বিলেতের আয়না ডেক্স :- কালো পতাকা মিছিলে কেনো এতো ভয় সরকারের।
ডামি নির্বাচন করে সরকার আরো বেশি ভয়ের মধ্যে আছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আতঙ্কের একটা প্রতিযোগিতা দেখছি সরকারের মধ্যে। কালো পতাকা মিছিলেই কি সরকারের এতো ভয়?
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ।
পুলিশের আচরণের সমালোচনা করে রিজভী বলেন, তাদের কারণেই ভালো মানুষ গুলো জেলে, কারাগারের। আর কুখ্যাত খুনি, সন্ত্রাসীরা বাইরে। পুলিশই আবার এমপিদের নির্বাচিত করে।
বিএনপির স্থায়ী কমিটির ও দেশবরেণ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মঈন খানকে টেনে হেঁচড়ে তুলে যায় পুলিশ এমন অভিযোগ করে তিনি বলেন, তার মতো ভদ্র মানুষকে এভাবে কিভাবে এমন করে হেনস্থা করে। তাহলে কীভাবে এ দেশে ভদ্র লোক থাকবে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, অধিবেশনের নামে সরকার তামাশা ও নাটকের আয়োজন করে। কালো পতাকা মিছিলেই কি সরকারের এতো ভয়?
মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ একজন হার্টের রোগী জানিয়ে তিনি বলেন, তাকে টেনে হেঁচড়ে তুলে নিয়ে গেছে পুলিশ। এ দেশে কি নারীরাও নিরাপদ নয়? কৃষিবিদ শামীমুর রহমান শামীম একদিন আগে জেল থেকে মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে তিনি পরিবারের কাছে দেখা করতে গেলে আজ (মঙ্গলবার) সরকারের আজ্ঞাবহ বাহিনী গ্রেপ্তার করে তাকে। এটা অত্যন্ত অমানবিক ও বর্বরতা।
” বিএনপির পুরো কেন্দ্রীয় কার্যালয় কালো পতাকা দিয়ে ঢেকে রাখা উচিত” সোমবার (২৯ জানুয়ারি) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর মন্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, অহংকার করেন। রাষ্ট্রীয় ক্ষমতায় পুলিশ দিয়ে আছেন। এরও কিন্তু শেষ আছে। আপনাদের পতন হবেই। যারা অপরাধী তারাই অন্যায়, অত্যাচার করে থাকে অবৈধ ক্ষমতার জোরে। মিথ্যা দিয়ে সব কিছু করতে চান । আর আমরা সত্য প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের এমন বন্দুকের মুখে বলি। এটাই বিশ্বব্যাপী চিহ্নিত। এছাড়া কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে সারাদেশে ইতোমধ্যে অর্ধশতাধিক নেতাকর্মী আটক হয়েছে বলে জানান বিএনপির এই মুখপাত্র।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ প্রমুখ।