে নতুন নতুন ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা। যেখানে নতুন করে বিদ্যুৎ সেবায় নেতিবাচক প্রভাব ফেলছে, বিশেষ করে এক সময় প্যাডেল রিকশা চালিয়ে কায়িকশ্রমের হলেও অটোরিকশা আসার পর থেকেই তরুণ কমবয়সী চালকদের সংখ্যা বেড়েছে যাদের অনেকেরই বয়স ১৮ বছর হয়নি।কম বয়সী ছেলেরা অটোরিকশা চালায়। অদক্ষতা ছাড়াই ব্যাটারি চালিত রিকশার চালকের আসেন বসার কারণে প্রায় ঘটে ছোট-বড় দুর্ঘটনা।
গত বছর যেখানে ৬ ডিসেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা -ইউনেসকোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় ঢাকা শহরের রিকশা ও রিকশাচিত্র। সেখানে অত্র অঞ্চলের বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী প্যাডেল চালিত এই বাহনটি।
ব্যাটারি চালিত অটোরিকশা বেড়ে যাওয়ার ফলে সড়ক দুর্ঘটনা বেড়েছে অনেক সময় এরা নির্ধারিত গতিসীমা মানে না। এ ছাড়াও জাতীয় সম্পদ বিদ্যুৎতের অপচয় হচ্ছে যা আমাদের অপূরণীয় ক্ষতি। প্যাডেল চালিত রিকশা এক সময় যে কারুকাজ ফুটিয়ে তুলতো তা আর এখন চোখে পড়েনা এই ঐতিহ্য গুলো আমাদের ধরে রাখা উচিত।

আরও পড়ুন:  আগামী রমজান মাসে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখার আহবান জানিয়েছেন -- জি এম কাদের।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top