কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদরাসায় সালনা জলসা

বিলেতের আয়না :- মোহাম্মদ মাসুদ

কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদরাসায় সালনা জলসা
কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার ৮৮তম সালনা জলসা অনুষ্ঠিত হয়।কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর প্রাণপ্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

আজ শনিবার (২৭ জানুয়ারি) বেলা ৩টায় চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিতব্য জলসায়
জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা জলসায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এর সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন-অর রশীদ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ার‌্যম্যান প্রফেসর এ,কে,এম ছায়েফ উল্যা, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ কানাডা শাখার সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ কায়কোবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. জালাল আহমদ, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুছলেহ উদ্দীন আহমদ মাদানী, রাঙ্গুনিয়া আলমশাহপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান খাঁন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ সরওয়ার কামাল, মোঃ দেলওয়ার হোসেন খাঁন প্রমুখ।

আরও পড়ুন:  ইউএনওদের ক্ষমতা খর্ব করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত।

জলসায় বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ ফোরকান।

মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। এতে আরও দেশবরেণ্য ওলামায়ে কেরাম, গুণীজন, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top