ডব্লিউএইচওর (WHO) আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিলেন সায়মা ওয়াজেদ পুতুল।

বিলেতের আয়না ডেক্স :- ডব্লিউএইচওর (WHO) আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিলেন সায়মা ওয়াজেদ পুতুল।
বৈশ্বিক মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ বৃহস্পতিবার আগামী পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের (আরডি) দায়িত্ব নিয়েছেন। সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বিদায়ী আঞ্চলিক পরিচালক ড. পুনম ত্রেপাল সিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন সায়মা ওয়াজেদ পুতুল।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় সায়মা ওয়াজেদ বলেন, ‘আমাকে এই পদে মনোনয়নের জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে ধন্যবাদ জানাই।’
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডের জেনেভায় ২২ থেকে ২৭ জানুয়ারি ডব্লিউএইচওর নির্বাহী বোর্ডের ১৫৪তম অধিবেশনে সায়মা ওয়াজেদ পুতুলের এ মনোনয়ন অনুমোদন করা হয়।
এর আগে নয়াদিল্লিতে এ ভোট গ্রহণে বাংলাদেশ, ভুটান, গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া (ডিপিআরকে), ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও তিমুর-লেস্তে অংশ নেয়। এতে বিশিষ্ট অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ আটটি ভোট পান। অপর প্রার্থী নেপাল মনোনীত ডা. শম্ভু প্রসাদ আচার্য্য পান দুটি ভোট।
সায়মা ওয়াজেদ বাংলাদেশের প্রথম ও ডব্লিউএইচওর দণি-পূর্ব এশিয়া অঞ্চলের দ্বিতীয় নারী আঞ্চলিক পরিচালক।
সায়মা ওয়াজেদ অটিজমের ভূমিকার জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। তিনি ডব্লিউএইচওর মহাপরিচালকের মানসিক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা। সায়মা ওয়াজেদ প্রথম বাংলাদেশি যিনি ডব্লিউএইচওর আঞ্চলিক বিভাগের অংশ হিসেবে ১৯৪৮ সালে তৈরি করা পদটিতে অধিষ্ঠিত হতে যাচ্ছেন।

আরও পড়ুন:  জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত ৭১ লাখ বাংলাদেশী।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top